WB News Live : সম্ভবত আজই বিজেপিতে যোগ দিচ্ছেন তাপস রায়
West Bengal News Live - জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর।
আজই বিজেপিতে তাপস রায়। জলদস্যুদের পাশে সরকার! তৃণমূলকে নিশানা পদত্যাগী বিধায়কের।
ভোটের মুখে অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের বেতন বৃদ্ধি। বেতন বাড়ল সাড়ে ৭০০ টাকা। সহযোগীদের বাড়ল ৫০০ টাকা। ঘোষণা মুখ্যমন্ত্রীর। এপ্রিল থেকে কার্যকর।
সন্দেশখালিকাণ্ড নিয়ে প্রধানমন্ত্রীর তীব্র আক্রমণের জবাব তৃণমূলের। প্রধানমন্ত্রীকে তিন প্রশ্ন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েনের। দেশে কেন প্রত্যেক ঘণ্টায় মহিলাদের উপর আক্রমণের ৫১টি মামলা দায়ের হয়? লোকসভায় কেন বিজেপির মাত্র ১৩ শতাংশ মহিলা প্রতিনিধি? বিজেপির ১৯৫ জনের প্রার্থীতালিকায় কেন মাত্র ১৪ শতাংশ মহিলা? মহিলা কুস্তিগীরদের যৌন নির্যাতনে অভিযুক্ত বিজেপি সাংসদের কেন শাস্তি হয় না? সোশাল মিডিয়ায় পোস্ট তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েনের।
সম্ভবত আজই বিজেপিতে যোগ দিচ্ছেন তাপস রায়, সুকান্ত, শুভেন্দুর উপস্থিতিতে বিজেপিতে যোগ দেবেন তৃণমূল ত্যাগী তাপস।
৪০ বছরে ২৮ কিমি মেট্রো রেল চলেছে। কিন্তু বিজেপি জমানায় গত ১০ বছরে আরও ৩১ কিমি মেট্রো সম্প্রসারণ হয়েছে। বাংলার পরিকাঠামো উন্নয়ন হয়েছে বিজেপি আমলেই। বারাসতের সভায় দাবি প্রধানমন্ত্রীর।
কেন্দ্রীয় সরকার মহিলাদের সাহায্যে প্রকল্প করছে। কিন্তু ইন্ডিয়া জোটের সরকার তাদের রাজ্যে চালু হতে দেয়নি। ইন্ডিয়া জোটকে আক্রমণ করে হারানোর ডাক মোদির।
কলকাতার মুকুটে জুড়ল নতুন পালক। গঙ্গাগর্ভে ইতিহাস গড়ল কলকাতা মেট্রো। দেশের মধ্যে প্রথমবার জলের নীচে মেট্রো টানেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। আজ থেকে ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত রুটের উদ্বোধন হল। সেই সঙ্গে আরও দুটি মেট্রো প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী। উদ্বোধনের পর মেট্রোয় প্রধানমন্ত্রীর সফর সঙ্গী ছিল পড়ুয়ারা।
কলকাতার মুকুটে জুড়ল নতুন পালক। গঙ্গাগর্ভে ইতিহাস গড়ল কলকাতা মেট্রো। দেশের মধ্যে প্রথমবার জলের নীচে মেট্রো টানেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। আজ থেকে ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত রুটের উদ্বোধন হল। সেই সঙ্গে আরও দুটি মেট্রো প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী। উদ্বোধনের পর মেট্রোয় প্রধানমন্ত্রীর সফর সঙ্গী ছিল পড়ুয়ারা।
ভোটের মুখে অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের বেতন বৃদ্ধি। বেতন বাড়ল সাড়ে ৭০০ টাকা। সহযোগীদের বাড়ল ৫০০ টাকা। ঘোষণা মুখ্যমন্ত্রীর। এপ্রিল থেকে কার্যকর।
মার্চের প্রথম সপ্তাহেই বঙ্গে তৃতীয় সভা প্রধানমন্ত্রীর। আরামবাগ, কৃষ্ণনগরের পর আজ বারাসাতে সভা করবেন মোদি। বিজেপির মহিলা মোর্চার নারী শক্তি বন্দনা অনুষ্ঠানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী
শেখ শাহজাহান মামলায় ফের হাইকোর্টের দ্বারস্থ ইডি।প্রধান বিচারপতি না থাকায় বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ ইডি। মামলা দায়েরের অনুমতি, জরুরি ভিত্তিতে শুনানির সম্ভাবনা। হাইকোর্টের ডেডলাইনের পরেও গতকাল খালি হাতে ফিরতে হয় সিবিআইকে। শেখ শাহজাহানকে সিবিআইকে হস্তান্তর করেনি সিআইডি। মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন, সিবিআইকে যুক্তি দেয় সিআইডি, এমনটাই সূত্রের দাবি।
বারাসাতে প্রধানমন্ত্রীর সভার আগের রাতে এক মহিলার বাড়িতে হানা দিয়ে থানায় তলব করার অভিযোগ উঠেছে। অভিযোগ, প্রধানমন্ত্রীর সাক্ষাৎপ্রার্থী এক মহিলার বাড়িতে গিয়ে নোটিস ধরানো হয়। ১৯ ফেব্রুয়ারি দায়ের হওয়া একটি মামলার প্রেক্ষিতে আজ সকাল ১০টায় ওই মহিলাকে সন্দেশখালি থানায় হাজিরা দিতে বলে পুলিশ। বয়ান রেকর্ড করার সময় নিয়ে প্রশ্ন তুলেছেন ওই মহিলা।পুলিশের নোটিস অগ্রাহ্য করেই তিনি যাচ্ছেন প্রধানমন্ত্রীর সভায়।তৃণমূলের হাতে কীভাবে অত্যাচারিত হয়েছেন, তা প্রধানমন্ত্রীকে জানাবেন বলে জানিয়েছেন সন্দেশখালির মহিলারা।
কলকাতার মুকুটে জুড়ল নতুন পালক। মাথার উপরে গঙ্গা, নীচ দিয়ে ছুটবে মেট্রো। Esplanade থেকে হাওড়া ময়দান পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবা এবং তারাতলা থেকে মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারিত রুটের উদ্বোধন কলেন প্রধানমন্ত্রী। এদিকে, ভবিষ্য়তে হোয়াটসঅ্য়াপ টিকিট চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মেট্রো রেলের সিপিআরও।
শেখ শাহজাহানের প্রায় ১৩ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে ভেড়ি, কলকাতায় জমি সহ ১৪টি সম্পত্তি বাজেয়াপ্ত করা হল। শেখ শাহজাহানের ২টি ব্যাঙ্ক অ্যাকাউন্টও বাজেয়াপ্ত করল ইডি।
আন্তর্জাতিক নারী দিবসের আগে, বৃহস্পতিবার কলকাতায় মিছিল করবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সেদিনই সন্দেশখালি ইস্য়ুতে পাল্টা কর্মসূচি ঘোষণা করল বিজেপি। ৭ মার্চ তৃণমূলনেত্রীর মিছিলের দিন সন্দেশখালি যাবেন লকেট চট্টোপাধ্য়ায়, অগ্নিমিত্রা পাল, ফালগুনি পাত্ররা। যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল।
মাসদুয়েক ধরে অশান্ত সন্দেশখালি। শেখ শাহজাহান ও তাঁর বাহিনীর বিরুদ্ধে সেখানে বারবার নারী নির্যাতন, ধর্ষণ, শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এই আবহে আজ বারাসাতে প্রধানমন্ত্রীর সভায় সন্দেশখালির মহিলাদের নিয়ে যাওয়ার উদ্য়োগ নিয়েছে বিজেপি।
২০১৯-এর লোকসভা ভোটে বিজেপির জয়ের পর সন্ত্রাসের অভিযোগ তুলে, সেই পরিস্থিতি যাতে আর ফিরে না আসে, সেই দাবিতে সই সংগ্রহ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দেওয়ার কাজ শুরু করলেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। যদিও, স্থানীয় তৃণমূল নেতাদের একাংশ এর বিরোধিতা করে দুই বিধায়কের শাস্তির দাবি জানিয়েছেন।
ভোটদানে তরুণদের অংশগ্রহণ বাড়াতে এবং ভোটদানের গুরুত্ব বোঝাতে উদ্যোগ। দেশজুড়ে শুরু হয়েছে বিশেষ কর্মসূচি। নাম, ‘মেরা পহেলা ভোট দেশ কে লিয়ে’। এই সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করেছেন কেন্দ্রীয় তথ্য় সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। পরে সেটি শেয়ার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে, এবার এনফোর্সমেন্ট এজেন্সির সাহায্য নিচ্ছে নির্বাচন কমিশন। যার মধ্যে রয়েছে ইডি-ও। বিএসএফ, এসএসবি, ডিআরআই সহ সমস্ত এনফোর্সমেন্ট এজেন্সি একযোগে কাজ করবে বলে জানিয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার।
প্রেক্ষাপট
কলকাতা : হাইকোর্টের ( Calcutta High Court ) বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়েই বিজেপিতে যোগ দেওয়ার ঘোষণা অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের ( Abhijit Gangopadhyay )। বললেন, 'ভিতরে ভিতরে ভাঙছে তৃণমূল। ছাব্বিশ পর্যন্ত টিকবে না'। নাম না করে অভিষেককে ( Abhishek Banerjee ) তালপাতার সেপাই বলে কটাক্ষ করেন তিনি। অন্যদিকে, ইডি আধিকারিকদের ওপর হামলাকাণ্ডে সিট খারিজ। ন্যাজাট-বনগাঁ থানার তিনটি মামলার তদন্ত নথি ও শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে নির্দেশ হাইকোর্টের।
মঙ্গলবার সন্ধেবেলা শহরে পৌছলেন প্রধানমন্ত্রী। বুধবার তাঁর হাত ধরে গঙ্গার নীচে মেট্রো পেতে চলছে কলকাতাবাসী। তিন মেট্রো প্রকল্প ছাড়াও একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি। সরকারি প্রকল্পের উদ্বোধনের পরেই বারাসাত রওনা দেবেন প্রধানমন্ত্রী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -