West Bengal News Live: লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থার ঘটনায় তৃণমূল নেতা মেহবুব মল্লিকের বিরুদ্ধে অভিযোগ শঙ্কুদেব পণ্ডার

WB News Live Updates: অডিও বার্তায় মতুয়া-নাগরিকত্বে নীরব, ফিরেই সরব প্রধানমন্ত্রী। তৃণমূলের করুণার দরকার নেই। CAA-র ফলে, মতুয়াদের ভারতে থাকার অধিকার আছে।

Advertisement

ABP Ananda Last Updated: 21 Dec 2025 03:10 PM

প্রেক্ষাপট

পশ্চিমবঙ্গে মহা-জঙ্গলরাজ চলছে। তৃণমূলকে উৎখাতের ডাক প্রধানমন্ত্রীর। পাল্টা হুঙ্কার শাসক দলের। (কুণাল - দেশে বিজেপির অপশাসনে জঙ্গলরাজ চলছে। সেখানে পশ্চিমবঙ্গ স্বর্গোদ্যান)বিহার জয়ের পর এবার টার্গেট পশ্চিমবঙ্গ। (মোদি - পশ্চিমবঙ্গে জয়ের...More

WB News Live: হেনস্থার অভিযোগে সরব সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তী

'চিৎকার করে আমাকে বলা হয়েছে'
'বাধ্য হয়ে আমি অনুষ্ঠান বন্ধ করে দিই'
'১১ বছরের শিল্পী জীবনের প্রথম অভিজ্ঞতা'
'পুরো পেমেন্ট নিয়ে অনুষ্ঠান করতে গিয়েছিলাম'
বাড়তি টাকা চাওয়ার অভিযোগ ওড়ালেন সঙ্গীতশিল্পী
'অনুষ্ঠানের বাড়তি টাকা চাওয়ার অভিযোগ ভিত্তিহীন'
'জাগো মা গানে কোনও প্ররোচনা নেই'
'২৬ ডিসেম্বরের অনুষ্ঠানে জাগো মা গাইবো'
হেনস্থার অভিযোগে সরব সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তী'চিৎকার করে আমাকে বলা হয়েছে'
'বাধ্য হয়ে আমি অনুষ্ঠান বন্ধ করে দিই'
'১১ বছরের শিল্পী জীবনের প্রথম অভিজ্ঞতা'
'পুরো পেমেন্ট নিয়ে অনুষ্ঠান করতে গিয়েছিলাম'
বাড়তি টাকা চাওয়ার অভিযোগ ওড়ালেন সঙ্গীতশিল্পী
'অনুষ্ঠানের বাড়তি টাকা চাওয়ার অভিযোগ ভিত্তিহীন'
'জাগো মা গানে কোনও প্ররোচনা নেই'
'২৬ ডিসেম্বরের অনুষ্ঠানে জাগো মা গাইবো'
হেনস্থার অভিযোগে সরব সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তী

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.