West Bengal News LIVE Updates: এবার যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইকের হুঙ্কার ABVP-র, বিশ্ববিদ্যালয়ে চরম অশান্তি?
WB News LIVE Updates: রাজ্য থেকে জেলা সব খবরের আপডেট দেখুন...
প্রেক্ষাপট
এবার যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইকের হুঙ্কার ABVP-র। দিলীপের সুরেই এবার সার্জিক্যাল স্ট্রাইকের হুঙ্কার ABVP-র। যাদবপুরে তৃণমূলের হুমকির পরে এবার আসরে ABVP। যাদবপুরে নৈরাজ্যের পরিস্থিতি, অভিযোগ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের। 'SFI অপ্রাসঙ্গিক...More
এবার যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইকের হুঙ্কার ABVP-র। দিলীপের সুরেই এবার সার্জিক্যাল স্ট্রাইকের হুঙ্কার ABVP-র। যাদবপুরে তৃণমূলের হুমকির পরে এবার আসরে ABVP। যাদবপুরে নৈরাজ্যের পরিস্থিতি, অভিযোগ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের। 'SFI অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে বলেই কি তাদের সাহায্য করার চেষ্টা? যাদবপুরের মতো প্রতিটি ক্যাম্পাসে একই অবস্থা', যাদবপুরে ঢুকতে বাধা, সার্জিক্যাল স্ট্রাইকের হুমকি ABVP-র
ইঞ্জেকশন দেওয়ার পর ফের অসুস্থ প্রসূতি। ইঞ্জেকশন দেওয়ার পর শুরু শ্বাসকষ্ট ও কাঁপুনি। কোনও কোনও প্রসূতির জ্বরও আসে। বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনা। তদন্ত কমিটি গঠন করে ঘটনার তদন্ত। ওই ইঞ্জেকশন পরীক্ষাগারে পাঠানোর সিদ্ধান্ত হাসপাতাল কর্তৃপক্ষের
বাবলুর পর গ্রেফতার মৃত সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ি চালক। পানাগড়কাণ্ডে গ্রেফতার মৃত সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ি চালক। গ্রেফতার মৃত তরুণীর গাড়ি চালক রাজদেও শর্মা। আগেই ধৃত সাদা গাড়ির মালিক ও দুর্ঘটনার সময় চালকের আসনে থাকা বাবলু যাদব।
ট্যাংরাকাণ্ডে তোলপাড়ের মধ্যে এবার হালতুতে একই পরিবারের ৩ জনের রহস্যমৃত্যু। হালতুতে একই পরিবারের ৩ জনের দেহ উদ্ধার। হালতুর পূর্ব পল্লিতে বাবা, মা ও শিশু সন্তানের দেহ উদ্ধার।গতকাল বিকেলে শেষবার দেখা গেছিল পরিবারের ৩ জনকে। কয়েকদিন ধরে বাড়িতে পাওনাদাররা আসছিল, পুলিশ সূত্রে খবর
যাদবপুরকাণ্ডে আহত ইন্দ্রানুজের বাবাকে ফোন শিক্ষামন্ত্রীর। 'ফোনে দুঃখপ্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রী ও তাঁর স্ত্রীও দুঃখিত বলে জানিয়েছেন ব্রাত্য বসু। FIR প্রত্যাহার করবেন কি না, ভেবে দেখবেন বলেছেন শিক্ষামন্ত্রী', কারও পদত্যাগ চাই না, পদের মর্যাদা চাই, মন্তব্য ইন্দ্রানুজের বাবার
মধ্যমগ্রামে মহিলাকে খুনের ঘটনায় উদ্ধার হল হত্যাকাণ্ডে ব্যবহৃত বঁটি ও হাতুড়ি। খুনের ঘটনায় ধৃত মা আরতি ঘোষ ও মেয়ে ফাল্গুনী ঘোষকে নিয়ে হত্যাস্থল ভাড়াবাড়িতে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। ঘটনার পুনর্নির্মাণের সময় ধৃতরা জানায় বাড়ির সামনেই পুকুরে ফেলা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র। এরপর মধ্যমগ্রামের যে বাড়িতে মা ও মেয়ে ভাড়া থাকতেন, সেই বাড়ির সামনের পুকুরে বিপর্যয় মোকাবিলা বাহিনীর ডুবুরি নামানো হয়। পুকুরে তল্লাশি চালিয়ে মেলে বঁটি ও হাতুড়ি। প্রথমে খুন। তারপর ট্রলি ব্য়াগে দেহ ভরে কুমোরটুলিতে মা-মেয়ে। হাড়-হিম করা ঘটনা নাড়িয়ে দেয় গোটা কলকাতাকে। পুলিশের তদন্তে উঠে আসে, সম্পত্তির লোভেই পিসি শাশুড়িকে খুন করেছেন তাঁর আত্মীয়। খুনের পর দেহ ট্রলি ব্যাগে ভরার জন্য কাটা হয়েছিল পায়ের অংশ।
যাদবপুরকাণ্ডের জল এবার গড়িয়ে গেল হাইকোর্ট পর্যন্ত। দায়ের হল দুটি জনস্বার্থ মামলা। দাবি জানানো হল CISF নিরাপত্তা থেকে পুলিশ আউটপোস্টের। বৃহস্পতিবার, প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের দাসের বেঞ্চে একটি মামলার শুনানি হওয়ার কথা। আজ আরেকটি মামলার শুনানি হতে পারে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে।
অরূপের সুরে এবার সৌগত, যাদবপুর নিয়ে কড়া হুঁশিয়ারি। 'তৃণমূলের ২-৩ হাজার ঢুকলে কোথায় বাঁচবে? প্রেসিডেন্সির মতো এখানেও এখনও পুলিশ নিয়ে ভাবতে হবে। প্রশাসনিক ব্যবস্থা নিলে হাজার খানেক পুলিশ ঢুকে যাবে। ওটা ওদের সৌভাগ্য যে ছেলেটা আহত, না হলে কেউ সমবেদনা দেখাত না। যাদবপুর তো বাংলার বাইরে নয়, কেউ গেলেই গাড়ি ভাঙবে। যাদবপুরে একটা অসহ্য বাঁদরামির খেলা চলছে, সহ্য করা যায় না', তারপর থেকে ওরা আর আসবে না, বামেদের হুঙ্কার তৃণমূল সাংসদের
যাদবপুরকাণ্ডে তোলপাড়ের মধ্যেই উত্তপ্ত বোলপুরের বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় উপাচার্যকে অপসারণের দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। বোলপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের এই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হটাও দাবি তুলে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য কে ঢুকতে বাধা স্থানীয় তৃণমূল নেতৃত্বের। যিনি আন্দোলন করছেন সেই তৃণমূল নেতার দেওয়া ৭০ জনের তালিকা থেকে চাকরি দেওয়া হয়েছে।
সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল সারা দেশের ৯৩টি ওষুধ! বেশিরভাগ নামী সংস্থার ওষুধই পরীক্ষায় ফেল। তালিকায় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের ১৬টি ব্যাচের RL ও অন্য স্যালাইন। কোনও নমুনা স্টেরিলিটি পরীক্ষায় ফেল, কোনও নমুনায় মিলেছে ব্যাকটেরিয়া। এ রাজ্যে ফেল দু'টি বহুজাতিক সংস্থার দু'টি বহুল জনপ্রিয় ব্র্যান্ডের ওষুধ। ফেল হৃদযন্ত্রের সমস্যায় ব্যবহৃত টেলমিসারটান, এমোক্সিসিলিন ও পটাশিয়াম ক্ল্যাভিউনেট। পরীক্ষায় ফেল প্যারাসিটামল, স্নায়ুরোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ। পরীক্ষায় ফেল বহুল ব্যবহৃত পেনকিলার, অ্যান্টিবায়োটিক। শিশুদের জন্য ব্যবহৃত সর্দি কাশির সিরাপও পরীক্ষায় ফেল।
যাদবপুরকাণ্ডে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া দুটি জনস্বার্থ মামলার একটির আজ শুনানি হতে পারে। আজ একটি মামলার শুনানি হতে পারে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। যাদবপুরকাণ্ডে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে যে মামলা দায়ের হয়েছে, তাতে ওই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশের তরফে প্রশ্ন তোলা হয়েছে পুলিশের ভূমিকা নিয়ে। পড়ুয়াদের একাংশের অভিযোগ, পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে না। কোনও ঘটনায় অতি সক্রিয়, আবার কোনও ঘটনায় নিষ্ক্রিয় থাকছে পুলিশ। অন্যদিকে, প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের দাসের বেঞ্চেও একটি মামলাদায়ের হয়েছে। বৃহস্পতিবার তার শুনানি হওয়ার কথা। ওই মামলায় যাদবপুরের পড়ুয়াদের নিরাপত্তার ব্যবস্থা করার আবেদন জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, মেডিক্যাল কলেজগুলির মতো যাদবপুরেও তৈরি করা হোক পুলিশ আউটপোস্ট। CISF বা সশস্ত্র পুলিশ দিয়ে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তার ব্যবস্থা করা হোক। মামলা গ্রহণ করে প্রধান বিচারপতি বলেন, তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসক নন। বৃহস্পতিবার, ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত মামলার পাশাপাশি, পড়ুয়াদের নিরাপত্তার আবেদন সংক্রান্ত মামলাও শোনা হবে।
সিমকার্ড জালিয়াতির তদন্তে দফায় দফায় অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানা। বাজেয়াপ্ত করা হয়েছে ১ হাজার ৯৫১টি সিম কার্ড, ৯টি বায়োমেট্রিক অথেন্টিকেশন মেশিন, একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, নগদ প্রায় ২ লক্ষ ৩৮ হাজার টাকা এবং তিনটি মোবাইল ফোন। সাধারণ গ্রাহকদের তথ্য ব্যবহার করে সাইবার প্রতারকদের চড়া দামে সিমকার্ড বিক্রি করছে একটি চক্র। এই তথ্য পেয়ে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্তে নেমেছিল কলকাতা পুলিশের সাইবার থানা। ২৪ ও ২৫ ফেব্রুয়ারি দু'দফায় অভিযান চালিয়ে প্রথমে ৮ জনকে গ্রেফতার করে তারা। প্রথম দফায় ৭২৯টি বেআইনি সিমকার্ড উদ্ধার করা হয়। ৩ মার্চ আবার অভিযান চালিয়ে তিলজলা থেকে শুভেন্দু গায়েন নামে এক POS অপারেটরকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের থেকে ১ হাজার ২২২টি সিমকার্ড উদ্ধার হয়। ধৃত শুভেন্দু গায়েনকে সঙ্গে নিয়ে ভুয়ো সিমের কারবারিকে ধরতে ফাঁদ পাতে পুলিশ। ক্রেতা সেজে হানা দেন গোয়েন্দারা। মুক্তারামবাবু স্ট্রিটের একটি দোকান থেকে গ্রেফতার করা হয় জিতেন্দ্র আগরওয়ালকে।
ফের উত্তপ্ত সন্দেশখালি। দলেরই একাংশের কাঠগড়ায় শেখ শাহজাহান ঘনিষ্ঠ বেড়মজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও তৃণমূল নেতা হাজি সিদ্দিক মোল্লা। এবার তাঁর বিরুদ্ধে পঞ্চায়েত অফিসের বৈঠকে সরকারি আধিকারিককে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল। তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যদের একাংশের অভিযোগ, নির্মাণ সহায়কের হাত-পা কেটে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন হাজি সিদ্দিক মোল্লা। বিডিও-র কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন ওই নির্মাণ সহায়ক। প্রশাসনের তরফে সন্দেশখালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। দলেরই পঞ্চায়েত প্রধানকে গ্রেফতারের দাবিতে গতকাল বেড়মজুর এলাকায় মিছিল করেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও কর্মীরা। তাঁদের অভিযোগ, হাজি সিদ্দিক মোল্লার ব্যাপক দুর্নীতি নিয়ে তাঁরা প্রশাসনের নানা স্তরে অভিযোগ জানিয়েছিলেন। তার তদন্ত করতেই গতকাল পঞ্চায়েত অফিসে এসেছিলেন নির্মাণ সহায়ক। তখনই তাঁকে কটূক্তি করে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। অন্যদিকে, হাজি সিদ্দিক মোল্লার দাবি, গোটাটাই তাঁর বিরুদ্ধে চক্রান্ত।
যাদবপুরকাণ্ডের প্রতিবাদে শহর থেকে জেলা, দিকে দিকে বিক্ষোভ কর্মসূচি SFI-এর। কলেজ স্ট্রিট থেকে দুপুর ৩টে এবং নাগেরবাজারে সন্ধে ৬টা থেকে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে। বিকেল চারটে থেকে মিছিল হওয়ার কথা দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। SFI-এর হাওড়া জেলা কার্যালয় থেকে দুপুর ৩টেয় বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে। সকাল ১১টা নাগাদ প্রতিবাদ মিছিল কর্মসূচি নেওয়া হয়েছে মেদিনীপুরে। যাদবপুরকাণ্ডে SFI-এর ডাকা ছাত্র ধর্মঘট ঘিরে গতকাল জেলায় জেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। একদিে ছিলেন বামপন্থী ছাত্র-ছাত্রীরা। আরেকদিকে তৃণমূল ছাত্র পরিষদ। মোটরবাইক থেকে নেমে ছাত্রীদের মারধর, সপাটে চড়, বামপন্থী আন্দোলনকারীদের কিল-ঘুষি, ধাক্কা মেরে ছাত্রীকে মাটিতে ফেলে দেওয়া, বাদ যায়নি কিছুই। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থেকে শিলিগুড়ি, সর্বত্র ধরা পড়ে এই ছবি। সিংহভাগ জায়গাতেই দর্শকের ভূমিকায় দেখা যায় পুুলিশকে।
যাদবপুরকাণ্ডে তোলপাড় রাজ্য, আজ ফের পথে SFI । শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ও হামলার অভিযোগে আজ ফের প্রতিবাদ কর্মসূচির ডাক। শিক্ষামন্ত্রী ওপর পরিকল্পিত হামলা, পাল্টা অভিযোগ তৃণমূলপন্থী অধ্যাপকদের। বাম-তৃণমূল সংঘাতের মধ্যে আসরে ABVP-ও। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটে তুলকালাম ABVP-SFI হাতাহাতি। ক্যাম্পাসে 'দখলদারি'!
আলিপুরদুয়ারের মাদারিহাটে এক পরিবারের তিন জনের অস্বাভাবিক মৃত্যু। সরকারি কোয়ার্টার থেকে উদ্ধার হয় বনদফতরের চুক্তিভিত্তিক কর্মীর মা, ভাই ও নাবালক ছেলের মৃতদেহ। কীভাবে মৃত্যু হল তিন জনের? খতিয়ে দেখছে মাদারিহাট থানা।
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের পর সোমবারই স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্জি বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারের সেই বৈঠক থেকেই শিল্পপতিদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা, কোনও শিল্প করার জন্য কেউ কিছু চাইলে দেবেন না, প্রয়োজন নেই। এর পাশাপাশি রাজ্যের ট্রেড ইউনিয়নগুলোর জন্যও এক গুচ্ছ কড়া নির্দেশিকা দিলেন মুখ্যমন্ত্রী। বৈঠক থেকে সরকারি আধিকারিকদের একাংশের বিরুদ্ধে ঢিলেমির অভিযোগ নিয়েও কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী।