West Bengal News Live Updates: অল্পের জন্য ভয়ঙ্কর দুর্ঘটনার হাত থেকে বাঁচল ডাউন সেকেন্দ্রাবাদ শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবরের আপডেট এবার এক ক্লিকে।
আর জি কর-কাণ্ডের ৩ মাস পার। বিচারের দাবিতে আজ ফের পথে নামছে জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফে মেডিক্যাল কলেজগুলিতে দ্রোহের গ্যালারি তৈরির ডাক। কলেজ স্ট্রিটে শুরু হচ্ছে জুনিয়র চিকিৎসকদের মিছিল। মিছিল যাবে ধর্মতলা পর্যন্ত। প্রায় ১০০টি মঞ্চ মিলে তৈরি করেছে অভয়া মঞ্চ। সেই মঞ্চের আজ জনতার চার্জশিট কর্মসূচি।
আবাস যোজনার তালিকায় নাম উঠেছে কি না, দেখানোর নামে মহিলাকে 'ধর্ষণ-খুন'। অভিযোগ, ক্যানিংয়ের এক লজে ডেকে নিয়ে গিয়ে মহিলাকে ধর্ষণ-খুন করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ক্যানিংয়ের বাসিন্দা মহসিন মোল্লা ওই মহিলার সঙ্গে লজে উঠেছিলেন। অভিযুক্ত মহসিন মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। লজে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মহিলা অসুস্থ হয়ে পড়েন বলে পুলিশ সূত্রে খবর। লজের কর্মীদের সাহায্য়ে মহিলাকে ক্যানিং বাজারে এক চিকিৎসকের চেম্বারে যায় মহসিন চিকিৎসক জানান মহিলার মৃত্যু হয়েছে। এরপরেই সকলের নজর এড়িয়ে মহিলাকে সেখানেই ফেলে পালায় তাঁর সঙ্গী।
আর জি কর-কাণ্ডের ৩ মাস পার। বিচারের দাবিতে আজ ফের পথে নামছে জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফে মেডিক্যাল কলেজগুলিতে দ্রোহের গ্যালারি তৈরির ডাক। এসএসকেএম চত্বরে রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন তৈরি করেছে দ্রোহের গ্যালারি। গত তিনমাস আন্দোলনের গতিপ্রকৃতি সংক্রান্ত ছবি, পোস্টার দিয়ে সাজানো হয়েছে প্রদর্শনী। জুনিয়র ডক্টর্স ফ্রন্টের দাবি আন্দোলন থেকে তাঁরা যে সরে আসেননি সেকথা বোঝাতেই এই দ্রোহের গ্যালারি।
সাতসকালে মালদায় মর্মান্তিক পথ দুর্ঘটনা। প্রাতর্ভ্রমণে বেরিয়ে মর্মান্তিক মৃত্যু তিনজনের। পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু। গাড়ি উল্টে গুরুতর আহত পিকআপ ভ্যানের চালক। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার ৩১ নম্বর জাতীয় সড়কে।
মর্মান্তিক মৃত্যুর সাক্ষী থাকলো শহর বনগাঁ। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল ২ যুবকের। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বনগাঁ থেকে পেট্রাপোলগামী ট্রাকের চাকার নীচে চাপা পড়ে মৃত্যু। ঘটনাস্থলে মৃত্যু হয় এক যুবকের। অন্যজনকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
সকালে ট্যাংরায় দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ক্যুরিয়ার ভ্যানের ধাক্কা পরপর ৫টি গাড়িতে। ধাক্কা মেরে একটি বাইকের উপর চড়ে লাইটপোস্টে ধাক্কা ভ্যানের। ট্রাফিক পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের।
রেল দুর্ঘটনার তদন্তে নতুন তথ্য। ট্রেনের গতি কম থাকায় বেঁচে গেল সেকেন্দ্রবাদ শালিমার সুপারফাস্টের ২টি যাত্রীবাহী কামরা। ইঞ্জিন এক লাইনে, ট্রেনের ৪টি কামরা অন্য লাইনে। নলপুরে ইঞ্জিন, পার্সেল ভ্যান পয়েন্ট পেরোতেই লাইন পরিবর্তন। বেলাইন ডাউন সেকেন্দ্রাবাদ শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস। যান্ত্রিক ত্রুটি নাকি কারও গাফিলতি? তদন্তে রেল।
'আজ ওয়ার্নিং হল, পরের দিন ছেড়ে কথা হবে না', দিনহাটায় হাসপাতালে ঢুকে ডাক্তারদের হুঁশিয়ারি তৃণমূল নেতৃত্বের। আউটডোরে দেরিতে আসছেন, ঠিক মতো দেখছেন না রোগীদের, অভিযোগ তুলে দিনহাটা মহকুমা হাসপাতালের দুই ডাক্তারকে হুঁশিয়ারি। ব্লক সভাপতি ও পুরসভার ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে হাসপাতালে চড়াও তৃণমূল।
রেল দুর্ঘটনার তদন্তে নতুন তথ্য। ইঞ্জিন এক লাইনে, ট্রেনের ৪টি কামরা অন্য লাইনে। নলপুরে ইঞ্জিন, পার্সেল ভ্যান পয়েন্ট পেরোতেই লাইন পরিবর্তন। বেলাইন ডাউন সেকেন্দ্রাবাদ শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস। দুর্ঘটনার আগে ডাউন মেন লাইন দিয়ে আসছিল ছিল ট্রেন, খবর সূত্রের। ২৬ বি নম্বর পয়েন্টের কাছে এসে দিক পরিবর্তন করে ট্রেন, খবর সূত্রের। ডাউন মেন লাইন দিয়ে চলতে শুরু করে ইঞ্জিন ও পার্সেল ভ্যান, খবর সূত্রের। পিছনের ৪টি কামরা চলতে শুরু করে মেন লাইনের পাশে মিডল লাইন দিয়ে, খবর সূত্রের। প্রায় ২৫০ মিটার পর্যন্ত এভাবেই চলে সেকেন্দ্রাবাদ শালিমার সুপারফাস্ট। তারপর লাইনচ্যুত হয় এক্সপ্রেস ট্রেন, খবর সূত্রের। ওই ২৬ বি পয়েন্ট থেকে কেন ইঞ্জিন ও ৪টি কামরা আলাদা লাইনে চলতে শুরু করে?
যান্ত্রিক ত্রুটি নাকি কারও গাফিলতি? তদন্তে রেল।
এবার কলকাতাতেও ডেঙ্গির থাবা। জোড়াবাগানে ডেঙ্গিতে মৃত্যু যুবকের। গতকাল রাতে জ্বর নিয়ে ভর্তি করা হয় আর জি কর মেডিক্যালে। গভীর রাতে মৃত্যু, ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ। মৃতের নাম বিট্টু সিংহ, বয়স ৩৬।
উস্তিতে বিজেপি নেতার মৃ্ত্যুরহস্য ঘনীভূত। বিজেপির কার্যালয়ের দু'দিকের দরজায় লাগানো ছিল মোট ৩টি তালা। কোনও তালারই চাবি পাওয়া যাচ্ছে না, খবর পুলিশ সূত্রে। বিজেপি নেতাকে খুন করে তালা লাগিয়ে পালায় দুষ্কৃতী, অনুমান পুলিশের। মৃতের মোবাইল ফোন নিখোঁজ। নিহতর শরীরে মিলেছে বেশ কিছু আঘাতের চিহ্ন। খুনের কিনারায় ফরেন্সিক ও ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছে পুলিশ।
'পোশাক খুলে নাচতে চাপ, রাজি না হওয়ায় শিল্পীদের আটকে রেখে মারধর'! বিস্ফোরক অভিযোগ নন্দকুমারের একটি ক্লাবের পুজো উদ্যোক্তাদের বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ গিয়ে শিল্পীদের উদ্ধার করে। পুজো উপলক্ষ্যে জলসার আয়োজন করে নন্দকুমারের সোনার বাংলা ক্লাব। ক্লাব উদ্যোক্তাদের বিরুদ্ধেই শিল্পীদের হেনস্থার অভিযোগ। দুই ক্লাব সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
দলের নেতাকে তুলে নিয়ে গিয়ে খুন করেছে তৃণমূল, অভিযোগ বিজেপির রাজ্য সভাপতির। 'নৃশংস খুনের আগে পৃথ্বীরাজের উপর অকথ্য নির্যাতন চালানো হয়েছে'। 'পরিবার সাহায্য চাইলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের চাটুকার পুলিশ করেনি'। 'মুখ্যমন্ত্রী বিজেপিকে কতটা ভয় পাচ্ছেন, তা ফের প্রমাণ করল', সোশাল মিডিয়ায় পোস্ট বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।
পশ্চিম বর্ধমানের কাঁকসায় রাজ্য়ের আবাস তালিকায় উঠল রেশন ডিলারের নাম, যা ঘিরে শোরগোল পড়ে গেছে জেলায়। যাচাইয়ের পর নাম বাদ যাবে বলে জানিয়েছেন পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার। অন্য়দিকে, আবাস যোজনায় দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগে পুরুলিয়ায় রাজ্য় সড়ক অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা।
নাম ৫ বার রয়েছে তালিকায়। অথচ উপভোক্তার দেখা মেলেনি। কাটোয়ায় আবাস তালিকায় ভূতুড়ে নাম নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ভুয়ো নামের আড়ালে আবাস-দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। সরকারি কর্মীদের ঘাড়ে দায় চাপিয়েছে শাসকদল। মানতে নারাজ বিডিও।
দুর্ঘটনার পরেই হাওড়া থকেে দক্ষিণ পূর্ব শাখায় ট্রেন চলাচল বন্ধ। দাঁড়িয়ে আছে একের পর এক ট্রেন। সকালে ছাড়ার কথা থাকলেও, ছাড়েনি বন্দে ভারত এক্সপ্রেস। একই ছবি খড়গপুরেও।
'ওরা আমায় বাঁচতে দেবে না', ফোনে এই কথা বলার কিছুক্ষণের মধ্য়েই কালনা স্টেশনের পাশে রেল লাইন থেকে উদ্ধার দ্বাদশ শ্রেণির ছাত্রীর রক্তাক্ত দেহ। বাড়ি পূর্ব বর্ধমানের ধাত্রীগ্রামে। টিউশন পড়ার জন্য় মায়ের সঙ্গে কালনায় এসেছিল ওই ছাত্রী। মায়ের দাবি, ছুটির সময় হঠাৎ মেয়ের ফোন থেকে ফোন আসে তাঁর কাছে। ওরা আমাকে বাঁচতে দেবে না বলেই ফোন কেটে দেয় মেয়ে, দাবি পরিবারের। এরপরই কালনা থানার দ্বারস্থ হয় পরিবার। ময়নাতদন্তের জন্য় পাঠানো হয়েছে ছাত্রীর দেহ।
অল্পের জন্য ভয়ঙ্কর দুর্ঘটনার হাত থেকে বাঁচল ডাউন সেকেন্দ্রাবাদ শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস। এক নম্বর লাইন থেকে আচমকা দু'নম্বর লাইনে চলে গেল ট্রেনের ইঞ্জিন। লাইনচ্যুত ট্রেনের ৩টি বগি। ট্রেনের গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা। কী করে আচমকা অন্য লাইনে চলে গেল চলন্ত ট্রেনের ইঞ্জিন? দক্ষিণ-পূর্ব রেলের নলপুর স্টেশনের কাছে লাইনচ্য়ুত এক্সপ্রেস ট্রেন। দুর্ঘটনার জেরে হাওড়া দক্ষিণ-পূর্ব শাখায় ট্রেন চলাচল ব্যাহত। বারবার দুর্ঘটনা, কোথায় নজরদারি? দুর্ঘটনার পরেই উঠছে প্রশ্ন।
সিতাই উপনির্বাচনে এবার তৃণমূল সাংসদের সার্জারির দাওয়াই! 'হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, কবিরাজি করবেন, না হলে কাঁচি চালাবেন'। 'বলটা যেন গোলপোস্টেই যায়, তার জন্য যা করার করতে হবে' সিতাইয়ের উপনির্বাচনের প্রচারে হুঙ্কার জগদীশ বর্মা বসুনিয়ার।
বর্ধমান মেডিক্যাল কলেজের ১০ সাসপেন্ডেড পড়ুয়াকে ক্লাস করার অনুমতি। সাসপেন্ডেড ছাত্র-ছাত্রীকে ক্লাস করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। গত ১১ অক্টোবর র্যাগিংয়ের অভিযোগে ১০ জনকে সাসপেন্ড করে কলেজ কাউন্সিল। ক্লাস এবং হস্টেলে ঢোকায় নিষেধাজ্ঞা জারি হয়। সাসপেন্ডেড পড়ুয়ারা ক্লাস করতে পারবেন, তবে এখনই হস্টেলে ঢুকতে পারবেন না, নির্দেশ হাইকোর্টের। বিচারাধীন বিষয়ে কোনও মন্তব্য নয়, জানালেন বর্ধমান মেডিক্যালের অধ্যক্ষ।
কোভিডের ধাক্কায় কমেছে বেসরকারি বাসের সংখ্যা। এবার দোসর ১৫ বছরের পুরনো বাস বন্ধের হাইকোর্টের নির্দেশ। জোড়া ফলায় এবার কলকাতার রাস্তায় তৈরি হতে চলেছে বাসের সঙ্কট। এই পরিস্থিতিতে ১৫ বছরের পুরনো বাস বন্ধের নির্দেশের বিরুদ্ধে এবার হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে একাধিক বাস মালিক সংগঠন।
লোকসভা ভোটে ব্যারাকপুরে পার্থ-অর্জুন দ্বৈরথের ছায়াযুদ্ধ যেন নৈহাটি বিধানসভা উপনির্বাচনে। নিজে প্রার্থী না হলেও, বিজেপি প্রার্থীর হয়ে প্রচারযুদ্ধে অবতীর্ণ হয়েছেন অর্জুন সিংহ। পার্থ ভৌমিকের ছেড়ে যাওয়া নৈহাটি আসনটিকেই যেন ব্যারাকপুরে হারের বদলাপুরে বদলে ফেলতে চান তিনি।
ফের লাইনচ্য়ুত যাত্রীবাহী ট্রেন। দক্ষিণ পূর্ব রেলের নলপুর স্টেশনের কাছে লাইনচ্য়ুত ডাউন শালিমার সেকেন্দ্রাবাদ সাপ্তাহিক এক্সপ্রেস। আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ শালিমাার স্টেশনের দিকে যাওয়ার সময় ঘটে এই ঘটনা। সূত্রের খবর, এক নম্বর লাইন থেকে আচমকা দু'নম্বর লাইনে চলে আসে ট্রেনটি। লাইনচ্য়ুত হয় ট্রেনের তিনটি বগি। ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। ঘটনার জেরে ট্রেন চলাচল ব্য়হত হয়েছে হাওড়ার দক্ষিণ পূর্ব শাখায়। তদন্ত শুরু করেছে দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ।
আর জি কর আবহেই ফের রাজ্যে ধর্ষণ করে খুনের অভিযোগ। ক্যানিংয়ের এক লজে মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ তাঁর সঙ্গীর বিরুদ্ধে। লজ থেকে উদ্ধার মহিলার মৃতদেহ। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ক্যানিংয়ের বাসিন্দা মহসিন মোল্লা তাঁর পরিচিত ওই মহিলার সঙ্গে শুক্রবার দুপুরে লজে উঠেছিলেন। কিছুক্ষণের মধ্যেই মহিলা অসুস্থ হয়ে পড়েন। লজের কর্মীদের সাহায্য়ে মহিলাকে ক্যানিং বাজারে এক চিকিৎসকের চেম্বারে যায় মহসিন। চিকিৎসক জানান মহিলার মৃত্যু হয়েছে। এরপরেই সকলের নজর এড়িয়ে মহিলাকে সেখানেই ফেলে পালায় তাঁর সঙ্গী। তদন্ত শুরু করেছে পুলিশ। খোঁজ চলছে মহসিন মোল্লার। লজের ঘরটিকে সিল করা হয়েছে। মহিলার দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ।
দলীয় কার্যালয়ের ভিতর থেকে বিজেপি নেতার রক্তাক্ত দেহ উদ্ধার। দক্ষিণ ২৪ পরগনার উস্তিতে চাঞ্চল্য। নিহত পৃথ্বীরাজ নস্কর মথুরাপুর সাংগঠনিক জেলার মিডিয়া সেলের আহ্বায়ক ছিলেন। গত ৪ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন ওই বিজেপি নেতা। গত ৭ তারিখ উস্তি থানায় নিখোঁজ ডায়েরি করেন পরিবারের লোক। রাতে বিজেপি কার্যালয়ের তালা ভেঙে দেহ উদ্ধার করেছে পুলিশ। দেহ উদ্ধার করে ডায়মন্ড হারবার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আজ দেহের ময়নাতদন্ত হবে।
বীরভূমে দলের কোর কমিটি থাকা উচিত। সূত্রের দাবি, বৃহস্পতিবার ব্যক্তিগত আলাপচারিতায় এই কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর শুক্রবার জেলা নেতৃত্বের তরফে জানানো হল, ১৬ তারিখ হবে কোর কমিটির বৈঠক। তাহলে কি অভিষেকের বার্তার পরই ডাকা হল বৈঠক? একা অনুব্রতর উপর আস্থা কমছে দলের? চলছে জোর চর্চা।
প্রেক্ষাপট
ক্যানিংয়ে লজ থেকে মহিলার মৃতদেহ উদ্ধার। ধর্ষণ করে খুনের অভিযোগ পরিবারের। পলাতক সঙ্গীর খোঁজে পুলিশের তল্লাশি।
আর জি কর-কাণ্ডের ৩ মাস পার। বিচারের দাবিতে আজ ফের পথে জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা মিছিল। জনতার চার্জশিট কর্মসূচি অভয়া মঞ্চের।
বর্ধমান মেডিক্যালে র্যাগিংয়ের অভিযোগে সাসপেন্ড ১০পড়ুয়াকে ক্লাস করার অনুমতি হাইকোর্টের। এখনই ঢুকতে পারবেন না হস্টেলে। বিচারাধীন বিষয়ে মন্তব্য নয়, জানালেন অধ্যক্ষ।
ঝাড়গ্রামে চিকিৎসকের মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য। শরীরে কিছু ঢোকানোর জেরে মাল্টি অর্গান ফেলিওর হয়ে মৃত্যু। উল্লেখ ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে।
রেশন ডিলারের দোতলা পাকা বাড়ি, তাও আবাস প্রকল্পে নাম! বঞ্চনা-ক্ষোভের মধ্যেই কাঁকসার ঘটনায় তোলপাড়। এজন্যেই সমীক্ষা, আশ্বাস পঞ্চায়েতমন্ত্রীর।
কাটোয়ায় আবাসে একই নাম ৫ জায়গায়! সমীক্ষায় খোঁজই মিলল না উপভোক্তার। দুর্নীতির অভিযোগ বিজেপির। সরকারি কর্মীদের ঘাড়ে দায় চাপাল তৃণমূল। মানতে নারাজ বিডিও।
যোগ্যকে বঞ্চনা, অযোগ্যকে পাকা ঘর। পুরুলিয়াতেও আবাস বিক্ষোভ। বাঘমুণ্ডি-ঝালদা রাজ্য সড়ক অবরোধ।
পটাশপুরে আবাসে বেফাঁস তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি।
রেখা পাত্রকে নিয়ে ফিরহাদের মন্তব্যে বিতর্ক। কমিশনে নালিশ বিজেপির। পুর-নগরোন্নয়নমন্ত্রীকে সেন্সরের দাবি।
কোনও মহিলাকে বলিনি, বিজেপিকে বলেছি। বিতর্কিত মন্তব্য নিয়ে এবার সাফাই ফিরহাদের।
সিতাই উপনির্বাচনে এবার তৃণমূল সাংসদের সার্জারির দাওয়াই!
উপনির্বাচনের আগে হুঙ্কার সুকান্তর।
নাম না করে অস্ত্র তুলে নেওয়ার হুঁশিয়ারি বাঁকুড়ার বিজেপি বিধায়কের।
কমিশন-বিজেপি আঁতাঁতের অভিযোগ তুলে হুঁশিয়ারি তৃণমূল সাংসদের।
কেষ্টর প্রত্যাবর্তনেও বীরভূমে কাজল-সহ কোর কমিটিতেই আস্থা অভিষেকের। মমতার নির্দেশে অনুব্রতর উপস্থিতিতেই দলীয় কার্যালয়ে ১৬ নভেম্বর বৈঠক।
যত বেশি লিড, তত বেশি উন্নয়ন। হাড়োয়ায় উপনির্বাচনের প্রচারে মন্তব্য জেলা পরিষদের সভাধিপতির।
পাঁশকুড়ার বসন্তবাড় সমবায় সমিতির ভোটে জয় তৃণমূলের। বিজেপির ভোটার স্লিপ কাড়ার অভিযোগে তুলকালাম। দুই দলের সমর্থকদের হাতাহাতি-সংঘর্ষ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -