Bengali News Live : যাদবপুরের প্রাক্তনী গবেষক হিন্দোল মজুমদারের মুক্তির দাবিতে মিছিল
Bengali News Live Updates : রাজ্যের প্রতি মুহূর্তের খবরের আপডেটে চোখ রাখুন...
ABP Ananda Last Updated: 18 Aug 2025 03:15 PM
প্রেক্ষাপট
দয়া করে ধরে নেবেন না যে, আমাদের বুদ্ধমত্তা বিজেপি ক্যাডারদের সমান। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নাম উল্লেখ করে এক্স হ্যান্ডলে লিখলেন মহুয়া মৈত্র। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের অভিযোগ, মুখ্যনির্বাচন কমিশনারের...More
দয়া করে ধরে নেবেন না যে, আমাদের বুদ্ধমত্তা বিজেপি ক্যাডারদের সমান। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নাম উল্লেখ করে এক্স হ্যান্ডলে লিখলেন মহুয়া মৈত্র। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের অভিযোগ, মুখ্যনির্বাচন কমিশনারের এদিনের সাংবাদিক বৈঠক - উদ্ভট ও হাস্যকর। অটোতে চড়েছেন? কিন্তু সেই অটো ফিট তো? ফিটনেসের শংসাপত্র থাকলেও চিন্তার যথেষ্ঠ কারণ আছে। কারণ টাকা দিলেই এ রাজ্যের অটো ফিটনেস সার্টিফিকেট পেয়ে যাচ্ছে ভিন রাজ্য থেকে। গত ৩ মাসে কলকাতা, হাওড়া উত্তর ২৪ পরগনা এই তিন জেলাতেই এমন সাড়ে ৬ হাজার অটোর সন্ধান পেয়েছে রাজ্য পরিবহণ দফতর। ফের ভূতুড়ে ভোটারের সন্ধান, এবার হাওড়া। সেখানকার ১৩ নম্বর ওয়ার্ডের একটি বুথের তালিকাতেই রয়েছে ৪৫ জন মৃত ভোটারের নাম! তালিকা থেকে নাম কাটতে বললেও কাজের কাজ হয়নি, এমন অভিযোগ করছে মৃতদের পরিবার। বিজেপির অভিযোগ, মৃত ব্যক্তির হয়ে ভোট অন্য কেউ দেবে এই সম্ভাবনাতেই ইচ্ছাকৃতভাবে নাম বাদ দেওয়া হয়নি। পাল্টা গোটা বিষয়টির দায় নির্বাচন কমিশনের ঘাড়ে চাপিয়েছেন উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক। তৃণমূলের বাইক মিছিলে বিজেপির হামলার অভিযোগ ঘিরে তুলকালাম বাধল হুগলির খানাকুলে। চলল প্রবল ইটবৃষ্টি। একে অপরের দিকে লাঠি নিয়ে তেড়ে গেলেন দু'দলের সমর্থকরা। ভাঙচুর করা হল বিজেপির পার্টি অফিসে। শেষে একপক্ষ অপর পক্ষের বিরুদ্ধে হামলার অভিযোগে পথ অবরোধ করল। উঠল পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও। যদিও এ নিয়ে পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। সোমবার খানাকুলে ১২ ঘণ্টার বনধ ডেকেছে বিজেপি।বেলঘরিয়ায় যুবককে মারধরে গ্রেফতার করা হল যুব তৃণমূল কর্মী রোহিত সিং ও তাঁর দুই সঙ্গীকে। এই প্রথম নয়। দিনকয়েক আগেও আরেক যুবককে মারধর করেন বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, মারধর, হামলা-সহ একাধিক অভিযোগে তাঁর বিরুদ্ধে অন্তত ৫টি মামলা রয়েছে। তৃণমূলের সভায় না যাওয়ায় দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কাউন্সিলরের লোকজন। এমনই অভিযোগ করলেন সল্টলেকের বৈশাখী বাজারের ব্যবসায়ীদের একাংশ। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল কাউন্সিলর।জলপাইগুড়ির রাজগঞ্জে জ্বরের প্রকোপ, ৭০ জনের লেপ্টোস্পাইরোসিস। ৯১ জনের নমুনা পরীক্ষা, তার মধ্যে ৭০ জনের লেপ্টোস্পাইরোসিস পজিটিভ। লেপ্টোস্পাইরোসিস ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ইঁদুরের প্রস্রাব থেকে ছড়ায়। জেলাশাসকের সামনেই DFO-কে ধমক তৃণমূল বিধায়কের ! DFO-কে ধমক পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর। ভিডিও পোস্ট করে শাসক দলকে নিশানা শুভেন্দু অধিকারীর।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
WB News Live Updates: যাদবপুরের প্রাক্তনী গবেষক হিন্দোল মজুমদারের মুক্তির দাবিতে মিছিল
যাদবপুরের প্রাক্তনী গবেষক হিন্দোল মজুমদারের মুক্তির দাবিতে মিছিল। পথে যাদবপুরের পড়ুয়া, গবেষক, অধ্যাপক, প্রাক্তনীরা। যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মিছিল ।