WB News Live Updates: জামিন অযোগ্য ধারায় মামলা রুজু, আট ঘণ্টা পর ছাড়া পেলেন হুমায়ুন-পুত্র
WB News Live: জেলা থেকে শহর, গুরুত্বপূর্ণ সব খবর দেখুন একনজরে।
ABP Ananda Last Updated: 28 Dec 2025 11:21 PM
প্রেক্ষাপট
কলকাতা: হুমায়ুন কবীরের ছেলের বিরুদ্ধে নিরাপত্তারক্ষী পুলিশকর্মীকে মারধরের অভিযোগ। আটক হুমায়ুনের ছেলে। পুলিশকর্মীর বিরুদ্ধে পাল্টা দুর্ব্যবহারের অভিযোগ ভরতপুরের বিধায়কের। আটক হুমায়ুনের ছেলে। বৃহস্পতিবার SP অফিস ঘেরাও। হুঙ্কার হুমায়ুনের। 'ছুটি চেয়েছিলেন হুমায়ুন কবীরের...More
কলকাতা: হুমায়ুন কবীরের ছেলের বিরুদ্ধে নিরাপত্তারক্ষী পুলিশকর্মীকে মারধরের অভিযোগ। আটক হুমায়ুনের ছেলে। পুলিশকর্মীর বিরুদ্ধে পাল্টা দুর্ব্যবহারের অভিযোগ ভরতপুরের বিধায়কের। আটক হুমায়ুনের ছেলে। বৃহস্পতিবার SP অফিস ঘেরাও। হুঙ্কার হুমায়ুনের। 'ছুটি চেয়েছিলেন হুমায়ুন কবীরের নিরাপত্তারক্ষী, রাজি হননি বিধায়ক। হুমায়ুনের ছেলে এসে নিরাপত্তারক্ষীকে মারধর করেন। অভিযোগ পেয়ে বাড়িতে গিয়েছিল পুলিশ। দাবি জেলা পুলিশ সূত্রে। SIR নিয়ে আজও রাজ্য জুড়ে শুনানি। কলকাতা থেকে জেলা, রবিবার ছুটির দিনেও নথিপত্র নিয়ে লাইনে ভোটাররা। চলছে নো ম্যাপিংয়ে থাকা ৩২ লক্ষ ভোটারের হেয়ারিং। ছুটির দিনেও SIR-শুনানি। রাসবিহারী কেন্দ্রের এ কে ঘোষ মেমোরিয়াল সকুলে লাইনে অসুস্থ ভোটারও। SIR শুনানিতে আনন্দপুরে বিএলও-কে খুনের হুমকির অভিযোগ। পুলিশের নালিশ BLO-র। জেলা নির্বাচনী আধিকারিকের রিপোর্ট তলব মুখ্য নির্বাচনী আধিকারিকের। SIR-আবহে বিস্ফোরক বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। SIR-এ নাম না থাকলে ডিটেনশন ক্যাম্পে। অনন্ত মন্তব্যে তরজা তুঙ্গে। এতদিন তৃণমূল যা বলেছে, সেটাই বলছেন বিজেপি সাংসদ। দাবি তৃণমূলের। কোনও হিন্দুর সমস্যা নেই। পাল্টা বিজেপির।ফের SIR-এর চাপে বিএলও-র মৃত্যুর অভিযোগ। রানিবাঁধে উদ্ধার ঝুলন্ত দেহ। কাজের চাপে আত্মহত্যা, দাবি পরিবারের। বিজেপির ভোটার সাফাই অপারেশনের জেরে বাড়ছে মৃত্যু। সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্য়মন্ত্রীর পর এবার অভিষেক। SIR আবহে আজ ফের ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। BLA ২দের নিয়ে আজ ভার্চুয়াল বৈঠক। থাকবেন দলের নেতাকর্মীরাও। এবার অভিষেককে চ্যালেঞ্জ হুমায়ুন কবীরের। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বদলে অভিষেক দাঁড়ান। মুখ্যমন্ত্রীকে মন্দির তৈরি থেকে বিরত থাকতে বলুন। আক্রমণ সাসপেন্ডেড তৃণমূল নেতার।মেসিকাণ্ডে বিস্ফোরক তথ্য। পুলিশের সঙ্গে কথার আগেই স্টেডিয়ামে খাবার বিক্রির চুক্তি। ৬০ লক্ষ টাকা পান শতদ্রু। বিক্রি হয়েছিল ১৯ কোটি টাকার টিকিট। আদালতে দাবি পুলিশের। যুবভারতীতে বিশৃঙ্খলা। শতদ্রু দত্তর জামিনের আবেদন খারিজ। ৯ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ। বিশৃঙ্খলা নাকি অন্য কারণ। কেন ২০ মিনিটেই যুবভারতী ছাড়লেন মেসি? তদন্তে পুলিশ।ভাঙড়ে তোলাবাজির অভিযোগ। কাঠগড়ায় তৃণমূলের উপপ্রধান। ৭ লক্ষ টাকার চাওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। ২ দফায় টাকা দিয়েও প্রাণনাশের হুমকির অভিযোগ। ভাঙড় থেকে ভয়ে কাজ বন্ধ করে পালিয়ে এসেছেন তপসিয়ার ব্যবসায়ী। অভিযোগ ভিত্তিহীন, দাবি অভিযুক্ত উপপ্রধানের। অভিযোগ প্রমাণ হলে কড়া ব্যবস্থা, হুঁশিয়ারি সওকতের।এবার মুখ্যমন্ত্রীর নাম করে প্রতারণার অভিযোগ। চটজলদি ঋণের কথা বলে প্রসেসিং ফি আদায়ের খবর। সোশাল মিডিয়ায় সতর্ক করল রাজ্য পুলিশ। হেল্পলাইন নম্বর 1930. অর্থ মন্ত্রকের আধিকারিক সেজে প্রতারণার অভিযোগ। গাড়িতে লাগানো কেন্দ্রীয় সরকারের বোর্ড। ডোমজুড়ে অভিযুক্তকে মারধর স্থানীয়দের। আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের।ছুটির দিনে শহরে ফের মেট্রো বিভ্রাট। টালিগঞ্জের আগে আটকে গেল দক্ষিণেশ্বরগামী রেক, তুমুল ভোগান্তি। ক্যানিংয়ে মহিলা হোম গার্ডের রহস্যমৃত্যু। কোয়ার্টারে উদ্ধার ঝুলন্ত দেহ। খুনের অভিযোগ পরিবারের। অভিযুক্ত সাব ইন্সপেক্টরকে সাসপেন্ড করে বিভাগীয় তদন্ত শুরু। খবর পুলিশ সূত্রে।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
WB News Updates: ফের CEO দফতরের সামনে বিক্ষোভ
ফের CEO দফতরের সামনে বিক্ষোভ। CEO দফতরের সামনে বিক্ষোভ তৃণমূলপন্থী BLO-দের। BLO মৃত্যুর প্রতিবাদে তৃণমূলপন্থী BLO সংগঠন।