West Bengal News LIVE Updates: দীর্ঘদিন নিয়োগ নেই, চলতি বছরে হচ্ছে না প্রাথমিকের টেট

West Bengal Kolkata District News Live Updates: রাজ্যের সব খবরের লাইভ আপডেটস দেখতে চোখ রাখুন...

ABP Ananda Last Updated: 28 Oct 2024 03:00 PM

প্রেক্ষাপট

কলকাতা: 'ছেলেগুলো ভালো ছিল, ছেলেগুলোকে বিভ্রান্ত করে দিল সিপিএম। এমন বিভ্রান্ত করল যে মানুষ ওদের ওপর ক্ষেপে গেছে। ডাক্তার তো মানুষের সেবা করবে, হাসপাতালে গ্রামের মানুষ যায় চিকিৎসা পেতে', ফের আন্দোলনরত...More

West Bengal News LIVE Updates: আর জি কর হাসপাতালে রক্তমাখা গ্লাভসকাণ্ডের পর এবার এসএসকেএম-এ কাঁচি কেলেঙ্কারি

আর জি কর হাসপাতালে রক্তমাখা গ্লাভসকাণ্ডের পর এবার এসএসকেএম-এ কাঁচি কেলেঙ্কারি। প্রসূতি বিভাগে অপারেশন থিয়েটারে রোগীর পেট কাটতে গিয়ে ভাঙল মরচে ধরা কাঁচি! ভাঙা কাঁচির ছবি পোস্ট করে প্রতিবাদে সরব জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। প্রশ্নের মুখে সুপার স্পেশালিটি হাসপাতালে রোগী সুরক্ষা