West Bengal News LIVE Updates: কলকাতায় ভূমিকম্প, পশ্চিমবঙ্গের সঙ্গে কেঁপে উঠল ত্রিপুরার বিভিন্ন অংশও
West Bengal LIVE News Updates: রাজ্য থেকে জেলার সব খবরের আপডেটস...
প্রেক্ষাপট
কলকাতায় ভূমিকম্প, কেঁপে উঠল গোটা শহর। উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও কম্পন অনুভূত। আতঙ্কে মানুষ বাড়ির বাইরে। কম্পনের উৎসস্থল বাংলাদেশ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫ দশমিক ৭। পশ্চিমবঙ্গের সঙ্গে কেঁপে...More
অনুপ্রবেশকারী থেকে SIR, ফের বিরোধীদের তীব্র আক্রমণে অমিত শাহ। 'অনুপ্রবেশ রোখা শুধু দেশের সুরক্ষা নয়, দুর্নীতি মুক্ত গণতন্ত্রের জন্যেও জরুরি। দুর্ভাগ্যজনকভাবে কিছু রাজনৈতিক দল অনুপ্রবেশকারী হঠাওয়ের বিরোধিতা করছে। কিছু রাজনৈতিক দল ভোটার লিস্ট শুদ্ধিকরণে SIR-এরও বিরোধিতা করছে'। 'আমরা কিন্তু চিহ্নিত করে প্রত্যেক অনুপ্রবেশকারীকে দেশ থেকে তাড়াবই'
পুরসভায় রদবদল ঘিরে আরও জটিলতা! ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এবার পূর্ব মেদিনীপুরের তমলুক পুরসভায় নবনিযুক্ত চেয়ারম্যানের ডাকা প্রথম বোর্ড মিটিং-এ গরহাজির থাকলেন তৃণমূলেরই ৯ কাউন্সিলর সহ ১১ জন। তৃণমূল নেতা ও পুরসভার চেয়ারম্যান চঞ্চল খাঁড়ার প্রতি দলীয় কাউন্সিলরদের আস্থা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল কাউন্সিলর পার্থসারথি মাইতি। তাঁর দাবি, 'একজন আদ্যোপান্ত দুর্নীতিগ্রস্ত মানুষকে চেয়ারম্যান হিসেবে মেনে নেব না'। গরহাজির থাকা ২ বিজেপি কাউন্সিলরের দাবি, 'অনৈতিকভাবে এদিন বোর্ড মিটিং ডাকা হয়েছে'। যদিও এ প্রসঙ্গে চঞ্চল খাঁড়ার দাবি, 'বিরোধীদের অভিযোগ সঠিক নয়। নিয়ম মেনেই সব কাজ করা হয়েছে।' সূত্রের খবর, কিছুদিন আগেই, তমলুক পুরসভার চেয়ারম্যান পদ থেকে সরানো হয়েছে দীপেন্দ্রনারায়ণ রায়কে। তার বদলে গত ১৮ নভেম্বর চেয়ারম্যান পদে আনা হয় চঞ্চল খাঁড়া-কে।
প্রাথমিকে টেটের ভুল প্রশ্ন নিয়ে মামলা, কমিটির রিপোর্ট পেশ। ২০১৭, ২০২২-এর টেটের ভুল প্রশ্ন নিয়ে হাইকোর্টে মামলা । হাইকোর্টে রিপোর্ট জমা দিল আদালত নিযুক্ত বিশেষজ্ঞ কমিটি। 'যারা আদালতে এসেছেন আর যারা আসেননি, প্রত্যেকে নম্বর পাবেন', ভুল প্রশ্নের জন্য নম্বর, প্রাথমিক পর্যবেক্ষণ বিচারপতি বিশ্বজিৎ বসুর। কোন পদ্ধতিতে, কাকে কত নম্বর, সেনিয়ে সোমবার কোর্টে জানাবে পর্ষদ। পর্ষদের বক্তব্য জানার পরেই নম্বর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, জানাল হাইকোর্ট । ২০১৭-এর টেটে ২৩টি, ২০২২-র টেটে ২৪টি ভুল প্রশ্নের অভিযোগে মামলা। অভিযোগ খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি গঠন করে হাইকোর্ট। 'প্রশ্ন ভুলের মামলা বিচারাধীন, তাও কী করে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি?' প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারির পরেই হাইকোর্টে মামলা
দমকলে নিয়োগ নিয়ে হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টে খারিজ। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় খারিজ, চাকরি ফিরে পেলেন ২৮জন । হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় বিচারপতি জে কে মহেশ্বরীর বেঞ্চে খারিজ। অক্সিলিয়ারি ফায়ার অপারেটর পদে প্রায় ৩ হাজার নিয়োগ নিয়ে মামলা। ২০১৯-এ রাজ্য জুড়ে দমকলে প্রায় ৩ হাজার নিয়োগ নিয়ে মামলা। বীরভূমে ২৮ জনের নিয়োগ, অনিয়মের অভিযোগে স্যাটে মামলা। স্যাট থেকে মামলা গড়ায় হাইকোর্টে, ২০২৩-এ ২৮জনের নিয়োগ খারিজের নির্দেশ । হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, চাকরি ফেরত পেলেন ২৮জন
রাজ্যের সঙ্গে মেট্রোর বৈঠকের পরেও চিংড়িহাটায় শুরু করা যাচ্ছে না মেট্রোর কাজ। ফের হাইকোর্টের দ্বারস্থ RVNL। যৌথ বৈঠকে সিদ্ধান্তের পরেও রাস্তা বন্ধ করছে না প্রশাসন, দাবি RVNL- এর।নভেম্বরের শনি ও রবিবার রাস্তা বন্ধ রেখে মেট্রোর কাজ হবে, এর আগে সিদ্ধান্ত হয় যৌথ বৈঠকে। কিন্তু, সেই সিদ্ধান্ত কার্যকর না হওয়ায় থমকে আছে মেট্রোর কাজ, দাবি মেট্রোর আইনজীবীর। ইডেনে টেস্ট ম্যাচ থাকায় ও ম্যারাথনের সূচি থাকায় রাস্তা বন্ধ করা যাচ্ছে না, আদালতে দাবি রাজ্যের। RVNL কে লিখিত আকারে আবেদন জানানোর নির্দেশ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।
এনুমারেশন ফর্ম সংগ্রহ করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু BLO-র। কোচবিহারের শীতলকুচিতে মৃত্যু ললিত অধিকারী নামে BLO-র। শীতলকুচি বিধানসভার ২০৫ নম্বর বুথের BLO ললিত অধিকারী।দুর্ঘটনায় BLO-র মৃত্যু নিয়ে রাজনৈতিক তরজা। 'অসহনীয় যন্ত্রণা সহ্য করতে হচ্ছে BLO-দের, বাইক চালানোর সময় হয়তো কমিশনের ডেডলাইনের কথাই ভাবছিলেন BLO', প্রবল মানসিক চাপের কারণেই অসাবধানতায় হয়তো দুর্ঘটনার মুখে পড়েছেন, দাবি তৃণমূলের। দুর্ঘটনাকে নিয়ে রাজনীতি করছে তৃণমূল, পাল্টা কটাক্ষ বিজেপির
SIR-প্রেক্ষাপটে মতুয়া গড়ে মিছিল করবেন মমতা বন্দোপাধ্যায়। আগামী মঙ্গলবার চাঁদপাড়া থেকে হবে মিছিল। ৩ কিলোমিটার রাস্তায় হবে এই মিছিল, নেতৃত্বে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিলের শেষে সীমান্ত লাগোয়া বনগাঁ ত্রিকোণ পার্কে হবে সমাবেশ। SIR নিয়ে ইতিমধ্যেই তীব্র ক্ষোভ তৈরি হয়েছে মতুয়া সম্প্রদায়ের মধ্যে। এই অবস্থায় মতুয়া সম্প্রদায়ের পাশে থাকার বার্তা দিতেই তৃণমূলনেত্রীর এই কর্মসূচি, মনে করছে রাজনৈতিক মহল
SIR-আবহে সোমবার গুরুত্বপূর্ণ বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে SIR নিয়ে আলোচনা। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ও মতুয়া অধ্যুষিত এলাকায় পর্যালোচনায় জোর। বৈঠকে নেতা-সাংসদদের পারফরম্যান্সের পর্যালোচনা।
বহরমপুর স্টেডিয়ামের কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, কার্তুজ উদ্ধার। ৮টি পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ১০০ রাউন্ড কার্তুজ উদ্ধার। বাজেয়াপ্ত ১০ হাজার টাকার জালনোটও। মুঙ্গের থেকে এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র নিয়ে আসা হয়েছিল বলে খবর। অস্ত্র ও জালনোট উদ্ধারকাণ্ডে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বহরমপুর আদালতে তোলা হয়েছে।
সাতসকালে বরানগরে শ্যুটআউট। বরানগরের নর্দার্ন পার্কে চাঞ্চল্য। ১ ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় ওই ব্যক্তি রক্ষা পেয়েছেন। যদিও গুলির ছররা লেগে ১ ব্যক্তি জখম, ঘটনাস্থলে বরানগর থানা, খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ
কলকাতায় ভূমিকম্প, কেঁপে উঠল গোটা শহর। উত্তর ও দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায় ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৭। ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশের নরসিংয়ের ১১ কিলোমিটার দূরে। মাটির ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎস। কোচবিহারে টের পাওয়া গেল কম্পনের ঝটকা। দক্ষিণ দিনাজপুরে টের পাওয়া গেছে ভূমিকম্প। মালদা ও নদিয়ার বিভিন্ন এলাকায় ভূমিকম্প।
কম্পনের উৎসস্থল বাংলাদেশ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫ দশমিক ৭। পশ্চিমবঙ্গের সঙ্গে কেঁপে উঠল ত্রিপুরার বিভিন্ন অংশও।
কলকাতায় ভূমিকম্প, কেঁপে উঠল গোটা শহর। উত্তর ও দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায় ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৭। কোচবিহারে টের পাওয়া গেল কম্পনের ঝটকা। দক্ষিণ দিনাজপুরে টের পাওয়া গেছে ভূমিকম্প। মালদা ও নদিয়ার বিভিন্ন এলাকায় ভূমিকম্প।
২৭ নভেম্বর থেকে রাজ্যে নির্বাচন কমিশনের তরফে EVM-এর ফার্স্ট লেভেল চেকিং-এর কাজ শুরু হবে। চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। তার আগে আজ তার প্রশিক্ষণ। সেখানে উপস্থিত থাকবেন সমস্ত জেলার জেলাশাসকে, অতিরিক্ত জেলাশাসক (ADM) -রাও। প্রশিক্ষণের আগে, বিরোধী দলনেতা শুভেনদু অধিকারীর নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসবেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। আগামী ২৭ নভেম্বর রাজ্যের ১০টি জেলায় চলবে EVM-এর ফার্স্ট লেভেল চেকিং-এর কাজ।
ফের রাজ্যে CBI হানা। ৭ অক্টোবর দায়ের হওয়া FIR-এর ভিত্তিতে, দুই ব্যবসায়ীর বাড়িতে CBI হানা। হাওড়ার শিবপুরের ব্যবসায়ী অনিলকুমার মিশ্র ও লেকটাউনের ব্যবসায়ী প্রকাশ পান্ডের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা। সূত্রের খবর, গত ৭ অক্টোবর ব্রেবন রোডের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে, আর্থিক প্রতারণার অভিযোগের ভিত্তিতে এই তদন্ত। CBI-র দাবি, একটি কোম্পানিকে দেখিয়ে প্রায় ৯ কোটি টাকা আর্থিক প্রতারণা করা হয়েছে। মোট ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়।
SIR শুরু হওয়ার পর, ঘরে ফেরার জন্য হুড়োহুড়ি সীমান্ত চেকপোস্টে। বাড়ি-ঘর বাংলাদেশে। রীতিমতো উড়ে এসে জুড়ে বসাই শুধু নয়, বানিয়ে ফেলেছিলেন ভারতীয় নথি। সেই নথি দিয়ে কেউ তুলতেন রেশন, কেউ পেতেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। বাংলাদেশি হয়েও ভাগ বসিয়েছেন বাংলার প্রকল্পে। কোথায় ছিল নজরদারি? তুঙ্গে উঠেছে তরজা।
একদিকে SIR এর কাজের চাপে মালবাজারে BLO-র আত্মঘাতী হওয়ার অভিযোগ। অন্যদিকে, দিন দশেক আগে মেমারিতে একই কারণে ব্রেন স্ট্রোক হয়ে BLO-র মৃত্যুর অভিযোগ। ২ BLO-র মৃত্যু ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। আর এরই মধ্যে এবার বিজেপি শাসিত রাজস্থান ও গুজরাতেও SIR এর কাজের চাপে ৩ জন BLO-র মৃত্যুর অভিযোগ উঠল।
ফের একবার জনসংযোগে রাজ্যপাল। মানুষের কথা শুনতে জলপথে রাজ্যপালের গ্রাম পরিদর্শন। 'আমাদের গ্রাম, আমাদের রাজ্যপাল' কর্মসূচির ঘোষণা করা হল রাজভবনের তরফে। কর্মসূচি অনুযায়ী, নাজিরগঞ্জ, সাঁকরাইলের একাধিক গ্রামে 'গ্রাউন্ড জিরোয়' পৌঁছবেন রাজ্যপাল। দিনভর সকুলের পড়ুয়াদের সঙ্গে কথোপকথন, স্থানীয় দোকানদার থেকে শুরু করে চা বিক্রেতাদের সঙ্গে কথা বলবেন রাজ্যপাল। সরাসরি শুনবেন মানুষের কথা। সকাল ৮টায় হাওড়ার নাজিরগঞ্জ ফেরিঘাট থেকে শুরু করে মানিকপুর ফেরিঘাট, বজবজ ফেরিঘাটে বিকেল সাড়ে ৫টা নাগাদ শেষ হবে এই কর্মসূচি।
ফের রাজ্য জুড়ে ED-র তল্লাশি। কয়লা মাফিয়ার সন্ধানে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড জুড়ে ED-র তল্লাশি। এ রাজ্যের ১৮টি জায়গায় ও ঝাড়খণ্ডের প্রায় ২০টি জায়গায় ED-র অভিযান। এ রাজ্যের কলকাতা, দুর্গাপুর, আসানসোল,পুরুলিয়া, বর্ধমান সহ একাধিক জায়গায় পৌঁছে গেলেন ED-র তদন্তকারী আধিকারিকেরা। কলকাতার সল্টলেক, বাইপাস সংলগ্ন একটি আবাসন ও হাওড়ায় একযোগে তল্লাশি। সল্টলেকে কয়লা মাফিয়া নরেন্দ্র খারকার বাড়িতেও ED-র হানা।
বেলেঘাটার ৭ BLO-কে শোকজ কমিশনের। ৩০ শতাংশের নির্দেশ থাকলেও, কেন মাত্র ৪ থেকে ৮ শতাংশ ফর্ম ডিজিটাইজেশন? জবাব না দিলে শাস্তির হুঁশিয়ারি কমিশনের।
দিকে দিকে চাপের অভিযোগের মধ্যেই এবার বাংলায় BLO-দের টার্গেট বেঁধে দিল কমিশন। প্রতিদিন ১৫০টি ফর্ম আপলোড করতে হবে অ্যাপে। নির্দেশ কমিশনের।