West Bengal News LIVE Updates: 'মাটিতে পা রেখে মূল জনসংযোগই হল আসল মন্ত্র', এক্স হ্যান্ডল পোস্টে কাকে ইঙ্গিত কুণাল ঘোষের ?
WB News LIVE Updates: রাজ্য থেকে জেলার সব খবরের আপডেট...
ABP Ananda Last Updated: 22 Feb 2025 11:51 PM
প্রেক্ষাপট
কলকাতা : GB সিনড্রোমে RG কর হাসপাতালে আক্রান্ত তরুণের মৃত্যু। ভাইরাল জ্বর ও ডায়রিয়ায় ভুগছিলেন তরুণ। তারপর তাঁর শরীরের নিম্নাংশ ক্রমশ অসাড় হতে শুরু করে। বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার পর...More
কলকাতা : GB সিনড্রোমে RG কর হাসপাতালে আক্রান্ত তরুণের মৃত্যু। ভাইরাল জ্বর ও ডায়রিয়ায় ভুগছিলেন তরুণ। তারপর তাঁর শরীরের নিম্নাংশ ক্রমশ অসাড় হতে শুরু করে। বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর GB সিনড্রোম ধরা পড়ে। পরে চিকিৎসার জন্য তাঁকে সরকারি হাসপাতালে নিয়ে আসা হয়েছিলবিবাদী বাগের দোকানের ধৃত ২ কর্মচারীদের নিয়ে আজ ফের দোকানে STF। STF-এর সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় অস্ত্রাগারের বিশেষজ্ঞরা। মিলিয়ে দেখা হচ্ছে দোকানের নথি। গতকালও বিবাদীবাগের দোকানের ধৃত ২ কর্মচারীকে নিয়ে দোকানে হানা দিয়েছিলেন তদন্তকারীরা। অস্ত্রের বৈধ দোকান থেকে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ কার্তুজ কীভাবে দুষ্কৃতীদের হাতে পৌঁছচ্ছে? সেই প্রশ্নের উত্তর খুঁজছে STFফের ভূতুড়ে ভোটার! দক্ষিণবঙ্গের তালিকায় উত্তরবঙ্গের ভোটার। বারুইপুরের তালিকায় শিলিগুড়ি, মালদহের ভোটার। বারুইপুরের চম্পাহাটি পঞ্চায়েতের তালিকায় মুর্শিদাবাদের ভোটার। একই ফোন নম্বরের সঙ্গে যুক্ত ৪-৫ জন ভোটারের নাম। পঞ্চায়েতের স্ক্রুটিনিতে ভূতুড়ে ভোটারের পর্দাফাঁস। গত লোকসভা ভোটে চম্পাহাটি পঞ্চায়েতে ভোটার সংখ্যা ছিল ১৮,৫০০। চলতি বছরের তালিকায় আচমকা ভোটার সংখ্যা বেড়ে ২২ হাজার ৪০০পুলিশ অফিসারের পর প্রোমোটার। ফের হাওড়ায় শ্যুটআউট। এবার লিলুয়ায় ফ্ল্যাটের সামনে গুলিবিদ্ধ হলেন রাজেশ সিং নামে এক প্রোমোটার। গতকাল রাত ১০টা নাগাদ আবাসনের সামনে দাঁড়িয়েছিলেন বছর ৪০-এর রাজেশ। অভিযোগ, হেলমেটে মুখ ঢাকা দুই দুষ্কৃতী বাইকে চড়ে এসে সামনে থেকে তাঁকে গুলি করে। রাজেশের পেটে গুলি গুলি লাগে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় আলিপুরের CMRI হাসপাতালে ভর্তি করা হয়েছে।গুলিবিদ্ধ ব্যক্তিও এর আগে খুনের মামলায় জেল খাটেন। তাঁর বিরুদ্ধে অসামাজিক কাজেরও অভিযোগ ছিল। বর্তমানে প্রোমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন রাজেশ। ব্যবসায়িক শত্রুতা? নাকি পুরনো আক্রোশ থেকে গুলি, খতিয়ে দেখছে লিলুয়া থানার পুলিশ। এক দশকেরও বেশি ভোটের খাতায় শূন্য। এই পরিস্থিতিতে আজ থেকে হুগলির ডানকুনিতে শুরু হচ্ছে সিপিএমের ২৭ তম রাজ্য সম্মেলন। উদ্বোধন করবেন প্রকাশ কারাত। প্রায় ৫০০ জন প্রতিনিধি নিয়ে এই সম্মেলন হচ্ছে। মঙ্গলবার সমাবেশের মধ্যে দিয়ে শেষ হবে সিপিএমের রাজ্য সম্মেলন। সিপিএমের সম্পাদকীয় প্রতিবেদনে বলা হয়েছে, গত আড়াই বছরে বিভিন্ন কারণে প্রায় ২৫ হাজার সদস্য কমেছে। সমসংখ্যক সদস্যপদ বাড়লেও স্থায়ী সদস্য হওয়ায় অনীহা দেখা গেছে। তৃণমূল ও বিজেপির মেরুকরণে সিপিএম জন সমর্থন হারাচ্ছে। পার্টিতে সবাই নেতা হতে চাইছেন। কিন্তু শাখা স্তরে কাজের মানসিকতা নেই। জোনাল কমিটি, জেলা কমিটির নেতা হওয়ার জন্য মারপিট হলেও, শাখা কমিটির সম্পাদক হতে অনীহা রয়েছে। সিপিএমের সম্পাদকীয় প্রতিবেদনে উঠে এসেছে আরও একাধিক সমীকরণের কথা। রাজ্য সম্মেলনে একদিকে যেমন সংগঠনকে আন্দোলনমুখী করার প্রয়াস চলবে, একই সঙ্গে শূন্যের গেরো কাটানোর পথ খোঁজার চেষ্টা করবে সিপিএমের রাজ্য নেতৃত্ব।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
West Bengal News Live Updates: মিনাখাঁয় নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল বাস, ৩ জনের মৃত্যু !
মিনাখাঁয় নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল বাস, ৩জনের মৃত্যু। বাসন্তী হাইওয়েতে বাস দুর্ঘটনা, চালক-সহ ৩জনের মৃত্যু। সন্দেশখালির সরবেড়িয়া থেকে নিউটাউন যাওয়ার সময় দুর্ঘটনা। মিনাখাঁর জয়গ্রামে বাইককে বাঁচাতে গিয়ে দোকানে ঢুকল বাস। বাইক চালক, বাসের চালক, চায়ের দোকানে থাকা এক মহিলার মৃত্যু। যাত্রী-সহ ২০জন আহত, ১৬জন ভর্তি চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যালে।