West Bengal News LIVE Updates: দীর্ঘদিন নিয়োগ নেই, চলতি বছরে হচ্ছে না প্রাথমিকের টেট
West Bengal Kolkata District News Live Updates: রাজ্যের সব খবরের লাইভ আপডেটস দেখতে চোখ রাখুন...
আর জি কর হাসপাতালে রক্তমাখা গ্লাভসকাণ্ডের পর এবার এসএসকেএম-এ কাঁচি কেলেঙ্কারি। প্রসূতি বিভাগে অপারেশন থিয়েটারে রোগীর পেট কাটতে গিয়ে ভাঙল মরচে ধরা কাঁচি! ভাঙা কাঁচির ছবি পোস্ট করে প্রতিবাদে সরব জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। প্রশ্নের মুখে সুপার স্পেশালিটি হাসপাতালে রোগী সুরক্ষা
এবার কীর্ণাহার থানার ওসি-র বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। পুলিশ সুপারের কাছে সরাসরি অভিযোগ কীর্ণাহারের দুই পরিবারের। বাড়ি করার জন্য একজনের থেকে ১ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ। অপরজনকে থানায় তুলে নিয়ে গিয়ে ৫ হাজার টাকা দাবি। কীর্ণাহার থানার ওসি-র বিরুদ্ধে বীরভূমের SP-র কাছে অভিযোগ দুই পরিবারের। এই নিয়ে মন্তব্য করতে চাননি কীর্ণাহার থানার ওসি আশরাফুল শেখ
যৌন হেনস্থায় অভিযুক্ত সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে পুলিশের তলব। অভিযুক্ত সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে তলব করল বরানগর থানার পুলিশ। মহিলা সাংবাদিকের অভিযোগের প্রেক্ষিতে শ্লীলতাহানির ২টি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু। আজই জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে অভিযুক্ত সিপিএম নেতাকে।
বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের গাড়িতে হামলার তদন্ত ভাটপাড়া থানায় NIA। প্রিয়াঙ্গুর গাড়ি খতিয়ে দেখেন জাতীয় তদন্তকারী দলের আধিকারিকরা। ২৮ অগাস্ট বিজেপির ডাকা বন্ধ চলাকালীন প্রিয়াঙ্গুর গাড়ি লক্ষ্য করে গুলি চলে।
ভিডিও পোস্ট করে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করে বিজেপি। ঘটনায় ইতিমধ্যেই ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ
অমিত শাহর সামনে নাম না করে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে হুঁশিয়ারি মিঠুন চক্রবর্তীর। ভোটের সময় হুমায়ুনের বিতর্কিত মন্তব্যকে হাতিয়ার করে পাল্টা হুঁশিয়ারি। কেটে ভাগীরথীতে ফেলব না, তোমাদের জমিতেই ফেলব, হুঙ্কার মিঠুনের। আরেকবার জন্ম নিতে হবে, মিঠুনকে পাল্টা কটাক্ষ হুমায়ুনের
হাওড়া স্টেশনের কাছে পানশালায় তাণ্ডব। দু’পক্ষের মধ্যে বচসা, মারপিট, মদের বোতল দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। গতকালের ঘটনা ধরা পড়েছে পানশালার CC ক্যামেরায়। এই ঘটনায় টিঙ্কু সোনকর নামে এক যুবককে গ্রেফতার করেছে হাওড়া গোলাবাড়ি থানার পুলিশ। পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা বলে পুলিশের অনুমান।
শ্যামবাজারে আর জি কর মেডিক্যালের নিহত চিকিৎসকের মূর্তি উধাও! শ্যামবাজার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে SFI-DYFI-এর ধর্নামঞ্চে বসানো প্রতীকী মুখাবয়ব উধাও! শ্যামবাজারে বাম ছাত্র-যুবর ধর্না-অবস্থান চলেছিল ৩ থেকে ২৫ সেপ্টেম্বর। বামেদের অভিযোগ, শনিবার থেকে সেই মূর্তি উধাও। DYFI-এর কলকাতা জেলা কমিটির তরফে শ্য়ামপুকুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
দীর্ঘদিন নিয়োগ নেই, চলতি বছরে হচ্ছে না প্রাথমিকের টেট, খবর সূত্রের। 'এখনও পুরনো পরীক্ষারই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি', তাই এবছর পরীক্ষা নেওয়ার সম্ভাবনা নেই, খবর প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রের।
'ছেলেগুলো ভালো ছিল, ছেলেগুলোকে বিভ্রান্ত করে দিল সিপিএম। এমন বিভ্রান্ত করল যে মানুষ ওদের ওপর ক্ষেপে গেছে। ডাক্তার তো মানুষের সেবা করবে, হাসপাতালে গ্রামের মানুষ যায় চিকিৎসা পেতে', ফের আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।
বাঁশদ্রোণীতে মহিলার রহস্যমৃত্যু, পুকুর থেকে উদ্ধার হল দেহ। বছর পঁয়তাল্লিশের মহিলার নাম অপর্ণা রায়। পরিবারের দাবি, গতকাল গভীর রাতে বাড়ি থেকে বেরিয়ে যান অপর্ণা। এরপর আজ সকালে বাড়ির কাছেই পুকুরে তাঁর দেহ মেলে। আত্মহত্যা নাকি, দুর্ঘটনা, খতিয়ে দেখছে বাঁশদ্রোণী থানার পুলিশ।
ফের খাকি উর্দির শাসক-আনুগত্যের ছবি। এবার মালদার মানিকচকে তৃণমূলের বিজয়া সম্মিলনীর মঞ্চে দেখা গেল মানিকচক থানার IC-কে। গতকাল মানিকচক তৃণমূল ব্লক নেতৃত্বের আয়োজিত এই অনুষ্ঠানে হাজির ছিলেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র, মালদার জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী-সহ একাধিক তৃণমূল নেতা। সেই অনুষ্ঠানে মঞ্চে প্রথম সারিতে বিধায়কের পাশেই দেখা গেল মানিকচক থানার IC সুবীর কর্মকারকে। এমনকী, আব্দুর রহিম বক্সীকে মালতিপুরের বিধায়ক না বলে জেলা সভাপতি বলে উল্লেখ করেন পুলিশ আধিকারিক। মন্তব্য করতে চাননি মানিকচক থানার IC. এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সিপিএমের কটাক্ষ, পুলিশ আছে বলেই তৃণমূল আছে, নির্বাচনী বৈতরণী পার হতে পুলিশই ওদের ভরসা। তৃণমূলের সাফাই, দলীয় অনুষ্ঠান নয়, সকলেরই আমন্ত্রণ ছিল।
চট রাখা নিয়ে দুই প্রতিবেশীর হাতাহাতি, ৭০ বছরের বৃদ্ধকে মাথায় রডের বাড়ি মেরে খুনের অভিযোগ উঠল হালিশহরে। মৃতের নাম পরশ জয়সোয়াল। গতকাল রাতে ঘটনাটি ঘটে ২০ নম্বর ওয়ার্ডের হুকুমচাঁদ জুটমিল এলাকায়। পরিবারের অভিযোগ, চট রাখা নিয়ে দুই পরিবারের বিবাদের জেরে বৃদ্ধের মাথায় লোহার রড দিয়ে মারা হয়। কল্যাণী JNM হাসপাতালে নিয়ে গুরুতর জখম ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।হালিশহর থানায় খুনের অভিযোগ দায়ের হয়েছে। ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ.
বেনিয়মের অভিযোগ তুলে আবাস প্লাস প্রকল্পের সমীক্ষক দলকে আটকে রেখে দিনভর চলল বিক্ষোভ। পরপর দু’দিন গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে কাজ শেষ না করেই ফিরতে হল BDO অফিসের কর্মীদের। পাথরপ্রতিমা ব্লকের অচিন্ত্য়নগর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। বিজেপির অভিযোগ, তাদের কর্মী, সমর্থকদের কাঁচা বাড়ির ছবি না তুলে পাকা বাড়ির মালিক তৃণমূল কর্মী, সমর্থকদের রান্নাঘর, গোয়ালঘরের ছবি তুলছিল আবাস প্লাস প্রকল্পের সমীক্ষক দল। এই নিয়ে শনিবার সরকারি প্রতিনিধিদের ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীদের একাংশ। পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। গতকালও একই ঘটনা ঘটে। যদিও তৃণমূল পক্ষপাতিত্বের অভিযোগ উড়িয়ে দিয়েছে। সরকারি নিয়ম মেনে সমীক্ষা হচ্ছে, প্রকৃত প্রাপকরা টাকা পাবেন, আশ্বাস দিয়েছেন পাথরপ্রতিমার BDO.
অগ্নিকাণ্ডের ঘটনায় প্রিন্স আনোয়ার শাহ রোডে স্থানীয়দের বিক্ষোভ। কয়েক ঘণ্টা কেটে গেলেও এলাকায় আসেননি তৃণমূল কাউন্সিলর। এই নিয়ে ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। ৯৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী সাহাকে এলাকায় আসতে হবে বলে বাসিন্দাদের দাবি।
প্রায় আধ ঘণ্টার বক্তৃতায় একবার মাত্র মুখে আনলেন আর জি করের নাম। সেটাও আবার বাংলায় নারীদের ওপর অত্যাচারের অভিযোগ প্রসঙ্গে কথা বলতে গিয়ে। সন্দেশখালির সঙ্গে জুড়ে দিলেন আর জি করকে। কলকাতার বুকে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তৃতায় আলাদা করে গুরুত্বই পেল না আর জি কর প্রসঙ্গ। নেপথ্যে সেটিং তত্ত্বের অভিযোগ করছে সিপিএম।
এরাজ্যে বিজেপির এক কোটি সদস্য তৈরি হলে, ছাব্বিশে বাংলা দখলের জন্য যা করতে তিনি করবেন। সল্টলেকে আয়োজিত সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনেই তৃণমূলকে প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিলেন মিঠুন চক্রবর্তী। রামধনুর সাতরঙের সাতটাই ওঁর মধ্যে আছে। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন কুণাল ঘোষ।
মালদার বামনগোলার ছবি দেখা গেল এবার হবিবপুরের ভাইরাল ভিডিওতে, খাটিয়া করে নিয়ে যাওয়া হচ্ছে অসুস্থকে। পরিবারের দাবি, বেহাল রাস্তার জন্য় যানবাহন না পাওয়ায় খাটিয়া করে নিয়ে যেতে হয়েছে অসুস্থকে। স্থানীয়দের দাবি বারবার অভিযোগ জানিয়েও রাস্তার কোনও উন্নতি হয়নি। জেলা শাসকের দাবি, দ্রুত রাস্তা নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রিন্স আনোয়ার শাহ রোডে গ্যাস সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন লাগল। ওই বাড়িরই ২২-২৪ বছরের ছেলে অগ্নিদগ্ধ হন। গুরুতর জখম অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় MR বাঙুর হাসপাতালে। আশেপাশের আরও ৩-৪টি ঘর ক্ষতিগ্রস্ত। ঘটনাস্থল থেকে দুটি গ্যাস সিলিন্ডার উদ্ধার হয়েছে। দমকলের ৫টি ইঞ্জিন একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘিঞ্জি গলির মধ্যে ১৪৮ নম্বর প্রিন্স আনোয়ার শাহর রোডে এই দোতলা বাড়ি। স্থানীয়দের দাবি, এদিন ভোর সাড়ে ৫টা নাগাদ বাড়ির একতলায় রান্না করছিলেন এক মহিলা। সেই সময় গ্যাস সিলিন্ডার লিক করে আগুন ধরে যায়। মহিলা বেরিয়ে আসতে পারলেও, দোতলায় থাকা তাঁর ছেলে বেরোতে না পেরে অগ্নিদগ্ধ অবস্থাতেই ওপর থেকে ঝাঁপ দেন।
স্থানীয়দের অভিযোগ, ঘটনাস্থল তাদের এলাকায় পড়ে না বলে টালবাহানা করে গলফ গ্রিন ও চারু মার্কেট থানার পুলিশ। লেক থানায় জানাতে বলে। ফলে একঘণ্টা দেরিতে আসে দমকল। ততক্ষণে আগুন অনেকটাই ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে দুটি গ্যাস সিলিন্ডার উদ্ধার হয়েছে। অভিযোগ খতিয়ে দেখা হবে।
তন্ময় ভট্টাচার্যর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুললেন এক মহিলা সাংবাদিক। ২ জামিন অযোগ্য ধারায় রুজু হয়েছে মামলা। ঘটনায় প্রাক্তন সিপিএম বিধায়ককে সাসপেন্ড করার সিদ্ধান্ত জানিয়ে বিবৃতি জারি করেছে সিপিএম। কেন এখনও গ্রেফতার করছে না পুলিশ? এক্স হ্যান্ডলে প্রশ্ন তুললেন কুণাল ঘোষ। অভিযোগ অস্বীকার করেছেন তন্ময় ভট্টাচার্য।
প্রিন্স আনোয়ার শাহ রোডে গ্যাস সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন লাগল। ওই বাড়িরই ২২-২৪ বছরের ছেলে অগ্নিদগ্ধ হন। গুরুতর জখম অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় MR বাঙুর হাসপাতালে। আশেপাশের আরও ৩-৪টি ঘর ক্ষতিগ্রস্ত। ঘিঞ্জি গলির মধ্যে ১৪৮ নম্বর প্রিন্স আনোয়ার শাহর রোডে এই দোতলা বাড়ি। স্থানীয়দের দাবি, এদিন ভোর সাড়ে ৫টা নাগাদ বাড়ির একতলায় রান্না করছিলেন এক মহিলা। সেই সময় গ্যাস সিলিন্ডার লিক করে আগুন ধরে যায়। মহিলা বেরিয়ে আসতে পারলেও, দোতলায় ছিলেন তাঁর ছেলে রানা নস্কর। বেরোতে না পেরে ওই তরুণ দোতলা থেকে ঝাঁপ দেন। দমকলের ৫টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ঘটনাস্থল তাদের এলাকায় পড়ে না বলে টালবাহানা করে গলফ গ্রিন ও চারু মার্কেট থানার পুলিশ। লেক থানায় জানাতে বলে। ফলে একঘণ্টা দেরিতে আসে দমকল। ততক্ষণে আগুন অনেকটাই ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে দুটি গ্যাস সিলিন্ডার উদ্ধার হয়েছে।
প্রেক্ষাপট
কলকাতা: 'ছেলেগুলো ভালো ছিল, ছেলেগুলোকে বিভ্রান্ত করে দিল সিপিএম। এমন বিভ্রান্ত করল যে মানুষ ওদের ওপর ক্ষেপে গেছে। ডাক্তার তো মানুষের সেবা করবে, হাসপাতালে গ্রামের মানুষ যায় চিকিৎসা পেতে', ফের আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।
প্রিন্স আনোয়ার শাহ রোডে গ্যাস সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন লাগল। ওই বাড়িরই ২২-২৪ বছরের ছেলে অগ্নিদগ্ধ হন। গুরুতর জখম অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় MR বাঙুর হাসপাতালে। আশেপাশের আরও ৩-৪টি ঘর ক্ষতিগ্রস্ত।
প্রায় আধ ঘণ্টার বক্তৃতায় একবার মাত্র মুখে আনলেন আর জি করের নাম। সেটাও আবার বাংলায় নারীদের ওপর অত্যাচারের অভিযোগ প্রসঙ্গে কথা বলতে গিয়ে। সন্দেশখালির সঙ্গে জুড়ে দিলেন আর জি করকে। কলকাতার বুকে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তৃতায় আলাদা করে গুরুত্বই পেল না আর জি কর প্রসঙ্গ। নেপথ্যে সেটিং তত্ত্বের অভিযোগ করছে সিপিএম।
আর জি কর-কাণ্ডে প্রতিবাদের মুখ আসফাকুল্লা নাইয়াকে এবার আক্রমণ করল সদ্য প্রকাশ্যে আসা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশন। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ছিলেন আসফাকুল্লা নাইয়া- অভিযোগ করলেন, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশনের আহ্বায়াক শ্রীশ চক্রবর্তী। অভিযোগ অস্বীকার করেছেন আসফাকুল্লা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -