West Bengal News Live Blog: রাজ্য নেতৃত্বকে লাগাতার আক্রমণ দিলীপের, নাম না করে পাল্টা জবাব শুভেন্দুর

WB News Live News Update: বাংলার সব খবরের আপডেট সবার আগে।

ABP Ananda Last Updated: 08 Jun 2024 11:06 PM

প্রেক্ষাপট

নিউটাউনের রেস্তোরাঁয় শ্যুটিং চলাকালীন পার্কিং নিয়ে গন্ডগোল। রেস্তোরাঁ মালিককে ঘুষি, লাথি মারার অভিযোগ সোহমের বিরুদ্ধে। চড় মেরেছি, স্বীকার তৃণমূল বিধায়ক তথা অভিনেতার।লোকসভায় জয়ের পরেই ভবানীপুরের চক্রবেড়িয়ায় ইন্দ্রপ্রস্থ আবাসনের ভিতরে গভীর...More

West Bengal News Live Updates: রাজ্য নেতৃত্বকে লাগাতার আক্রমণ দিলীপের, নাম না করে পাল্টা জবাব শুভেন্দুর

রাজ্য নেতৃত্বকে লাগাতার আক্রমণ দিলীপের, নাম না করে পাল্টা জবাব শুভেন্দুর। 'ডায়মন্ড হারবার, কেশপুর মডেলে ছাপ্পার পরও ২ কোটি ৩৫ লক্ষ ভোট পাওয়া বিরাট ব্যাপার। যাঁরা এখন বড় বড় জ্ঞান দিচ্ছেন, তাঁরা অতীত জানেন না। আগের থেকে বিজেপির অবস্থা অনেক ভাল। তখন আইপ্যাক ছিল না, লক্ষ্মীর ভাণ্ডারও ছিল না।'