WB News Live Updates: রাজ্যে কমল করোনা সংক্রমণ, ১ দিনে নতুন করে আক্রান্ত ৫৮৩

West Bengal News Live Update: গৃহলক্ষ্মী প্রকল্প ঘোষণার পরদিনই তিনদিনের গোয়া সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

abp ananda Last Updated: 12 Dec 2021 10:09 PM

প্রেক্ষাপট

সন্দীপ সরকার, ঝিলম করঞ্জাই, কলকাতা: রাজ্যে (West Bengal) আরও একজন সন্দেহভাজন ওমিক্রন (Omicron) আক্রান্তের হদিশ মিলল। বাংলাদেশ ফেরত ওই ব্যক্তি ভর্তি আছেন বেলেঘাটা আইডি-তে (Beleghata ID Hospital)। ৩০ ছাড়াল ভারতে...More

WB News Live Updates: দু-সপ্তাহে কলকাতায় করোনা সংক্রমণের হার ৫.৩৮ শতাংশ

দু-সপ্তাহে কলকাতায় করোনা সংক্রমণের হার ৫ দশমিক তিন আট শতাংশ। কেন্দ্রের এই তথ্য নিয়েই তুঙ্গে তরজা। পর্যাপ্ত টেস্ট হচ্ছে না বলেই এই অবস্থা। মন্তব্য বিশেষজ্ঞদের একাংশের। কলকাতা ভাল অবস্থায় থাকলেও, তা অন্যভাবে দেখানো হচ্ছে। অভিযোগ রাজ্যের শাসকদলের।