West Bengal News LIVE Updates: মুখ্যমন্ত্রীর কড়া বার্তাই সার, পার্কিংয়ের সঙ্গে এলাকা দখল নিয়ে রণক্ষেত্র শালিমার
WB News LIVE Updates: রাজ্য থেকে জেলার খবর দেখুন এক নজরে
মুখ্যমন্ত্রীর কড়া বার্তাই সার, পার্কিং-বিবাদে ফের অশান্ত শালিমার। পার্কিংয়ের সঙ্গে এলাকা দখল নিয়ে রণক্ষেত্র শালিমার। সিন্ডিকেট বিবাদে ফের রণক্ষেত্র হাওড়ার শালিমার । শালিমার স্টেশনের বাইরে ৫ নম্বর গেটে সংঘর্ষ, ভাঙচুর । ২ গোষ্ঠীর সংঘর্ষ, ইট বৃষ্টি, একের পর এক দোকান ভাঙচুর।
জুনের পর এবার নভেম্বর, ফের পার্কিং বিবাদে তাণ্ডব! শালিমার স্টেশনের বাইরে একের পর এক দোকান, বাড়ি ভাঙচুর। এলাকা দখলের লড়াইয়ে অশান্ত শালিমার, নামল র্যাফ।
মাদারিহাট বিধানসভার গয়েরকাটায় শুভেন্দুর মিছিলে স্লোগান-যুদ্ধ। বিজেপির মিছিল লক্ষ্য করে 'জয় বাংলা' স্লোগান। পাল্টা 'চোর চোর' স্লোগান শুভেন্দু অধিকারীর।
স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী। ব্যারাকপুরের দেবপুকুরে স্ত্রীকে কুপিয়ে খুন করে বিষপান স্বামীর। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু। নিহত দম্পতির নাম বিমলা কর্মকার ও কমল কর্মকার। 'বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহেই খুন স্ত্রীকে'। 'তোমায় মেরে তবে মরব', বিমলাকে প্রায়ই হুমকি দিতেন কমল, দাবি স্থানীয়দের।
বনগাঁয় শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার টিএমসিপি নেতা-সহ ৩। ধৃতদের মুক্তির দাবিতে অবরোধ। পুলিশের গাড়ি আটকে রেখে বিক্ষোভ, রাস্তা অবরোধ। শ্লীলতাহানির অভিযোগে ধৃত লাল্টু বালা, বনগাঁর নীলদর্পণ ব্লকের টিএমসিপি নেতা। বনগাঁয় পথ অবরোধ তৃণমূল ছাত্র পরিষদ নেতার আত্মীয় ও গ্রামবাসীদের একাংশের। গতকাল রাতে বিসর্জনে তরুণীর শ্লীলতাহানির অভিযোগ ঘিরে গন্ডগোলের সূত্রপাত। পুলিশের বিরুদ্ধে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ ধৃত টিএমসিপি নেতার পরিবারের। 'ধৃতের সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের কোনও যোগ নেই'। আইন আইনের পথেই চলবে, মন্তব্য বনগাঁর টিএমসিপি সহ-সভাপতি সৌমেন সুতারের।
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে অগ্নিগর্ভ ফালাকাটা। বিচারের দাবিতে ফালাকাটায় আগুন জ্বালিয়ে দফায় দফায় বিক্ষোভ। বিডিও-কে ঘেরাও করে বিক্ষোভ, 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান। গণপিটুনিতে ধর্ষণ-খুনে এক অভিযুক্তর মৃত্যু, আরেকজন গ্রেফতার ।
বাংলায় রক্ষকই ভক্ষক: শুভেন্দু অধিকারী। 'পৃথিবীর কোথাও এমন পাবেন না'। 'আর জি কর থেকে ফালাকাটা, একের পর এক ঘটনা ঘটছে'।ভোটবাক্সে এর জবাব দিন: শুভেন্দু অধিকারী। বাংলায় মহিলারা সুরক্ষিত নন: শুভেন্দু
মুর্শিদাবাদের ভগবানগোলায় প্রকাশ্যে জুয়া খেলার প্রতিবাদ করে 'আক্রান্ত' যুবক। ধারাল অস্ত্রের কোপ, বাঁচাতে গিয়ে আক্রান্ত আরও ১। হামলায় অভিযুক্ত তৃণমূল, হামলাকারীরা এখনও অধরা। অভিযুক্তরা দলের মিটিং-মিছিলে যেত, স্বীকারোক্তি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের।
গভীর রাতে কল্যাণীতে টোল কর্মীদের উপর হামলা। মোবাইল ফোন না দেওয়ায় চড়াও হয় দুষ্কৃতীরা। এলোপাথাড়ি মারের ভিডিও ফুটেজ প্রকাশ্যে। হামলায় আহত ৩ টোলকর্মী, দুষ্কৃতীরা অধরা
আর জি কর হাসপাতালে নিহত চিকিৎসকের স্মরণ করে হাওড়ায় আজ হল বোন ফোঁটা। হাওড়া ময়দানের কাছে গঙ্গা নদীর পাড়ে তেলকল ঘাটে বোন ফোঁটা আয়োজিত হল। আয়োজক সংস্থা রিজুভিনেটরস ফর এনভারমেন্ট নেচার এন্ড ইউনাইটেড সোসাইটি। এই সংস্থার প্রধান পরিবেশবিদ সুভাষ দত্ত
ফালাকাটায় শিশুকন্যাকে অত্যাচার করে নৃশংস খুন। 'সামনের মাসে বার্থ ডে, কার বার্থ ডে করব', মেয়েকে হারিয়ে বুকফাটা কান্না মায়ের
মালদার চাঁচলের মালতিপুরে বিশেষ রীতি মেনে কালী প্রতিমার বিসর্জন হল শুক্রবার। বিসর্জনের আগে ঐতিহ্যবাহী কালী দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতি বছরের মতো এই বছরও এলাকার ৮টি কালী প্রতিমাকে কাঁধে নিয়ে ছোটেন এলাকাবাসী। নিজেদের পূজিত কালী প্রতিমাকে কাঁধে করে নিয়ে ঘাটের দিকে দৌড়ে যান উদ্যোক্তারা। দৌড়ে যাওয়ার পরে যাদের কালী প্রতিমা অক্ষত অবস্থায় ছিল তাদের প্রতিমাকেই প্রথমে বিসর্জন দেওয়া হয়। প্রায় সাড়ে তিনশো বছর ধরে এই রীতি পালিত হচ্ছে চাঁচলের মালতিপুরে।
নারী সুরক্ষার বার্তা দিতে গড়িয়ায় বোনফোঁটার আয়োজন করল বামপন্থী ছাত্র, যুব ও মহিলা সংগঠন।ফোঁটার মন্ত্রেও ছিল নতুনত্ব। বোনের কপালে দিলাম ফোঁটা, ধর্ষকের দুয়ারে পড়ল কাঁটা, এই মন্ত্র উচ্চারণ করে বোনেদের কপালে ফোঁটা দেন ভাইয়েরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাম নেতা সৃজন ভট্টাচার্যও।
পাটুলিতে বোমাবিদ্ধ শৈশব, মাঠে কে রাখল বিস্ফোরক? এখনও অন্ধকারে পুলিশ। বোমা ফেটে ছাত্র আহত হওয়ার পর ঘুম ভাঙল পুরসভার। তড়িঘড়ি পরিষ্কার করা হচ্ছে মাঠ।সেপ্টেম্বরের পর থেকে পরিষ্কার করা হয়নি মাঠ, জানাচ্ছেন খোদ পুরকর্মীরাই। মাঠের চারদিকে কোথাও নেই সিসি ক্যামেরা। কাউন্সিলরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ আহত পড়ুয়ার মায়ের
আলিপুরদুয়ারের ফালাকাটায় ৫ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে খুনের অভিযোগে ক্ষোভে ফুঁসছে গোটা গ্রাম। দোষীদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন গ্রামের মহিলারা। জটেশ্বর এলাকায় পথ অবরোধ করেন গ্রামবাসীরা। শিশুর পরিবারের পাশে দাঁড়াতে তাঁর বাড়িতে যান ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন। বিধায়ককে দেখে কান্নায় ভেঙে পড়েন শিশু কন্যার পরিবারের সদস্যরা। মনা রায় ও মনোরঞ্জন রায় নামে দুজন শিশু কন্যাকে ধর্ষণ করে বলে অভিযোগ পরিবারের। গণ ধোলাইতে মৃত্যু হয় মনা রায়ের। মনোরঞ্জন রায়কে গ্রেফতার করেছে ফলাকাটা থানার পুলিশ।
পূর্ব বর্ধমানের গুসকরায় নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ পুরোহিতের বিরুদ্ধে। শুক্রবার পুজোর আগে পোশাক পরিবর্তনের অছিলায় বাড়ির দোতলায় গিয়ে নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ। নাবালিকার চিৎকারে ধরা পড়ে যায় অভিযুক্ত পুরোহিত বিমলকুমার রায়। তাকে আটকে রেখে পুলিশে খবর দেয় প্রতিবেশীরা। পরে অভিযুক্তকে গ্রেফতার করে আউশগ্রাম থানার পুলিশ।
কলকাতায় ফের রহস্যমৃত্যু। লিভ ইন পার্টনারের ফ্ল্যাট থেকে মিলল দেহ। অর্ধনগ্ন অবস্থায় দেহ উদ্ধার করেছে পুলিশ, দাবি প্রত্যক্ষদর্শীদের। মহিলা ও তাঁর সঙ্গী প্রতিদিনই বিপুল পরিমাণে মদ্যপান করতেন, দাবি সঙ্গীর মায়ের
গতকাল ফ্ল্যাটের ভিতরে উপুড় হয়ে পড়ে থাকতে যায় মহিলাকে, দাবি সঙ্গীর মায়ের। থানায় খবর দেওয়া হয়, পুলিশ এসে দেহ উদ্ধার করেছে
নারকেলডাঙায় অশান্তির নেপথ্যে তোষণের রাজনীতি, অভিযোগ শুভেন্দু অধিকারীর। 'রাজাবাজারে কালীপুজোর বিসর্জনের মিছিলে হামলা, নারকেলডাঙার পুলিশ রুখতে ব্যর্থ। কলকাতা পুলিশের ঘুম না ভাঙলে সাধারণ মানুষের স্বার্থে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হোক। কারণ নিরপরাধ ভারতীয়রা বারবার মৌলবাদীদের হাতে আক্রান্ত হচ্ছেন', কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যপাল, মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে পোস্ট রাজ্যের বিরোধী দলনেতার।
দু'পক্ষের সংঘর্ষে উত্তপ্ত কলকাতার নারকেলডাঙা। বাইক পার্কিংকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত বলে দাবি কলকাতা পুলিশের। বচসা গড়ায় হাতাহাতিতে। পুলিশের দাবি, ব্যাপক ইট বৃষ্টি চলে দু'পক্ষের মধ্যে। ভিড়ের মধ্যে থেকে গুলি চালানোর অভিযোগও ওঠে একজনের বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে ক্যাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। লাঠি চার্জও করা হয়। এই ঘটনায় চারটি মামলা রুজু করেছে নারকেলডাঙা থানার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের খোঁজ চলছে।
গড়ফায় মহিলার রহস্যজনক মৃত্যু। ফ্ল্যাট থেকে উদ্ধার দেহ। খুনের ঘটনায় মহিলার পরিচিত যুবক আটক
উপনির্বাচনের আগে উত্তর ২৪ পরগনায় হাড়োয়ায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলামের নির্বাচনী প্রচারের সময় মারপিট তৃণমূলের দুই গোষ্ঠী। দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছে দু'পক্ষই
প্রচারের সময়ে উপপ্রধানের অনুগামী কামরুজ্জামান মণ্ডলের উপর হামলার অভিযোগ অঞ্চল সভাপতির অনুগামীদের বিরুদ্ধে। বাঁশ, লাঠি দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ, আহত কামরুজ্জামান বারাসাত মেডিক্যাল কলেজে ভর্তি। হামলার অভিযোগ অস্বীকার করেছেন অঞ্চল সভাপতির অনুগামী তপন মণ্ডল। কামরুজ্জামানের বিরুদ্ধেই ধারালো অস্ত্র নিয়ে পাল্টা হামলার অভিযোগ অঞ্চল সভাপতি অনুগামীদের
চাঁদার জুলুম, শিলিগুড়িতে বাড়ির সামনেই রাস্তায় ফেলে 'পিটিয়ে' খুন, গ্রেফতার ১। '৫০০ টাকা চাঁদা চেয়ে না মেলায় দুষ্কৃতীদের হামলা', দাবিমতো চাঁদা না দেওয়ায় পিটিয়ে খুনের অভিযোগ। প্রায় ৮ দুষ্কৃতীর হামলা, ঘটনাস্থলেই মহম্মদ জহুরীর মৃত্যু। ঘটনার তদন্ত শুরু হয়েছে, দাবি পুলিশ সূত্রে । দীর্ঘদিন ধরেই চলছে তোলাবাজি, অভিযোগ স্থানীয়দের
আবাসের তালিকা নিয়ে ফের উত্তেজনা। এবার উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে। গন্ডগোলে সরাসরি জড়িয়েছে তৃণমূলের অঞ্চল সভাপতি ও রায়দিঘি থানার এক সিভিক ভলান্টিয়ারের নাম। গন্ডগোলের সূত্রপাত আবাস তালিকায় থাকা নামের প্রকাশ নিয়ে। নির্দল সদস্যের তরফে ১৩০ জনের তালিকা নাম ছিল গ্রামের সিভিক ভলান্টিয়ার সাবির হোসেনের। দোতলা বাড়ির বাসিন্দা সিভিক ভলান্টিয়ার সাবির হোসেন ফ্লেক্সটি ছিঁড়ে দেন। এরপর গন্ডগোল শুরু হয় নির্দল ও তৃণমূল সমর্থকদের মধ্যে। পুলিশ পৌঁছয় গ্রামে, গ্রেফতার করা হয়েছে নির্দল প্রার্থীর এক সমর্থককে
আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে দক্ষিণবঙ্গে পারদ পতনের পূর্বাভাস। ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে পারদ। বাতাসে জলীয় বাষ্প কম থাকায়, কমবে আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তিও। কাল থেকে আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা ও দুই দিনাজপুরে
বাড়ির মধ্যেই বাজি পোড়াতে গিয়ে উলুবেড়িয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে ২ শিশু, এক নাবালিকার মৃত্যু। আশঙ্কাজনক ১ কিশোরী। বাড়ির একাংশ পুড়ে ছাই।
বোনেদের নিরাপত্তার দাবিতে বোনফোঁটা, গড়িয়ায় বামপন্থী ছাত্র-যুব সংগঠনের আয়োজনে বোনফোঁটা
আর মেয়ের সুবিচারের দাবিতে এই লড়াই যে চলবে, তা স্পষ্ট করে দিয়েছেন আর জি কর মেডিক্যালের নিহত চিকিৎসকের মা-বাবা।
এবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে রাজ্য সরকারের আবাস যোজনার তালিকায় দুর্নীতির অভিযোগ উঠল। প্রায় দেড় ঘণ্টা বিডিও-কে ঘিরে রেখে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। তৎকালীন সিপিএম বিধায়কের উপর দুর্নীতির দায় চাপিয়েছে তৃণমূল। পাল্টা জবাব দিয়েছে সিপিএম।
খাস কলকাতায় বল ভেবে খেলতে গিয়ে ঘটল বিস্ফোরণ! পাটুলি থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে আগাছায় ভরা খেলার মাঠে বোমা ফেটে জখম হল এক কিশোর। গতকাল সকালে তীব্র শব্দে কেঁপে ওঠে পাটুলি এলাকা। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা বেরিয়ে এসে মাঠে রক্তাক্ত কিশোরকে দেখতে পান।কিশোরের বন্ধুর দাবি, খেলতে খেলতে বল হারিয়ে গিয়েছিল জঙ্গলের মধ্যে। খুঁজতে গিয়ে সাদা কাগজে মোড়া বলের মতো একটি জিনিস কুড়িয়ে পায় সে। নাড়াচাড়া করতে করতেই ফেটে যায় সেটি। থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে, জনবসতিপূর্ণ এলাকায় কীভাবে ঘটল এমন ঘটনা? প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
ভাইফোঁটার মিষ্টিতেও এবার লেখা জাস্টিসের স্লোগান। উত্তর ২৪ পরগনার অশোকনগরে এক মিষ্টির দোকানে বিকোচ্ছে জাস্টিস লেখা বিশেষ সন্দেশ। নতুন সন্দেশ কিনতে ভিড় বাড়ছে দোকানে।
আরজি কর-কাণ্ডের ৯০দিনে দ্রোহের গ্যালারি। ৯ নভেম্বর বিচারের দাবিতে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা মিছিল
যারা থ্রেট কালচারে অভিযুক্ত, তারা কীভাবে ছাড়া পেল? আবার এসে একটা সংগঠন তৈরি করল। জুনিয়র ডাক্তারদের নতুন সংগঠন, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশন নিয়ে এভাবেই অসন্তোষ প্রকাশ করলেন নিহত চিকিৎসকের পরিবার। অন্যদিকে ৯ নভেম্বর একাধিক কর্মসূচির ডাক দিয়েছে জুনিয়র ডক্টর্স ফ্রন্ট।
দেখা করতে চেয়ে চিঠি দিয়েছিলেন। কিন্তু অমিত শাহ রাজ্যে এসেও, তাঁদের সঙ্গে দেখা না করায় আপেক্ষ প্রকাশ করলেন নিহত চিকিৎসকের মা-বাবা। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে ডাক আসবে বলে, এখনও আশা করে রয়েছেন তাঁরা।
প্রেক্ষাপট
কলকাতা: আলিপুরদুয়ারের ফালাকাটায় ৫ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে খুনের অভিযোগে ক্ষোভে ফুঁসছে গোটা গ্রাম। দোষীদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন গ্রামের মহিলারা। জটেশ্বর এলাকায় পথ অবরোধ করেন গ্রামবাসীরা। শিশুর পরিবারের পাশে দাঁড়াতে তাঁর বাড়িতে যান ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন। বিধায়ককে দেখে কান্নায় ভেঙে পড়েন শিশু কন্যার পরিবারের সদস্যরা। মনা রায় ও মনোরঞ্জন রায় নামে দুজন শিশু কন্যাকে ধর্ষণ করে বলে অভিযোগ পরিবারের। গণ ধোলাইতে মৃত্যু হয় মনা রায়ের। মনোরঞ্জন রায়কে গ্রেফতার করেছে ফলাকাটা থানার পুলিশ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -