West Bengal News Live Updates: লকেট চট্টোপাধ্যায়ের গাড়িতে বাঁশ-লাঠি নিয়ে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।

ABP Ananda Last Updated: 06 Apr 2024 11:22 PM
WB News Live: লকেট চট্টোপাধ্যায়ের গাড়িতে বাঁশ-লাঠি নিয়ে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

হুগলির বাঁশবেড়িয়ায় বিজেপি প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ। লকেট চট্টোপাধ্যায়ের গাড়িতে বাঁশ-লাঠি নিয়ে হামলার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ হুগলির বিজেপি প্রার্থীর। হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের।

West Bengal News Live: আগামী সপ্তাহের শুরুতে তৃণমূলের লোকসভা ভোটের ইস্তেহার প্রকাশ করবেন মমতা

আগামী সপ্তাহের শুরুতে তৃণমূলের লোকসভা ভোটের ইস্তেহার প্রকাশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইস্তেহারের ড্রাফটের কাজ প্রায় সমপূর্ণ বলে জানালেন প্রাক্তন অর্থমন্ত্রী ও তৃণমূল নেতা অমিত মিত্র। আজ ইস্তেহার সম্পর্কিত চতুর্থ বৈঠক ছিল তৃণমূল ভবনে। সাংবিধানিক সংস্থাগুলিকে কুক্ষিগত করার চেষ্টা ও সংবিধানের অনেকাংশ অগ্রাহ্যের বিষয়টি ইস্তেহার থাকবে বলে জানিয়েছেন তিনি। আর্থিক বৈষম্য, বেকারত্ব, ধর্মনিরপেক্ষতাকে ধ্বংস করার চেষ্টা, সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব, মানুষের বাক স্বাধীনতা খর্বের মতো বিষয়গুলিও প্রাধান্য পাচ্ছে তৃণমূলের নির্বাচনী ইস্তেহারে।

WB News Live: ভূপতিনগরকাণ্ডে ধৃত ২ তৃণমূল নেতার এনআইএ হেফাজত

ভূপতিনগরকাণ্ডে ধৃত ২ তৃণমূল নেতার এনআইএ হেফাজত। ১০ এপ্রিল পর্যন্ত তৃণমূল নেতা মনোব্রত জানা, বলাইচরণ মাইতির এনআইএ হেফাজত। 'ভূপতিনগরে বিস্ফোরণকাণ্ডে প্রত্যক্ষ যোগ ধৃত মনোব্রত, বলাইয়ের'। 'এনআই-র ওপর হামলার পিছনেও থাকতে পারে ভূমিকা'।
ধৃতদের বিরুদ্ধে ইতিমধ্যেই গোপন জবানবন্দি দিয়েছেন ৪ জন, দাবি এনআইএ-র। 'বিস্ফোরণ মামলায় হাজিরা এড়ানোয় সার্চ ওয়ারেন্ট নিয়ে ভূপতিনগরে'। 'ভূপতিনগরে যেতেই হামলা, গাড়ি ভাঙচুর, আহত এক আধিকারিক'। 'বিস্ফোরণকাণ্ডে প্রত্যক্ষ যোগ ধৃত মনোব্রত, বলাইয়ের, হামলার পিছনেও থাকতে পারে ভূমিকা'। আদালতে শুনানি চলাকালীন দাবি এনআইএ-র। ভোটের আগেই কেন বারবার তলব, আদালতে প্রশ্ন অভিযুক্তদের আইনজীবীর। বলাইচরণ মাইতির বাড়ি থেকে নগদ ২ লক্ষ ৩৬ হাজার টাকা উদ্ধার, দাবি এনআইএ-র।

West Bengal News Live: এনআইএ-র ওপর হামলা, ভূপতিনগর থানায় ফোন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের

এনআইএ-র ওপর হামলা, ভূপতিনগর থানায় ফোন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের। 'ভূপতিনগরে ঠিক কী ঘটনা ঘটেছে, এখনও পর্যন্ত কী ব্যবস্থা?' 'পুলিশ-প্রশাসনের তরফে কী ব্যবস্থা নেওয়া হয়েছে?' জানতে চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ভূপতিনগর থানায় ফোন ।

WB News Live: ভূপতিনগরে এনআইএ-র উপর হামলার ঘটনায় মুখ্যসচিব ও ডিজির কাছে রিপোর্ট তলব কমিশনের

ভূপতিনগরে এনআইএ-র উপর হামলার ঘটনায় পদক্ষেপ নির্বাচন কমিশনের। মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্ট তলব।ভূপতিনগরে বিস্ফোরণের তদন্তে গিয়ে আক্রান্ত জাতীয় তদন্তকারী সংস্থা। দুই তৃণমূল নেতাকে নিয়ে আসার সময় এনআইএ-র গাড়ি ঘিরে বিক্ষোভ। ভাঙচুর করা হল এনআইএ-র গাড়ি, মাথা ফাটল আধিকারিকের

West Bengal News Live: পুলিশমন্ত্রীর পদত্যাগ দাবি নিশীথের

'রাজ্যে আইনের শাসন সম্পূর্ণ ভেঙে পড়েছে'। 'বাংলায় কেন বারবার কেন্দ্রীয় এজেন্সির উপর আক্রমণ হচ্ছে।' 'অবিলম্বে পুলিশমন্ত্রীর পদত্যাগ করা উচিত।' মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের।

WB News Live: ভূপতিনগরে আক্রান্ত এনআইএ, খবর সংগ্রহে এলাকায় গেলে ঢুকতে বাধা সংবাদমাধ্যমকে

ভূপতিনগরে আক্রান্ত এনআইএ, খবর সংগ্রহে এলাকায় গেলে ঢুকতে বাধা সংবাদমাধ্যমকে। ভূপতিনগরের নাড়ুয়াবিলা গ্রামে ঢুকতে গেলে বাধা স্থানীয়দের। কিছু হয়নি এখানে, চলে যান, হুঁশিয়ারি গ্রামবাসীদের একাংশের। এই গ্রামেই ২০২২-এর ২ ডিসেম্বরে বিস্ফোরণ ঘটে। নাডুয়াবিলা গ্রামেই ধৃত তৃণমূল নেতা মনোব্রত জানার বাড়ি।

West Bengal News Live: ভূপতিনগরকাণ্ডে মুখ্যসচিব ও ডিজিপি-র কাছে রিপোর্ট তলব কমিশনের

ভূপতিনগরকাণ্ডে মুখ্যসচিব ও ডিজিপি-র কাছে রিপোর্ট তলব কমিশনের। ভূপতিনগরে এনআইএ-র উপর হামলা, নির্বাচন কমিশনে অভিযোগ শুভেন্দু অধিকারীর। ওসি, এসডিপিও, এসপি ও ডিজিপি-র বিরুদ্ধে পদক্ষেপের আর্জি। এনআইএ-র উপর হামলায় মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা শুভেন্দুর। 'মমতা বন্দ্যোপাধ্যায়ের লাগাতার উস্কানির জেরেই তৃণমূল নেতারা এনআইএ-র উপর হামলার সাহস পেয়েছে', মন্তব্য বিরোধী নেতার। 

WB News Live: ভূপতিনগরে আক্রান্ত এনআইএ, কী বলছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস

এনআইএ-র উপর হামলার ঘটনায় কড়া পদক্ষেপ করা হবে। তদন্তকারী সংস্থার উপরে হামলা অত্যন্ত নিন্দনীয়। শক্ত হাতে এর মোকাবিলা করা হবে', ভূপতিনগরের ঘটনায় হুঁশিয়ারি রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। 

West Bengal News Live: পুলিশমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত, ভূপতিনগরের ঘটনায় সরাসরি মমতাকে নিশানা নিশীথের

'রাজ্যে আইনের শাসন সম্পূর্ণ ভেঙে পড়েছে। বাংলায় কেন বারবার কেন্দ্রীয় এজেন্সির উপর আক্রমণ হচ্ছে। অবিলম্বে পুলিশমন্ত্রীর পদত্যাগ করা উচিত', ভূপতিনগরে এনআইএ- এর উপরে হামলার ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের। 

WB News Live: ভোট দেওয়ার আগে মনে রাখবেন, সুকান্তবাবু আর গদ্দার ১০০ দিনের টাকা না দিতে বলেছেন : মমতা

তপনের সভা থেকে সুকান্ত এবং শুভেন্দুকে কড়া আক্রমণ মমতার। এদিনের সভায় মুখ্যমন্ত্রী বলেন, 'কেউ কেউ দিল্লি থেকে এসে বলছেন দুর্নীতি হচ্ছে, তাই টাকা দিচ্ছি না। ভোট দেওয়ার আগে মনে রাখবেন, সুকান্তবাবু আর গদ্দার ১০০ দিনের টাকা না দিতে বলেছেন। বাংলার বাড়ি-রাস্তার টাকা দেওয়া যাবে না বলেছেন। আপনারা বাংলার গদ্দার আপনারা বাংলাকে ভালোবাসেন না। কেন্দ্রের ১৩৩টি টিম এই রাজ্যে এসেছিল। সব দেখে সার্টিফাই করে গেছে। ১১ লক্ষ বাড়ির কেস-এর তথ্য চেয়েছিল, দিয়ে দিয়েছি। সেই তালিকা দেখে এখন যোগাযোগ করে বাড়ি তৈরির টাকা দেওয়ার প্রস্তাব দিচ্ছে। কেউ রাজি হবেন না, ওই ১১ লক্ষ বাড়ি আমরা করে দেব।'

West Bengal News: নির্বাচনের পর ইভিএম পাহারা দেওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

তপনের সভায় কড়া ভাষায় কেন্দ্রীয় এজেন্সিদের আক্রমণ মমতার। নির্বাচনের পর ইভিএম পাহারা দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছেন, 'নির্বাচনের পর ভালো করে পাহারা দিতে হবে। বিজেপির প্ল্যান এক, যারা পাহারা দেবে তাদের টাকা দিয়ে কিনে নেওয়া। প্ল্যান ২ কিছু খাওয়ানোর নাম করে ঘুম পাড়িয়ে দেওয়া। প্ল্যান ৩, লোডশেডিং করে বাক্স দখল আর চিপ ঢুকিয়ে দেওয়া। বিশ্বস্ত নয় এমন কাউকে পাহারায় রাখবেন না। এনআইএ, সিবিআই বিজেপির ভাই ভাই। ইডি, ইনকাম ট্যাক্স বিজেপির ফান্ডিং বক্স। এরা জোর করে টাকা তুলে বিজেপির ফান্ডিং বক্সে দিয়ে দিচ্ছে। ক্ষমতা থাকলে লড়াই করে জিতুক, বুথ কর্মী, এজেন্টদের অ্যারেস্ট করে নয়। অরবিন্দ কেজরিওয়াল, হেমন্ত সোরেনের মতো নেতাদের অ্যারেস্ট করে নয়।' 


 

WB News Live: 'ভূপতিনগরে হামলা মহিলারা করেনি, হামলা চালিয়েছে এনআইএ', মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের

'ভূপতিনগরে হামলা মহিলারা করেনি, হামলা চালিয়েছে এনআইএ। গদ্দার জানে হারবে, তাই তৃণমূলের নেতাদের গ্রেফতার করতে হবে। মাঝরাতে গ্রামে ঢুকে অত্যাচার করলে মহিলারা তাঁদের রক্ষা করবে না? মহিলারা কি শাঁখা-সিঁদুর পরে ঘোমটা দিয়ে বসে থাকবে? ভূপতিনগরে হামলার ঘটনায় পাল্টা এনআইএ-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর। নির্বাচন কমিশন কেন এনআইএ-র বিরুদ্ধে পদক্ষেপ করবে না, প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের। 'এইভাবেই লোডশেডিং করে নন্দীগ্রাম দখল করেছিলেন। এক জিনিস বারবার হয় না গদ্দার, মনে রাখবেন। যাঁরা বিশ্বাসঘাতক, মানুষ তাঁদের ক্ষমা করে না', নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

West Bengal News Live: বসিরহাটে এবার সিপিএমের তুরুপের তাস সন্দেশখালির প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার

বসিরহাটে এবার সিপিএমের তুরুপের তাস সন্দেশখালির প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার। লোকসভা ভোটে প্রার্থী হিসেবে নাম ঘোষণা হতেই নেমে পড়েছেন প্রচারে। হাতিয়ার সেই সন্দেশখালি।

WB News Live: এনআইএ-র উপর হামলার পর উল্টে তৃণমূল নেতাদের গ্রেফতারির প্রতিবাদে পথ অবরোধ শাসক দলের

এনআইএ-র উপর হামলার পর উল্টে তৃণমূল নেতাদের গ্রেফতারির প্রতিবাদে পথ অবরোধ শাসক দলের। আগুন জ্বালিয়ে এনআইএ-র বিরুদ্ধে বিক্ষোভ তৃণমূলের। মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ। ২০২২-এর ২ ডিসেম্বর, কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগের রাতে, ভূপতিনগরে ভয়ঙ্কর বিস্ফোরণে ধূলিসাৎ হয়ে যায় এক তৃণমূল নেতার বাড়ি। তৃণমূলের বুথ সভাপতি-সহ ৩ জনের ঝলসানো মৃতদেহ উদ্ধার হয়। ওই ঘটনার তদন্ত করছে NIA.

West Bengal News Live: ভূপতিনগরের বিস্ফোরণকাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার হয়েছেন ২ তৃণমূল নেতা

ভূপতিনগরের বিস্ফোরণকাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার হয়েছেন ২ তৃণমূল নেতা বলাইচরণ মাইতি এবং মনোব্রত জানা। ভূপতিনগরে বিস্ফোরণ ও মৃত্যুর ঘটনায় অভিযুক্ত শাসকদলের এই ২ নেতা, দাবি এনআইএ-র। দুই তৃণমূল নেতাই দেশি বোমা তৈরির ষড়যন্ত্রে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতেই তল্লাশি চালিয়ে গ্রেফতার, দাবি এনআইএ-র। ধৃতদের কলকাতায় এনআইএ-র বিশেষ আদালতে পেশ করা হবে। 

WB News Live: ভূপতিনগরে হামলার মুখে এনআইএ, এজেন্সিকেই নিশানা মমতার

সন্দেশখালি, বনগাঁর পর ভূপতিনগরেও তদন্তে গিয়ে আক্রান্ত কেন্দ্রীয় এজেন্সি। ইডির পর এবার এনআইএ-র উপর হামলা। ভূপতিনগর বিস্ফোরণ-মামলার তদন্তে গিয়ে হামলার শিকার এনআইএ। এই ঘটনায় কেন্দ্রীয় এজেন্সিকেই নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

West Bengal News Live: ভূপতিনগরে এনআইএর উপর হামলা, ভাঙা গাড়ি আনা হল এনআইএ-র সদর দফতরে

ভূপতিনগরে এনআইএর উপর হামলা। ভাঙা গাড়ি আনা হল এনআইএ-র সদর দফতরে। গ্রেফতার করে আনা হল দুই তৃণমূল নেতা বলাইচরণ মাইতি এবং মনোব্রত জানাকে। কারা কীভাবে হামলা চালাল, জানিয়েছেন এনআইএ-র গাড়ির চালক। ভূপতিনগর বিস্ফোরণ-মামলার তদন্তে গিয়ে হামলার শিকার এনআইএ। ভাঙা হল কেন্দ্রীয় এজেন্সির গাড়ির কাচ। জিজ্ঞাসাবাদের জন্য দুই ব্যক্তিকে নিয়ে আসার সময় হামলা, দাবি এনআইএ-র। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে, দাবি পুলিশ সূত্রের। 

WB News Live: ভূপতিনগরে হামলার ঘটনায় পাল্টা এনআইএ-র ভূমিকা নিয়েই প্রশ্ন মুখ্যমন্ত্রীর

ভূপতিনগরে হামলার ঘটনায় পাল্টা এনআইএ-র ভূমিকা নিয়েই প্রশ্ন মুখ্যমন্ত্রীর। 'মধ্যরাতে কেন অভিযান? পুলিশকে জানিয়ে এসেছে? মধ্যরাতে গ্রামের মানুষ অচেনা কাউকে দেখলে যা হওয়ার তাই হয়েছে। নির্বাচনের সময় কেন গ্রেফতার করে?', দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি তৃণমূল নেত্রীর। 

West Bengal News Live: ভূপতিনগরে এনআইএ-র উপর হামলা, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা শুভেন্দুর

ভূপতিনগরে এনআইএ-র উপর হামলা, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা শুভেন্দুর। 'মমতা বন্দ্যোপাধ্যায়ের লাগাতার উস্কানির জেরেই তৃণমূল নেতারা এনআইএ-র উপর হামলার সাহস পেয়েছে', মন্তব্য শুভেন্দুর। NIA-র দাবি, ভূপতিনগর বিস্ফোরণ-মামলার তদন্তে দুই সন্দেহভাজন বলাইচরণ মাইতি ও মনোব্রত জানাকে আটক করে নিয়ে আসার সময়, তাদের গাড়িতে হামলা হয়। কেন্দ্রীয় বাহিনীর সামনেই চলে ইট, পাথরবৃষ্টি। ভেঙে দেওয়া হয় NIA-র গাড়ির কাচ। পুলিশ সূত্রে খবর, অভিযানের জন্য বাহিনী দেওয়ার আগেই NIA-র একটি দল গ্রামে পৌঁছে যায়। তখনই এই ঘটনা ঘটে। এক এনআইএ আধিকারিকের মাথা ফেটেছে বলে খবর। অন্যদিকে এনআইএ- র হাতে গ্রেফতার হয়েছেন বলাইচরণ মাইতি ও মনোব্রত জানা। 

WB News Live: ভূপতিনগরে হামলার মুখে এনআইএ, গ্রেফতার ২

সন্দেশখালি, বনগাঁর পর ভূপতিনগরেও তদন্তে গিয়ে আক্রান্ত কেন্দ্রীয় এজেন্সি। ইডির পর এবার এনআইএ-র উপর হামলা, গ্রেফতার ২। তৃণমূল কর্মী বলাইচরণ মাইতি এবং মনোব্রত জানাকে গ্রেফতার করল এনআইএ। 

West Bengal News Live: ভোটের আগে রাজ্য়পাল-রাজ্য় সরকার বেনজির সংঘাত

ভোটের আগে রাজ্য়পাল-রাজ্য় সরকার বেনজির সংঘাত। এবার দুর্নীতি, সন্ত্রাস এবং নির্বাচনী প্রচারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অপব্যবহারের অভিযোগে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল। এই দুর্নীতির অংশ কারা? যারা ওপরওয়ালা, তাদের নির্দেশেই কি দুর্নীতি করা হচ্ছে? পরিষ্কার করে বলা উচিত। পাল্টা মন্তব্য় করেছেন শিক্ষামন্ত্রী। 

WB News Live: ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডের তদন্তে এলাকায় গিয়ে হামলার মুখে এনআইএ আধিকারিকরা

সন্দেশখালির পর ভূপতিনগর। ED-র পর NIA। তিনমাসের মাথায় ফের রাজ্যে হামলার মুখে কেন্দ্রীয় এজেন্সি। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বিস্ফোরণ-মামলার তদন্তে দুই তৃণমূল কর্মীকে আটক করে নিয়ে আসার সময় NIA-র গাড়িতে হামলা। ইট,পাথর বৃষ্টি, ভাঙা হল পুলিশের স্টিকার লাগানো গাড়ির কাচ। মাথা ফাটল NIA আধিকারিকের। NIA-র দাবি, ভূপতিনগর বিস্ফোরণ-মামলার তদন্তে দুই সন্দেহভাজন বলাইচরণ মাইতি ও মনোব্রত জানাকে আটক করে নিয়ে আসার সময়, তাদের গাড়িতে হামলা হয়। কেন্দ্রীয় বাহিনীর সামনেই চলে ইট, পাথরবৃষ্টি। ভেঙে দেওয়া হয় NIA-র গাড়ির কাচ। পুলিশ সূত্রে খবর, অভিযানের জন্য বাহিনী দেওয়ার আগেই NIA-র একটি দল গ্রামে পৌঁছে যায়। তখনই এই ঘটনা ঘটে। ২০২২-এর ২ ডিসেম্বর, কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগের রাতে, ভূপতিনগরে ভয়ঙ্কর বিস্ফোরণে ধূলিসাৎ হয়ে যায় এক তৃণমূল নেতার বাড়ি। তৃণমূলের বুথ সভাপতি-সহ ৩ জনের ঝলসানো মৃতদেহ উদ্ধার হয়। ওই ঘটনার তদন্ত করছে NIA।

West Bengal News Live: সন্দেশখালির পর ভূপতিনগর, ইডি-র পর এনআইএ, তিনমাসের মাথায় ফের রাজ্যে হামলার মুখে কেন্দ্রীয় এজেন্সি

ইডির পর এবার এনআইএ-র উপর হামলা, মাথা ফাটল আধিকারিকের। সন্দেশখালি, বনগাঁর পর ভূপতিনগরেও তদন্তে গিয়ে আক্রান্ত কেন্দ্রীয় এজেন্সি
হাইকোর্টের নির্দেশে তদন্তে গিয়ে আক্রান্ত এনআইএ। ভূপতিনগর বিস্ফোরণ-মামলার তদন্তে গিয়ে হামলার শিকার এনআইএ। ভাঙা হল কেন্দ্রীয় এজেন্সির গাড়ির কাচ। জিজ্ঞাসাবাদের জন্য দুই তৃণমূল কর্মীকে নিয়ে আসার সময় হামলা, দাবি এনআইএ-র। তৃণমূল কর্মী বলাইচরণ মাইতি ও মনোব্রত জানাকে আনার সময় হামলা, দাবি এনআইএ-র। এই দুই তৃণমূল কর্মীকে আগেও তলব করে জাতীয় তদন্তকারী সংস্থা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে, দাবি পুলিশ সূত্রের। 

WB News Live: বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে আক্রমণ করে, বিস্ফোরক দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

রামনবমী নিয়ে নিজেরাই হিংসা ছড়াল। তারপর NIA-কে পাঠিয়ে দিয়েছে। বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে আক্রমণ করে, বিস্ফোরক দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। NIA-কর্তার সঙ্গে জিতেন্দ্রর বৈঠক হয়েছে বলেও দাবি করলেন তৃণমূল নেত্রী। বোঝাই যাচ্ছে তৃণমূল ভয় পেয়ে গেছে। পাল্টা বললেন জিতেন্দ্র।

West Bengal News Live: গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস সিল করতে বলল রাজভবন

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস সিল করতে বলল রাজভবন। বিশ্ববিদ্যালয়ে উপাচার্য রজত কিশোর দে-র অফিস সিল করার নির্দেশ। প্রয়োজনে পুলিশের সাহায্য নিতে রেজিস্ট্রারকে নির্দেশ রাজভবনের। অপসারণের পরেও রাজ্যের নির্দেশে ফের বহাল উপাচার্য। পদ থেকে অপসারণের কারণ দেখিয়ে অফিস সিল করার নির্দেশ রাজভবনের। উচ্চশিক্ষা দফতর, শিক্ষামন্ত্রীকে জানাব, যা নির্দেশ আসবে তাই করব, জানিয়েছেন রেজিস্ট্রার। 

WB News Live: ED-র পর NIA, ফের তদন্তে গিয়ে হামলার মুখে কেন্দ্রীয় এজেন্সি

ইডির পর এবার এনআইএ-র উপর হামলা। হাইকোর্টের নির্দেশে তদন্তে গিয়ে আক্রান্ত এনআইএ। ভূপতিনগর বিস্ফোরণ-মামলার তদন্তে গিয়ে হামলার শিকার এনআইএ। ভাঙা হল কেন্দ্রীয় এজেন্সির গাড়ির কাচ। জিজ্ঞাসাবাদের জন্য এক ব্যক্তিকে নিয়ে আসার সময় হামলা, দাবি এনআইএ-র। 


 

West Bengal News Live: ভোটে লড়ার চ্যালেঞ্জ ছুড়েও কেন ডায়মন্ড হারবারে রণেভঙ্গ নৌশাদের? তৃণমূলের সঙ্গে নৌশাদের সেটিংয়ের বিস্ফোরক অভিযোগ বিজেপির

ভোটে লড়ার চ্যালেঞ্জ ছুড়েও কেন ডায়মন্ড হারবারে রণেভঙ্গ নৌশাদের? তৃণমূলের সঙ্গে নৌশাদের সেটিংয়ের বিস্ফোরক অভিযোগ বিজেপির। 'তৃণমূল কংগ্রেসের এ টিমের নাম আইএসএফ, মুখ নয় মুখোশ। গোপনে গোপনে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিল। সবাইকে বিভ্রান্ত করে সেটিং হয়েছে, টাকা না উপহার, সেটিং তো হয়েছে', তৃণমূলের সঙ্গে সেটিংয়ের অভিযোগে নৌশাদকে আক্রমণে বিজেপির শঙ্কুদেব পন্ডা। 

WB News Live: দুর্নীতি ইস্যুতে বিজেপিকে পাল্টা চ্যালেঞ্জ মমতার

দুর্নীতি ইস্যুতে এবার বিজেপিকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিশাসিত উত্তরপ্রদেশ ও গুজরাতে দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি করলেন তৃণমূল নেত্রী। দুর্নীতি হলে কেউ ছাড় পাবে না বলে বার্তা দিয়েছে বিজেপিও। পাশাপাশি নিয়োগ দুর্নীতিকাণ্ডে চাকরি বাতিল নিয়ে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করেন মমতা। অসত্য বলছেন, প্রতিক্রিয়ায় জানিয়েছেন তমলুকের বিজেপি প্রার্থী।  

West Bengal News Live: সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যর দেওয়াল লিখনে কালির ছিটে, চুনের প্রলেপ, অভিযোগ তৃণমূলের দিকে

যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যর দেওয়াল লিখনে কালির ছিটে, চুনের প্রলেপ। তার জন্য তৃণমূলকেই দায়ী করছে সিপিএম। অভিযোগ উড়িয়ে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের দাবি, সিপিএমকে বর্জন করেছে মানুষ, তারই প্রতিফলন দেখা যাচ্ছে দেওয়াল লিখনে। 

West Bengal News Live: নিয়োগের দাবিতে পথে নেমে গ্রেফতার আন্দোলনকারীরা, বঞ্চনার অভিযোগে দ্বারস্থ রাজ্যপালের

নিয়োগের দাবিতে শুক্রবার ফের পথে নামলেন চাকরিপ্রার্থীরা। সঙ্গে ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরাও। পুলিশের সঙ্গে চাকরিপ্রার্থীদের ধস্তাধস্তিতে রণক্ষেত্র হয়ে ওঠে ধর্মতলা। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ সহ ১৬ জন আন্দোলনকারীকে গ্রেফতার করা হয়। এরপর বঞ্চনার অভিযোগে রাজ্যপালের দ্বারস্থ হন চাকরিপ্রার্থীদের প্রতিনিধি দল। 

WB News Live: ম্যাচ ফিক্সিং নিয়ে সক্রিয় চীনের এজেন্ট

ম্যাচ ফিক্সিং নিয়ে সক্রিয় চীনের এজেন্ট। বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা-সহ সমস্ত রাজ্য সংস্থাকে সতর্ক করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। চীন থেকে জনৈক এক ব‍্যক্তি ইমেল ও হোয়াটসঅ‍্যাপের মাধ‍্যমে ভারতের বিভিন্ন ক্লাবকে ম‍্যাচ গড়াপেটার প্রস্তাব দিচ্ছে। এই মর্মে এআইএফএফ চিঠি দিয়ে IFA-কে সতর্ক করল।

West Bengal News Live: আরও ৫ কেন্দ্রে প্রার্থী ঘোষণা বামেদের, ডায়মন্ড হারবারে প্রতীক উর রহমান, ব্যারাকপুরে অভিনেতা দেবদূত ঘোষ

আরও ৫ কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল বামেরা। ডায়মন্ড হারবার: বাম প্রার্থী প্রতীক উর রহমান। ব্যারাকপুর: সিপিএম প্রার্থী অভিনেতা দেবদূত ঘোষ। বসিরহাট: সিপিএম প্রার্থী প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার। ঘাটাল: সিপিআই প্রার্থী তপন গঙ্গোপাধ্যায়। বারাসাত: ফরওয়ার্ড ব্লক প্রার্থী প্রবীর ঘোষ। 

WB News Live: মুখ্য়মন্ত্রীর মুখে 'আপত্তিকর' ভাষা, নির্বাচন কমিশনে নালিশ জানাল বিজেপি

মুখ্য়মন্ত্রীর মুখে 'আপত্তিকর' ভাষা, এনিয়ে এবার নির্বাচন কমিশনে নালিশ জানাল বিজেপি। অন্য়দিকে, তৃণমূলনেত্রীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য়ের অভিযোগে বারাসাতের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বারাসাত থানায় অভিযোগ জমা পড়ল। এরইমধ্য়ে কোচবিহারের সভা থেকে নিশীথ প্রামাণিককে কড়া ভাষায় আক্রমণ শানালেন তৃণমূলনেত্রী। 

West Bengal News Live: বিজেপির দালালরা ষড়যন্ত্র করেছে, দাবি শেখ শাহজাহানের

তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। বিজেপির দালালরা করেছে। এমনই দাবি করলেন শেখ শাহজাহান। নিশানায় তো গেরুয়াই থাকবে। বললেন সুকান্ত মজুমদার। অন্যদিকে জোকা ESI-তে এদিন শাহজাহানকে দেখে বিক্ষোভ দেখান কয়েকজন। উড়ে এল চোর স্লোগানও। 

প্রেক্ষাপট

ভোটের এপিসেন্টার সেই সন্দেশখালি। মোদির আক্রমণের জবাব মমতার। 


গুন্ডা বলে নিশীথকে আক্রমণে মমতা। পার্থ-বালু-মানিকের নাম তুলে পাল্টা আক্রমণে শুভেন্দু। 


দুর্নীতিবাজদের প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি, পাল্টা শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর। 


পঞ্চায়েত ভোটের আগে ময়নায় বিজেপি কর্মী খুন। লোকসভা ভোটের আগে এনআইএ-তদন্তের নির্দেশ হাইকোর্টের। সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রের গড়িমশিতে ক্ষোভপ্রকাশ আদালতের। 


কার বাড়িতে অভিযান? এনআইএ-র এসপির সঙ্গে আসানসোলের বিজেপি নেতার বৈঠকের অভিযোগ মমতার। প্রমাণ থাকার দাবি। ভয় পেয়ে ফন্দি, পাল্টা জিতেন্দ্র। 


আইএসএফের সঙ্গে জোট অতীত। ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী দিল বামেরাও। লড়াইয়ে এসএফআইয়ের প্রাক্তন রাজ্য সভাপতি প্রতিকুর রহমান।


বসিরহাটে তৃণমূলের হাজি নুরুল, বিজেপির রেখার বিরুদ্ধে সিপিএম প্রার্থী নিরাপদই প্রার্থী। ব্যারাকপুরে দেবদূত। ঘাটাল, বারাসতে শরিকদলের প্রার্থী।


তৃণমূলের সঙ্গে সেটিং করেই অভিষেকের বিরুদ্ধে রণেভঙ্গ নৌশাদের। বিস্ফোরক অভিযোগ শঙ্কুর। নারদে ছিল, মাথায় টাকাই ঘুরছে, পাল্টা কুণাল। 


ভোটের আগে বেনজির সংঘাত। এবার শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ রাজ্যপালের। দুর্নীতি-সন্ত্রাসের অভিযোগের তদন্তে এক সদস্যের কমিশন। 


শিক্ষামন্ত্রী নিয়ে সংঘাতের মধ্যেই রাজ্যপালকে রাজ্যের পত্রাঘাত। এক্তিয়ার মনে করিয়ে ৯ পাতার কড়া চিঠি। এত ভাব কোথায় গেল? কটাক্ষ দিলীপের। 


অপসারণ-সুপারিশের পর তদন্তের নির্দেশ। বোসকে গুরুত্ব দিতে নারাজ ব্রাত্য। শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংসের চেষ্টা, একনায়কতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টার পাল্টা অভিযোগ। 


গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়ে আরও কড়া রাজ্যপাল। অফিস সিল করার নির্দেশ রাজভবনের। শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত, জানালেন রেজিস্ট্রার। 


প্রধানমন্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্য, মমতার বিরুদ্ধে কমিশনে বিজেপি। মুখ্যমন্ত্রী কুরুচিকর আক্রমণ, বারাসাতের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পাল্টা নালিশ তৃণমূলের। 


ময়দানের তিন প্রধানের ইতিহাস এবার একাদশ শ্রেণির 'স্বাস্থ্য ও শরীর শিক্ষা' বিষয়ের পাঠ্যক্রমে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সিদ্ধান্তে খুশি ক্লাবকর্তারা। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.