West Bengal News Live Updates: ৯ দিনে সিবিআইয়ের ১০০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখে সন্দীপ ঘোষ

WB News Live Updates: রাজ্যের সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর পান এক ক্লিকে।

ABP Ananda Last Updated: 24 Aug 2024 11:12 PM

প্রেক্ষাপট

ভর সন্ধেয় সার্দান অ্যাভিনিউয়ে আক্রান্ত অভিনেত্রী। গাড়ির সঙ্গে বাইকের ধাক্কা, বচসার জেরে গাড়ির কাচ ভেঙে হামলা। আটক অভিযুক্ত। ভরসা নেই সিটে, কলকাতা পুলিশের হাত থেকে আর জি করে সন্দীপ ঘোষের বিরুদ্ধে...More

RG Kar News LIVE: আর জি কর কাণ্ডের মধ্যেই ধাওয়া করে ছাত্রীকে 'হেনস্থা'

হরিদেবপুর থেকে নাচের স্কুলের অধিকর্তা প্রলয় ঘোষ গ্রেফতার। 'নাগাড়ে উত্যক্ত করার পরে কোনওমতে পালিয়ে যায় ছাত্রী'। সিসি ফুটেজে লাল গাড়ির ছবি দেখে প্রলয় ঘোষ গ্রেফতার। শুক্রবার সকালে 'হেনস্থা', রাতে অভিযোগ, আজ গ্রেফতার। শ্লীলতাহানি, অনুসরণ করে যৌন হেনস্থা, পকসো মামলায় FIR।