West Bengal News LIVE Updates: 'বাংলার জন্য টাকা পাঠান মোদি, কিন্তু সেই টাকায় দুর্নীতি হয়', বঙ্গ সফরে এসে সুর চড়ালেন শাহ
West Bengal LIVE News Updates: এ রাজ্যের গুরুত্বপূর্ণ সব খবরের আপডেট দেখুন...
পেট্রাপোলে জোড়া সরকারি অনুষ্ঠান সেরে ফের নিউটাউনের হোটেলে অমিত শাহ। অমিত শাহের সঙ্গে দেখা করতে এলেন মিঠুন চক্রবর্তী। হোটেল থেকে ইজেডসিসি-তে দলীয় কর্মসূচিতে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
যাঁদের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ উঠেছে, সেই জুনিয়র চিকিৎসকরাই এবার তৈরি করলেন নতুন সংগঠন। তাঁদেরও দাবি, তাঁরাও থ্রেট কালচারের শিকার। যাঁদের বিরুদ্ধে আবার সরব হয়েছেন আন্দোলনকারীরা।
বঙ্গ সফরে এসে সুর চড়ালেন অমিত শাহ। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'বাংলার উন্নয়নে বদ্ধপরিকর মোদি। বাংলার জন্য টাকা পাঠান মোদি, কিন্তু সেই টাকায় দুর্নীতি হয়। ইউপিএ আমলের থেকে এনডিএ আমলে বাংলাকে বেশি টাকা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় প্রকল্পের টাকা মানুষের কাছে পৌঁছয় না, তৃণমূল নেতাদের পকেটে যায়'।
বাংলায় পরিবর্তন হলেই অনুপ্রবেশের সমস্যা মিটবে, মন্তব্য অমিত শাহর। তিনি আরও বলেন, অনুপ্রবেশ বন্ধ হলে বাংলায় শান্তি ফিরবে। উন্নয়নই মোদি সরকারের একমাত্র লক্ষ্য।
পেট্রাপোল সীমান্তে বিএসএফ-এর অনুষ্ঠানে অমিত শাহ। মৈত্রী দ্বারের উদ্বোধনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
জুনিয়র চিকিৎসকদের আন্দোলন নিয়ে এবার কড়া মন্তব্য রাজ্য বিজেপির সভাপতি এবং বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের। তিনি বলেন, 'প্রাতিষ্ঠানিক অপরাধের বলি আর জি কর মেডিক্যালের চিকিৎসক। থ্রেট কালচারের জনক মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কীভাবে থ্রেট বিলুপ্তির সমাধান দেবেন? জুনিয়র ডাক্তারদের নতুন সংগঠনের তৃণমূল কংগ্রেস ডক্টর্স অ্যাসোসিয়েশন। জুনিয়র ডাক্তাররা চোকার্স, সেমি ফাইনালে উঠে হেরে যায়'।
রবিবারের সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা, লরির চাকায় পিষ্ট হয়ে পা হারালেন বাইক আরোহী যুবক। ঘাতক লরিতে ভাঙচুর উত্তেজিত জনতার। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী, ব্যাপক উত্তেজনা এলাকায়।
ভাঙড়ের চন্দনেশ্বরে জোড়া খুন, বাড়ি থেকে উদ্ধার দম্পতির দেহ। স্বামীর গায়ে অজস্র আঘাতের চিহ্ন, বিছানায় পড়েছিল স্ত্রী-র বিবস্ত্র দেহ। স্বামী পেশায় সবজি ব্যবসায়ী, দরজার ছিটকিনি ভাঙা ছিল। চন্দনেশ্বর থানার পুলিশ গিয়ে জোড়া দেহ উদ্ধার করেছে।
সাতসকালে নিউটাউন ও সল্টলেকে জোড়া দুর্ঘটনা। আহত হন দুই বাইক আরোহী। সকাল ৮টা নাগাদ নিউটাউনের একটি শপিং মলের সামনে পুলিশের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এক বাইক আরোহীর। গুরুতর জখম হন বাইক চালক। রাজারহাটের বাসিন্দা ওই যুবককে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যায় নিউটাউন থানার পুলিশ। এর আগে সকাল সাড়ে ৭টা নাগাদ সল্টলেকের সেক্টর ফাইভে গাড়ির ধাক্কায় গুরুতর জখম হন আরও এক বাইক চালক। তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীর পা ভেঙে যায়। তাঁকে NRS হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গাড়ি চালককে আটক করেছে পুলিশ।
বারুইপুর বাইপাসে দাঁড়িয়ে থাকা চার চাকার গাড়িতে বিধ্বংসী আগুন, স্থানীয় মানুষজন দমকলকে খবর দিলে দমকলের দুটি ইঞ্জিন এসে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে আনে, পুলিশ সূত্রে খবর বারুইপুর ইএম বাইপাসে মালঞ্চ এলাকায় গাড়িটি দাঁড়িয়েছিল তখনই হঠাৎ আগুন লেগে যায় খবর পেয়ে দমকলকে খবর দিলে দমকলের ইঞ্জিন এসে আগুন নেভায় গাড়ির মালিকের খোঁজ চালানো হচ্ছে। রবিবার ভোররাতে গাড়িতে আগুনে এলাকায় চঞ্চল্য
কোচবিহারের মাথাভাঙায় রাতে বোমাবাজি, সাতসকালে স্কুলের সামনে বোমা। আতঙ্কিত হয়ে পড়েন মাথাভাঙা শহরের ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। সকালে রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় বোমার টুকরো, সুতলি।এলাকার প্রাথমিক স্কুলের সামনে একটি তাজা বোমা পড়ে থাকতে দেখা যায়। পরে মাথাভাঙা থানার পুলিশ গিয়ে বোমা উদ্ধার করে
দুর্গাপুর স্টিল প্ল্যান্টের আধিকারিকের রহস্যমৃত্যু। অফিসে আসার পরই নিখোঁজ হয়ে যান তিনি। প্রায় ১৫ ঘণ্টা পর কারখানা চত্বরে একতলায় লিফটের নীচ থেকে উদ্ধার হয় দেহ। মৃত সুমিত ভট্টাচার্য দুর্গাপুর স্টিল প্ল্যান্টের ’র মেটিরিয়াল বিভাগের জেনারেল ম্যানেজার ছিলেন কারখানা চত্বরে নিরাপত্তার দায়িত্বে থাকা CISF তল্লাশি চালিয়েও ওই ম্যানেজারের সন্ধান পায়নি খবর যায় দুর্গাপুর থানায়, পুলিশ কুকুর এনেও তল্লাশি চলে। রাত আড়াইটে নাগাদ লিফটের নীচে পড়ে থাকতে দেখা যায় আধিকারিকের দেহ। কীভাবে মৃত্যু, তা নিয়ে ধোঁয়াশা, কারখানার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে শ্রমিক সংগঠনগুলি।
তমলুকের ভাণ্ডারবেড়িয়ার কাছে জাতীয় সড়কের ধারে গাছে ধাক্কা মেরে নয়ানজুলিতে পড়ে গেল গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু এক মহিলা ও পথচারী-সহ চারজনের। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ হলদিয়া-মেচেদা ১১৬ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে । দিঘার দিকে যাওয়ার পথে, বেপরোয়া গতিতে এসে গাছে ধাক্কা মেরে নয়ানজুলিতে উল্টে পড়ে গাড়ি ধাক্কার অভিঘাতে খুলে বেরিয়ে আসে গাড়ির ইঞ্জিন
গোটা গাড়িটা দুমড়ে-মুচড়ে যায়। গাড়ির আরোহীরা ঘাটালের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
চিনার পার্কে বহুতলে অগ্নিকাণ্ড, সামনে এল বেনিয়মের ছবি। বহুতলের গা ঘেঁষে তৈরি হয়েছে আরও একটি বহুতল। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বহুতল ও পাশের বহুতলটির মধ্যে ব্যবধান এক ফুটেরও কম। ফলে স্বাভাবিকভাবেই উসকে উঠেছে চলতি বছরে গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল-বিপর্যয়ের স্মৃতি। ফের প্রশ্নের মুখে প্রশাসনের নজরদারি, কীভাবে মিলল বহুতল তৈরির অনুমতি? আইন ভাঙলে ব্যবস্থা নেওয়া হবে,আশ্বাস রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়কের
ফের রাজ্যে এলেন অমিত শা। আজ বনগাঁর পেট্রাপোল সীমান্তে BSF-এর একটি অনুষ্ঠানে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গতকাল রাতেই কলকাতায় পা রাখেন অমিত শা। রাত্রিবাস করেন নিউটাউনের একটি হোটেলে। আজ সকালে হোটেল থেকে বেরিয়ে সোজা যাবেন কলকাতা বিমানবন্দরে। সেখান থেকে হেলিকপ্টারে চড়ে বনগাঁর পেট্রাপোলে যাবেন অমিত শা। টার্মিনাল টু এবং মৈত্রী দ্বার উদ্বোধন করে হেলিকপ্টারে ফের কলকাতায় ফিরবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর নিউটাউনের হোটেলেই তাঁর মধ্যাহ্নভোজ সারার কথা। বিকেলে সল্টলেকের EZCC-তে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচির উদ্বোধন করবেন অমিত শা। অনুষ্ঠান শেষে রওনা দেবেন কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে। আজই দিল্লি ফেরার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। এবারের সফরে আর জি করের নিহত চিকিৎসকের মা-বাবার সঙ্গে অমিত শা-র সাক্ষাৎ নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
বাড়ি তৈরি করা নিয়ে প্রতিবেশীর সঙ্গে ঝামলা। আর এই প্রেক্ষিতেই টাকা চাওয়া এবং টাকা নেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠল কীর্ণাহার থানার ওসির বিরুদ্ধে। অভিযোগকারীর দাবি, দিদিকে বলোতে জানাতে মিলেছে টাকা ফেরতের আশ্বাস। যদিও এই ধরনের কোনও ঘটনা ঘটেনি বলে দাবি কীর্ণাহার থানার ওসির। অন্য়দিকে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে দাবি করেছেন বোলপুরের এসডিপিও।
রাতের কলকাতায় ফের অগ্নিকাণ্ড। চিনার পার্কে বহুতলে আগুন। রাত ১২ নাগাদ আগুন লাগে ওই বহুতলের তৃতীয় তলায়। বিল্ডিং-এর একতলায় রয়েছে একটি বিউটি পার্লার ও ওপরের তিনটি তলায় চলে স্পা। বহুতলটি বন্ধ থাকায় জানলার কাচ ভেঙে চলে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে দমকল। লাগোয়া বিল্ডিং-এ আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। ৩টি ইঞ্জিনের প্রায় দু'ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।
কারও ছবি সন্দীপ ঘোষ ও অভীক দে-র সঙ্গে। তো কারও আবার ধৃত আশিস পাণ্ডের সঙ্গে। জুনিয়র ডাক্তারদের নতুন সংগঠন আত্মপ্রকাশ করার পরই, তাদের সদস্যদের বিভিন্ন ছবি ঘিরে দেখা দিয়েছে নতুন বিতর্ক।
জুনিয়র ডাক্তারদের নতুন সংগঠন আত্মপ্রকাশ করতেই চড়া সুর কল্যাণের। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের তীব্র আক্রমণে তৃণমূল সাংসদ। 'কী এমন আন্দোলন হল যে ৫ কোটি টাকা তুলতে হল? আমরাও আন্দোলন করেছি, একটাও পয়সা তুলতে হয়নি', সিপিএম ঠিক এভাবেই করত, রিষড়ার সভায় আক্রমণে কল্যাণ
২০২১-এর বিধানসভা নির্বাচনের আগের একটি ঘটনার প্রসঙ্গ তুলে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র ও তৃণমূলের হেভিওয়েট বিধায়ক অতীন ঘোষ সম্পর্কে চাঞ্চল্য়কর দাবি করলেন শুভেন্দু অধিকারী। পাল্টা তাঁকে খোঁচা দিয়েছেন অতীন ঘোষও। তিনি বলেছেন, 'শুভেন্দু অধিকারী যতদিন দলে ছিল, ততদিন তাঁর সঙ্গে যোগাযোগ, দল ছাড়ার পর তাঁর সঙ্গে একদিনের জন্যও আমি কথা বলিনি। হ্যাঁ, শুভেন্দুর পক্ষে আমার আমার একটা বিবৃতি ছিল, যখন
দল ছাড়ব ছাড়ব করছে, আমি বলেছিলাম ওঁর মতো কর্মীকে দলের আটকে রাখা উচিত। দলে রেখে দেওয়ার জন্য, দলের তৎপর হওয়া উচিত, এইটা আমি বিবৃতি দিয়েছিলাম। ২০২১-এর অভিযোগ এখন এনে, মানে কার স্বার্থ রক্ষা করতে চাইছে ও।'
উপনির্বাচনের আগে বঙ্গ সফরে অমিত শাহ। আজ প্রথমে যাবেন পেট্রাপোল সীমান্ত, যোগ দেবেন বিএসএফের অনুষ্ঠানে। তারপরে কলকাতায় ফিরে ইজেডসিসিতে করবেন সাংগঠনিক বৈঠক।
প্রেক্ষাপট
কলকাতা: উপনির্বাচনের আগে বঙ্গ সফরে অমিত শাহ। আজ প্রথমে যাবেন পেট্রাপোল সীমান্ত, যোগ দেবেন বিএসএফের অনুষ্ঠানে। তারপরে কলকাতায় ফিরে ইজেডসিসিতে করবেন সাংগঠনিক বৈঠক।
রাতের কলকাতায় ফের অগ্নিকাণ্ড। চিনার পার্কে বহুতলে আগুন। রাত ১২ নাগাদ আগুন লাগে ওই বহুতলের তৃতীয় তলায়। বিল্ডিং-এর একতলায় রয়েছে একটি বিউটি পার্লার ও ওপরের তিনটি তলায় চলে স্পা। বহুতলটি বন্ধ থাকায় জানলার কাচ ভেঙে চলে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে দমকল। লাগোয়া বিল্ডিং-এ আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। ৩টি ইঞ্জিনের প্রায় দু'ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।
অন্যদিকে, থ্রেট কালচারে অভিযুক্ত জুনিয়র ডাক্তারদেরই নতুন সংগঠন? জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশন ঘিরে প্রশ্ন জুনিয়র ডক্টর্স ফ্রন্টের। মেডিক্যাল কলেজে থ্রেট কালচারে অভিযুক্তরাই হঠাৎ করে অভিযোগকারী! হঠাৎ করে কেন থ্রেট কালচারে অভিযুক্তদের সংগঠন? নেপথ্যে কী তৃণমূল? বিচারের দাবিতে বেনজির আন্দোলন ভেস্তে দিতেই কী এই নতুন সংগঠন? জুনিয়র ডাক্তারদের নতুন সংগঠন জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশন। সংগঠনের একাধিক সদস্যের বিরুদ্ধেই থ্রেট কালচারের অভিযোগ। সন্দীপ, বিরূপাক্ষের সঙ্গে নতুন সংগঠনের আহ্বায়কের ছবি পোস্ট জুনিয়র ডাক্তারদের। অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে যাদের শাস্তি কলেজ কাউন্সিলের, তাদেরই একাংশ সংগঠনে।কোন সাহসে স্যর, ম্যাডামদের কাঁদায়, থ্রেট কালচারে অভিযুক্তদের ছবি পোস্ট নাইয়ার। 'কারা সাহস যোগায়? প্রশাসন এখনও সাহস যোগাচ্ছে, প্রতিবাদ চলছে। থ্রেট কালচারে অভিযুক্তের ছবি পোস্ট করে মন্তব্য আসফাকুল্লা নাইয়ার। নতুন মঞ্চে থ্রেট কালচারে অভিযুক্তরাই, দাবি অনিকেত মাহাতোর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -