West Bengal News LIVE Updates: 'প্রধান বিচারপতির কাছে যান', RG Kar-কাণ্ডে নিহত চিকিৎসকের পরিবারের মামলায় হস্তক্ষেপ করলেন না বিচারপতি

WB News LIVE Updates: রাজ্য থেকে জেলার সব খবরের আপডেট দেখতে ক্লিক করুন...

ABP Ananda Last Updated: 24 Dec 2024 03:18 PM

প্রেক্ষাপট

আর জি করকাণ্ডে নিহত চিকিৎসকের পরিবারের মামলায় এই মুহূর্তে হস্তক্ষেপ করলেন না বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। 'এই মামলা ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নজরদারি করছে',...More

WB News LIVE Updates: অঙ্গনওয়াড়িকেন্দ্রের খাবারে টিকটিকি? 

অঙ্গনওয়াড়িকেন্দ্রের খাবারে টিকটিকি? এমনই অভিযোগ তুলে বিক্ষোভ গ্রামবাসীদের। পশ্চিম মেদিনীপুরের দাসপুর এক নম্বর ব্লকের  বৈকুন্ঠপুর এলাকার ঘটনা। বাসিন্দাদের অভিযোগ, শিশুদের খাবারে মিলেছে দেওয়া হয়েছিল, আর সেই খাবারে পাওয়া গেছে টিকটিকির মতো আকৃতির একটি হাড়, সেটি অঙ্গন ওয়াড়ি কেন্দ্রের দিদিমণিকে দেখাতে এলে সেটি তুলে ফেলে দেয় দিদি মনি, তবে কিছুটা অবশিষ্ট হাড় খাবারেতেই রয়ে যায়, তারপরেই শুরু হয় তুমুল গন্ডগোল শিশুদের পরিবারের লোক বিক্ষোভ দেখাতে থাকে দিদিমণিদেরকে ঘিরে, ঘটনাস্থলে উপস্থিত হই দাসপুর থানার পুলিশ। দাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দিয়ে শিশুদেরকে দাসপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়।