West Bengal News LIVE Updates: মমতার মন্তব্যে নির্বাচন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, চিঠি দিলেন শুভেন্দু
WB News LIVE Updates: রাজ্য থেকে জেলার সব খবরের আপডেট...
প্রেক্ষাপট
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্য নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী। 'মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মাননীয় সচিবকে করে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন...More
কুলটিতে ইসিএলের ১, ২ নম্বর কোলিয়ারিতে চাকরির তালিকা ঘিরে তুলকালাম। একপক্ষের তালিকা মানতে নারাজ আরেক পক্ষ। বেসরকারি সংস্থার হাতে কয়লা উত্তোলনের বরাত। স্থানীয়দের কাদের চাকরি? ২ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ।
আর জি করকাণ্ডের CBI তদন্ত নিয়ে ক্ষুব্ধ চিকিৎসকের পরিবার। তদন্তকারী অফিসার সীমা পাহুজার বিরুদ্ধে লিখিত অভিযোগ অভয়ার পরিবারের। সীমা পাহুজা ও তাঁর টিমের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের আর্জি নিহত চিকিৎসকের পরিবারের। দিল্লি গিয়ে CBI অধিকর্তার কাছে লিখিত অভিযোগ। চিঠিতে ফের পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি নিহত চিকিৎসকের পরিবারের। শিয়ালদা আদালতও মনে করেছে তদন্তে খামতি আছে। সেই রায়ের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে CBI-এর কাছে দেওয়া চিঠিতে।
মুখ্যমন্ত্রীর বার্তার পরেই ভূতুড়ে ভোটার নিয়ে এবার রাস্তায় নামছে তৃণমূল কংগ্রেস। কাল থেকে মেয়র বাড়ি বাড়ি গিয়ে করবেন ভোটার তালিকার স্ক্রুটিনি। স্ক্রুটিনি করে কে প্রকৃত ভোটার, তা চিহ্নিত করবেন তৃণমূলকর্মীরা। তারপর তা পাঠানো হবে কমিশনের কাছে,জানালেন মেয়র। নেতাজি ইন্ডোরে সভার পরেই কালীঘাটে কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে মেয়র ফিরহাদ
তৃণমূলের কর্মিসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে সরব শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'মুখ্যমন্ত্রী প্যাকেট নেওয়ার কথা বলেছেন। অর্থাৎ ঘুষের কথা বলেছেন মুখ্যমন্ত্রী। ভোটার তালিকা নিয়ে মুখ্যমন্ত্রী যা বলেছেন, তা এক্তিয়ার বহির্ভূত'।
পানাগড়কাণ্ডের ৩ দিন পর গ্রেফতার করা হল সাদা গাড়ির মালিক ও দুর্ঘটনার সময় চালকের আসনে থাকা বাবলু যাদবকে। বৃহস্পতিবার দুপুরে কাঁকসা থানায় আনা হয় তাঁকে। আজ আদালতে তোলা হল বাবলুকে।
মালদার মানিকচকে রাজ্য সরকারি প্রকল্পে বাড়ির জন্য বরাদ্দ টাকা পেতে এবার উপভোক্তার থেকে কাটমানি চাওয়ার অভিযোগ উঠল দুই সরকারি কর্মীর বিরুদ্ধে। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে টাকা চাওয়ার ভিডিও ক্লিপ। ঘটনায় মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি অভিযুক্ত সামিউল হক ও পঞ্চায়েত কর্মী কৃষ্ণ মণ্ডলের বিরুদ্ধে মানিকচকের বিডিওকে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগকারিণী সোনিয়া মণ্ডলের দাবি, 'বাংলার বাড়ি'র কিস্তির টাকা পেতে বৃহস্পতিবার তাঁর বাড়িতে এসে ১৫ হাজার টাকা কাটমানি চান মথুরাপুর পঞ্চায়েতের কর্মী কৃষ্ণ মণ্ডল। রাজি না হলে টাকা মিলবে না বলেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। সেই সময় গোটা ঘটনার ভিডিও, ক্যামেরা বন্দি হয়েছে। যদিও টাকা চাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত দুই সরকারি কর্মী। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মালদার জেলাশাসক।
এবার ভিনরাজ্যের সাইবার প্রতারণা চক্রের পর্দাফাঁস করল বিধাননগর সাইবার ক্রাইম থানা। এক্স হ্যান্ডল ও টেলিগ্রামে ব্যক্তিগত তথ্য সোশাল সাইটে আপলোড করে ব্ল্যাকমেল করার অভিযোগে গ্রেফতার করা হল গুজরাত, রাজস্থান ও মহারাষ্ট্রের ৩ বাসিন্দাকে । পুলিশ সূত্রে খবর, মাসখানেক আগে বিধাননগর সাইবার ক্রাইম থানায় ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ দায়ের করেন বসন্ত মাঘেশ্বরী নামে এক বিনিয়োগ পরামর্শদাতা। তদন্তে নেমে ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের থেকে বাজেয়াপ্ত মোবাইল ফোন, ল্যাপটপ ও বেশ কয়েকটি ডেবিট কার্ড।
তারাপীঠে সস্ত্রীক পুজো দিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। সকাল ১০ টা ২০ নাগাদ মন্দিরে আসেন তিনি। 'দেশবাসীর মঙ্গল কামনায় পুজো দিলাম', পুজো দিয়ে বেরিয়ে জানিয়েছেন ধনকড়।
নবদ্বীপ-কৃষ্ণনগর রাজ্য সড়কের উপর গাড়ি-বাইকের সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু ২ যুবকের। দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা, পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। রাস্তা থেকে দেহ তুলতেও বাধা, পরে দেহ উদ্ধার করে পুলিশ। গাড়ি ও বাইকটিকে বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে পুলিশ
বসন্তেও উত্তরবঙ্গের আকাশে দুর্যোগের মেঘ। আজ ও কাল দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে হতে পারে ভারী বৃষ্টি। পাশাপাশি, উত্তর দিনাজপুর ও কোচবিহারে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। অন্যদিকে, আগামী কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রির আশেপাশে, ২২ ডিগ্রির কাছে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। আগামী সপ্তাহের শুরুতে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ৩৪ ডিগ্রিতে।
হুগলির ইমামবাড়া হাসপাতালে কর্তব্যরত এক পুলিশকর্মীর আত্মহত্যার চেষ্টা ঘিরে শোরগোল আশঙ্কাজনক অবস্থায় ICU-তে চিকিৎসাধীন ওই কনস্টেবল। পুলিশ সূত্রে খবর, হাসপাতালের পুলিশ লকআপে নাইট ডিউটি চলাকালীন সার্ভিস রিভলবার থেকে গুলি চালান ওই পুলিশকর্মী। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে ভর্তি করা হয় ইমামবাড়া হাসপাতালেই। কিন্তু কেন আত্মহত্যার চেষ্টা করলেন ওই কনস্টেবল? অবসাদ নাকি অন্য কোনও কারণ? তদন্ত শুরু করেছে চন্দননগর পুলিশ কমিশনারেট। আজ সকালে ঘটনাস্থলে যান পুলিশ কমিশনার অমিত পি জাভালগি
উত্তর ২৪ পরগনার দাদপুরে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ উঠল। গ্রামবাসীদের থেকে নালিশ পেয়ে এলাকায় তদন্তে গেলেন প্রশাসনিক আধিকারিকরা। ঘটনা ঘিরে শোরগোল পড়ে গেছে এলাকায়। স্থানীয় সূত্রে খবর, দাদপুর পঞ্চায়েতের প্রধান মণিরুল ইসলাম ও তাঁর সচিব দিলীপ শীলের বিরুদ্ধে উন্নয়নের জন্য বরাদ্দ লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ ওঠে। বিষয়টিতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তাঁকে লিখিত অভিযোগ জানায় স্থানীয় বাসিন্দাদের একাংশ। এরপরেই বৃহস্পতিবার বারাসাত দু'নম্বর ব্লকের BDO-র নির্দেশে দাদপুর পঞ্চায়েত এলাকায় যায় তদন্তকারী দল। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
ডায়মন্ড হারবার মেডিক্যালে চিকিৎসাধীন নাবালিকাকে শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার আরও এক অভিযুক্ত। গত শনিবার, ওই হাসপাতালের ICU-তে ভর্তি নাবালিকাকে শ্লীলতাহানি করার অভিযোগ ওঠে হাসপাতালেরই দুই সাফাইকর্মীর বিরুদ্ধে। গত মঙ্গলবার ডায়মন্ড হারবার থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগ দায়েরের পরেই পুলিশের জালে বিনোদ পণ্ডিত নামে এক অভিযুক্ত ধরা পড়লেও, গা ঢাকা দিয়েছিল আরেক সাফাইকর্মী বিজু দাস। বৃহস্পতিবার বিকেলে দ্বিতীয় অভিযুক্তকেও গ্রেফতার করে ডায়মন্ড হারবার থানা। ধৃত দু'জনের বিরুদ্ধেই পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ।
বালিশ চাপা দিয়ে, শ্বাসরোধ করে খুন করার চেষ্টা করেন কাকা। মরার ভান করে বেঁচে যাই। রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের কাছে চাঞ্চল্যকর দাবি করল ট্যাংরাকাণ্ডে জখম কিশোর।লালবাজার সূত্রে খবর, হাসপাতাল থেকে ছাড়া পেলেই দুই ভাইয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাংলার ভোটার তালিকায় বহিরাগতদের নাম। অভিযোগ মমতার। ভোটার তালিকা খতিয়ে দেখতে সুব্রত বক্সীর নেতৃত্বে কমিটি গঠনের নির্দেশ। কমিটিতে অভিষেকও।
ভোটার তালিকায় কারচুপি নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগের পরই বৈঠকে কমিশন। গরমিল নিয়ে তদন্তের নির্দেশ। জেলা প্রশাসনকে সতর্ক থাকার বার্তা।