West Bengal News LIVE: 'পরিকল্পনামাফিক আগুন লাগানো হয়েছে', খিদিরপুরে বিধ্বংসী আগুন, 'মেন মেড' তত্ত্ব শুভেন্দু অধিকারীর
WB News LIVE Updates: রাজ্য থেকে জেলা সব খবরের লাইভ আপডেটস
প্রেক্ষাপট
খিদিরপুরে বিধ্বংসী আগুন, 'মেন মেড' তত্ত্ব শুভেন্দু অধিকারীর। 'খিদিরপুরে মেন মেড অগ্নিকাণ্ড। পরিকল্পনামাফিক আগুন লাগানো হয়েছে', রাজ্যে গোটা সিস্টেম ভেঙে পড়েছে, আক্রমণ বিরোধী দলনেতার ...More
মিড ডে মিল কর্মীদের আন্দোলনে অবরুদ্ধ ধর্মতলা। পিএফ, পেনশন-সহ একাধিক দাবিতে মিছিল। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল। পিএফ, পেনশন, বোনাস-সহ একাধিক দাবিতে মিছিল।
অবশেষে খুলল কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির পোর্টাল। স্নাতকস্তরে ভর্তির পোর্টাল চালু
রবিনসন স্ট্রিটের ছায়া এবার কসবার পরেশ মজুমদার রোডে। বেশ কয়েকদিন ধরে দিদির দেহ আগলে রেখেছেন বোন, এমনই অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। ৭৭ বছরের মৃত মহিলার নাম
পূরবী নস্কর। দোতলায় থাকতেন দিদি ও বোন, একতলায় ভাই থাকেন। স্থানীয়দের দাবি, গতকাল বোন এসে ভাইয়ের কাছে খেতে চান। বোনের কাছ থেকে দিদির মৃত্যুসংবাদ পান ভাই। এরপর
কসবা থানার পুলিশ এসে ঘর থেকে দিদির পচাগলা দেহ উদ্ধার করে। কয়েকদিন আগেই বৃদ্ধার মৃত্যু হয়েছে প্রাথমিক তদন্তে অনুমান।
খিদিরপুর অগ্নিকাণ্ড নিয়ে বিধানসভায় বিবৃতি দমকলমন্ত্রীর। 'দমকলের ভূমিকা নিয়ে কিছু মানুষ ইচ্ছাকৃত বিভ্রান্তি ছড়াচ্ছে। রাত ২.০৫-এ দমকল হেড কোয়ার্টারে প্রথম ফোন আসে। দমকল হেড কোয়ার্টারে থেকে ৩টি গাড়ি যায়। পরে ঘটনাস্থলে দমকলের আরও ২০টি গাড়ি পৌঁছয়। ফিরহাদ হাকিম রাত ৩টেয় ফোন করেন ও ঘটনাস্থলে যান' 'আমি সকাল ৬টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যাই। দমকলের দেরিতে আসা বা জল না থাকার কথা যাঁরা বলছেন, ঠিক বলছেন না', ফায়ার ব্রিগেডের গাড়িতে জল ছিল, বিধানসভায় দাবি দমকলমন্ত্রীর
খিদিরপুরে বিধ্বংসী আগুন, 'মেন মেড' তত্ত্ব শুভেন্দু অধিকারীর। 'খিদিরপুরে মেন মেড অগ্নিকাণ্ড। পরিকল্পনামাফিক আগুন লাগানো হয়েছে', রাজ্যে গোটা সিস্টেম ভেঙে পড়েছে, আক্রমণ বিরোধী দলনেতার
অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখতে হাসপাতালে শুভেন্দু অধিকারী। তমলুকের বিজেপি সাংসদকে দেখে এলেন বিরোধী দলনেতা। আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি প্রাক্তন বিচারপতি। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস ও গ্যাসট্রো ইনটেস্টাইনাল সেপসিসে ভুগছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
ব্যারাকপুর থেকে সুতিতে সরানো হল পুলিশ ব্যাটালিয়ন। রাজ্য সশস্ত্র পুলিশের ৮ নম্বর ব্যাটেলিয়নকে স্থানান্তর। ব্যারাকপুর থেকে জঙ্গিপুর পুলিশ জেলার সুতি থানায় স্থানান্তর। গতকাল পুলিশ ব্যাটালিয়ন স্থানান্তরের বিজ্ঞপ্তি জারি। গতমাসে ওয়াকঅফ অশান্তিতে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ, মালদা।
বাগদার দম্পতিকে বাংলাদেশে পুশ ব্যাকের পর রায়গঞ্জ সীমান্ত দিয়ে কামব্যাক। উত্তর চব্বিশ পরগনার বাগদার দম্পতিকে বাংলাদেশের নাগরিক সন্দেহে পুুশ ব্যাকের অভিযোগ ওঠে BSF-এর বিরুদ্ধে। ভারতীয় বলে নিশ্চিত হওয়ার পর উত্তর দিনাজপুরের রায়গঞ্জ সীমান্ত দিয়ে গতকাল ফেরত পাঠানো হল বাগদার ওই দম্পতিকে। হরিহরপুর গ্রামের বাসিন্দা ফজের মণ্ডল ও তাঁর স্ত্রী তসলিমা কাজের সূত্রে মুম্বই থাকতেন। অভিযোগ, ১০ জুন বাংলাদেশের নাগরিক সন্দেহে তাঁদের গ্রেফতার করে মুম্বই পুলিশ। অভিযোগ, দম্পতিকে এ রাজ্যে এনে ১৪ জুন রীতিমতো ভয় দেখিয়ে, জোর করে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কয়লাডাঙি সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানো হয়। সেখানে তাঁদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ। তৃণমূল সাংসদ মমতা ঠাকুরের দ্বারস্থ হন দম্পতির আত্মীয়রা। এরপর গতকাল রাতে ওই দম্পতিকে ফের ভারতে ফেরানো হয়।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মেনে বর্ষা ঢুকল দক্ষিণবঙ্গে। অন্যান্য জেলার সঙ্গে দক্ষিণ ২৪ পরগনাজুড়ে শুরু হয়েছে বৃষ্টি। গতকাল থেকে দফায় দফায় বৃষ্টি চলছে জেলাজুড়ে। রাত থেকে নাগাড়ে বৃষ্টি চলছে।
মালদার বুকে ফের শ্যুটআউট। এবার, কালিয়াচকের মোজমপুরে, গোষ্ঠীসংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হলেন নিরীহ এক টোটোচালক। খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ। গোটা ঘটনায় ফের প্রশ্নের মুখে মালদা জেলার আইনশৃঙ্খলা। গোটা ঘটনায় ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। ইতিমধ্যেই, কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করেছে টোটোচালকের পরিবার।
ফের এয়ার ইন্ডিয়ার বিমানে ধরা পড়ল যান্ত্রিক ত্রুটি। সানফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বই যাচ্ছিল AI 180 উড়ান। বিমানের বাঁদিকের ডানায় যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে, কলকাতায় অবতরণ। রাত পৌনে একটা নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। নিরাপদে নামিয়ে আনা হয় যাত্রীদের। যাত্রীদের সুরক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত, জানান পাইলট। এরপর ভোর ৫টা ২০ মিনিটে ফের মুম্বইয়ের উদ্দেশে উড়ে যায় বিমানটি।
বসিরহাটে চায়ের দোকানে খুন তৃণমূল কর্মী! দুষ্কৃতীদের বিরুদ্ধে গুলি করে কুপিয়ে খুনের অভিযোগ। ভরা বাজারে রাত ৮ টা নাগাদ তৃণমূল কর্মীকে খুন। বসিরহাটের গোটরা পঞ্চায়েতের ঘোনা বাজারের ঘটনা
দেশবনধু চিত্তরঞ্জন দাসের মৃত্য়ুবার্ষিকী শ্রদ্ধার সঙ্গে পালন করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি ও আইনজীবীরা। বিশেষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম৷ স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে দেশবন্ধুর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এই অনুষ্ঠানে।
আমার পাড়ার মোড়ে কর্তব্যরত পুলিশের মাথায় চটি ছুড়ে মেরেছেন হাফ মিনিস্টার। নাম না করে সুকান্তকে আক্রমণ মমতার। দেশের জন্য কাজ করি, পাল্টা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী।