West Bengal News Live Updates: আরজি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি তদন্তে সন্দীপের পর এবার ৩ সংস্থার নামে সিবিআইয়ের এফআইআর
WB News Live Updates: রাজ্যের সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর পান এক ক্লিকে।
আর জি কর-কাণ্ডে (RG Kar Incident) সরব অমর্ত্য সেন (Amartya Sen)। 'যা ঘটেছে, তা অত্যন্ত খারাপ, পৈশাচিক। এটা চিন্তার কারণ।' মন্তব্য নোবেলজয়ী অর্থনীতিবিদের। পাশাপাশি, উদ্বেগ প্রকাশ করে তাঁর মন্তব্য, 'এটা শুধু আর জি করের সমস্যা নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই একই সমস্যা। লোকে যে, এই বিষয়টি নিয়ে চিন্তিত, সেটাকে ভাল জিনিসই বলব।'
এদিকে, এই প্রেক্ষাপটেই, ওঁর বিবৃতি বলে যা ছড়িয়েছে, সেটি তাঁর নয় বলে জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।
আর জি কর কাণ্ডের প্রতিবাদ স্বরূপ এবার বঙ্গরত্ন সম্মান ফেরাচ্ছেন সাহিত্যিক পরিমল দে
২০১৯ সালে বঙ্গরত্ন পুরস্কার পেয়েছিলেন আলিপুরদুয়ারের বিশিষ্ট সাহিত্যিক
'পুলিশ ও আরজি করের প্রাক্তন অধ্যক্ষের ভূমিকা নিন্দনীয়'
'বিষয়টিকে অন্য়দিকে গড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল'
দোষীদের কঠোর শাস্তির দাবি জানানোর পাশাপাশি সরকারি আধিকারিকদের ভূমিকা নিয়েও সরব সাহিত্যিক
আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি তদন্তে সন্দীপের পর এবার ৩ সংস্থার নামে সিবিআইয়ের এফআইআর
হাওড়ার মা তারা ট্রেডার্স, বেলগাছিয়ার এশান ক্যাফে, খামা লৌহার নামেও এফআইআর সিবিআইয়ের
আর জি কর মেডিক্যালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি এই তিন সংস্থার নামে অভিযোগ করেছিলেন
আর জি করে আর্থিক অনিয়মের মামলার তদন্তে রবিবার সকালে চন্দন লৌহের টালার ফ্ল্যাটে হানা দিল CBI. আরজি করের মধ্যে কফি স্টল রয়েছে চন্দন লৌহের। টালায় তাঁর ফ্ল্য়াটের নীচেই রয়েছে তৃণমূল বিধায়ক অতীন ঘোষের জন সংযোগ কার্যালয়। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও তৃণমূল বিধায়ক অতীন ঘোষের সঙ্গে চন্দনের বেশ কিছু ছবি প্রকাশ্যে এনেছেন প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। যদিও এনিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি অতীন ঘোষের।
পরপর ৯দিন সিজিও কমপ্লেক্সে প্রশ্নবাণের পর আজ বেলেঘাটার বাড়ি গিয়ে আর জি কর মে়ডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। প্রায় ১২ ঘণ্টা পর সন্দীপ ঘোষের বাড়ি থেকে বেরোলেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
'কেন তড়িঘড়ি দাহ করা হল আর জি কর মেডিক্যালের নিহত নির্যাতিতাকে?'
'দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য দেহ কেন রাখা হল না আর জি কর মেডিক্যালের অত্যাধুনিক মর্গে?'
'এত তাড়া কেন ছিল? তথ্যপ্রমাণ লোপাট করতে হবে?'
প্রশ্ন তুললেন আর জি কর মেডিক্যালের ফরেন্সিক বিভাগের প্রাক্তন হেড ক্লার্ক তারক চট্টোপাধ্যায়
চিকিৎসককে ধর্ষণ-খুনের পাশাপাশি আর জি কর মেডিক্যাল আর্থিক দুর্নীতিরও শিকড়ের খোঁজে সিবিআই। অনেক কিছু পাওয়া গেছে, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানালেন সিবিআই অফিসার।
আর জি কর-কাণ্ডের প্রতিবাদ, পরপর পুজো অনুদান প্রত্যাখ্যান
রাজ্য সরকারের অনুদানে 'না' হুগলির আরও একটি পুজো কমিটির
এবার পুজো অনুদান প্রত্যাখ্যান কোন্নগরের মাস্টারপাড়া দুর্গোৎসব কমিটির
পুজো অনুদানের ৮৫ হাজার টাকা না নেওয়ার সিদ্ধান্ত লালগোলার মহিলা পুজো কমিটিরও
কলকাতা থেকে জেলা, আর জি কর-কাণ্ডের প্রতিবাদে পরপর রাজ্য সরকারের পুজো অনুদান প্রত্যাখ্যান
অনুদান চাই না, বিচার চাই স্লোগান বারাসাতের সরোজিনী পল্লি উন্নয়ন সমিতির সদস্যদের
রাজ্য সরকারের পুজো অনুদান প্রত্যাখ্যান করল জয়নগরের সৃজনী সঙ্ঘও
আর জি করের ফরেন্সিক মেডিসিনের ডেমনস্ট্রেটর দেবাশিস সোমের কেষ্টপুরে বাড়িতেও তল্লাশি । বাড়িতে তল্লাশির পর নিজাম প্যালেসে গেলেন দেবাশিস সোম।
আর জি কর-কাণ্ডের প্রতিবাদে মিছিলে যাদবপুর বিদ্যাপীঠের প্রাক্তনীরা।
সিজিও কমপ্লেক্সে কলকাতা পুলিশের সিট-এর সদস্য ও হোমিসাইড শাখার কয়েকজন সদস্য। সিট-এর সদস্য ও হোমিসাইড শাখার কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলতে চায় সিবিআই।
আর জি কর মেডিক্যালে আর্থিক 'দুর্নীতি', ম্যারাথন তল্লাশি CBI-এর
কলকাতা থেকে জেলা, সাঁড়াশি অভিযানে CBI, একযোগে ১৫ জায়গায় RAID
৮ ঘণ্টা পার, বেলেঘাটার বাড়ি গিয়ে সন্দীপ ঘোষকে CBI-এর ম্যারাথন জিজ্ঞাসাবাদ
টানা ৯ দিন সিজিও কমপ্লেক্সে প্রশ্নবাণ, এবার বাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদ CBI-এর
৯ ঘণ্টা পার, আর জি কর হাসপাতালের মেডিক্যাল সাপ্লায়ার বিপ্লব সিংহের বাড়িতে তল্লাশি
আর জি কর মেডিক্যালে কত বড় দুর্নীতি? শিকড়ের খোঁজে সাঁড়াশি অভিযানে CBI
আর জি কর মেডিক্যালের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠের এন্টালি ও ট্যাংরার ঠিকানায় CBI RAID
আর জি করের ফরেন্সিক মেডিসিনের ডেমনস্ট্রেটর দেবাশিস সোমের কেষ্টপুরে বাড়িতেও তল্লাশি
সকাল গড়িয়ে বিকেল, ৩টি দলে ভাগ হয়ে আর জি কর মেডিক্যালে CBI-এর ম্যারাথন অভিযান
ছুটির দিনেও গাড়ি পাঠিয়ে নিয়ে আসা নতুন হল আর জি করের অধ্যক্ষ, উপাধ্যক্ষকে
আর জি কর মেডিক্যালে নিয়ে এসে অধ্যক্ষ, উপাধ্যক্ষের সঙ্গে কথা কেন্দ্রীয় গোয়েন্দাদের
আখতার আলির স্টল বণ্টনে দুর্নীতির অভিযোগ নিয়ে এবার সিবিআই অভিযান । টালায় ফ্ল্যাটে সিবিআই তল্লাশি। চন্দন লৌহ নামে এক ব্যক্তির ফ্ল্যাটে সিবিআই-অভিযান । আর জি কর হাসপাতালের মধ্যে চন্দনের একটি কফি স্টল আছে বলে খবর। এই স্টলের মালিকানা, কীভাবে স্টলের বণ্টন হয়েছে, তা জানতে চায় সিবিআই।
রবিবার সকাল থেকে কলকাতা ও হাওড়া সহ রাজ্যের ১৫টি জায়গায় চলছে সিবিআই হানা।
চিকিৎককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে কর্মবিরতি চলবে। জানালেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা।
আরজি কর হাসপাতালের প্রাক্তন সহকারী সুপার আখতার আলির অভিযোগের ভিত্তিতে ফরেন্সিক বিভাগের অধ্যাপক দেবাশিষ সোমকে জেরা করছে সিবিআই।
"পুরো স্বাস্থ্য ব্যবস্থা একটা দুষ্ট চক্র চালাচ্ছে," মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দেগে এই অভিযোগই করলেন সুকান্ত মজুমদার।
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ সাতজনের পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া শুরু। সিজিও কমপ্লেক্স থেকে প্রেসিডেন্সি জেলে গেল সিবিআই।
রাজ্যে বায়োমেডিক্যাল বর্জ্র নিয়ে কয়েকশো কোটি টাকার দুর্নীতি হয়েছে, অভিযোগ বঙ্গ বিজেপির রাজ্য সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের।
আর জি কর মেডিক্যালের প্রাক্তন সুপারের বাড়িতেও সিবিআই। সঞ্জয় বশিষ্ঠকে জিজ্ঞাসাবাদ। কেষ্টপুরে হাসপাতালের ফরেন্সিক মেডিসিনের অধ্যাপক দেবাশিষ সোমের বাড়িতেও তল্লাশি সিবিআইয়ের দুর্নীতিদমন শাখার।
RG কর কাণ্ডের প্রতিবাদ মিছিলে পড়ুয়াদের সামিল করায় হাওড়ার তিনটি স্কুলকে নোটিস শিক্ষা দফতরের। স্কুল ছুটির পর মিছিল হয়েছে সাফাই স্কুলগুলির কর্তৃপক্ষের।
জুনিয়র চিকিৎসকদের পরে চিকিৎসক সংগঠনগুলির সঙ্গে সরকারের বৈঠকেও অধরা রফাসূত্র। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের প্রস্তাব আইএমএ-র। আন্দোলন তুলুন, বার্তা স্বাস্থ্য সচিবের।
আরজি কর কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের অবস্থা যেন ধনঞ্জয়ের মতো না হয়। রবিবার এই মন্তব্যই করলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা।
আরজি কর কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের অবস্থা যেন ধনঞ্জয়ের মতো না হয়। রবিবার এই মন্তব্যই করলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা।
RG কর মামলার তদন্তে রবিবার সকাল থেকে কলকাতা ও হাওড়া সহ ১৫টি জায়গায় চলছে সিবিআইয়ের তল্লাশি।
আরজি কর কাণ্ডের তদন্তে একসঙ্গে চার জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে সিবিআইয়ের আধিকারিকরা। রবিবার সকাল থেকে চলছে চর্তুমুখী অভিযান।
কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে সন্দীপ ঘোষের বাড়ির বাইরে তদন্তকারীরা। সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়ির বাইরে সিবিআই টিম।
ঠিক কী হয়েছিল ৯ অগাস্ট? আর জি কর-কাণ্ডে ৭জনের পলিগ্রাফ পরীক্ষার প্রক্রিয়া শুরু। সম্ভবত আজ সঞ্জয়ের টেস্ট। বাজেয়াপ্ত বাইক সিবিআইকে দিল পুলিশ। পলিগ্রাফে মিলবে সূত্র?
প্রেক্ষাপট
চিকিৎককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে কর্মবিরতি চলবে। জানালেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা।
"পুরো স্বাস্থ্য ব্যবস্থা একটা দুষ্ট চক্র চালাচ্ছে," মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দেগে এই অভিযোগেই করলেন সুকান্ত মজুমদার।
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ সাতজনের পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া শুরু।
রাজ্যে বায়োমেডিক্যাল বর্জ্র নিয়ে কয়েকশো কোটি টাকার দুর্নীতি হয়েছে, অভিযোগ বঙ্গ বিজেপির।
RG কর কাণ্ডের প্রতিবাদ মিছিলে পড়ুয়াদের সামিল করায় হাওড়ার তিনটি স্কুলকে নোটিস শিক্ষা দফতরের।
আরজি কর কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের অবস্থা যেন ধনঞ্জয়ের মতো না হয়। রবিবার এই মন্তব্যই করলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা।
RG কর মামলার তদন্তে রবিবার সকাল থেকে কলকাতা ও হাওড়া সহ ১৫টি জায়গায় চলছে সিবিআইয়ের তল্লাশি।
আরজি কর কাণ্ডের তদন্তে একসঙ্গে চার জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে সিবিআইয়ের আধিকারিকরা।
সিবিআই ডাকার ১ ঘণ্টা ১৫ মিনিট পর বাড়ির দরজা খুললেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীর ঘোষ।
কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে সন্দীপ ঘোষের বাড়ির বাইরে তদন্তকারীরা। সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়ির বাইরে সিবিআই টিম
ঠিক কী হয়েছিল ৯ অগাস্ট? আর জি কর-কাণ্ডে ৭জনের পলিগ্রাফ পরীক্ষার প্রক্রিয়া শুরু। সম্ভবত আজ সঞ্জয়ের টেস্ট। বাজেয়াপ্ত বাইক সিবিআইকে দিল পুলিশ। পলিগ্রাফে মিলবে সূত্র?
- - - - - - - - - Advertisement - - - - - - - - -