West Bengal News LIVE Updates: 'প্রধান বিচারপতির কাছে যান', RG Kar-কাণ্ডে নিহত চিকিৎসকের পরিবারের মামলায় হস্তক্ষেপ করলেন না বিচারপতি
WB News LIVE Updates: রাজ্য থেকে জেলার সব খবরের আপডেট দেখতে ক্লিক করুন...
অঙ্গনওয়াড়িকেন্দ্রের খাবারে টিকটিকি? এমনই অভিযোগ তুলে বিক্ষোভ গ্রামবাসীদের। পশ্চিম মেদিনীপুরের দাসপুর এক নম্বর ব্লকের বৈকুন্ঠপুর এলাকার ঘটনা। বাসিন্দাদের অভিযোগ, শিশুদের খাবারে মিলেছে দেওয়া হয়েছিল, আর সেই খাবারে পাওয়া গেছে টিকটিকির মতো আকৃতির একটি হাড়, সেটি অঙ্গন ওয়াড়ি কেন্দ্রের দিদিমণিকে দেখাতে এলে সেটি তুলে ফেলে দেয় দিদি মনি, তবে কিছুটা অবশিষ্ট হাড় খাবারেতেই রয়ে যায়, তারপরেই শুরু হয় তুমুল গন্ডগোল শিশুদের পরিবারের লোক বিক্ষোভ দেখাতে থাকে দিদিমণিদেরকে ঘিরে, ঘটনাস্থলে উপস্থিত হই দাসপুর থানার পুলিশ। দাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দিয়ে শিশুদেরকে দাসপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়।
নৈহাটির সাহেব কলোনি এলাকায় চলল গুলি। ২২ ডিসেম্বর রাতে চলন্ত বাইক থেকে চলে গুলি। বাইকচালকের পকেটে রাখা আগ্নেয়াস্ত্র থেকে গুলি বেরিয়ে যায়। গুলি ছিটকে লাগে বাইক আরোহীর পায়ে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলি চালানোর অভিযোগে বাইক চালককে গ্রেফতার করেছে পুলিশ। পুরো ঘটনাটি কী ঘটেছে খতিয়ে দেখছে শিবদাসপুর থানার পুলিশ
বিড়ম্বনা বাড়ল পার্থ চট্টোপাধ্যায়ের। হাইকোর্টে পার্থ সহ ৫ জনের জামিনের আবেদন খারিজ। পার্থ চট্টোপাধ্যায়দের জামিনের আবেদন খারিজ করল বিচারপতি তপোব্রত চক্রবর্তীর তৃতীয় বেঞ্চ। 'বিচারপ্রক্রিয়া শুরুর অনুমতি দেওয়ার ক্ষেত্রে রাজ্য মৌন থাকতে পারে না', মন্তব্য বিচারপতি তপোব্রত চক্রবর্তীর।
সিবিআইয়ের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ তুলে ডাক্তারদের অভিযান ঘিরে ধুন্ধুমার। প্রতীকী তালা নিয়ে সিজিও কমপ্লেক্স অভিযান ডাক্তারদের একাধিক সংগঠনের। পুলিশ আটকালে ধস্তাধস্তি।
তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত নদিয়ার ভীমপুরের আসাননগর। তৃণমূল সমর্থককে মারধরের অভিযোগ উঠল বিজেপি সমর্থকের বিরুদ্ধে। ভিডিও ভাইরাল। পাল্টা বিজেপি সমর্থকের বাবাকে পেটানোয় অভিযুক্ত তৃণমূল কর্মীরা। দু’পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশের দাবি, পুরনো শত্রুতার জেরে এই ঘটনা।
CBI-তে আস্থা নেই। কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনে অভিযুক্তদের সঙ্গে এজেন্সির সেটিং। অভিযোগ তুলে সিবিআই দফতরে গেলেন অভিজিৎ সরকারের ভাই বিশ্বজিৎ।
আর জি করকাণ্ডে নিহত চিকিৎসকের পরিবারের মামলায় এই মুহূর্তে হস্তক্ষেপ করলেন না বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। 'এই মামলা ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নজরদারি করছে', এই মুহূর্তে তাঁর পক্ষে এই মামলা গ্রহণ করা সম্ভব নয়, জানালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। 'আপনারা প্রধান বিচারপতির কাছে যান। তিনি যদি আমাকে এই মামলা শুনতে বলেন তাহলে আমি শুনব', তার আগে আমার পক্ষে কিছু করা সম্ভব নয়, চিকিৎসকের পরিবারকে জানালেন বিচারপতি। বিচারবিভাগীয় শৃঙ্খলা ভঙ্গ করা তাঁর পক্ষে সম্ভব নয়, জানালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ । ১৫ জানুয়ারি এই মামলায় পরবর্তী শুনানির সম্ভবনা
শালিমার সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস ট্রেনটি আধঘন্টা আগে রেল কর্তৃপক্ষ বাতিল ঘোষণা করায় যাত্রী বিক্ষোভ হাওড়ার শালিমার স্টেশনে। সেকেন্দ্রাবাদ এক্সপ্রেসের যাত্রীরা রেল লাইনে বসে পড়ে বিক্ষোভ দেখান এবং তাদের দাবি যতক্ষণ না তারা লিখিত কিছু না পাওয়া পর্যন্ত তারা রেললাইন থেকে সরবে না।
রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহে শুরু হল যাদবপুরে সমাবর্তন। রাজ্যপাল অর্থাৎ আচার্যের অনুপস্থিতিতে শুরু হল বার্ষিক সমাবর্তন। রাজভবনের তরফে যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্যের কাছে চিঠি পাঠিয়ে বলা হয় রীতি মেনে হচ্ছে না সমাবর্তন। এরপর এক্স হ্যান্ডেলে পোস্ট করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। শিক্ষামন্ত্রী লেখেন যাদবপুরের মতো বিশ্ববিদ্যালয়ের রীতি, ঐতিহ্য নিয়ে ছেলেখেলা চলে না। সমাবর্তনে যত দূর সম্ভব আইনি পদ্ধতি মেনে চলা হয়েছে দাবি শিক্ষামন্ত্রীর
রেশনবণ্টন দুর্নীতি মামলায় ED-র হাতে গ্রেফতার তিন চালকল মালিক। ইতিমধ্য়েই তাঁদের সিজিও কমপ্লেক্সে ED-র দফতরে আনা হয়েছে। ED সূত্রে দাবি, ধৃতদের মিলের মাধ্য়মে বছরের বছর পর ধরে রেশনের সামগ্রী বিক্রি করা হয়েছে। সম্প্রতি এই তিন চালকলের মালিকদের মিলে তল্লাশি চালিয়ে একাধিক নথি বাজেয়াপ্ত করা হয় গতকাল গভীর রাত পর্যন্ত তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তদন্তে সহযোগিতা না করার অভিযোগে গ্রেফতার করা হয় তাঁদের ED- সূত্রে দাবি, ধৃতদের আজ হেফাজতে চেয়ে আদালতে পেশ করা হবে।
গোষ্ঠীকোন্দলেই লোকসভা ভোটে হেরেছেন লকেট চট্টোপাধ্যায়। হুগলিতে সদস্য সংগ্রহ অভিযানে গিয়ে দলের একাংশকে কাঠগড়ায় তুললেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। এই ধরনের মন্তব্য করে রাজনীতিতে ভেসে থাকতে চাইছেন, পাল্টা কটাক্ষ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
বাগুইহাটিতে প্রোমোটারের ওপর আক্রমণের ঘটনায় এখনও অধরা সমরেশ চক্রবর্তী। এই আবহেই এবার সামনে এল আরও অভিযোগ। একটি অডিও সামনে এনে নতুন অভিযোগ তুললেন আক্রান্ত প্রামোটার কিশোর হালদার। অভিযোগ জমিতে মিউটেশনের জন্য় টাকা চেয়েছিলেন অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর।
সিঙ্গল বেঞ্চের পর, এবার ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেল রাজ্য সরকার। চিকিৎসকদের অবস্থান-বিক্ষোভ নিয়ে সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখল ডিভিশন বেঞ্চ। কর্মসূচি চালিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দিল বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর বেঞ্চ। আর জি কর হাসপাতালের ঘটনা নজিরবিহীন, অকল্পনীয় এবং ভয়ঙ্কর বলে মন্তব্য করেন বিচারপতি হরিশ টন্ডন। ২০ থেকে ২৬শে ডিসেম্বর, ধর্মতলায় জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরসকে অবস্থান বিক্ষোভের অনুমতি দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার।
পশ্চিমবঙ্গ কি এখন জঙ্গিদের কাছে নিরাপদ আশ্রয়স্থল এবং ট্রানজিট রুট হয়ে উঠছে? প্রশ্নটা উঠছে, তার কারণ, কদিন আগেই মুর্শিদাবাদ থেকে, বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিমের দুই কুখ্যাত জঙ্গিকে গ্রেফতার করেছিল অসম পুলিশ। অন্য়দিকে, ক্য়ানিং থেকে ধরা পড়েছে কাশ্মীরের জঙ্গি, যে জলপথে বাংলাদেশ পালানোর ছক কষেছিল!
৪২টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে, নতুন করে তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আর জি কর মেডিক্য়ালের নিহত চিকিৎসকের মা-বাবা। মঙ্গলবার এই মামলার শুনানি রয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে।
এখনও বিচার পায়নি নিহত তরুণী চিকিৎসকের পরিবার। এই প্রেক্ষাপটে এবার নতুন করে রহস্য বাড়াল সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবোরেটরির বা CFSL-এর রিপোর্ট। সূত্রের দাবি, এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে তরুণী চিকিৎসক ম্যাট্রেসে শুয়ে ছিলেন বলে জানা গেছে। যদিও, তিনি আততায়ীকে বাধা দিয়েছিলেন বা তাদের মধ্যে ধস্তাধস্তি হয়েছিল, এমন কোনও প্রমাণ কাঠের পাটাতন, ম্যাট্রেসে বা সেমিনার হলের অন্যত্র মেলেনি। এই প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, তাহলে কি তরুণী চিকিৎসককে ধর্ষণ, খুনের ঘটনা অন্য কোথাও ঘটেছিল? অন্য কোথাও ধর্ষণ-খুনের পর সেমিনার হলে এনে রাখা হয় দেহ? নাকি ঘটনার পর সেমিনার হল থেকে তথ্য প্রমাণ লোপাট করা হয়?
প্রেক্ষাপট
আর জি করকাণ্ডে নিহত চিকিৎসকের পরিবারের মামলায় এই মুহূর্তে হস্তক্ষেপ করলেন না বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। 'এই মামলা ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নজরদারি করছে', এই মুহূর্তে তাঁর পক্ষে এই মামলা গ্রহণ করা সম্ভব নয়, জানালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। 'আপনারা প্রধান বিচারপতির কাছে যান। তিনি যদি আমাকে এই মামলা শুনতে বলেন তাহলে আমি শুনব', তার আগে আমার পক্ষে কিছু করা সম্ভব নয়, চিকিৎসকের পরিবারকে জানালেন বিচারপতি। বিচারবিভাগীয় শৃঙ্খলা ভঙ্গ করা তাঁর পক্ষে সম্ভব নয়, জানালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ১৫ জানুয়ারি এই মামলায় পরবর্তী শুনানির সম্ভবনা
- - - - - - - - - Advertisement - - - - - - - - -