West Bengal News LIVE: ধর্মতলায় গুলি-সহ গ্রেফতার, ধৃতকে জেরা করে শাগরেদের হদিশ
WB News LIVE Updates: রাজ্য থেকে জেলা সব খবরের লাইভ আপডেটস
ABP Ananda Last Updated: 17 Jun 2025 11:34 PM
প্রেক্ষাপট
খিদিরপুর অগ্নিকাণ্ড নিয়ে বিধানসভায় বিবৃতি দমকলমন্ত্রীর। 'দমকলের ভূমিকা নিয়ে কিছু মানুষ ইচ্ছাকৃত বিভ্রান্তি ছড়াচ্ছে। রাত ২.০৫-এ দমকল হেড কোয়ার্টারে প্রথম ফোন আসে। দমকল হেড কোয়ার্টারে থেকে ৩টি গাড়ি যায়। পরে...More
খিদিরপুর অগ্নিকাণ্ড নিয়ে বিধানসভায় বিবৃতি দমকলমন্ত্রীর। 'দমকলের ভূমিকা নিয়ে কিছু মানুষ ইচ্ছাকৃত বিভ্রান্তি ছড়াচ্ছে। রাত ২.০৫-এ দমকল হেড কোয়ার্টারে প্রথম ফোন আসে। দমকল হেড কোয়ার্টারে থেকে ৩টি গাড়ি যায়। পরে ঘটনাস্থলে দমকলের আরও ২০টি গাড়ি পৌঁছয়। ফিরহাদ হাকিম রাত ৩টেয় ফোন করেন ও ঘটনাস্থলে যান' 'আমি সকাল ৬টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যাই। দমকলের দেরিতে আসা বা জল না থাকার কথা যাঁরা বলছেন, ঠিক বলছেন না', ফায়ার ব্রিগেডের গাড়িতে জল ছিল, বিধানসভায় দাবি দমকলমন্ত্রীরঅভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখতে হাসপাতালে শুভেন্দু অধিকারী। তমলুকের বিজেপি সাংসদকে দেখে এলেন বিরোধী দলনেতা। আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি প্রাক্তন বিচারপতি। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস ও গ্যাসট্রো ইনটেস্টাইনাল সেপসিসে ভুগছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ব্যারাকপুর থেকে সুতিতে সরানো হল পুলিশ ব্যাটালিয়ন। রাজ্য সশস্ত্র পুলিশের ৮ নম্বর ব্যাটেলিয়নকে স্থানান্তর। ব্যারাকপুর থেকে জঙ্গিপুর পুলিশ জেলার সুতি থানায় স্থানান্তর। গতকাল পুলিশ ব্যাটালিয়ন স্থানান্তরের বিজ্ঞপ্তি জারি। গতমাসে ওয়াকঅফ অশান্তিতে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ, মালদা। বাগদার দম্পতিকে বাংলাদেশে পুশ ব্যাকের পর রায়গঞ্জ সীমান্ত দিয়ে কামব্যাক। উত্তর চব্বিশ পরগনার বাগদার দম্পতিকে বাংলাদেশের নাগরিক সন্দেহে পুুশ ব্যাকের অভিযোগ ওঠে BSF-এর বিরুদ্ধে। ভারতীয় বলে নিশ্চিত হওয়ার পর উত্তর দিনাজপুরের রায়গঞ্জ সীমান্ত দিয়ে গতকাল ফেরত পাঠানো হল বাগদার ওই দম্পতিকে। হরিহরপুর গ্রামের বাসিন্দা ফজের মণ্ডল ও তাঁর স্ত্রী তসলিমা কাজের সূত্রে মুম্বই থাকতেন। অভিযোগ, ১০ জুন বাংলাদেশের নাগরিক সন্দেহে তাঁদের গ্রেফতার করে মুম্বই পুলিশ। অভিযোগ, দম্পতিকে এ রাজ্যে এনে ১৪ জুন রীতিমতো ভয় দেখিয়ে, জোর করে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কয়লাডাঙি সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানো হয়। সেখানে তাঁদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ। তৃণমূল সাংসদ মমতা ঠাকুরের দ্বারস্থ হন দম্পতির আত্মীয়রা। এরপর গতকাল রাতে ওই দম্পতিকে ফের ভারতে ফেরানো হয়। মিড ডে মিল কর্মীদের আন্দোলনে অবরুদ্ধ ধর্মতলা। পিএফ, পেনশন-সহ একাধিক দাবিতে মিছিল। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল। পিএফ, পেনশন, বোনাস-সহ একাধিক দাবিতে মিছিল। রবিনসন স্ট্রিটের ছায়া এবার কসবার পরেশ মজুমদার রোডে। বেশ কয়েকদিন ধরে দিদির দেহ আগলে রেখেছেন বোন, এমনই অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। ৭৭ বছরের মৃত মহিলার নাম পূরবী নস্কর। দোতলায় থাকতেন দিদি ও বোন, একতলায় ভাই থাকেন। স্থানীয়দের দাবি, গতকাল বোন এসে ভাইয়ের কাছে খেতে চান। বোনের কাছ থেকে দিদির মৃত্যুসংবাদ পান ভাই। এরপর কসবা থানার পুলিশ এসে ঘর থেকে দিদির পচাগলা দেহ উদ্ধার করে। কয়েকদিন আগেই বৃদ্ধার মৃত্যু হয়েছে প্রাথমিক তদন্তে অনুমান।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
WB News Live Update: ধর্মতলায় গুলি-সহ গ্রেফতার, ধৃতকে জেরা করে শাগরেদের হদিশ
ধর্মতলায় গুলি-সহ গ্রেফতার, ধৃতকে জেরা করে শাগরেদের হদিশ। ১০ রাউন্ড 7.65 mm কার্তুজ-সহ ময়দান স্টেশনের কাছে গ্রেফতার। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের বাসিন্দা শাহিদুল্লা মল্লিক গ্রেফতার। ২৫ মে: হলদিয়া থেকে বাসে আসতেই ধর্মতলায় অস্ত্র-সহ পাকড়াও। কেতুগ্রামের বাসিন্দা রামকৃষ্ণকে জেরা করে মঙ্গলকোটের শাহিদুল্লাহের হদিশ। ধৃত শাহিদুল্লাহের ২৬ জুন পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের।