West Bengal News LIVE Updates: প্রথম অভিযানে চরমে বিক্ষোভ, হাইকোর্টের অনুমতি নিয়ে আজ ফের বারুইপুরে শুভেন্দু
WB News LIVE News Updates: জেলা থেকে রাজ্যের সব খবরের আপডেট দেখুন...
প্রেক্ষাপট
প্রথম অভিযানে ধুনধুমার। হাইকোর্টের অনুমতি নিয়ে আজ ফের বারুইপুরে শুভেনদু। হাজার জনকে নিয়ে এসপি অফিসের সামনে কর্মসূচির অনুমতি। ...More
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোন রাজনৈতিক ব্যক্তিকে নিয়ে কর্মসূচিতে 'না' কলকাতা হাইকোর্টের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক নয়, এটা জানার পরেও কেন আমন্ত্রণ। গ্রহণ করলেন শিক্ষামন্ত্রী?'
কেন আমন্ত্রণ গ্রহণ করলেন, তা স্পষ্ট নয় আদালতের কাছে, মন্তব্য প্রধান বিচারপতির। বিশ্ববিদ্যালয়ে বেসরকারি নিরাপত্তারক্ষীদের কার্যকারিতা নিয়েও সন্দেহ প্রকাশ প্রধান বিচারপতির। '২০১৪ থেকে যাদবপুর থানায় একাধিক অভিযোগ দায়ের হয়েছে, আদালতের মনে সন্দেহের উদ্রেক হচ্ছে', নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পরেও বিশ্ববিদ্যালয় কেন রাজ্যের কাছে পুলিশি সহায়তা চায়নি ? প্রশ্ন প্রধান বিচারপতির। তিন সপ্তাহ পরে ফের এই মামলার শুনানি।
হাওড়ার বেলগাছিয়ায় গৃহহীনদের ক্ষতিপূরণ। ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয় ধস বিধ্বস্ত এলাকার বাসিন্দাদের। হাওড়ার সুরেন্দ্রনাথ ঘোষ স্কুলে ধস-বিধ্বস্ত এলাকার বাসিন্দাদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়
পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশেই প্রাথমিকে নিয়োগ পরীক্ষার OMR নষ্ট করা হয়েছিল। গোটা দুর্নীতির মাস্টারমাইন্ড পার্থ চট্টোপাধ্যায়। তাঁর নির্দেশেই হয়েছিল দুর্নীতি। গোপন জবানবন্দি রেকর্ড করেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রীর OSD প্রবীর বন্দ্যোপাধ্যায়, খবর CBI সূত্রের। 'একাধিক রাজনৈতিক ব্য়ক্তিত্বরাও চাকরির সুপারিশ করেছেন', নামের তালিকা মিলেছে, তাঁদের জিজ্ঞাসাবাদ বাকি আছে। বিশেষ আদালতে শুনানিতে উল্লেখ CBI-এর, খবর সূত্রের। বহুদিন ধরে জেলে বন্দি, অনেকেই ছাড়া পেয়েছে, পার্থর জামিনের আবেদনে উল্লেথ তাঁর আইনজীবীর।
কাঁথি সমবায় কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্কের নির্বাচনেও কেন্দ্রীয় বাহিনীর দাবি। মামলা খারিজ করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 'যেহেতু মামলাকারী সমবায় ব্যাঙ্কের সদস্য এবং নিজে একজন ভোটার তাই এই মামলা জনস্বার্থে হতে পারে না', মন্তব্য প্রধান বিচারপতির। 'আইনে যা সংস্থান রয়েছে সেটা অনুযায়ী পদক্ষেপ করতে পারেন মামলাকারী', আগামী শনিবার কাঁথি সমবায় কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্কের নির্বাচন। আগে কাঁথি কো-অপারেটিভ ব্যাঙ্কের নির্বাচনেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।
ফের উত্তপ্ত জগদ্দল। জগদ্দল বাজারে দিনে দুপুরে বোমাবাজির অভিযোগ। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। জুটমিল শ্রমিকের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। গতকালের পর আজ ফের বোমাবাজির অভিযোগ জগদ্দলে
গতকাল রাতে অর্জুন সিংয়ের বাড়ির কাছে বোমাবাজি হয়
চিনার পার্কে আসল কেন্দ্রীয় বাহিনীর নকল আয়কর অভিযানে টাকা-গয়না নিয়ে পালানোর অভিযোগ। ঘটনায় ধৃত ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার-সহ ৫ CISF জওয়ান সাসপেন্ড। অফিসার-সহ ৫ CISF জওয়ানের বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। ধৃত CISF ইনস্পেক্টর অমিতকুমার সিংয়ের পোস্টিং ছিল ফরাক্কা ব্যারাজে। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। অভিযোগকারিণীর সৎ মা আরতি সিং-কেও গ্রেফতার করেছে পুলিশ। আরতির সঙ্গে CISF-এর যোগসূত্র কী? লুঠের মাস্টারমাইন্ড কে? কীভাবে গোটা পরিকল্পনা? ধৃতদের জেরা করে এসব তথ্য পেতে চাইছে পুলিশ
বীরভূমের নলহাটিতে কৃষি সমবায় নির্বাচনে তৃণমূলকে হারাতে বিজেপি-সিপিএমের মধ্যে আসন সমঝোতার অভিযোগ। নলহাটি ২ নম্বর ব্লকের শীতলগ্রাম পঞ্চায়েতের কামালপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ৬টি আসনের জন্য ৭টি মনোনয়ন জমা পড়েছে। এর মধ্যে ৫টি বিজেপি এবং ২টিতে সিপিএম সমর্থিত প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন বলে তৃণমূলের দাবি। দীর্ঘ ২৫ বছর পর এই কৃষি সমবায় সমিতিতে নির্বাচন হচ্ছে। তেইশের পঞ্চায়েত নির্বাচনে একসঙ্গে লড়াই করে শীতলগ্রাম পঞ্চায়েত দখল করে বিজেপি-সিপিএম-কংগ্রেস জোট। সমবায় নির্বাচনেও তারা একই কৌশল নিয়েছে বলে তৃণমূলের দাবি। যারা মনোনয়ন জমা দিয়েছে, তারা দলের কেউ নয় বলে দাবি করেছে সিপিএম নেতৃত্ব। সিপিএমের সঙ্গে জোটের কথা স্বীকার করেননি বিজেপি জেলা সভাপতি।
বিরোধ ভুলে ঠাকুরনগরের মতুয়াবাড়ির দুই যুযুধান পক্ষ এখন মিলেমিশে একাকার। উপলক্ষ বারুণি মেলা। ঠাকুরনগরের বিখ্যাত বারুণী মেলা ঘিরে বারবার সংঘাত তৈরি হয়েছে মতুয়াবাড়ির অন্দরেই। এবার দ্বন্দ্ব ভুলে একযোগে মেলা পরিচালনা করছেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর ও তৃণমূল সাংসদ মমতা ঠাকুর। গতকাল তৃণমূল সাংসদ মমতা ঠাকুরকে সাষ্টাঙ্গে প্রণাম করতে দেখা যায় হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারকে।
পাণ্ডবেশ্বর থানার কুমারডিহি গ্রামে প্রতিবেশীর বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে মৃত্যু বলে অনুমান। ঘটনাস্থলে পুলিশ গেলে গ্রামবাসীরা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। এলাকায় সাময়িক উত্তেজনা ছড়ায়, পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গন্ডগোলের মধ্যে পড়ে আহত ডিসি অভিষেক গুপ্ত। এক দম্পতিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে
হাওড়ার আর্বজনা এবার কলকাতায় পাঠানো হচ্ছে। বেলগাছিয়া ভাগাড়ের ময়লা জগাছার আরুপাড়ায় ফেলা নিয়ে প্রবল আপত্তি জানান স্থানীয় বাসিন্দারা। এবার কলকাতার ধাপায় পাঠানো হচ্ছে হাওড়া পুরসভার ময়লার গাড়িগুলিকে। অন্যদিকে, বেলগাছিয়া ভাগাড় সংলগ্ন ধস-বিধ্বস্ত এলাকার বাসিন্দাদের জন্য তৈরি করা হচ্ছে কন্টেনার-ঘর। বসানো হচ্ছে দরজা-জানলা। আপাতত সেখানেই ক্ষতিগ্রস্তদের থাকার ব্যবস্থা করা হচ্ছে। এদিন হাওড়ার সুরেন্দ্রনাথ ঘোষ স্কুলে ধস-বিধ্বস্ত এলাকার বাসিন্দাদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেবে জেলা প্রশাসন।
ছাব্বিশের ভোটের আগে পাহাড় সমস্যার সমাধানে ফের ত্রিপাক্ষিক বৈঠকের ডাক কেন্দ্রের। ২ এপ্রিল দ্বিতীয় দফার বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তকে। দার্জিলিং পাহাড়, তরাই ও ডুয়ার্স অঞ্চলের সবপক্ষ এবং রাজ্য সরকারের সব প্রতিনিধিকে বৈঠকে ডাকা হয়েছে। বৈঠকে আমন্ত্রণ পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন রাজু বিস্ত। এই বৈঠক ফলপ্রসূ হবে বলে আশাবাদী বিজেপি সাংসদ
ফের উত্তপ্ত জগদ্দল, অর্জুন সিংহর বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ। বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ। ঘটনাস্থল থেকে দুটি গুলির খোল উদ্ধার হয়েছে, খবর পুলিশ সূত্রে। পুলিশের সামনে ৫-৭ রাউন্ড গুলি চলেছে, অভিযোগ অর্জুনের। গুলিবিদ্ধ এক ব্যক্তিকে সাগর দত্ত মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। অর্জুন সিংহ নিজেই গুলি চালিয়েছেন, পুলিশকে জানিয়েছেন জখম ব্যক্তি, খবর সূত্রের। অর্জুনকে নোটিস পাঠাল পুলিশ। গোটা ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। মারধর ও গুলি চলার অভিযোগে দুটি পৃথক মামলা রুজু। তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের দিকে অভিযোগের আঙুল অর্জুনের
হাওড়ায় জোড়া দুর্ঘটনায় ২ জনের মৃত্যু, আহত হন ৩ জন। কোনা এবং পাঁচলা--দুটি জায়গাতেই দুর্ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায়। কোনায় পথ অবরোধ করে লরি, ম্যাটাডোর ভাঙচুর করা হয়। পাঁচলার রানিহাটিতে ভেঙে দেওয়া হয় পুলিশের কিয়স্ক। র্যাফ নামিয়ে পরিস্থিতি সামাল দিতে হয়। দুটি দুর্ঘটনাতেই লরি চালক পলাতক
তৃণমূলের শিক্ষক নেতা শেখ সিরাজুল ইসলামকে বরখাস্তের নির্দেশ। নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চের। 'হাওড়া স্কুলের শিক্ষক নেতা দুর্নীতি করে চাকরি পেয়েছেন। কোনওভাবেই চাকরিতে রাখা যায় না, পর্যবেক্ষণ বিচারপতি মান্থার। এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর বিরুদ্ধে FIR করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। বাম আমলে ১৯৯৮ সালে শিবপুরের দীনবন্ধু ইনস্টিটিউশন (মেন)-এ জীবনবিজ্ঞানের শিক্ষক হিসেবে যোগ দেন সিরাজুল। এই নিয়োগ নিয়ে বাম আমলেই মামলা হয়। এরপরও চাকরি করে যাচ্ছিলেন তৃণমূলের শিক্ষক নেতা
শিলিগুড়িতে বেআইনি তেলের গুদামে ভয়াবহ আগুন। শিলিগুড়ি পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের উল্টো দিকেই এই বেআইনি তেলের গুদাম। সেখানেই গতকাল রাত ১১টা নাগাদ আগুন লাগে। দাহ্য পদার্থ মজুত থাকায় দাউদাউ করে জ্বলতে শুরু করে গোটা গুদাম। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। তড়িঘড়ি পৌঁছে যায় দমকলের ৩টি ইঞ্জিন। ইন্ডিয়ান অয়েলের সহযোগিতায় ঘণ্টাদুয়েকের চেষ্টায় আগুন আয়ত্তে আনেন দমকল কর্মীরা। কী থেকে আগুন, তা এখনও স্পষ্ট নয়। প্রশ্ন উঠছে, শিলিগুড়ি শহরের বুকে প্রকাশ্যে কীভাবে বেআইনি তেলের গুদাম চলছে? পুলিশ-প্রশাসনের নজরদারি কোথায়?
হাওড়ায় ধসকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করা হল প্রশাসনের তরফে। লোহার কন্টেনারকে বাসযোগ্য করে দেওয়ার দায়িত্ব দেওয়া হল পিডব্লুডিকে। এদিকে হাওড়ায় তৃণমূলের যুব নেতার ত্রাণের বস্তায় মমতা-অভিষেকের নাম লেখা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।
চিংড়িঘাটায় প্রকাশ্য রাস্তায় দুই মহিলাকে মারধর করার অভিযোগে গ্রেফতার মূল অভিযুক্ত। ঘটনার এক সপ্তাহ পর পাকড়াও তৃণমূলকর্মী টিঙ্কু মণ্ডল। ধৃতকে আজ বিধাননগর কোর্টে তোলা হবে। দিনকয়েক আগে মহিলাকে মারধর করার ভিডিও ভাইরাল হয়। এরপর বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত মহিলারা। তারপরেই আর খোঁজ মিলছিল না মূল অভিযুক্তর
'দিল্লিতে পদ্ম ফুটেছে, চালু হয়েছে আয়ুষ্মান ভারত, এবার বাংলা'। বাংলাতেও চালু হবে আয়ুষ্মান ভারত। সংসদে দাঁড়িয়ে হুঙ্কার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।
পূর্ব বর্ধমানের শক্তিগড় থেকে পিস্তল, পাইপগান, গুলি-সহ ৫জন গ্রেফতার। ভোররাতে কালনা-বর্ধমান রোড দিয়ে গাড়িতে করে যাওয়ার সময় পুলিশের সন্দেহ। হাটগোবিন্দ-আটাগরের মধ্যে গাড়ি আটকে তল্লাশি, অস্ত্র-সহ গ্রেফতার । আটাগড় মোড়ে কাউকে অস্ত্র সরবরাহ করার জন্যই আসছিল ধৃতরা: পুলিশ সূত্র
নেতাজী সুভাষচন্দ্র বসু ও স্বামী বিবেকানন্দের ছবিকে সামনে রেখেই লড়াইয়ে নামছে RSS। দুর্গাপুজোর পর রাজ্যজুড়ে এই দুজন মনীষীর ছবিকে সামনে রেখে ট্যাবলোও বার করা হবে বলে শোনা যাচ্ছে। অন্য়দিকে, তৃণমূলপন্থী সংগঠনের পোস্টারে পাশাপাশি রাখা হয়েছে শ্রীরামকৃষ্ণ ও মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে। অনেকেই প্রশ্ন তুলছেন, রাজনীতির এই দড়ি টানাটানিতে মণীষীদের কেন টানা হচ্ছে?
রামনবমীর দিন রাজ্য জুড়ে ১ কোটি ২০ লক্ষ মানুষকে রাস্তায় নামানোর পরিকল্পনা করেছে হিনদু সংগঠনগুলি। এবার তার মধ্যে ৪৩টি জায়গায় হামলার আশঙ্কা রয়েছে বলে জানাল শ্রীরামনবমী উদযাপন সমিতি। পাল্টা তৃণমূলের প্রশ্ন, ৪৩টি জায়গার কথা কীভাবে জানলেন? এ নিয়ে কি রেকি করা হয়েছে? এই তরজার মধ্যেই শ্রীরামনবমী উদযাপন সমিতি জানিয়েছে এবছর রামনবমীতে রাজ্যে এক লক্ষেরও বেশি পুজো হবে। মিছিলের সংখ্যা ছাড়িয়ে যাবে তিন হাজার।