West Bengal News LIVE: ধর্মতলায় গুলি-সহ গ্রেফতার, ধৃতকে জেরা করে শাগরেদের হদিশ

WB News LIVE Updates: রাজ্য থেকে জেলা সব খবরের লাইভ আপডেটস

ABP Ananda Last Updated: 17 Jun 2025 11:34 PM

প্রেক্ষাপট

খিদিরপুর অগ্নিকাণ্ড নিয়ে বিধানসভায় বিবৃতি দমকলমন্ত্রীর। 'দমকলের ভূমিকা নিয়ে কিছু মানুষ ইচ্ছাকৃত বিভ্রান্তি ছড়াচ্ছে। রাত ২.০৫-এ দমকল হেড কোয়ার্টারে প্রথম ফোন আসে। দমকল হেড কোয়ার্টারে থেকে ৩টি গাড়ি যায়। পরে...More

WB News Live Update: ধর্মতলায় গুলি-সহ গ্রেফতার, ধৃতকে জেরা করে শাগরেদের হদিশ

ধর্মতলায় গুলি-সহ গ্রেফতার, ধৃতকে জেরা করে শাগরেদের হদিশ। ১০ রাউন্ড 7.65 mm কার্তুজ-সহ ময়দান স্টেশনের কাছে গ্রেফতার। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের বাসিন্দা শাহিদুল্লা মল্লিক গ্রেফতার। ২৫ মে: হলদিয়া থেকে বাসে আসতেই ধর্মতলায় অস্ত্র-সহ পাকড়াও। কেতুগ্রামের বাসিন্দা রামকৃষ্ণকে জেরা করে মঙ্গলকোটের শাহিদুল্লাহের হদিশ। ধৃত শাহিদুল্লাহের ২৬ জুন পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের।