West Bengal News LIVE Blog: আর জি কর আবহের মধ্যেই ফের তরুণী নিগ্রহের ঘটনা, এবার চলন্ত ট্রেনেই

West Bengal Live Blog: অবৈধ কার্যকলাপে প্রশ্রয়দাতা স্বাস্থ্যসচিব। এবার অপসারণ চেয়ে মুখ্যমন্ত্রীকে ইমেল সিনিয়র চিকিৎসকদের। জেদ নয়, প্রমাণ আছে, প্রয়োজনে আজ বৈঠকে দেব। দাবি জুনিয়র ডাক্তারদের।

ABP Ananda Last Updated: 21 Oct 2024 02:48 PM

প্রেক্ষাপট

 রাজ্যের অনশন প্রত্যাহারের আবেদন খারিজ। আজ অনশন জারি রেখেই বিকেলে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে জুনিয়র ডাক্তাররা। মুখ্যমন্ত্রী হয়তো ১০ দফা দাবি জানেন না, অথবা জানানো হচ্ছে না। অচলাবস্থা দৃঢ় সদিচ্ছার দ্বারাই...More

West Bengal Live: চলন্ত লোকাল ট্রেনের মধ্যে তরুণীকে কটূক্তি

আর জি কর-কাণ্ডের আবহে এবার চলন্ত লোকাল ট্রেনের মধ্যে তরুণীকে কটূক্তি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠল। রেল পুলিশের বিরুদ্ধে উঠল, অভিযুক্তদের মদত দেওয়া ও অভিযোগকারিণীর সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ। ঘটনায় ৩ অভিযুক্তকে আটক করা হয়েছে। তরুণীর দাবি, রাত সাড়ে ৯টা নাগাদ ঢাকুরিয়া থেকে বনধুর সঙ্গে শিয়ালদাগামী লোকাল ট্রেনে ওঠেন। ট্রেনের মধ্যে বনধুর কাঁধে মাথা রাখায় আপত্তি করেন এক মহিলা যাত্রী। তখনই তিন যুবক তাঁকে উদ্দেশ করে কটূক্তি করে ও ছবি তুলে সোশাল মিডিয়ায় ভাইরাল করার হুমকি দেয়। বচসার মধ্যেই শিয়ালদা স্টেশনে নেমে এক যুবকক চড় মারেন তরুণী। তার জেরে তরুণীর বনধুকে স্টেশনে ফেলে মারধর করা হয়। আউটপোস্টে আরপিএফের সামনেও অভিযুক্তরা হুমকি দেয় বলে অভিযোগ। শুধু তাই নয়, তরুণীর দাবি, এক পুলিশকর্মীও তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। SRP শিয়ালদার সঙ্গে এ ব্যাপারে ফোনে যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যায়নি।