West Bengal News LIVE Updates:'ভারতই বাংলাদেশকে প্রথম স্বাধীন দেশের স্বীকৃতি দিয়েছিল', ইতিহাস স্মরণ করালেন ভারতের হাই কমিশনার
West Bengal LIVE News Updates: সব খবরের লাইভ আপডেট দেখতে চোখ রাখুন...
কালীঘাটে ভেঙে পড়ল বাড়ির একাংশ। ৭৩ নম্বর ওয়ার্ডের মণ্ডল পাড়া লেনে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ। আজ রাতে হঠাৎই বাড়ির ওপরের অংশ ভেঙে পড়ে। যদিও হতাহতের কোনও খবর নেই।
বাংলাদেশে লাগাতার অশান্তির জের। ত্রিপুরায় ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে ঢুকে পড়ল ১০ জনের এক হিন্দু পরিবার। তাঁদের গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের গলায় ভারতে রেখে দেওয়ার জন্য় শোনা গেছে কাতর আবেদন। বলছেন, মারলেও আমি ভারত থেকে যাব না।
সোমবার ভারত-বাংলাদেশ বিদেশ সচিব পর্যায়ের বৈঠক। ভারতের বিদেশ সচিবের সফরের আগেও ওপারে হিন্দু নিপীড়ন অব্যাহত। 'ভারতই বাংলাদেশকে প্রথম স্বাধীন দেশের স্বীকৃতি দিয়েছিল', ইতিহাস স্মরণ করালেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার
হিন্দুদের উপর হামলার প্রতিবাদে ভারতে বিক্ষোভ, প্রতিবাদ ঢাকার! বাংলাদেশ ভারতের হাই কমিশনারকে তলব করে বার্তা ইউনূস সরকারের!
বাংলাদেশে লাগাতার হিন্দু নিপীড়ন, কলকাতায় প্রতিবাদ। রবীন্দ্র সদনে জাতীয় পতাকা হাতে প্রতিবাদ কর্মসূচি বিশিষ্টজনদের। প্রতিবাদে সামিল লকেট, জিতেন্দ্র তিওয়ারি-সহ একাধিক বিজেপি নেতা-নেত্রী
চোর সন্দেহে কিশোরকে মারধরের অভিযোগ উঠল মুর্শিদাবাদের সামশেরগঞ্জে। তৃণমূলের উপপ্রধানের সামনেই মারধর করা হয় বলে অভিযোগ। আলো নিভিয়ে এলাকায় বোমাবাজি করার পাল্টা অভিযোগও উঠেছে। গতকাল রাতে সামশেরগঞ্জের শুলিতলা দক্ষিণপাড়ায় এই ঘটনা ঘটে। অভিযোগ, ওই কিশোরকে মোবাইল ফোন নিয়ে ঘুরতে দেখে চোর সন্দেহে মারধর শুরু করেন স্থানীয়রা।সব কিছু দেখেও থামাতে যাননি কাঞ্চনতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। যদিও তৃণমূল নেতার দাবি, তিনিই ওই কিশোরকে মারমুখী জনতার হাত থেকে বাঁচাতে পুলিশকে ডাকেন। এরপর মারধরের ঘটনায় একজনকে গ্রেফতার করে সামশেরগঞ্জ থানার পুলিশ।
কবি ফরহাদ মজহারের পর এবার নাম না করে ইউনূসকে রাজধর্ম মনে করালেন বাংলাদেশের প্রধান বিচারপতি। 'কেউ যাতে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে হবে', চিন্ময়কৃষ্ণর গ্রেফতারির আবহে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের। '৭১-এর মুক্তিযুদ্ধের শহিদদেরও স্মরণে রাখার পরামর্শ প্রধান বিচারপতির। ১৯৭১-এর মুক্তিযোদ্ধাদের সাহসিকতার জন্যই স্বাধীন, সার্বভৌম বাংলাদেশের ভিত্তি স্থাপিত হয়েছিল', রাজশাহি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে মন্তব্য বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের
এবিপি আনন্দকে হুমকি, ভারতীয় পণ্য পোড়ানোর নাটকের পর ফের ভারতকে রক্তপিপাসু বলে নিশানা বিএনপি নেতা রুহুল কবীর রিজভির। সন্ত্রাসের এতো জলজ্যান্ত প্রমাণ থাকা সত্বেও বিএনপি নেতার দাবি, বাংলাদেশের বিরুদ্ধে নাকি অপপ্রচার চলছে!
বিদ্বেষের বিষ ছড়াচ্ছে বাংলাদেশে। এই আবহেই পদত্যাগ করলেন চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পরই বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, অধ্যাপকদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু হয়। চট্টগ্রামের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেনের পদত্যাগের দাবিতেও শুরু হয় ছাত্র-বিক্ষোভ। এরপরই গতকাল নিজের পদত্যাগপত্র রাষ্ট্রপতি মহম্মদ শাহবুদ্দিনের কাছে পাঠিয়ে দেন অনুপম সেন। যদিও পদত্যাগ পত্রে তিনি লিখেছেন, বার্ধক্যজনিত কারণে এই পদত্যাগ। অধ্যাপক অনুপম সেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজতত্ত্ববিদ। পাঁচ দশকেরও বেশি শিক্ষকতার জীবনে পেয়েছেন একুশে পদক। পদত্যাগী উপাচার্যকে ‘স্বৈরাচারীদের মিত্র’ অ্যাখ্যা দিয়েছে বিক্ষোভকারী ছাত্ররা।
ভারত-বিরোধিতার সুর আরও চড়াল ইউনূস সরকার। এবার ভারতকে ‘ব্যান্ডউইথ ট্রানজিট’ দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার। উত্তর-পূর্বের রাজ্যগুলিতে মোবাইল ইন্টারনেট সংযোগ বাড়াতে বাংলাদেশের কাছে আবেদন করে ভারত। ‘ব্যান্ডউইথ ট্রানজিট’ হিসেবে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারের আবেদন জানানো হয়। হাসিনার দেওয়া অনুমতি বাতিল করে দিল ইউনূস সরকার। সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন। আঞ্চলিক ডিজিটাল হাব হিসাবে বাংলাদেশের ভূমিকা দুর্বল হওয়ার আশঙ্কায় সিদ্ধান্ত, দাবি ইউনূস সরকার সূত্রের।
কৃতজ্ঞতা ভুলে এখন ভারত 'শত্রু', বাংলাদেশের 'বন্ধু' পাকিস্তান। পাকিস্তানের জন্য ভিসার শর্ত শিথিল, ভারতীয়দের জন্য কড়াকড়ি। পাকিস্তানিদের জন্য বাংলাদেশে অবাধে ভিসা, সরাসরি বিমান পরিষেবা। ভারতের প্রতি বিদ্বেষ বাড়িয়ে এবার 'ব্যান্ডউইথ ট্রানজিট' প্রত্যাহার। চিন-পাকিস্তানের সঙ্গে বিএনপির আরও সখ্য, এখন 'শত্রু' ভারত।
স্কুলের মধ্যেই মানসিক নির্যাতন, ফেসবুক লাইভে এই অভিযোগ করে আত্মঘাতী হলেন দক্ষিণেশ্বরের শিক্ষিকা। ঘর থেকে উদ্ধার হয়েছে তাঁর ঝুলন্ত দেহ। স্কুল পরিচালক কমিটি ও প্রিন্সিপালের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি।
ভাইরাল হয়েছে ঘটনার ভিডিও। থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতার ভাই। পতিক্রিয়া পাওয়া যায়নি অভিযুক্তদের।
সীমান্তের ওপারে হিন্দুদের উপর হামলা, এপারে সীমান্তে অনুপ্রবেশ। বাংলাদেশে অশান্তি, ফের সক্রিয় গরু, জাল নোট পাচারকারীরা। জলপাইগুড়ির পর এবার কোচবিহার, ফের অনুপ্রবেশের চেষ্টা। কোচবিহারের মদনাকুড়ায় সীমান্ত পেরিয়ে গরু পাচারের চেষ্টা। ভারতে ঢোকার চেষ্টা, বাধা দিলে বিএসএফের উপরেই হামলা। সীমান্ত রক্ষী বাহিনীর প্রতিরোধ, রবার বুলেটে এক পাচারকারী আহত। জলপাইগুড়িতেও বিএসএফের উপর হামলা, গুলিতে পাচারকারীর মৃত্যু।
বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, ভারতীয় পতাকার অবমাননার প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ। অখিল ভারতীয় হিন্দু মহাসভার পক্ষ থেকে টালিগঞ্জ মেট্রো স্টেশনের সামনে বাংলাদেশি পণ্য জ্বালিয়ে প্রতিবাদ।
বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার, ভারতের জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদ, সন্ন্য়াসী চিন্ময় দাসের মুক্তির দাবিতে কৃষ্ণনগরে হিন্দুঐক্য মঞ্চের মিছিল।
বিশ্বজুড়ে প্রতিবাদের মুখেও বাংলাদেশে উন্মত্ত হিন্দু-বিদ্বেষ! জামাত-মৌলবাদীদের হামলার সঙ্গে সেনা-পুলিশের ধরপাকড়! চট্টগ্রামের পর এবার ঢাকাতেও ইসকনের মন্দিরে মৌলবাদীদের তাণ্ডব! ভারতের বিদেশ সচিবের সফরের আগেও হিন্দুদের উপর লাগাতার হামলা। বাংলাদেশে ইউনূস সরকারের বিদ্বেষের বিষ, ছাড় নেই হিন্দু মহিলাদেরও! খাগড়াছড়িতে সনাতন জাগরণ মঞ্চের নেতা প্রান্ত দাসের মা-কে খুন। বাংলাদেশে তালিবানি-রাজ, গোপালগঞ্জে বাজারে যেতেও হিন্দু-মহিলাদের ফতোয়া! বাংলাদেশে হিন্দু মহিলা দেখলেই মৌলবাদীদের আক্রমণ! বাংলাদেশে হিন্দু দেখলেই হামলা, জমি জবরদখল!
বিশ্বজুড়ে তীব্র প্রতিবাদেও বাংলাদেশে উন্মত্ত হিন্দু-বিদ্বেষ! এবার রাজধানী ঢাকাতেই আক্রান্ত ইসকন, মন্দিরে আগুন। ভারতের বিদেশ সচিবের সফরের আগেও বাংলাদেশে তাণ্ডব। বাংলাদেশে ইসকনের আরও একটি সেন্টারে আগুন। ঢাকায় ইসকনের আরও একটি সেন্টারে আগুন। জ্বালিয়ে দেওয়া হল লক্ষ্মী-নারায়ণের মূর্তি। মধ্যরাতে রাধাকৃষ্ণ মন্দিরে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। দাবি কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাসের
প্রেক্ষাপট
সোমবার ভারত-বাংলাদেশ বিদেশ সচিব পর্যায়ের বৈঠক। ভারতের বিদেশ সচিবের সফরের আগেও ওপারে হিন্দু নিপীড়ন অব্যাহত। 'ভারতই বাংলাদেশকে প্রথম স্বাধীন দেশের স্বীকৃতি দিয়েছিল', ইতিহাস স্মরণ করালেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার।
বিশ্বজুড়ে প্রতিবাদের মুখেও বাংলাদেশে উন্মত্ত হিন্দু-বিদ্বেষ! জামাত-মৌলবাদীদের হামলার সঙ্গে সেনা-পুলিশের ধরপাকড়! চট্টগ্রামের পর এবার ঢাকাতেও ইসকনের মন্দিরে মৌলবাদীদের তাণ্ডব! ভারতের বিদেশ সচিবের সফরের আগেও হিন্দুদের উপর লাগাতার হামলা। বাংলাদেশে ইউনূস সরকারের বিদ্বেষের বিষ, ছাড় নেই হিন্দু মহিলাদেরও! খাগড়াছড়িতে সনাতন জাগরণ মঞ্চের নেতা প্রান্ত দাসের মা-কে খুন। বাংলাদেশে তালিবানি-রাজ, গোপালগঞ্জে বাজারে যেতেও হিন্দু-মহিলাদের ফতোয়া! বাংলাদেশে হিন্দু মহিলা দেখলেই মৌলবাদীদের আক্রমণ! বাংলাদেশে হিন্দু দেখলেই হামলা, জমি জবরদখল!
সকাল থেকে বিকেল- সব খবরের গুরুত্বপূর্ণ আপডেট দেখতে ক্লিক করুন- LIVE: কৃতজ্ঞতা ভুলে এখন ভারত 'শত্রু', বাংলাদেশের 'বন্ধু' পাকিস্তান
- - - - - - - - - Advertisement - - - - - - - - -