West Bengal News LIVE Updates: মুখ্যমন্ত্রীর কড়া বার্তাই সার, পার্কিংয়ের সঙ্গে এলাকা দখল নিয়ে রণক্ষেত্র শালিমার

WB News LIVE Updates: রাজ্য থেকে জেলার খবর দেখুন এক নজরে

ABP Ananda Last Updated: 02 Nov 2024 11:10 PM

প্রেক্ষাপট

কলকাতা: আলিপুরদুয়ারের ফালাকাটায় ৫ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে খুনের অভিযোগে ক্ষোভে ফুঁসছে গোটা গ্রাম। দোষীদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন গ্রামের মহিলারা। জটেশ্বর এলাকায় পথ অবরোধ করেন গ্রামবাসীরা।...More

WB News LIVE Updates: মুখ্যমন্ত্রীর কড়া বার্তাই সার, পার্কিংয়ের সঙ্গে এলাকা দখল নিয়ে রণক্ষেত্র শালিমার

মুখ্যমন্ত্রীর কড়া বার্তাই সার, পার্কিং-বিবাদে ফের অশান্ত শালিমার। পার্কিংয়ের সঙ্গে এলাকা দখল নিয়ে রণক্ষেত্র শালিমার। সিন্ডিকেট বিবাদে ফের রণক্ষেত্র হাওড়ার শালিমার । শালিমার স্টেশনের বাইরে ৫ নম্বর গেটে সংঘর্ষ, ভাঙচুর । ২ গোষ্ঠীর সংঘর্ষ, ইট বৃষ্টি, একের পর এক দোকান ভাঙচুর।
জুনের পর এবার নভেম্বর, ফের পার্কিং বিবাদে তাণ্ডব! শালিমার স্টেশনের বাইরে একের পর এক দোকান, বাড়ি ভাঙচুর। এলাকা দখলের লড়াইয়ে অশান্ত শালিমার, নামল র‍্যাফ।