West Bengal News Live Blog: রাজ্য নেতৃত্বকে লাগাতার আক্রমণ দিলীপের, নাম না করে পাল্টা জবাব শুভেন্দুর

WB News Live News Update: বাংলার সব খবরের আপডেট সবার আগে।

ABP Ananda Last Updated: 08 Jun 2024 11:06 PM
West Bengal News Live Updates: রাজ্য নেতৃত্বকে লাগাতার আক্রমণ দিলীপের, নাম না করে পাল্টা জবাব শুভেন্দুর

রাজ্য নেতৃত্বকে লাগাতার আক্রমণ দিলীপের, নাম না করে পাল্টা জবাব শুভেন্দুর। 'ডায়মন্ড হারবার, কেশপুর মডেলে ছাপ্পার পরও ২ কোটি ৩৫ লক্ষ ভোট পাওয়া বিরাট ব্যাপার। যাঁরা এখন বড় বড় জ্ঞান দিচ্ছেন, তাঁরা অতীত জানেন না। আগের থেকে বিজেপির অবস্থা অনেক ভাল। তখন আইপ্যাক ছিল না, লক্ষ্মীর ভাণ্ডারও ছিল না।' 

WB News Live Updates: 'আমার হারের জন্য দলের একাংশ দায়ী', বিস্ফোরক বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী

ভোটে হার নিয়ে বিস্ফোরক বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। 'আমার হারের জন্য দলের একাংশ দায়ী।' আমার হারের পিছনে একাধিক বিধায়ক রয়েছেন, দাবি সুজাতার। 'বিজেপি প্রার্থী স্বীকার করেছেন, তাঁর সঙ্গে তৃণমূল নেতাদের যোগাযোগ ছিল। নিজেদের স্বার্থসিদ্ধি জন্য আমাকে হারানো হয়েছে।' মমতা-অভিষেক সব জানেন, দাবি সুজাতা মণ্ডলের।

West Bengal News Live Updates: নিউটাউনের রেস্তোরাঁয় সোহমের মস্তানি, টেকনো সিটি থানায় অভিযোগ দায়ের

নিউটাউনের রেস্তোরাঁয় সোহমের মস্তানি, টেকনো সিটি থানায় অভিযোগ দায়ের। টেকনো সিটি থানায় অভিযোগ দায়ের রেস্তোরাঁর ম্যানেজারের। মারধর, হুমকি-সহ একাধিক জামিনযোগ্য ধারায় মামলা রুজু পুলিশের। রেস্তোরাঁর সামনে গাড়ি রাখা নিয়ে গন্ডগোল, আইন হাতে তুলে নেন আইন প্রণেতাই। 'অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কুকথা বলায় চড়।' ঘটনা প্রকাশ্যে আসার পর সাফাই তৃণমূলের অভিনেতা-বিধায়ক সোহমের। রেস্তোরাঁ মালিককে মারধরের ১৭ ঘণ্টা পর বোধোদয় সোহমের। অবশেষে ক্ষমা চাইলেন তৃণমূলের অভিনেতা-বিধায়ক।

WB News Live Updates: রাজ্য নেতৃত্বের একাংশের সঙ্গে কি ক্রমেই দ্বন্দ্ব বাড়ছে দিলীপ ঘোষের ?

রাজ্য নেতৃত্বের একাংশের সঙ্গে কি ক্রমেই দ্বন্দ্ব বাড়ছে দিলীপ ঘোষের ? কেন্দ্র বদল নিয়ে আজ ফের নাম না করে নেতৃত্বের একাংশকে নিশানা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। বললেন প্রথমে রাজি না হলেও, পার্টির নির্দেশ মেনে গেছিলাম। পাশাপাশি ইঙ্গিতপূর্ণভাবে এক্স হ্যান্ডেলে লিখলেন ওল্ড ইজ গোল্ড। প্রতিক্রিয়ায় রবীন্দ্রনাথের কবিতা শোনালেন সুকান্ত মজুমদার।

West Bengal News Live Updates: সুদীপ বন্দ্যোপাধ্যায়ই লোকসভায় তৃণমূলের দলনেতা, ডেপুটি কাকলি ঘোষ দস্তিদার

সুদীপ বন্দ্যোপাধ্যায়ই লোকসভায় তৃণমূলের দলনেতা, ডেপুটি কাকলি ঘোষ দস্তিদার । লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজ্যসভার নেতা ডেরেক ও'ব্রায়েন, ডেপুটি সাগরিকা ঘোষ। বিরাট মার্জিনে জয়ের জন্য অভিষেককে আলাদ করে অভিনন্দন তৃণমূলনেত্রীর।

WB News Live Updates: 'মোদির উচিত ছিল অন্য কাউকে দায়িত্ব ছেড়ে দেওয়া' : মমতা

বাংলায় সবুজ ঝড়, কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ঝাঁঝ আরও বাড়াচ্ছে তৃণমূল। 'বকেয়া আদায়ে আরও আক্রমণাত্মক হতে হবে। দেশে পরিবর্তন দরকার, মোদিকে কেউ চায় না। মোদির উচিত ছিল অন্য কাউকে দায়িত্ব ছেড়ে দেওয়া। আর ভয় দেখিয়ে চমকে ধমকে লাভ নেই।' সিএএ-এনআরসি বাতিল করতে হবে, দাবি মমতার।

West Bengal News Live Updates: নবনির্বাচিত সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে নিশানা মন্ত্রী মনোজ তিওয়ারির

এবার হাওড়ায় মন্ত্রী বনাম সাংসদের দ্বন্দ্ব । নবনির্বাচিত সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে নিশানা মন্ত্রী মনোজ তিওয়ারির। 'যাঁরা বিরোধিতা করেছেন, তাঁদের সঙ্গে ছবি তুলছেন প্রসূন বন্দ্যোপাধ্য়ায়'। 'এত পরিশ্রমের পরেও ধন্যবাদ জানিয়ে একটা ফোন আসেনি।' 'এটা ঠিক হয়নি, আগের মতো আর সম্মান করতে পারব না।' সোশাল মিডিয়ায় ভাইরাল শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারির মন্তব্য।

WB News Live Updates: 'সংসদে আমরা এনআরসি বাতিল করার দাবি তুলব' : মমতা

'দেশে পরিবর্তন প্রয়োজন, আমরা অপেক্ষা করছি। সংসদে আমরা এনআরসি বাতিল করার দাবি তুলব। ওদের একটু সামলাতে দিন, কাকে কাকে সন্তুষ্ট করতে হবে?'
'সিএএ বাতিল করতে হবে'। বক্তব্য মমতার।

West Bengal News Live Updates: '৩-৪টে আসনে তৃণমূলকে জোর করে হারানো হয়েছে': মমতা

'৩-৪টে আসনে তৃণমূলকে জোর করে হারানো হয়েছে। বিজেপি এখন এগিয়ে ৯০টি আসনে। এখনও বিজেপি মিথ্যা কথা বলছে। এই জয়ের উৎসব পালন করা হবে আগামী ২১ জুলাই। সাংসদদের বলা হয়েছে বসে থাকার জন্য কেউ যাবেন না।' বললেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।

WB News Live Updates: 'নাচতে না জানলে উঠোন বাঁকা', অধীরকে পাল্টা ফিরহাদের

নাচতে না জানলে উঠোন বাঁকা। অধীর চৌধুরী যেদিন থেকে সিপিএম-এর হাত ধরেছেন, সেদিন থেকেই কংগ্রেস তাঁর পাশে নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বাংলায় হিংসা হয় না। তিনি হিংসার বিরোধী। পাল্টা প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের। 

West Bengal News Live Updates: বহরমপুরে হারের জন্য সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করলেন অধীর

বহরমপুরে হারের জন্য সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করলেন অধীর চৌধুরী। বিস্ফোরক দোষারোপ করে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ অধীরের। 'রামনবমীর দিন থেকে চক্রান্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়'। হুমায়ুন কবীরের মন্তব্যকে হাতিয়ার করে বিস্ফোরক অভিযোগ।

WB News Live Updates: কালীঘাটে আজ নব নির্বাচিত সাংসদদের নিয়ে বৈঠকে তৃণমূল নেত্রী

কালীঘাটে আজ নব নির্বাচিত সাংসদদের নিয়ে বৈঠকে তৃণমূল নেত্রী। বৈঠকে ডাকা হয়েছে জেলা সভাপতি ও জেলা কো-অর্ডিনেটরদেরও। লোকসভায় তৃণমূলের দলনেতা ও মুখ্য় সচেতক কারা হবেন, ঠিক হবে বৈঠকে। সংসদে সাংসদদের ভূমিকা কী হবে, নির্দেশ করবেন তৃণমূল নেত্রী।


 

West Bengal News Live Updates: কালীঘাটে আজ নব নির্বাচিত সাংসদদের নিয়ে বৈঠকে তৃণমূল নেত্রী

আজ কালীঘাটে নিজের বাড়িতে দলের নব নির্বাচিত সাংসদ, প্রথম সারির নেতৃত্ব, জেলা সভাপতি ও জেলা কো-অর্ডিনেটরদের নিয়ে বৈঠক করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সূত্রের খবর, বৈঠকে লোকসভায় তৃণমূলের সংসদীয় দলের নেতা এবং মুখ্য় সচেতক কারা হবেন তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আগামী দিনে তৃণমূলের সংসদীয় দলের ভূমিকা কী হবে বৈঠকে তার দিক নির্দেশ করবেন তৃণমূল সুপ্রিমো। পাশাপাশি লোকসভার ভোটের ফলাফল নিয়েও আলোচনা হবে বলে খবর। সদ্য় সমাপ্ত লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের ভাল ফল হলেও, বেশ কিছু বিধানসভায় দলের ফল তুলনামূলকভাবে খারাপ হয়েছে। সূত্রের খবর, বৈঠকে বিধানসভাগুলিতে দলের খারাপ ফলের কারণ অনুসন্ধান করা হবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট বিধানসভায় আগামী দিনে ফল ভাল করতে কী করনীয় তার রণকৌশল ঠিক হবে। 

WB News Live Updates: 'ওল্ড ইজ গোল্ড', দলের রাজ্য নেতৃত্বকে লাগাতার আক্রমণের পর ইঙ্গিতপূর্ণ পোস্ট দিলীপ ঘোষের

'ওল্ড ইজ গোল্ড', দলের রাজ্য নেতৃত্বকে লাগাতার আক্রমণের পর ইঙ্গিতপূর্ণ পোস্ট দিলীপ ঘোষের। সাতসকালে স্বরূপনগরে মাছ ধরলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। তিনি বলেছেন, 'রাজনীতিতে পুরনো লোকেদের ভুললে চলবে না'। 'অজানা জায়গায় এক দেড়মাসের মধ্যে ভোটে জেতা সম্ভব নয়, সেটা জানতাম'। 'যাঁরা আসন বদলের সিদ্ধান্ত নিয়েছেন, তাঁরা ঠিক করেননি'। 'হাতের তালুর মতো চেনা জায়গায় জেতা অনেক সহজ ছিল'। অগ্নিমিত্রা পালকেও নিশানা মেদিনীপুরের প্রাক্তন বিজেপি সাংসদের। 'অগ্নিমিত্রা জানলেন কী করে, কে আসন বদলের সিদ্ধান্ত নিয়েছেন?' 'প্রতি বছর ভোটার বাড়ে, তুলনা করা মূর্খামি'। 'তুলনা করে পিঠ বাঁচানো যায়, পার্টি বাঁচানো যায় না'। 'সংগঠন দুর্বল হয়েছে, সাংগঠনিক বদলের উপরেও মানুষ আস্থা রাখতে পারেনি'। 'নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হলে অনেক পরিশ্রম করতে হয়'। 'পার্টির নেতা বানানো যায়, জনগণের নেতা বানানো যায় না'। 'যাঁরা আমরা-ওঁরা করেন, তাঁরা বিজেপির কেউ না'। 'অর্জুন সিংহকে দলে ফেরানো ঠিক হয়েছে কিনা, মানুষ বলবে'। 

West Bengal News Live Updates: এবার হাওড়ায় মন্ত্রী বনাম সাংসদের দ্বন্দ্ব

এবার হাওড়ায় মন্ত্রী বনাম সাংসদের দ্বন্দ্ব। নবনির্বাচিত সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে নিশানা মন্ত্রী মনোজ তিওয়ারির। 'যাঁরা বিরোধিতা করেছেন, তাঁদের সঙ্গে ছবি তুলছেন প্রসূন বন্দ্যোপাধ্য়ায়'। 'এত পরিশ্রমের পরেও ধন্যবাদ জানিয়ে একটা ফোন আসেনি'। 'এটা ঠিক হয়নি, আগের মতো আর সম্মান করতে পারব না'। সোশাল মিডিয়ায় ভাইরাল শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারির মন্তব্য। 

WB News Live Updates: রেস্তোরাঁর মালিককে বেধড়ক মার সোহমের, তীব্র আক্রমণ বিজেপির যুব মোর্চার সভাপতির

রেস্তোরাঁর মালিককে বেধড়ক মার সোহমের, তীব্র আক্রমণ যুব মোর্চার সভাপতির। রেস্তোরাঁ কর্মীদের নির্দয় ভাবে মেরেছেন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কোনও পদক্ষেপ করবে না। বাংলায় আইনের শাসন নয়, শাসকের আইন চলে। শাসক দলের আইন প্রণেতা আইন হাতে তুলে নিতে পারেন, কিন্তু শাস্তি হবে না। পুলিশ হয়ত আক্রান্তর বিরুদ্ধেই অভিযোগ দায়ের করবে। বাংলায় কীভাবে বিরোধীরা ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার হয়, এর থেকেই স্পষ্ট। সোশাল মিডিয়ায় পোস্ট ইন্দ্রনীল খাঁর। 

West Bengal News Live Updates: যাঁর রেস্তোরাঁয় শ্যুটিং, তাঁকেই পেটালেন তৃণমূলের অভিনেতা-বিধায়ক !

যাঁর রেস্তোরাঁয় শ্যুটিং, তাঁকেই পেটালেন তৃণমূলের অভিনেতা-বিধায়ক! মাটিতে ফেলে লাথি, কলার ধরে চড়! নিউটাউনে রেস্তোরাঁ মালিককে বেধড়ক মার তৃণমূলের অভিনেতা, বিধায়ক সোহমের। আইন ভাঙলেন খোদ আইন প্রণেতা! রেস্তোরাঁর সামনে গাড়ি রাখা নিয়ে গন্ডগোল। চড়াও হন তৃণমূল বিধায়কের নিরাপত্তারক্ষীরা। হোটেলের মালিককে ঘুষি-লাথি মারেন সোহম, স্পষ্ট সিসি ক্যামেরা ফুটেজে। মারধরের কথা স্বীকার করেছেন তৃণমূল বিধায়ক সোহম। 'অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কুকথা বলায় চড়', ঘটনা প্রকাশ্যে আসার পর সাফাই তৃণমূলের অভিনেতা-বিধায়ক সোহমের। 'কোনও অভিযোগ নেই বলে থানায় নিয়ে গিয়ে লিখিয়ে নিয়েছে পুলিশ', স্থানীয় থানার বিরুদ্ধে অভিযোগ আক্রান্ত রেস্তোরাঁ মালিকের। 'রেস্তোরাঁর মালিক নিজেই লিখেছেন, কোনও অভিযোগ নেই', পাল্টা দাবি পুলিশ সূত্রের। 

WB News Live Updates: একই পরীক্ষাকেন্দ্র থেকে NEET-এ প্রথম ৬জন, এই নিয়ে দানা বেঁধেছে বিতর্ক

একই পরীক্ষাকেন্দ্র থেকে NEET-এ প্রথম ৬জন। আর এই নিয়ে দানা বেঁধেছে বিতর্ক। স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে দিল্লি ও কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাও হয়েছে। এই বিষয়ে NTA-এর কাছে রিপোর্ট চেয়েছে আদালত। 

West Bengal News Live Updates: সম্প্রসারণের কাজের জন্য বন্ধ শিয়ালদা স্টেশনের ৫টি প্ল্যাটফর্ম, নিত্যযাত্রীদের ভোগান্তি চরমে

গতকাল ট্রেন থেকে পড়ে মৃত্যু, আজও লোকালে বাদুড় ঝোলা ভিড়। শিয়ালদা শাখায় নিত্যযাত্রীদের ভোগান্তি চরমে। দুই স্টেশনের মাঝে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ট্রেন। সম্প্রসারণের কাজের জন্য বন্ধ শিয়ালদা স্টেশনের ৫টি প্ল্যাটফর্ম। কাল দুপুর পর্যন্ত বন্ধ ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম। বাতিল বহু লোকাল, শতাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। 

WB News Live Updates: লোকসভা ভোটে রাজ্যে সবুজ ঝড, মথুরাপুরে বদলে গেল আসন সমীকরণ

লোকসভা ভোটে রাজ্যে সবুজ ঝডের পরই বিরোধী দলের চার সদস্য যোগ দিলেন তৃণমূলে। ফলে, বদলে গেল বিজেপি এবং সিপিএম জোটের হাতে থাকা মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের সমীকরণ। এনিয়ে তৃণমূলের সমালোচনায় সরব হয়েছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। 

West Bengal News Live Updates: তৃণমূলের বিরুদ্ধে বাড়িতে বোমা মারার অভিযোগে প্রতিবাদ জানাতে গিয়ে মেদিনীপুরে গ্রেফতার হলেন বিজেপি নেতা

তৃণমূলের বিরুদ্ধে বাড়িতে বোমা মারার অভিযোগে প্রতিবাদ জানাতে গিয়ে মেদিনীপুরে গ্রেফতার হলেন বিজেপি নেতা। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। পুলিশ সুত্রে খবর, পুরনো একটি মামলায় বেশ কিছুদিন ধরে ফেরার ছিলেন ওই নেতা। কারও বিরুদ্ধে মামলা থাকলে পুলিশ ব্যবস্থা নেবেই, প্রতিক্রিয়া তৃণমূলের। 

WB News Live Updates: রাজ্য নেতৃত্বকে লাগাতার আক্রমণের পর ইঙ্গিতপূর্ণ পোস্ট দিলীপ ঘোষের, সাতসকালে ধরলেন মাছও

'ওল্ড ইজ গোল্ড', দলের রাজ্য নেতৃত্বকে লাগাতার আক্রমণের পর ইঙ্গিতপূর্ণ পোস্ট দিলীপ ঘোষের। সাতসকালে স্বরূপনগরে মাছ ধরলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। 'রাজনীতিতে পুরনো লোকেদের ভুললে চলবে না'। বর্ধমান-দুর্গাপুরে বিপর্যয়ের পর নেতৃত্বের বিরুদ্ধে লাগাতার ক্ষোভ উগরে দিচ্ছেন বিজেপির পরাজিত প্রার্থী দিলীপ ঘোষ। জেতা সিট হারাবার জন্য ষড়যন্ত্র করা হয়েছে বলে মন্তব্য দিলীপ ঘোষের। এবার, উদাহরণ হিসেবে তুলে ধরলেন দেবশ্রী চৌধুরী ও অগ্নিমিত্রা পালের আসনের প্রসঙ্গ। 

West Bengal News Live Updates: তৃণমূল বিধায়কের 'দাদাগিরি', নিউটাউনে রেস্তোরাঁ মালিককে চড়-লাথি সোহমের, 'চড় মেরেছি' স্বীকারোক্তি অভিনেতার

নিউটাউনে রেস্তোরাঁ মালিককে মার চণ্ডীপুরের অভিনেতা-বিধায়ক সোহম চক্রবর্তীর। রেস্তোরাঁ মালিকের জামার কলার ধরে সপাটে চড়। প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ। ধাক্কা মেরে ফেলে দিয়ে পর পর লাথি সোহমের। 

WB News Live Updates: একই পরীক্ষাকেন্দ্র থেকে NEET-এ প্রথম ৬জন, আর এই নিয়ে দানা বেঁধেছে বিতর্ক

একই পরীক্ষাকেন্দ্র থেকে NEET-এ প্রথম ৬জন। আর এই নিয়ে দানা বেঁধেছে বিতর্ক। স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে দিল্লি ও কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাও হয়েছে। এই বিষয়ে NTA-এর কাছে রিপোর্ট চেয়েছে আদালত।

West Bengal News Live Updates: হারার পরেই গড় হাতছাড়া নিশীথ প্রামাণিকের

হারার পরেই গড় হাতছাড়া নিশীথ প্রামাণিকের। ভেটাগুড়ির ৩টি পঞ্চায়েতই দখল করল তৃণমূল। ভেটাগুড়ি ২ ও মাতালহাটের পর ভেটাগুড়ি ১ পঞ্চায়েতও হাতছাড়া বিজেপির।মন্ত্রী উদয়ন গুহর হাত ধরে তৃণমূলে যোগ দিলেন বিজেপির ৫ পঞ্চায়েত সদস্য। জোর করে ভয় দেখিয়ে যোগদান করানো হচ্ছে বলে অভিযোগ বিজেপির। 

WB News Live Updates: সম্প্রসারণের কাজের জন্য শিয়ালদা স্টেশনের ৫টি প্ল্যাটফর্ম বন্ধ থাকায় সপ্তাহের শেষেও চরম ভোগান্তিতে নিত্য় যাত্রীরা

শিয়ালদা শাখায় নিত্যযাত্রীদের ভোগান্তি চরমে। দুঃসহ গরমে ট্রেনে বাদুড়ঝোলা ভিড়। সম্প্রসারণের কাজের জন্য বন্ধ শিয়ালদা স্টেশনের ৫টি প্ল্যাটফর্ম
কাল দুপুর পর্যন্ত বন্ধ ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম। বাতিল বহু লোকাল, শতাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। শিয়ালদা ডিভিশনের একাধিক শাখায় ব্যাহত হচ্ছে রেল পরিষেবা। দেরিতে ঢুকছে ট্রেন। বাতিল হয়েছে বেশ কিছু লোকাল ট্রেন। ১৪৭টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। শিয়ালদা-আজমেঢ় এক্সপ্রেস, হাটেবাজারে এক্সপ্রেস, বালুরঘাট এক্সপ্রেস এবং আসানসোল এক্সপ্রেস শিয়ালদার পরিবর্তে কলকাতা স্টেশন থেকে যাতায়াত করছে। ১২ কামরার ট্রেনের উপযোগী প্ল্যাটফর্ম তৈরির জন্য বৃহস্পতিবার মাঝরাত থেকে বন্ধ রয়েছে শিয়ালদা স্টেশনের ৫টি প্ল্যাটফর্ম। সম্প্রসারণের কাজ শেষ হলে জুলাইয়ের শুরুতেই শিয়ালদার প্রতিটি প্ল্যাটফর্মে ১২ বগির ট্রেন ঢুকতে ও বেরোতে পারবে বলে আশা করছেন রেলের কর্তারা। 

West Bengal News Live Updates: ভোটে হারের পর বিস্ফোরক কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়

'ভোটের কাজের জন্য কেন্দ্রীয় নেতৃত্বের পাঠানো টাকা নয়ছয় হয়েছে'। 'অন্যায় হয়েছে, তদন্ত চাই'। 'হারের পিছনে অন্যতম কারণ জেলা নেতৃত্ব', বিস্ফোরক দাবি কৃষ্ণনগরের পরাজিত বিজেপি প্রার্থী অমৃতা রায়ের। 

WB News Live Updates: ভোটে হারের পর কেন্দ্র বদল নিয়ে ফের বিস্ফোরক দিলীপ ঘোষ

ভোটে হারের পর কেন্দ্র বদল নিয়ে ফের বিস্ফোরক দিলীপ ঘোষ। 'পরাজয় শুধু একটা আসন বা রাজ্যে হয়নি, গোটা দেশেই হয়েছে'। 'কেন্দ্র ও রাজ্যস্তরে অবশ্যই পর্যালোচনা হওয়া উচিত'। 'জেতা আসন থেকে সরানো হল আমাকে, দেবশ্রী চৌধুরীকে, এটা হারার অন্যতম কারণ'। 'কাঠিবাজি তো হয়েছেই'। 'আমার আসন বদল নিয়ে অগ্নিমিত্রার মনেও প্রশ্ন ছিল'। 'কিছু দালাল লোক পার্টিকে চালাচ্ছে'। 'পশ্চিমবঙ্গে সংগঠন বলে কিছুই ছিল না'। 'নাড্ডাজিকে বলেছিলাম, আমরা ৫টা আসনে জিততে পারি'। 'কেন্দ্র বদল করতে হলে, আগে জানাতে পারতেন'। 'সেজন্যই তো বলছি কাঠিবাজি হয়েছে'। ভোটে হারের পর সরাসরি নেতৃত্বের দিকে আঙুল দিলীপের। 

West Bengal News Live Updates: কোথাও আবাসনের মধ্য়ে অটো-বাইক নিয়ে তৃণমূলের মিছিল, কোথাও মুখ ঢেকে হামলা, লোকসভা ভোটের ফল ঘোষণার পর আবাসনে শুরু দৌরাত্ম্য়

লোকসভা ভোটের ফল ঘোষণার পর আবাসনে শুরু হয়েছে দৌরাত্ম্য়। কোথাও আবাসনের মধ্য়ে অটো-বাইক নিয়ে তৃণমূলের মিছিল। কোথাও মুখ ঢেকে হামলা। চক্রবেড়িয়া রোডের একটি আবাসনে মাঝরাতে ছোড়া হয়েছে একের পর এক কাচের বোতল। সিসিটিভি ক্য়ামেরাতেও ধরা পড়েছে সেই ছবি। আবার, কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে জয়ের পর, উল্টোডাঙার একাধিক অভিজাত আবাসনে, শতাধিক অটো-বাইক নিয়ে মিছিল করে তৃণমূল। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। 

WB News Live Updates: নিউটাউনে রেস্তোরাঁর সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, রেস্তোরাঁর মালিককে মার অভিনেতা ও তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর

নিউটাউনে রেস্তোরাঁর সামনে গাড়ি রাখা নিয়ে বচসা। রেস্তোরাঁর মালিককে মার অভিনেতা ও তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর। সূত্রের খবর, সোহমের শ্যুটিং চলাকালীন রেস্তোরাঁর সামনে অভিনেতা ও শ্যুটিং ইউনিটের গাড়ি রাখা ছিল। রেস্তোরাঁ মালিকের দাবি, একটা পার্কিং খালি করতে বললে, হঠাৎই সোহম চক্রবর্তীর নিরাপত্তারক্ষীরা তাঁর উপর চড়াও হন। এমনকী, সোহম চক্রবর্তীও তাঁকে ঘুষি মারেন বলে অভিযোগ। চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক ও অভিনেতা সোহমের অবশ্য দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গালাগালি করছিলেন বলে, ওই রেস্তোরাঁ মালিককে তিনি তিন-চারটে চড় মেরেছেন। 

West Bengal News Live Updates: এবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে চলেছেন কারা? বাংলা থেকে কারও কপালে কি মন্ত্রিত্বের শিকে ছিঁড়তে পারে?

এবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে চলেছেন কারা? বাংলা থেকে কারও কপালে কি মন্ত্রিত্বের শিকে ছিঁড়তে পারে? বিজেপিকে আসন উপহার দেওয়া উত্তরবঙ্গ কিংবা পূর্ব মেদিনীপুর কি কোনও মন্ত্রী বা প্রতিমন্ত্রী পেতে পারে? তা নিয়ে নানা জল্পনা চলছে রাজনৈতিক মহলে।

WB News Live Updates: ভোটের ফল ঘোষণা হতেই তৃণমূলে পর পর ইস্তফা

ভোটের ফল ঘোষণা হতেই তৃণমূলে পর পর ইস্তফা। শুক্রবার মগড়ার বিডিও অফিসে এসে পদত্যাগপত্র জমা দিলেন চুঁচুড়ার একাধিক পঞ্চায়েতের প্রধান-উপপ্রধানরা। আশানুরূপ ভোটের মার্জিনে দলীয় প্রার্থীকে জেতাতে না পারার কথা বলে, দল ও মেয়রের কাছে পদত্যাগপত্র পাঠালেন কলকাতা পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিজয় উপাধ্যায়। 

West Bengal News Live Updates: শান্তিপুর কলেজের অধ্যাপককে মারধর করার অভিযোগ উঠল টিএমসিপির বিরুদ্ধে

শান্তিপুর কলেজের অধ্যাপককে মারধর করার অভিযোগ উঠল টিএমসিপির বিরুদ্ধে। কলেজের ভিতরেই ঘর থেকে ডেকে বাইরে এনে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ করেছেন আক্রান্ত অধ্যাপক।এদিকে অধ্য়াপকের বিরুদ্ধেই পাল্টা শ্লীলতাহানির অভিযোগ করেছে টিএমসিপি। 

WB News Live Updates: রেশন বণ্টন দুর্নীতি মামলায় ফের ঋতুপর্ণা সেনগুপ্তকে নোটিস পাঠাল ইডি

রেশন বণ্টন দুর্নীতি মামলায় ফের ঋতুপর্ণা সেনগুপ্তকে নোটিস পাঠাল ইডি। ১৯ জুন অভিনেত্রীকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। সবরকমের উত্তর দিতে প্রস্তুত। প্রতিক্রিয়া অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর। 

West Bengal News Live Updates: লোকসভা ভোটের ফল ঘোষণার পর কলকাতার বিভিন্ন আবাসনে শুরু হয়েছে তৃণমূলের দৌরাত্ম্য়

লোকসভা ভোটের ফল ঘোষণার পর আবাসনে শুরু হয়েছে দৌরাত্ম্য়। কোথাও আবাসনের মধ্য়ে অটো-বাইক নিয়ে তৃণমূলের মিছিল। কোথাও মুখ ঢেকে হামলা। চক্রবেড়িয়া রোডের একটি আবাসনে মাঝরাতে ছোড়া হয়েছে একের পর এক কাচের বোতল। সিসিটিভি ক্য়ামেরাতেও ধরা পড়েছে সেই ছবি। আবার, কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে জয়ের পর, উল্টোডাঙার একাধিক অভিজাত আবাসনে, শতাধিক অটো-বাইক নিয়ে মিছিল করে তৃণমূল। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। 

WB News Live Updates: রেস্তোরাঁ মালিককে চড়, ঘুষি মারার অভিযোগ তৃণমূল বিধায়ক অভিনেতা সোহমের বিরুদ্ধে

নিউটাউনে রেস্তোরাঁর সামনে গাড়ি রাখা নিয়ে বচসা। রেস্তোরাঁর মালিককে মার অভিনেতা ও তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর। সূত্রের খবর, সোহমের শ্যুটিং চলাকালীন রেস্তোরাঁর সামনে অভিনেতা ও শ্যুটিং ইউনিটের গাড়ি রাখা ছিল। রেস্তোরাঁ মালিকের দাবি, একটা পার্কিং খালি করতে বললে, হঠাৎই সোহম চক্রবর্তীর নিরাপত্তারক্ষীরা তাঁর উপর চড়াও হন। এমনকী, সোহম চক্রবর্তীও তাঁকে ঘুষি মারেন বলে অভিযোগ। চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক ও অভিনেতা সোহমের অবশ্য দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গালাগালি করছিলেন বলে, ওই রেস্তোরাঁ মালিককে তিনি তিন-চারটে চড় মেরেছেন। 

প্রেক্ষাপট

নিউটাউনের রেস্তোরাঁয় শ্যুটিং চলাকালীন পার্কিং নিয়ে গন্ডগোল। রেস্তোরাঁ মালিককে ঘুষি, লাথি মারার অভিযোগ সোহমের বিরুদ্ধে। চড় মেরেছি, স্বীকার তৃণমূল বিধায়ক তথা অভিনেতার।


লোকসভায় জয়ের পরেই ভবানীপুরের চক্রবেড়িয়ায় ইন্দ্রপ্রস্থ আবাসনের ভিতরে গভীর রাতে ছোড়া হল পরপর কাচের বোতল। চরম আতঙ্কে বাসিন্দারা।


উল্টোডাঙায় আবাসনের ভিতরে অটো-বাইক মিছিল তৃণমূলের। সান সিটি, মার্লিন, নর্দার্ন হাইটের মতো অভিজাত আবাসনে উঠল খেলা হবে স্লোগান।


আসন বদল নিয়ে ফের বিস্ফোরক দিলীপ ঘোষ। 


এবার বিস্ফোরক কৃষ্ণনগরের পরাজিত বিজেপি প্রার্থী।


ভোটে হারের পর সংগঠনের নেতাদের ওপর ক্ষোভ তৃণমূলের পরাজিত প্রার্থীদের। 


রাজ্যে সবুজ ঝড়ের মধ্যেও কাঁথি-মালদায় হার। রামনগর-চণ্ডীপুরে পিছিয়ে পড়ার পোস্টমর্টেম চান উত্তম বারিক। কেন বহিরাগত প্রার্থী, মৌসমের নিশানায় মালদা জেলা নেতৃত্ব। 


বাংলাদেশের সাংসদ খুনে বনগাঁ সীমান্ত থেকে সিআইডির হাতে গ্রেফতার অন্যতম চক্রী। বিহার হয়ে নেপাল পালায় অভিযুক্ত। গোটা পরিকল্পনা করে সিয়াম হোসেন, সিআইডি সূত্রে খবর। 


কোথাও সংক্ষিপ্ত রুট, কোথাও দেরিতে চলছে ট্রেন। সম্প্রসারণের জন্য বন্ধ শিয়ালদার ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম। একাধিক শাখায় ব্যাহত রেল পরিষেবা। দিনভর ভোগান্তি রেল যাত্রীদের। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.