West Bengal News LIVE Updates: সরকারি হাসপাতালে সক্রিয় দালাল চক্র! কলকাতার দুই সরকারি হাসপাতালে লালবাজারের গোয়েন্দা বিভাগের হানা
WB News LIVE Updates: রাজ্য থেকে জেলার সব খবরের আপডেটস...
প্রেক্ষাপট
এখনও সরকারি হাসপাতালে সক্রিয় দালাল চক্র! কলকাতার দুই সরকারি হাসপাতালে লালবাজারের গোয়েন্দা বিভাগের হানা। মেডিক্যাল কলেজ থেকে ধৃত সচিন রাউথ নামে এক ব্যক্তি। অন্যদিকে, SSKM থেকে গোলাম রসুল নামে একজনকে...More
নদিয়ার কৃষ্ণনগরে আত্মঘাতী BLO, উদ্ধার সুইসাইড। SIR-এর চাপে আত্মহত্যা, অভিযোগ সুইসাইড নোটে। ঘটনার রিপোর্ট চাইল কমিশন
শুভেন্দু অধিকারীর ‘ওষুধ প্রয়োগ'এর পাল্টা কাজল শেখের হুঁশিয়ারি। 'তুমি মাথা নত করেছ জেলে যাওয়ার ভয়ে, জামাটা পাল্টে নিয়েছ'। 'কাজল শেখ জামা পাল্টাবে না, পাল্টা হুঁশিয়ারি বীরভূম জেলা পরিষদ সভাধিপতি। 'নানুরে আসুন, কীর্ণাহারের বিখ্যাত মন্ডা, সিউড়ির মোরব্বা খাওয়াব', কটাক্ষ বীরভূমের তৃণমূল নেতা ও জেলা পরিষদ সভাধিপতি কাজলের । 'অসুখও জানি, ওষুধ-ও জানি, ১৫ দিন অন্তর নানুরে আসব', মঙ্গলবার কীর্ণাহারের সভা থেকে হুঙ্কার শুভেন্দু অধিকারীর । এবার বিরোধী দলনেতাকে নিশানা করে পাল্টা কাজলের
অবৈধভাবে এ দেশে আসা, অন্তত ১৭২০ জনকে ফেরত পাঠান হয়েছে বাংলাদেশে, খবর BSF ও পুলিশ সূত্রের। যাদের প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক। অবৈধ উপায়ে তাঁরা এসেছিলেন এ দেশে। BSF ও পুলিশ সূত্রে দাবি, গত ৭ থেকে ৮ দিনের মধ্যে, স্বরূপনগরের হাকিমপুর ও তারালি থেকে সবচেয়ে বেশি বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। ফেরত পাঠানোর আগে ফরেনার্স আইডেন্টিফিকেশন পোর্টালে(FIP) এই সমস্ত বাংলাদেশি নাগরিকদের বায়োমেট্রিক, ফেশিয়াল ও ডেমোগ্রাফিক তথ্য সংগ্রহ করা হচ্ছে। সেই তথ্য পাঠানো হচ্ছে পুলিশ প্রশাসনের কাছে। সেখানে পুলিশ খতিয়ে দেখছে, এ দেশের কোনওরকম অপরাধের সঙ্গে যুক্ত রয়েছেন কিনা তাঁরা। পুলিশি ক্লিয়ারেন্স পেলে তবে পার করানো হচ্ছে তাদেরকে। এর মধ্যে এমন অনেক বাংলাদেশের নাগরিকদের হদিশ পাওয়া গেছে, যাদের কাছে এ দেশের একাধিক পরিচয়পত্রও রয়েছে। সেক্ষেত্রে, পুলিশের পাশাপাশি এইসমস্ত তথ্য আধার কর্তৃপক্ষের কাছেও পাঠানো হচ্ছে।
এখনও সরকারি হাসপাতালে সক্রিয় দালাল চক্র! কলকাতার দুই সরকারি হাসপাতালে লালবাজারের গোয়েন্দা বিভাগের হানা। মেডিক্যাল কলেজ থেকে ধৃত সচিন রাউথ নামে এক ব্যক্তি। অন্যদিকে, SSKM থেকে গোলাম রসুল নামে একজনকে পাকড়াও করা হয়েছে। গত মাসেই, SSKM হাসপাতালে বহিরাগত প্রবেশ ইস্যুতে সরব হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। হাসপাতালে, CC ক্যামেরা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তারপরও হাসপাতাল চত্বরে, ফের রোগীদের আত্মীয়দের থেকে টাকা তোলার অভিযোগ। গত শুক্রবার সন্ধেবেলায়, দুই হাসপাতালে সাদা পোশাকে হানা দেয় পুলিশ। পাকড়াও করা হয় দুই অভিযুক্তকে। দুজনকে আজ আদালতে পেশ করা হবে।
মেমারির পর মালবাজারের ঘটনায় সরব হয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এক্স পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, এই ঘটনায় আমি মর্মাহত। জলপাইগুড়ির মালবাজারে ফের একজন বুথ লেভেল অফিসারকে হারালাম। একজন অঙ্গনওয়াড়ি কর্মী SIR-এর কাজের অসহ্য চাপে নিজের জীবন শেষ করে দিয়েছেন। SIR শুরুর পর থেকে এখনও পর্যন্ত ২৮ জনের মৃত্যু হল। তথাকথিত নির্বাচন কমিশনের অপরিকল্পিতভাবে অতিরিক্ত কাজ চাপিয়ে দেওয়ায় মৃত্যু। নির্বাচন কমিশনের কাছে আবেদন আরও প্রাণহানির আগে এই অপরিকল্পিত অভিযান বন্ধ করুন।
নদিয়ার কৃষ্ণনগরে আত্মঘাতী BLO, উদ্ধার সুইসাইড নোট। SIR-এর কাজের চাপে আত্মহত্যা, দাবি সুইসাইড নোটে। বাড়িতে উদ্ধার BLO রিঙ্কু তরফদারের ঝুলন্ত দেহ। নদিয়ার চাপড়ার বাঙালঝির বাসিন্দা রিঙ্কু তরফদার । বাঙালঝি স্বামী বিবেকানন্দ বিদ্যামন্দিরের পার্শ্বশিক্ষক পদে কর্মরত ছিলেন রিঙ্কু। চাপড়া ২ পঞ্চায়েতের ২০১ নম্বর বুথের BLO ছিলেন। কৃষ্ণনগরের ষষ্ঠীতলায় ভাড়াবাড়িতে থাকতেন আত্মঘাতী BLO।
শিয়ালদা-রানাঘাট মেন শাখায় কল্যাণীতে রেলগেট ভেঙে বিপত্তি। ৪২ নং রেলগেট ভেঙে বন্ধ যান চলাচল, দীর্ঘ যানজট । লেভেল ক্রসিং-এর গেট নামাতে গিয়ে ভেঙে যায় একটি গেট। দ্রুত মেরামতির কাজ শুরু করেছে রেল কর্তৃপক্ষ
গতকাল ইডির ম্যারাথন তল্লাশি, উদ্ধার ৩ কোটি ১০ লক্ষ টাকা। বাজেয়াপ্ত ৬ কোটি টাকার গয়না, খবর ইডি সূত্রে। গতকাল সিলভার স্প্রিং আবাসনে কৃষ্ণমুরারী কয়ালের ফ্ল্যাটে উদ্ধার নগদ টাকা। টাকা উদ্ধার দুর্গাপুরের সিটি সেন্টারে কয়লা ব্যবসায়ী লোকেশ সিং-এর বাড়িতেও। টাকা-গয়নার পাশাপাশি প্রচুর নথি ও ডিজিটাল তথ্যপ্রমাণ বাজেয়াপ্ত: ইডি সূত্র। একজন ব্যবসায়ীর বাড়িতে এখনও চলছে তল্লাশি। কয়লা পাচারের তদন্তে গতকাল পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডের ৪৪ জায়গায় ED হানা
উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টি, দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া। আজ হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পঙে। গতকালের তুলনায় সামান্য নামল তাপমাত্রা। কলকাতায় ফের ১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারদ। রবিবার থেকে আরও কমবে তাপমাত্রা। মঙ্গলবারের মধ্যে আরও ২ ডিগ্রি নামতে পারে পারদ। আগামী সপ্তাহ থেকে কলকাতা-সহ বিভিন্ন জেলায় বাড়বে কুয়াশার প্রকোপ
বাংলায় SIR, পালাচ্ছে বাংলাদেশিরা। স্বরূপনগরে সীমান্তে বাড়ছে অনুপ্রবেশকারীদের ভিড়। সীমান্তের ওপারে যেতে ৩-৪ দিন ধরে অপেক্ষায় বহু বাংলাদেশি। ক্যামেরার সামনে মুখ খুলতে চাইছেন না অনেকেই
জীবিত হয়েও 'মৃত'। নদিয়ার রানাঘাটে, ফের কমিশনের প্রকাশিত ২০০২ সালের ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার অভিযোগ। রানাঘাট পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গঙ্গাবালা কর্মকার। অভিযোগ, ২০০২ সাল থেকে নিয়মিত ভোট দিলেও, সদ্য কমিশনের প্রকাশিত ভোটার তালিকায় 'ডিলিটেড' বিভাগে রয়েছেন তিনি। একইভাবে, রানাঘাট সংলগ্ন একাধিক এলাকায়, আরও ৬ জীবিত ভোটারের নাম উধাও হওয়ার অভিযোগ। এ নিয়ে তৃণমূলের দাবি, এটা বিজেপির বৃহত্তর রাজনৈতিক অভিসন্ধি। পাল্টা বিজেপির দাবি, পায়ের তলায় মাটি সরে যাচ্ছে বলে তৃণমূল অনেক কিছু বলছে। প্রতিটি অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন রানাঘাট ১ নম্বর ব্লকের BDO.
নিয়ন্ত্রণ হারিয়ে পরপর বাইক সহ পথচারীদের ধাক্কা অ্যাপ ক্যাবের! সাত সকালে নিউটাউনে দুর্ঘটনা! সাত সকালে নিউটাউন নবাবপুর মোরে দুর্ঘটনা। আহত পথচারী ও বাইক চালক সহ ছয় জন। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বাংলাদেশ থেকে এসে অনুপ্রবেশকারীরা ছড়িয়ে পড়েছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্তে। বেশিরভাগ অনুপ্রবেশকারীরাই ছিলেন রাজারহাট, নিউটাউন, দুই ২৪ পরগনায়। অনুপ্রবেশকারীদের ভিড়ে বাংলাদেশের খুলনার কয়রা গ্রামের বাসিন্দা আব্দুল বারি। ৯ বছর আগে দালাল ধরে এসেছিলেন ভারতে, থাকতেন নিউটাউনে। কাজ করতেন New Town Kolkata Development Authority বা NKDA-তে। হাসান গাজির দাবি, তিনি NKDA-তে ঠিকা কর্মী হিসেবে কাজ করতেন।
বিরোধিতা হলেও তাড়াব অনুপ্রবেশকারীদের। এসআইআর নিয়ে ফের অমিত শাহের নিশানায় বিরোধীরা। সীমান্ত পেরিয়ে ঢুকল কীভাবে? আক্রমণে তৃণমূল।
এসআইআর আতঙ্কে বাংলা ছেড়ে বাংলাদেশে ফেরার হিড়িক। স্বরূপনগর সীমান্তে এখনও অনুপ্রবেশকারীদের ভিড়।