West Bengal News LIVE Updates: অসাড় হতে শুরু করে শরীর, GB সিনড্রোমে RG কর হাসপাতালে আক্রান্ত তরুণের মৃত্যু
WB News LIVE Updates: রাজ্য থেকে জেলার সব খবরের আপডেট...
প্রেক্ষাপট
GB সিনড্রোমে RG কর হাসপাতালে আক্রান্ত তরুণের মৃত্যু। ভাইরাল জ্বর ও ডায়রিয়ায় ভুগছিলেন তরুণ। তারপর তাঁর শরীরের নিম্নাংশ ক্রমশ অসাড় হতে শুরু করে। বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর GB...More
GB সিনড্রোমে RG কর হাসপাতালে আক্রান্ত তরুণের মৃত্যু। ভাইরাল জ্বর ও ডায়রিয়ায় ভুগছিলেন তরুণ। তারপর তাঁর শরীরের নিম্নাংশ ক্রমশ অসাড় হতে শুরু করে। বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর GB সিনড্রোম ধরা পড়ে। পরে চিকিৎসার জন্য তাঁকে সরকারি হাসপাতালে নিয়ে আসা হয়েছিল
বিজেপির মণ্ডল সভাপতি নির্বাচন ঘিরে জেলায় জেলায় অশান্তি। মণ্ডল সভাপতি নির্বাচন প্রকাশ্যে বিজেপির কোন্দল। জেলা সভাপতি নির্বাচনের আগে বৈঠকে রাজ্য বিজেপি
D কোম্পানির নাম করে কৃষ্ণেন্দুনারায়ণকে খুনের হুমকি, গ্রেফতার ১। ধৃত শাহাদাত শেখ মালদারই বাসিন্দা। কৃষ্ণেন্দুনারায়ণকে খুনের হুমকির অভিযোগে আটক আরও ৪
বিবাদী বাগের দোকানের ধৃত ২ কর্মচারীদের নিয়ে আজ ফের দোকানে STF। STF-এর সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় অস্ত্রাগারের বিশেষজ্ঞরা। মিলিয়ে দেখা হচ্ছে দোকানের নথি। গতকালও বিবাদীবাগের দোকানের ধৃত ২ কর্মচারীকে নিয়ে দোকানে হানা দিয়েছিলেন তদন্তকারীরা। অস্ত্রের বৈধ দোকান থেকে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ কার্তুজ কীভাবে দুষ্কৃতীদের হাতে পৌঁছচ্ছে? সেই প্রশ্নের উত্তর খুঁজছে STF
বিবাদী বাগের দোকানের ধৃত ২ কর্মচারীদের নিয়ে আজ ফের দোকানে STF। STF-এর সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় অস্ত্রাগারের বিশেষজ্ঞরা। মিলিয়ে দেখা হচ্ছে দোকানের নথি। গতকালও বিবাদীবাগের দোকানের ধৃত ২ কর্মচারীকে নিয়ে দোকানে হানা দিয়েছিলেন তদন্তকারীরা। অস্ত্রের বৈধ দোকান থেকে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ কার্তুজ কীভাবে দুষ্কৃতীদের হাতে পৌঁছচ্ছে? সেই প্রশ্নের উত্তর খুঁজছে STF
ফের ভূতুড়ে ভোটার! দক্ষিণবঙ্গের তালিকায় উত্তরবঙ্গের ভোটার। বারুইপুরের তালিকায় শিলিগুড়ি, মালদহের ভোটার। বারুইপুরের চম্পাহাটি পঞ্চায়েতের তালিকায় মুর্শিদাবাদের ভোটার। একই ফোন নম্বরের সঙ্গে যুক্ত ৪-৫ জন ভোটারের নাম। পঞ্চায়েতের স্ক্রুটিনিতে ভূতুড়ে ভোটারের পর্দাফাঁস। গত লোকসভা ভোটে চম্পাহাটি পঞ্চায়েতে ভোটার সংখ্যা ছিল ১৮,৫০০। চলতি বছরের তালিকায় আচমকা ভোটার সংখ্যা বেড়ে ২২ হাজার ৪০০
পুলিশ অফিসারের পর প্রোমোটার। ফের হাওড়ায় শ্যুটআউট। এবার লিলুয়ায় ফ্ল্যাটের সামনে গুলিবিদ্ধ হলেন রাজেশ সিং নামে এক প্রোমোটার। গতকাল রাত ১০টা নাগাদ আবাসনের সামনে দাঁড়িয়েছিলেন বছর ৪০-এর রাজেশ। অভিযোগ, হেলমেটে মুখ ঢাকা দুই দুষ্কৃতী বাইকে চড়ে এসে সামনে থেকে তাঁকে গুলি করে। রাজেশের পেটে গুলি গুলি লাগে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় আলিপুরের CMRI হাসপাতালে ভর্তি করা হয়েছে।গুলিবিদ্ধ ব্যক্তিও এর আগে খুনের মামলায় জেল খাটেন। তাঁর বিরুদ্ধে অসামাজিক কাজেরও অভিযোগ ছিল। বর্তমানে প্রোমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন রাজেশ। ব্যবসায়িক শত্রুতা? নাকি পুরনো আক্রোশ থেকে গুলি, খতিয়ে দেখছে লিলুয়া থানার পুলিশ।
এক দশকেরও বেশি ভোটের খাতায় শূন্য। এই পরিস্থিতিতে আজ থেকে হুগলির ডানকুনিতে শুরু হচ্ছে সিপিএমের ২৭ তম রাজ্য সম্মেলন। উদ্বোধন করবেন প্রকাশ কারাত। প্রায় ৫০০ জন প্রতিনিধি নিয়ে এই সম্মেলন হচ্ছে। মঙ্গলবার সমাবেশের মধ্যে দিয়ে শেষ হবে সিপিএমের রাজ্য সম্মেলন। সিপিএমের সম্পাদকীয় প্রতিবেদনে বলা হয়েছে, গত আড়াই বছরে বিভিন্ন কারণে প্রায় ২৫ হাজার সদস্য কমেছে। সমসংখ্যক সদস্যপদ বাড়লেও স্থায়ী সদস্য হওয়ায় অনীহা দেখা গেছে। তৃণমূল ও বিজেপির মেরুকরণে সিপিএম জন সমর্থন হারাচ্ছে। পার্টিতে সবাই নেতা হতে চাইছেন। কিন্তু শাখা স্তরে কাজের মানসিকতা নেই। জোনাল কমিটি, জেলা কমিটির নেতা হওয়ার জন্য মারপিট হলেও, শাখা কমিটির সম্পাদক হতে অনীহা রয়েছে। সিপিএমের সম্পাদকীয় প্রতিবেদনে উঠে এসেছে আরও একাধিক সমীকরণের কথা। রাজ্য সম্মেলনে একদিকে যেমন সংগঠনকে আন্দোলনমুখী করার প্রয়াস চলবে, একই সঙ্গে শূন্যের গেরো কাটানোর পথ খোঁজার চেষ্টা করবে সিপিএমের রাজ্য নেতৃত্ব।
এক সপ্তাহের মধ্যে বীরভূমের নানুরের বাইতারা গ্রামে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ। এলাকা দখলকে কেন্দ্র করে অনুব্রত মণ্ডলের অনুগামীদের চালাঘরে আগুন লাগানোর অভিযোগ উঠল কাজল শেখের গোষ্ঠীর বিরুদ্ধে। গতকাল সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে বাইতারা গ্রাম। আতঙ্কে কয়েকজন গ্রামছাড়া হয়েছেন বলে অনুব্রত গোষ্ঠীর অভিযোগ। গত সপ্তাহে বাইতারা গ্রামেই এলাকা দখল নিয়ে অনুব্রত-কাজল গোষ্ঠীর সংঘর্ষে আহত হন এক মহিলা-সহ ২ জন। তার রেশ কাটার আগেই ফের তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ।
বারাসাত থেকে কলকাতা গামী পিকআপ ভ্যান এয়ারপোর্ট আড়াই নম্বর গেটে দমদম বিমানবন্দ ঢোকার রাস্তায় হাইট বাড়ে ধাক্কা মেরে আটকে যায়. ফলে যানজটের সৃষ্টি হয়েছে যশোর রোড ও দমদম বিমানবন্দরে ঢোকার রাস্তায়.
ট্যাংরাকাণ্ডে আজ হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন বড় ভাই প্রণয় দে ও তাঁর নাবালক ছেলে পুলিশ সূত্রে খবর, সম্পূর্ণ সুস্থ নন বলে প্রণয়কে সরকারি হাসপাতালে ভর্তি করা হবে। ছোট ভাই প্রসূন এখনও রুবি জেনারেল হাসপাতালেই ভর্তি রয়েছেন। ৩ মহিলার খুনি কে? জানতে আজ ৩ জনকে জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ। সূত্রের খবর, বাড়ির ভিতরে CC ক্যামেরার প্লাগ কে খুলেছিল? কেন খোলা হয়েছিল? জানতে চাওয়া হবে। গতকাল ট্যাংরার অতুল শূর রোডে প্রণয় ও প্রসূন দে-র বাড়িতে যায় ময়নাতদন্তকারী চিকিৎসক ও ফরেন্সিক বিশেষজ্ঞদের দল। ময়নাতদন্তে পাওয়া তথ্যের সঙ্গে ঘটনাস্থলের বেশ কিছু অসঙ্গতি মিলেছে। কী ধরনের বিষ ব্যবহার করা হয়েছিল, তাও পরীক্ষা করে দেখা হবে।
ট্যাংরাকাণ্ডে ৩ মহিলার খুনি কে? জানতে হাসপাতালে ভর্তি দুই ভাই ও বড় ভাইয়ের ছেলেকে আজ জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ। সূত্রের খবর, বাড়ির ভিতরে CC ক্যামেরার প্লাগ কে খুলেছিল? কেন খোলা হয়েছিল? জানতে চাওয়া হবে। গতকাল ট্যাংরার অতুল শূর রোডে প্রণয় ও প্রসূন দে-র বাড়িতে যায় ময়নাতদন্তকারী চিকিৎসক ও ফরেন্সিক বিশেষজ্ঞদের দল। ময়নাতদন্তে পাওয়া তথ্যের সঙ্গে ঘটনাস্থলের বেশ কিছু অসঙ্গতি মিলেছে। কী ধরনের বিষ ব্যবহার করা হয়েছিল, তাও পরীক্ষা করে দেখা হবে। এ ছাড়া, বাড়ির খাবার জায়গা ও শৌচাগারে যে রক্তের দাগ মেলে, তা খুনের পর পোশাক বদল এবং হাত-পা ধোয়ার জন্য বলে পুলিশ মনে করছে। এক সেট পোশাক মেলায় প্রশ্ন উঠছে, ৩ জনের খুনি কি তাহলে একজনই? যা নিয়ে এখনও ধোঁয়াশা।
দুলাল সরকার খুনের এক মাস পার। এবার মালদার মাটিতে তৃণমূলের দাপুটে নেতাকে মৃত্যু হুমকি। বৃহস্পতিবার ভোরে মেসেজ। উত্তর না দেওয়ায়, শুক্রবার সকালে উড়ো ফোনে টাকার দাবি করা হল তৃণমূল নেতা তথা মালদা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে। টাকা না দিলে, সরাসরি খুনেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। গোটা ঘটনায় ফের প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা।
অবসরপ্রাপ্ত কর্মীদের বিক্ষোভ ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল নদিয়ার কৃষ্ণনগর পুরসভা চত্বর। অবসরপ্রাপ্ত কর্মীদের অভিযোগ, পেনশন, গ্র্যাচুইটি-সহ বিভিন্ন খাতে প্রাপ্য টাকা পাননি তারা। অভিযোগ, বকেয়া চাইতে গেলে তাদের উপর হামলা চালায় চেয়ারম্যানের লোকজন। পুরসভা চত্বরেই বেঁধে যায় হাতাহাতি। আহত হন এক কাউন্সিলর ও এক অবসরপ্রাপ্ত কর্মী সহ তিনজন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কোতোয়ালি থানার পুলিশ।
১৭ তারিখ, অর্থাৎ মঙ্গলবার, ওষুধ মেশানো পায়েস খেয়ে আত্মহত্য়ার সিদ্ধান্ত নেয় গোটা পরিবার। কিন্তু, বাড়ির ছোট মেয়ে, প্রিয়ম্বদা ছাড়া আর কারও মৃত্যু হয়নি। তারপরই ২ বউ ও কিশোরকে খুনের সিদ্ধান্ত। খুনের মুহূর্তে জেগে যায় নাবালক। তারপরই তিনজন বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় দুর্ঘটনা ঘটিয়ে আত্মহত্যার পরিকল্পনা নেন। পুলিশ সূত্রে দাবি, ট্যাংরাকাণ্ডে জিজ্ঞাসাবাদে এমনটাই দাবি করেছেন দুই ভাই। পুলিশ সূত্রে খবর, ২ ভাই সুস্থ হলেই তাঁদের গ্রেফতার করা হতে পারে।
হাসপাতাল চত্বর ও ক্যাম্পাসে অবাঞ্ছিত বহিরাগতদের প্রবেশে রাশ টানতে কড়া হচ্ছে NRS মেডিক্যাল কর্তৃপক্ষ। তাদের সমস্ত ডাক্তারি পড়ুয়াদের জন্যই কিউ আর কোড যুক্ত সচিত্র পরিচয়পত্র বা আইডেন্টিটি কার্ড চালু হচ্ছে। কিউ আর কোড যুক্ত আইডেন্টিটি কার্ড পাওয়ার জন্য অনলাইনে আবেদন করতে বলা হয়েছে চিকিৎসক পড়ুয়াদের। আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, পোস্ট ডক্টোরাল, প্যারা মেডিক্যাল, সব বিভাগের পড়ুয়াদের জন্যই বাধ্যতামূলক হচ্ছে কিউ আর কোড যুক্ত আইডেন্টিটি কার্ড। সেই মর্মে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। আর জি কর মেডিক্যালে চিকিৎসক ধর্ষণ-খুনের পর থেকেই সরকারি হাসপাতালে বহিরাগত দৌরাত্ম্যের বিষয়টি আরও ব্যাপকভাবে সামনে এসেছে। আন্দোলনকারী চিকিৎসকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট একাধিকবার হাসপাতালে বহিরাগতদের দাপটের অভিযোগে সরব হয়েছে। এবার সেই বহিরাগত ইস্যুতেই কড়া হচ্ছে NRS কর্তৃপক্ষ।
হাওড়ার লিলুয়ায় আবাসনের সামনে চলল গুলি। বাইকে চড়ে এসে একটি আবাসনের সামনে রাজেশ সিংহ বলে এক ব্যক্তিকে গুলি। আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হাসপাতালে ভর্তি ওই ব্যক্তি। গুলিবিদ্ধ ব্যক্তি এর আগে খুনের মামলায় জেল খেটেছিল বলে জানা গিয়েছে। রাজেশের বিরুদ্ধে একাধিক অসামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ। সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। রাতে এলাকায় এমন ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা
১৭ তারিখ বিষাক্ত পায়েস খেয়ে আত্মহত্যার সিদ্ধান্ত। মৃত্যু না হওয়ায় স্ত্রীদের দু হাতের শিরা ও নলি কাটার সিদ্ধান্ত দুই ভাইয়ের। প্রসূন-রোমির মেয়ে প্রিয়ম্বদাকে শ্বাসরোধ করে খুন।
ঘটনার এক সপ্তাহ আগেই গোটা পরিবারকে শেষ করার সিদ্ধান্ত বড়দের। কীভাবে নিজেদের শেষ করা হবে, আলোচনা হয় দফায় দফায়, পুলিশ সূত্রে খবর।