West Bengal News Live Updates: বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে শ্যুটআউট, মাথায় গুলির ক্ষত, নিহত যুবক তৃণমূলকর্মী, দাবি স্থানীয়দের

WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন একনজরে।

ABP Ananda Last Updated: 02 Apr 2025 03:13 PM

প্রেক্ষাপট

ঢোলাহাটে বিস্ফোরণে মৃত্যুমিছিল। বাজির আড়ালে বোমার কারবার? ঘটনাস্থলের পাশে মিলল খড় দিয়ে ঢাকা বস্তা। শুধু ট্রেড লাইসেন্স নিয়েই ঢোলাহাটে বাড়ির মধ্যে বাজির গুদাম। পাশেই জোড়া কারখানা। ২ বছর আগেও বেআইনি বাজিকাণ্ডে গ্রেফতার।...More

West Bengal News Live: ঢোলাহাটে বাজি বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত ব্যবসায়ী চন্দ্রকান্ত বণিক গ্রেফতার

ঢোলাহাটে বাজি বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত ব্যবসায়ী চন্দ্রকান্ত বণিক গ্রেফতার। সুরক্ষাকে শিকেয় তুলে ঘরের মধ্যে মিলেছে বিপুল বাজির সম্ভার!  দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটে বিস্ফোরণকাণ্ডে ব্যবসায়ী পরিবার ও প্রশাসন, দু'পক্ষেরই চরম গাফিলতি সামনে। পুলিশ সূত্রে খবর, বাসন্তী পুজোর জন্য প্রচুর বাজির বরাত পেয়েছিল বণিক পরিবার। অর্ডার মতো সেই সব বাজি তৈরির কাজও শেষ হয়েছিল। পুলিশ সূত্রে খবর, বাড়ির চারটি ঘরের তিনটিতেই তৈরি হয়ে যাওয়া বাজি মজুত করা হয়েছিল। এমনকি তার মধ্যে প্রচুর শব্দবাজিও ছিল। বাড়ির অদূরেই রয়েছে ১০ ফুট বাই ১২ ফুটের কারখানা। জায়গা না কুলনোয়, অর্ডারের বিপুল বাজি ঘরের ভিতরে মজুত করেছিল বণিক পরিবার, খবর পুলিশসূত্রে। উঠছে নজরদারি নিয়ে প্রশ্ন, পুলিশের নাকের ডগায় এই কারবার রমরমিয়ে চলল কী করে! এলাকায় একটা বাড়ির ভিতরে অসচেতনভাবে এত বাজি মজুত হল, কেউ টের পেল না?