West Bengal News Live Updates: ৯ দিনে সিবিআইয়ের ১০০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখে সন্দীপ ঘোষ

WB News Live Updates: রাজ্যের সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর পান এক ক্লিকে।

ABP Ananda Last Updated: 24 Aug 2024 11:12 PM
RG Kar News LIVE: আর জি কর কাণ্ডের মধ্যেই ধাওয়া করে ছাত্রীকে 'হেনস্থা'

হরিদেবপুর থেকে নাচের স্কুলের অধিকর্তা প্রলয় ঘোষ গ্রেফতার। 'নাগাড়ে উত্যক্ত করার পরে কোনওমতে পালিয়ে যায় ছাত্রী'। সিসি ফুটেজে লাল গাড়ির ছবি দেখে প্রলয় ঘোষ গ্রেফতার। শুক্রবার সকালে 'হেনস্থা', রাতে অভিযোগ, আজ গ্রেফতার। শ্লীলতাহানি, অনুসরণ করে যৌন হেনস্থা, পকসো মামলায় FIR। 

RG Kar News Update: আর জি কর কাণ্ডের মধ্যেই ধাওয়া করে ছাত্রীকে 'হেনস্থা'

আর জি কর কাণ্ডের মধ্যেই ধাওয়া করে ছাত্রীকে 'হেনস্থা'। নিউ আলিপুরে প্রকাশ্য রাস্তায় ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগ। 'গাড়ি নিয়ে নবম শ্রেণির ছাত্রীকে ধাওয়া, পথ আটকে উত্যক্ত', গাড়ি দিয়ে রাস্তা আটকে ছাত্রীর ফোন নম্বর চাওয়ার অভিযোগ।

RG Kar News LIVE: ৯ দিনে সিবিআইয়ের ১০০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখে সন্দীপ ঘোষ

৯ দিনে সিবিআইয়ের ১০০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখে সন্দীপ ঘোষ। নবম দিনে ১২ ঘণ্টা আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ। 

RG Kar News Update: মেয়াদ বাড়ল আর জি কর মেডিক্যাল লাগোয়া এলাকায় জমায়েতে নিষেধাজ্ঞা

মেয়াদ বাড়ল আর জি কর মেডিক্যাল লাগোয়া এলাকায় জমায়েতে নিষেধাজ্ঞা। আরও ৭দিন বাড়ানো হল আর জি কর লাগোয়া এলাকায় জমায়েতে নিষেধাজ্ঞা। বেলগাছিয়া রোড, জে কে মিত্র রোড, শ্যামবাজার মোড়ে জমায়েতে নিষেধাজ্ঞা। আর জি কর মেডিক্যাল লাগোয়া জমায়েতে পুলিশি নিষেধাজ্ঞার মেয়াদ বেড়ে ৩১ অগাস্ট পর্যন্ত। 

RG Kar News LIVE: কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা, স্বাস্থ্য ভবনে বৈঠকে মিলল না সমাধান সূত্র

কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা, স্বাস্থ্য ভবনে বৈঠকে মিলল না সমাধান সূত্র। হাসপাতালে নিরাপত্তা-সহ একাধিক দাবি পেশ, আশ্বাস মেলেনি স্বাস্থ্য সচিবের। বৈঠক শেষে বেরিয়ে এসে চূড়ান্ত ক্ষোভপ্রকাশ চিকিৎসক সংগঠনগুলির। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের প্রস্তাব আইএমএ-র রাজ্য শাখার। 

RG Kar News Update: আর জি কর কাণ্ডের প্রতিবাদে দিকে দিকে মিছিল

আর জি কর কাণ্ডের প্রতিবাদে পথে স্কটিশ চার্চের সামনে থেকে মিছিল। আর জি কর-কাণ্ডের প্রতিবাদে এবার পথে নামলেন মনোবিদরা। আর জি কর কাণ্ডে বিচার চেয়ে কুলতলিতে মশাল নিয়ে মিছিল

RG Kar News LIVE: নবান্ন অভিযানের বার্তা ভাইরাল হতে হাঁটু কেঁপে গেছে রাজ্য সরকারের, দাবি শুভেন্দুর

'নবান্ন অভিযান রুখতে টুলকিট তৈরি করে ফেক নিউজ ছড়াতে উদ্যোগী হয়েছে মমতার পুলিশ', এক্স হ্যান্ডেলে পোস্ট করে দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। শুভেন্দুর দাবি, নবান্ন অভিযানের বার্তা ভাইরাল হতে হাঁটু কেঁপে গেছে রাজ্য সরকারের।

RG Kar News Update: আর জি কর-কাণ্ডের তদন্তে ফের আউটপোস্টের পুলিশকে সিবিআই তলব

আর জি কর-কাণ্ডের তদন্তে ফের আউটপোস্টের পুলিশকে সিবিআই তলব। আর জি কর মেডিক্যাল আউটপোস্টের ১০জন পুলিশকর্মীকে সিজিওতে তলব। টালা থানার ৫জনকেও সিজিও কমপ্লেক্সে তলব করল সিবিআই। তৃতীয়বারের জন্য সিবিআইয়ের কাছে সঞ্জয়-ঘনিষ্ঠ এএসআইয়ের হাজিরা। 

RG Kar News LIVE: আরজি কর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি, স্বাস্থ্য ভবনে বৈঠক

আর জি কর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি, স্বাস্থ্য ভবনে বৈঠক। রাজ্য জুড়ে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি, অচলাবস্থা কাটাতে স্বাস্থ্য ভবনে বৈঠক। বৈঠকে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, সার্ভিস ডক্টরস ফোরাম। 

RG Kar News Update: ঠিক কী হয়েছিল ৯ অগাস্টের রাতে? রহস্যের সূত্রের খোঁজে পলিগ্রাফ টেস্ট

ঠিক কী হয়েছিল ৯ অগাস্টের রাতে? রহস্যের সূত্রের খোঁজে পলিগ্রাফ টেস্ট। আর জি কর-কাণ্ডে পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া শুরু করল সিবিআই। বয়ানের সত্যতা যাচাইয়ে কোর্টের নির্দেশে পলিগ্রাফ টেস্টে সিবিআই। 

West Bengal News Live Updates: আরজি কর-কাণ্ডে তোলপাড়ের মধ্যেই তৃণমূলের নিশানায় বাম-বিজেপি

আর জি কর-কাণ্ডে তোলপাড়ের মধ্যেই তৃণমূলের নিশানায় বাম-বিজেপি। 'তৃণমূলকে বদনাম করতে চিকিৎসকের উপর বাম-বিজেপির হার্মাদের অত্যাচার', শরীরে ড্রাগ ঢুকিয়ে ধর্ষণের বিস্ফোরক দাবি বাঁকুড়ার ওন্দার তৃণমূল নেতার। 

West Bengal News Live: লেক অ্য়াভিনিউয়ে অভিনেত্রীর গাড়িতে হামলা, ভাঙচুর, গ্রেফতার সেনা অফিসারের অন্তর্বর্তী জামিন

লেক অ্য়াভিনিউয়ে অভিনেত্রীর গাড়িতে হামলা, ভাঙচুর। গ্রেফতার সেনা অফিসার, আলিপুর আদালতে অন্তর্বর্তী জামিন। অভিযুক্ত সেনাবাহিনীর জুনিয়র কমিশনড অফিসার, খবর পুলিশ সূত্রে। 

RG Kar News Update: উত্তর বাংলাদেশে নিম্নচাপ, কলকাতা-সহ জেলায় জেলায় প্রবল বৃষ্টি

উত্তর বাংলাদেশে নিম্নচাপ। কলকাতা-সহ জেলায় জেলায় প্রবল বৃষ্টি। জলের তলায় একাধিক রাস্তা। কাল আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে।

West Bengal News Live: এবার পূর্ব মেদিনীপুরেও প্রাথমিক শিক্ষক ও পড়ুয়াদের মিছিল-স্লোগানের ওপর নিষেধাজ্ঞা

এবার পূর্ব মেদিনীপুরেও প্রাথমিক শিক্ষক ও পড়ুয়াদের মিছিল-স্লোগানের ওপর নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা জারি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের। কিছু রাজনৈতিক দল ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে, বিজ্ঞপ্তিতে উল্লেখ। 'পড়ুয়াদেরকে তাঁরা ব্যবহার করছেন, এসব মানা হবে না, যথাযথ ব্যবস্থা নেওয়া হবে', উল্লেখ বিজ্ঞপ্তিতে, শুরু রাজনৈতিক চাপানউতোর। 

RG Kar News Update: আর জি কর-কাণ্ডে বৃষ্টি উপেক্ষা করেই SFI-DYFI-এর মিছিল

আর জি কর-কাণ্ডে বৃষ্টি উপেক্ষা করেই SFI-DYFI-এর মিছিল। আর জি কর মেডিক্যালে হামলার মামলায় মীনাক্ষীদের তলব, প্রতিবাদে মিছিল। কলেজ স্ট্রিট থেকে লালবাজার পর্যন্ত মিছিল বাম ছাত্র যুবর। বি বি গাঙ্গুলি স্ট্রিটে ব্যারিকেডে আটকাল মিছিল। মীনাক্ষী-সহ ৭জনকে লালবাজারে নিয়ে গেল পুলিশ, সঙ্গে আইনজীবীরা। 

West Bengal News Live Updates: তুমুল বৃষ্টি উপেক্ষা করেই বামেদের প্রতিবাদ মিছিল, লালবাজার অভিযান

আর জি কর কাণ্ডের প্রতিবাদে আইনজীবীদের নেতৃত্বে SFI-DYFI-এর মিছিল। হাসপাতালে তাণ্ডবের পর বাম নেতা-কর্মীদের তলবের প্রতিবাদে মিছিল। আর জি করে ভাঙচুরে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ। কলেজ স্ট্রিট থেকে লালবাজার পর্যন্ত মিছিল বামেদের ছাত্র সংগঠনের। বৃষ্টি মাথায় করেই চলছে মিছিল। সেখানে রয়েছেন ডিওয়াইএফআই- এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি-সহ ৭ জনের প্রতিনিধি দল গিয়েছেন লালবাজারের ভিতরে। মীনাক্ষীদের সঙ্গে লালবাজারে ৩০ জন আইনজীবী। বি বি গাঙ্গুলি স্ট্রিটে ব্যারিকেড নিয়ে মিছিল আটকাতে তৈরি পুলিশ। 

WB News Live Updates: আর জি কর কাণ্ডের প্রতিবাদে আইনজীবীদের নেতৃত্বে SFI-DYFI-এর মিছিল

আর জি কর কাণ্ডের প্রতিবাদে আইনজীবীদের নেতৃত্বে SFI-DYFI-এর মিছিল। হাসপাতালে তাণ্ডবের পর বাম নেতা-কর্মীদের তলবের প্রতিবাদে মিছিল। কলেজ স্ট্রিট থেকে লালবাজার পর্যন্ত মিছিল করবে বামেদের ছাত্র সংগঠন। বি বি গাঙ্গুলি স্ট্রিটে ব্যারিকেড নিয়ে মিছিল আটকাতে তৈরি পুলিশ। 

West Bengal News Live Updates: ২৭ অগাস্ট নবান্ন অভিযান হবে, সেই মিছিল দেখে ভয়ে পালাবেন মুখ্যমন্ত্রী, হুঁশিয়ারি বীরভূমের প্রাক্তন বিজেপি জেলা সম্পাদক কালোসোনা মণ্ডলের

২৭ অগাস্ট নবান্ন অভিযান হবে, সেই মিছিল দেখে ভয়ে পালাবেন মুখ্যমন্ত্রী। আর জি কর-কাণ্ডের প্রতিবাদ-সভায় বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির বীরভূমের প্রাক্তন জেলা সম্পাদক কালোসোনা মণ্ডল। 

WB News Live Updates: আর জি কর কাণ্ডের প্রতিবাদে আইনজীবীদের নেতৃত্বে SFI-DYFI-এর মিছিল

আর জি কর কাণ্ডের প্রতিবাদে আইনজীবীদের নেতৃত্বে SFI-DYFI-এর মিছিল। হাসপাতালে তাণ্ডবের পর বাম নেতা-কর্মীদের তলবের প্রতিবাদে মিছিল। কলেজ স্ট্রিট থেকে লালবাজার পর্যন্ত মিছিল করবে বামেদের ছাত্র সংগঠন। বি বি গাঙ্গুলি স্ট্রিটে ব্যারিকেড নিয়ে মিছিল আটকাতে তৈরি পুলিশ। 

West Bengal News Live Updates: বর্ধমানের গাঙপুরে আদিবাসী ছাত্রী খুনের ৯ দিনের মাথায় পাঁশকুড়া থেকে এক অভিযুক্ত গ্রেফতার

বর্ধমানের গাঙপুরে আদিবাসী ছাত্রী খুনের ৯ দিনের মাথায় পাঁশকুড়া থেকে এক অভিযুক্ত গ্রেফতার। তরুণীর সঙ্গে সম্পর্ক ছিল ধৃত যুবকের, সেই টানাপোড়েনেই খুন, দাবি পুলিশের। ১৪ অগাস্ট রাতে গলার নলি কেটে খুন করা হয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীকে। বাড়ি থেকে ৫০ মিটার দূরে সবজি খেতের মধ্যে তরুণীর দেহ মেলে। প্রথমে ৯ সদস্যের SIT তদন্ত শুরু করলেও, পরে সদস্য সংখ্যা বাড়িয়ে করা হয় ২১। পরে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম পুলিশের সহায়তায় অভিযুক্তকে গ্রেফতার করে বর্ধমান SIT। 

WB News Live Updates: আর জি কর মেডিক্যালের আর্থিক দুর্নীতির অভিযোগ সংক্রান্ত নথি সিবিআইয়ের কাছে হস্তান্তর SIT-এর

আর জি কর মেডিক্যালের আর্থিক দুর্নীতির অভিযোগ সংক্রান্ত নথি সিবিআইয়ের কাছে হস্তান্তর SIT-এর। এদিন নথি নিয়ে নিজাম প্যালেসে হাজির হন SIT-এর প্রতিনিধিরা। প্রায় সাড়ে তিন ঘণ্টা পরে নথি হস্তান্তর করে নিজাম প্যালেস থেকে বেরোলেন এসআইটি-র প্রতিনিধিরা। গতকাল আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষের আমলের দুর্নীতির অভিযোগের তদন্তভার সিবিআই-কে দেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। হাইকোর্টের নির্দেশ, ৩ সপ্তাহ পর তদন্তের স্টেটাস রিপোর্ট আদালতকে জানাতে হবে কেন্দ্রীয় এজেন্সিকে। এর আগে সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হন হাসপাতালেরই প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। 

West Bengal News Live Updates: আর জি কর-কাণ্ডে টানা ৯ দিন সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি সন্দীপ ঘোষ

আর জি কর-কাণ্ডে টানা ৯ দিন সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি সন্দীপ ঘোষ। এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ সিজিও কমপ্লেক্সে ঢোকেন আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ।  আটদিনে ৮৮ ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। 

WB News Live Updates: এবার পূর্ব মেদিনীপুরেও প্রাথমিক শিক্ষক ও পড়ুয়াদের মিছিল-স্লোগানের ওপর নিষেধাজ্ঞা

এবার পূর্ব মেদিনীপুরেও প্রাথমিক শিক্ষক ও পড়ুয়াদের মিছিল-স্লোগানের ওপর নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা জারি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের। কিছু রাজনৈতিক দল ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে, বিজ্ঞপ্তিতে উল্লেখ। পড়ুয়াদেরকে তাঁরা ব্যবহার করছেন, এসব মানা হবে না, যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, উল্লেখ বিজ্ঞপ্তিতে। শুরু রাজনৈতিক চাপানউতোর। 

West bengal News Live Updates: আর জি কর-কাণ্ডের প্রতিবাদে এবার পথে নামলেন রবীন্দ্র সরোবরের প্রাতঃভ্রমণকারীরা

আর জি কর-কাণ্ডের প্রতিবাদে এবার পথে নামলেন রবীন্দ্র সরোবরের প্রাতঃভ্রমণকারীরা। ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিয়ে সুমিতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রবীন্দ্র সরোবরের সামনে থেকে শুরু হয় মিছিল। সাদার্ন অ্যাভিনিউ ঘুরে প্রতিবাদ-মিছিল শেষ হয় রবীন্দ্র সরোবরেই। 

WB News Live Updates: সন্দীপ ঘোষ এবং ৪ চিকিৎসক সহ ৭ জনের পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া শুরু

সন্দীপ ঘোষ এবং ৪ চিকিৎসক সহ ৭ জনের আজই পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া শুরু। আজ পলিগ্রাফ টেস্ট করা হতে পারে সঞ্জয় ঘনিষ্ঠ অপর সিভিক ভলান্টিয়ারেরও। গতকালই এই ৬ জনের পলিগ্রাফ টেস্টের জন্য অনুমতি দেয় শিয়ালদা আদালত। সিবিআই-এর আবেদনে অনুমতি দেয় শিয়ালদা আদালত। আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রায়, আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং আরও এক সিভিক ভলান্টিয়ারেরও পলিগ্রাফ টেস্ট করা হবে। বয়ানে কেউ মিথ্যা বলছেন কি না,জানতেই এই পলিগ্রাফ টেস্ট। 

West Bengal News Live Updates: আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে একজোট চিকিৎসক-মহল

আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে একজোট চিকিৎসক-মহল। এই আবহে বিভিন্ন চিকিৎসক সংগঠন ও আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিদের বৈঠকে বসার আহ্বান। বৈঠকে বসার আহ্বান জানালেন স্বাস্থ্য দফতরের বিশেষ সচিব অনিরুদ্ধ নিয়োগী। সূত্রের খবর, স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের নেতৃত্বে এই বৈঠকে থাকবেন স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদার। বৈঠকে থাকবেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েকও। বর্তমান প্রেক্ষাপটে স্বাস্থ্য ব্যবস্থা ও হাসপাতালগুলির পরিকাঠামো নিয়ে বৈঠকে আলোচনা হবে। তবে এই বৈঠকে যোগ দেবে কি না, তা এখনও স্পষ্ট করেনি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। আজ ওই সময়েই ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখার তরফে মিছিলের আয়োজন করা হয়েছে। এক চিঠিতে নিজেদের এই মনোভাবের কথা জানিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। 

WB News Live Updates: নবান্ন অভিযান রুখতে টুলকিট তৈরি করে ফেক নিউজ ছড়াতে উদ্যোগী হয়েছে মমতার পুলিশ', এক্স হ্যান্ডেলে পোস্ট করে দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর

'নবান্ন অভিযান রুখতে টুলকিট তৈরি করে ফেক নিউজ ছড়াতে উদ্যোগী হয়েছে মমতার পুলিশ', এক্স হ্যান্ডেলে পোস্ট করে দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তাঁর দাবি, নবান্ন অভিযানের বার্তা ভাইরাল হতে হাঁটু কেঁপে গেছে রাজ্য সরকারের। 'মুখ্যমন্ত্রীর স্নায়ুর চাপ হ্রাস করতে মাঠে নেমে পড়েছে পুলিশ। মমতার পুলিশ এক ধরনের অনৈতিক পথ অবলম্বন করেছে। প্রত্যেক জেলার থানায় ফেক ফেসবুক প্রোফাইল খোলানো হচ্ছে সিভিকদের দিয়ে। ২৭ অগাস্ট নবান্ন ঘেরাও নিয়ে ভুল-ভ্রান্তিকর খবর ছড়ানোর উদ্দেশে ব্যবহার করা হবে এই প্রোফাইলগুলি। আগে থেকে ভুল পোস্ট ছড়িয়ে আন্দোলনকারীদের মনোবল ভেঙে দেওয়ারও চেষ্টা হবে। প্রতিটি জেলায় ডিজি-র নির্দেশে এই কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়'। ছাত্র-ছাত্রী ও নাগরিকদের বিভ্রান্ত না হওয়ার জন্যও আবেদন জানিয়েছেন শুভেন্দু অধিকারী। 

West Bengal News Live Updates: আর জি কর কাণ্ডের প্রতিবাদে এবার পথে নামলেন অ্যাপ ক্যাব চালকরাও

আর জি কর কাণ্ডের প্রতিবাদে এবার পথে নামলেন অ্যাপ ক্যাব চালকরাও। রাসবিহারী থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল অ্যাপ ক্যাব চালকদের। CITU পরিচালিত ইউনিয়নের তরফে এই প্রতিবাদ মিছিল। 

WB News Live Updates: হাওড়ার ৩ স্কুলকে রাজ্য সরকারের শো কজ নোটিস

হাওড়ার ৩ স্কুলকে রাজ্য সরকারের শো কজ নোটিস। হাওড়ার বলুহাটি হাইস্কুল ও বলুহাটি গার্লস হাইস্কুলকে নোটিস। নোটিস দেওয়া হল বানতারা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়কেও। ২৪ ঘণ্টার মধ্যে শো কজের উত্তর দিতে হবে বলে উল্লেখ নোটিসে। গতকাল স্কুল চলাকালীন পড়ুয়া ও শিক্ষকদের মিছিল ঘিরে বিতর্ক। এর ফলে শিশু অধিকার লঙ্ঘিত হয়েছে বলে উল্লেখ নোটিসে। পঠনপাঠনের শেষে ছুটির পর এই মিছিল হয়েছে, দাবি স্কুল কর্তৃপক্ষের। 

West Bengal News Live Updates: বর্ধমানের গাঙপুরে আদিবাসী ছাত্রী খুনের ৯ দিনের মাথায় পাঁশকুড়া থেকে এক অভিযুক্ত গ্রেফতার

বর্ধমানের গাঙপুরে আদিবাসী ছাত্রী খুনের ৯ দিনের মাথায় পাঁশকুড়া থেকে এক অভিযুক্ত গ্রেফতার। তরুণীর সঙ্গে সম্পর্ক ছিল ধৃত যুবকের, সেই টানাপোড়েনেই খুন, দাবি পুলিশের। ১৪ অগাস্ট রাতে গলার নলি কেটে খুন করা হয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীকে। বাড়ি থেকে ৫০ মিটার দূরে সবজি খেতের মধ্যে তরুণীর দেহ মেলে। প্রথমে ৯ সদস্যের SIT তদন্ত শুরু করলেও, পরে সদস্য সংখ্যা বাড়িয়ে করা হয় ২১। পরে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম পুলিশের সহায়তায় অভিযুক্তকে গ্রেফতার করে বর্ধমান এসআইটি। 

WB News Live Updates: সাদার্ন অ্য়াভিনিউয়ে অভিনেত্রীর গাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ, অভিযুক্ত সেনা অফিসারকে গ্রেফতার করল টালিগঞ্জ থানার পুলিশ

সাদার্ন অ্য়াভিনিউয়ে অভিনেত্রীর গাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ। অভিযুক্ত সেনা অফিসারকে গ্রেফতার করল টালিগঞ্জ থানার পুলিশ। ধৃত ব্যক্তি সেনাবাহিনীর জুনিয়র কমিশনড অফিসার, খবর পুলিশ সূত্রে। তিনি আলিপুরের কমান্ড হাসপাতালে কর্মরত, খবর পুলিশ সূত্রে। অভিনেত্রীর বিরুদ্ধেও মোটরবাইকে ধাক্কা মারার পাল্টা অভিযোগ দায়ের হয়েছে। গতকাল ভরসন্ধেয় অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়ের গাড়িতে ভাঙচুর চলে। অভিনেত্রীর দাবি, মোটরবাইকের সঙ্গে ধাক্কা লাগে তাঁর গাড়ির। অভিযোগ, এরপরই বাইক আরোহী রাস্তা আটকে অভিনেত্রীর গাড়ির ওপর চড়াও হন। ঘুসি মেরে ভেঙে দেওয়া হয় গাড়ির কাচ। এক্স হ্যান্ডলে কলকাতা পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকেই অভিযুক্ত বাইক আরোহীকে গ্রেফতার করা হয়। 

West Bengal News Live Updates: পশ্চিম মেদিনীপুরের পর এবার বাঁকুড়া, দুই জেলার দুই স্কুল পরিদর্শকের নির্দেশিকা ঘিরে তৈরি হল বিতর্ক

পশ্চিম মেদিনীপুরের পর এবার বাঁকুড়া। দুই জেলার দুই স্কুল পরিদর্শকের নির্দেশিকা ঘিরে তৈরি হল বিতর্ক। নির্দেশিকার আড়ালে কণ্ঠরোধের চেষ্টা হচ্ছে বলে ক্ষোভপ্রকাশ করল বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি। 

WB News Live Updates: আদালতের নির্দেশ মেনে আর জি কর মেডিক্যালের আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলার যাবতীয় নথি সিবিআই-এর হাতে তুলে দিল SIT

আদালতের নির্দেশ মেনে আর জি কর মেডিক্যালের আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলার যাবতীয় নথি সিবিআই-এর হাতে তুলে দিল SIT। গতকালই আর জি কর মেডিক্যালের যাবতীয় আর্থিক দুর্নীতি মামলার তদন্তভার SIT-এর কাছ থেকে নিয়ে CBI-কে দিয়ে দেয় কলকাতা হাইকোর্ট। 

West Bengal News Live Updates: সিবিআই-এর তলবে আজও সিজিও কমপ্লেক্সে হাজির আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ

সিবিআই-এর তলবে আজও সিজিও কমপ্লেক্সে সন্দীপ ঘোষ। সকাল ৯.৩০টার কিছু পরে সিজিও-তে হাজির হন আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ। এর আগে টানা ৮ দিন সিবিআই তলবে সিজিও-তে হাজির হয়েছিলেন সন্দীপ ঘোষ। 

WB News Live Updates: আর জি কর মেডিক্যালের যাবতীয় আর্থিক দুর্নীতি মামলাতেও সিবিআও তদন্তের নির্দেশ

তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় CBI তদন্তের নির্দেশ আগেই দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার আর জি কর মেডিক্যালের যাবতীয় আর্থিক দুর্নীতি মামলাতেও, পুলিশের উপর আস্থা রাখতে পারল না আদালত। এই তদন্তও CBI-কে দিল কলকাতা হাইকোর্ট। 

West Bengal News Live Updates: আর জি কর-কাণ্ডের তদন্তে সন্দীপ ঘোষ, ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় সহ ৭ জনের পলিগ্রাফ পরীক্ষার অনুমতি পেল সিবিআই

আর জি কর-কাণ্ডের তদন্তে সন্দীপ ঘোষ, ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় সহ ৭ জনের পলিগ্রাফ পরীক্ষার অনুমতি পেল সিবিআই। এই তালিকায় রয়েছেন, আরও এক সিভিক ভলান্টিয়ার, যিনি সঞ্জয়ের ঘনিষ্ঠ বলে পরিচিত।

WB News Live Updates: সাদার্ন অ্য়াভিনিউয়ে অভিনেত্রীর গাড়িতে হামলা, ভাঙচুরের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত

সাদার্ন অ্য়াভিনিউয়ে অভিনেত্রীর গাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ। অভিযুক্তকে গ্রেফতার করল টালিগঞ্জ থানার পুলিশ। গতকাল ভরসন্ধেয় অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়ের গাড়িতে ভাঙচুর চলে। অভিনেত্রীর দাবি, মোটরবাইকের সঙ্গে ধাক্কা লাগে তাঁর গাড়ির। এরপরই বাইক আরোহী রাস্তা আটকে অভিনেত্রীর গাড়ির ওপর চড়াও হন। ঘুসি মেরে ভেঙে দেওয়া হয় গাড়ির কাচ। এক্স হ্যান্ডলে কলকাতা পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকেই অভিযুক্ত বাইক আরোহীকে গ্রেফতার করা হয়। 

West Bengal News Live Updates: জুনিয়র ডাক্তারদের আন্দোলনে যোগ দিতে চান আর জি করের নিহত চিকিৎসকের বাবা-মা

এক মেয়েকে হারিয়ে পাশে পেয়েছেন হাজার হাজার ছেলে-মেয়েকে। এবার তাঁদের আন্দোলনে যোগ দিতে চান আর জি করের নিহত চিকিৎসকের বাবা-মা। অসন্তোষ প্রকাশ করলেন সিবিআই তদন্তের অগ্রগতি নিয়ে। কত দূর এগোল তদন্ত? জানতে সরাসরি সিবিআই দফতরে হাজির হলেন আর জি করের আন্দোলনকারী চিকিৎসকরা। 

WB News Live Updates: আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে ১৫ রকমের অভিযোগের কথা উল্লেখ করেছিলেন আখতার আলি

বেআইনিভাবে বিপজ্জনক বায়োমেডিক্যাল বর্জ্য বিক্রি। জিম এবং নিজের চেম্বারের সৌন্দর্যায়নের জন্য কোভিড ফান্ডের অপব্যবহার। টাকার বিনিময়ে বেআইনিভাবে চিকিৎসক-অফিসারদের বদলি। অযোগ্যদের কাজের বরাত। সর্বোপরি কোটি কোটি সরকারি অর্থের অপচয়। আর জি কর মেডিক্যালের তৎকালীন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে এরকমই ভুরি ভুরি অভিযোগ তুলে নানা জায়গায় অভিযোগ করেছিলেন প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে ১৫ রকমের অভিযোগের কথা উল্লেখ করেছিলেন আখতার আলি। যেখানে সরকারি অর্থের অপচয়, টেন্ডার না ডেকে সরকারি জায়গা খাবারের দোকান, ক্যাফে, ক্যান্টিন, সুলভ শৌচালয়ের জন্য বরাদ্দ করা, ভেন্ডার বাছাইয়ের ক্ষেত্রে স্বজন পোষণ, অযোগ্য়দের কোটি কোটি টাকার বরাত, ইচ্ছাকৃতভাবে আর্থিক নিয়ম এড়িয়ে যাওয়ার অভিযোগ করেন প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। রাজ্য সরকার এবং কলকাতা পুরসভাকে এড়িয়ে, বেআইনিভাবে ২ চাকার গাড়ি পার্কিং-এর বেনামি ব্যবসা, এমনকি, ভেন্ডারদের থেকে ২০% ঘুষ নেওয়ার মতো একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ করেন প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। 

West Bengal News Live Updates: বারাসাতে জমা জলে বিদ্য়ুৎস্পৃষ্ট হয়ে মৃত্য়ুর অভিযোগ

উত্তর ২৪ পরগনার বারাসাতে জমা জলে বিদ্য়ুৎস্পৃষ্ট হয়ে মৃত্য়ুর অভিযোগ। এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মহিলার দেহ উদ্ধার করল পুলিশ। প্রত্যক্ষদর্শী সূত্রে দাবি, মৃতাকে বাঁচাতে গিয়ে বিদ্য়ুৎস্পৃষ্ট হন আরও একজন।  

WB News Live Updates: ২০১৭ ও ২০২২ সালে প্রাথমিকের টেটে ভুল প্রশ্নের অভিযোগ সংক্রান্ত মামলায় তিন সদস্যের বিশেষ কমিটি গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

২০১৭ ও ২০২২ সালে প্রাথমিকের টেটে ভুল প্রশ্নের অভিযোগ সংক্রান্ত মামলায় তিন সদস্যের বিশেষ কমিটি গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের দিয়ে প্রশ্ন খতিয়ে দেখবে বিশেষ কমিটি। নির্দেশ দিল বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ। 

West Bengal News Live Updates: আর জি কর মেডিক্যালের নিহত নির্যাতিতার সৎকারে তড়িঘড়ির অভিযোগে সরব শুভেন্দু অধিকারী

আর জি কর মেডিক্যালের নিহত নির্যাতিতার সৎকারে তড়িঘড়ির অভিযোগে সরব শুভেন্দু। ধর্ষণ-খুনের পর তাড়াহুড়ো করে দাহ করে ফেলা হয় চিকিৎসকের দেহ। শ্মশানে গোটা অপারেশনটি হয়েছে পুলিশের তত্ত্বাবধানে। অতি দ্রুততার সঙ্গে দেহ পুড়িয়ে ফেলা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ। চিকিৎসকের দেহ দাহ করা হয় ব্যারাকপুর কমিশনারেট এলাকায়। অথচ আশ্চর্যজনক ভাবে গোটা বিষয়টির তত্ত্বাবধানে ছিলেন ডিসি নর্থ অভিষেক গুপ্ত। তাঁর সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের দুই আইসি। পুরো অপারেশনটি নজরে রেখেছিলেন রাজ্য পুলিশের DG। এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেকের ভূমিকা খতিয়ে দেখা হোক। তাহলেই হয়ত ধামাচাপা দেওয়ার কারণ প্রকাশ্যে আসবে। সোশাল মিডিয়ায় পোস্ট করে CBI-এর কাছে আবেদন বিরোধী দলনেতার। ছোটবেলা থেকে চিনতাম, বিধায়ক হিসেবে কর্তব্যপালন করতে শ্মশানে উপস্থিত ছিলাম। প্রতিক্রিয়া নির্মল ঘোষের। মন্তব্য করতে চাননি শুভেন্দু অধিকারীর অভিযোগ নিয়ে। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে রাজনীতি করছেন শুভেন্দু অধিকারী, প্রতিক্রিয়া জয়প্রকাশ মজুমদারের। 

WB News Live Updates: আর জি কর মেডিক্যালের যাবতীয় আর্থিক দুর্নীতি মামলাতেও তদন্তভার সিবিআইয়ের হাতে

তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় CBI তদন্তের নির্দেশ আগেই দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার আর জি কর মেডিক্যালের যাবতীয় আর্থিক দুর্নীতি মামলাতেও, পুলিশের উপর আস্থা রাখতে পারল না আদালত। এই তদন্তও CBI-কে দিল কলকাতা হাইকোর্ট। 

West Bengal News Live Updates: আর জি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির অভিযোগের ভিত্তিতেই, সেখানকার দুর্নীতির মামলার তদন্তভার সিবিআইকে দিয়েছে কলকাতা হাইকোর্ট

আর জি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির অভিযোগের ভিত্তিতেই, সেখানকার দুর্নীতির মামলার তদন্তভার সিবিআইকে দিয়েছে কলকাতা হাইকোর্ট। দুর্নীতির এই অভিযোগ অবশ্য় নতুন নয়। দীর্ঘদিন ধরেই তা নিয়ে সরব আখতার আলি। অভিযোগ তোলার পর তাঁকে আর জি কর মেডিক্য়াল কলেজ থেকে বদলিও করা হয়। তবে লড়াই থামাননি তিনি। শেষমেশ আদালতে মিলল জয়। 

WB News Live Updates: নন্দীগ্রামে তৃণমূল কর্মীর স্ত্রীকে মারধর ও বিবস্ত্র করে অত্যাচারের ঘটনায় এবার বিচারের দাবিতে ধর্না শুরু করল তৃণমূল

জাস্টিস ফর গোকুলনগর। নন্দীগ্রামে তৃণমূল কর্মীর স্ত্রীকে মারধর ও বিবস্ত্র করে অত্যাচারের ঘটনায় এবার বিচারের দাবিতে ধর্না শুরু করল তৃণমূল। আজ চারদিনে পড়ল তাদের ধর্না। এই ঘটনায় ইতিমধ্যে বিজেপির এক বুথ সভাপতি-সহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও বিজেপির অভিযোগ, পারিবারিক ঝামেলায় রাজনীতির রং দিতে চাইছে তৃণমূল। 

West Bengal News Live Updates: আর জি কর-কাণ্ডের প্রতিবাদে আগামী মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিল 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ' নামে একটি সংগঠন

আর জি কর-কাণ্ডের প্রতিবাদে আগামী মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিল 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ' নামে একটি সংগঠন। এ নিয়ে সোশাল মিডিয়ায় চলছে প্রচার। এদিকে, 'নবান্ন চলো' অভিযানের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। অভিযানে বিধিনিষেধ আরোপ করার আবেদন জানানো হলেও এখনই এবিষয়ে হস্তক্ষেপ করল না বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ।  

WB News Live Updates: আর জি কর মেডিক্যালে এবার আর্থিক অনিয়মের মামলাতেও হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য় সরকার

আর জি কর মেডিক্যালে এবার আর্থিক অনিয়মের মামলাতেও হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য় সরকার। চিকিৎসকের ধর্ষণ-খুনের পর, এবার সন্দীপ ঘোষের আমলের দুর্নীতির অভিযোগের তদন্তও CBI-এর হাতে তুলে দিল কলকাতা হাইকোর্ট। তিন সপ্তাহ পর তদন্তের স্টেটাস রিপোর্ট আদালতকে জানাতে হবে কেন্দ্রীয় এজেন্সিকে, নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। যাঁর অভিযোগের প্রেক্ষিতে, হাইকোর্টের এই নির্দেশ, তিনি হলেন, আর জি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালেরই প্রাক্তন ডেপুটি সুপার, আখতার আলি।

West Bengal News Live Updates: বারাসাত হাসপাতালের দায়িত্ব নিতে গিয়ে এবার বিক্ষোভের মুখে পড়তে হল আর জি কর মেডিক্যালের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সুহৃতা পালকে

বারাসাত হাসপাতালের দায়িত্ব নিতে গিয়ে এবার বিক্ষোভের মুখে পড়তে হল আর জি কর মেডিক্যালের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সুহৃতা পালকে। দেওয়া হল গো ব্যাক স্লোগান। বারাসাত মেডিক্যালের গেটের সামনে পোস্টার হাতে বিক্ষোভ দেখায় এলাকাবাসীদের একাংশ। যদিও বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেননি সুহৃতা পাল। 

WB News Live Updates: আর জি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্যজুড়ে বিজেপির থানা ঘেরাও অভিযান ঘিরে তুলকালাম

আর জি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্যজুড়ে বিজেপির থানা ঘেরাও অভিযান ঘিরে তুলকালাম। ঘোলায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পথে নেমে ব্যারিকেড ভাঙলেন বিজেপি কর্মীরা। নন্দীগ্রাম থেকে শুরু করে উত্তেজনা ছড়াল শিলিগুড়ি, মাথাভাঙা, কোচবিহারে। বেহালায় পুলিশের সঙ্গে বচসা বাধল রূপা গঙ্গোপাধ্যায়ের। পথে নামলেন দিলীপ ঘোষ, অর্জুন সিংহরাও। 

West Bengal News Live Updates: খাস কলকাতায়, অভিনেত্রীর গাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ

খাস কলকাতায়, অভিনেত্রীর গাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ। তা-ও আবার সাদার্ন অ্য়াভিনিউয়ের মতো অভিজাত এলাকায়। যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন অভিনেত্রী পায়েল মুখোপাধ্য়ায়। আটক করা হয়েছে অভিযুক্ত বাইক আরোহীকে। 

প্রেক্ষাপট

ভর সন্ধেয় সার্দান অ্যাভিনিউয়ে আক্রান্ত অভিনেত্রী। গাড়ির সঙ্গে বাইকের ধাক্কা, বচসার জেরে গাড়ির কাচ ভেঙে হামলা। আটক অভিযুক্ত। 


ভরসা নেই সিটে, কলকাতা পুলিশের হাত থেকে আর জি করে সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির তদন্তও গেল সিবিআইয়ের হাতে। আজ নথি হস্তান্তরের নির্দেশ। 


মেডিক্যাল বর্জ্য পাচার থেকে কোভিড মোকাবিলার টাকা নয়ছয়ের অভিযোগ। সন্দীপ-জমানার তদন্তে এবার সিবিআই। ৩ সপ্তাহে হাইকোর্টে রিপোর্ট পেশের নির্দেশ। 


আর জি কর কাণ্ডে ফের ধাক্কা রাজ্যের। ৪ দিনেই সিটের হাত থেকে তদন্তে সিবিআই। চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে সন্দীপ। রায়ের কপি আনতে বললেন বিচারপতি। 


অপরাধ ধামাচাপা দিতেই তড়িঘড়ি নির্যাতিতার দেহ দাহ। তত্ত্বাবধানে তৃণমূল বিধায়ক থেকে কলকাতা পুলিশের কর্তারা। বিস্ফোরক শুভেন্দু। পরিচিত হিসেবে দায়িত্ব পালন করেছি, দাবি নির্মলের। 


পরপর ৮দিন ঘণ্টার পর ঘণ্টা সিবিআই জিজ্ঞাসাবাদ। হাইকোর্টেও ধাক্কার মধ্যে আর জি করের প্রাক্তন অধ্যক্ষের পলিগ্রাফ টেস্টে আদালতের সম্মতি। 


সিবিআই তদন্তের ১০ দিন পার। ৬ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে সঞ্জয়। আরও এক সিভিক ভলান্টিয়ার-সহ ৬জনের পলিগ্রাফ পরীক্ষায় কোর্টের অনুমোদন। 


হাতে হেলমেট, গলায় হেডফোন। আর জি করে চিকিৎসক ধর্ষণ-খুনে তোলপাড়ের মধ্যেই ৯ অগাস্টের ভোর ৪টে ৩ মিনিটে করিডর দিয়ে সঞ্জয়ের হাঁটার ছবি ভাইরাল। 


ঠিক কী হয়েছিল সেদিন? আর জি কর আউটপোস্টের সব পুলিশকর্মীকেই জিজ্ঞসাবাদ সিবিআইয়ের। ফের তলব সঞ্জয় ঘনিষ্ঠ এএসআই অনুপকে। 


মেয়ের নৃশংস খুনের ১৪দিন পার। বিচারের দাবিতে এবার জুনিয়র ডাক্তারদের আন্দোলনে যোগ দিতে চায় নির্যাতিতার পরিবার। 


শুধু সিবিআই নয়, আর জি করের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির তদন্ত করুক ইডিও, দাবি সুকান্তর। ব্যক্তির দুর্নীতি, পাল্টা দাবি কুণালের।


আদালতের অনুরোধেও কর্মবিরতি তুলছেন না জুনিয়র চিকিৎসকরা। তদন্ত নিয়ে ক্ষোভের কথা জানিয়ে এলেন সিজিও কমপ্লেক্সে। 


আর জি কর কাণ্ডে মুখ্যমন্ত্রীর ইস্তফা চেয়ে বিজেপির থানা ঘেরাও অভিযানে তুলকালাম। শিলিগুড়ি থেকে বর্ধমান, নন্দীগ্রাম থেকে ঘোলা ভাঙল ব্যারিকেড। 


মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান। বিধি-নিষেধ চেয়ে জনস্বার্থ মামলায় কোনও হস্তক্ষেপ করল না হাইকোর্ট। ৪ সপ্তাহ পরে ফের শুনানি। 


পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে মঙ্গলবার নবান্ন অভিযানে অংশ নিতে চান শুভেন্দু। আড়ালে থেকে অশান্তিতে উস্কানির চেষ্টা, পাল্টা অভিযোগ কুণালের। 


স্কুলের সময় কোনও রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে পারবে না পড়ুয়ারা। পঃ মেদিনীপুরে ডিআইয়ের বিজ্ঞপ্তি ঘিরে বিতর্কের মধ্যেই রাজ্য জুড়ে কড়া নির্দেশ। 


স্বাধীনতার মধ্যরাতে আর জি করে তাণ্ডবের সময় নিষ্ক্রিয়। হামলা হলে কীভাবে প্রতিরোধ? আধা সেনা সুরক্ষার দায়িত্ব নেওয়ার পরে যৌথ মহড়ায় কলকাতা পুলিশ। 


 ২০১৭ এবং ২২-এর প্রাথমিক টেটের প্রশ্ন ভুল মামলা। ৩ সদস্যের বিশেষ কমিটি গড়ল হাইকোর্ট। থাকবেন কলকাতা ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, প্রাথমিক পর্ষদের প্রতিনিধি। 


যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন সফরে প্রধানমন্ত্রী। প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ রুখতে কার্যকরী হবে সফর, আশাবাদী রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব। 


উত্তর বাংলাদেশে নিম্নচাপ। আজ থেকে রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা। সপ্তাহান্তে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। উত্তাল হতে পারে সমুদ্র। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.