West Bengal News LIVE Updates: অপারেশন সিঁদুর নিয়ে এবার বিতর্কিত মন্তব্য় তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর
WB News LIVE Updates: রাজ্য থেকে জেলা সব খবরের আপডেট দেখুন...
প্রেক্ষাপট
অপারেশন সিঁদুর নিয়ে এবার বিতর্কিত মন্তব্য় তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর। পাণ্ডবেশ্বরের বিধায়কের মন্তব্যে সরব শুভেন্দু-সুকান্ত । বিধায়কের বক্তব্য দেশবিরোধী। পোস্ট করে সরব সুকান্তর। NIA-এর তদন্তের দাবি বিরোধী দলনেতার। ...More
অপারেশন সিঁদুর নিয়ে এবার বিতর্কিত মন্তব্য় তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর। তিনি বলেন, সিঁদুর নিয়ে নাটক করছে বিজেপি, গোটাটাই যুদ্ধ যুদ্ধ খেলা, পাকিস্তানের সঙ্গে ফিটিং। পাণ্ডবেশ্বরের বিধায়কের মন্তব্যে সরব শুভেন্দু-সুকান্ত । বিধায়কের বক্তব্য দেশবিরোধী। পোস্ট করে সরব সুকান্তর। NIA-এর তদন্তের দাবি বিরোধী দলনেতার।
সাদার্ন অ্যাভিনিউয়ের কেয়াতলা থেকে ডাক্তারির ছাত্র গ্রেফতার। পাটুলি মহিলা থানায় নির্যাতনের অভিযোগ দায়ের তরুণীর। শারীরিকভাবে নির্যাতন, প্রতারণার অভিযোগে মামলা দায়ের। একাধিক অভিযোগে কেয়াতলা থেকে ডাক্তারির ছাত্র গ্রেফতার। তরুণীর বয়ান রেকর্ড করল পুলিশ, করা হল মেডিক্যাল টেস্ট
দিঘার জগন্নাথ ধামের প্রসাদের প্যাকেট দেখিয়ে আক্রমণ শুভেন্দুর। রাজ্যের বিরোধী দলনেতা বলেন, 'জগন্নাথ মহাপ্রভুকে নিয়ে নানা রকমের রঙ্গ দেখা যাচ্ছে। সরকারি টাকায় দিঘার ভাস্কর্য। হিন্দুদের ভাবাবেগে আঘাত করার জন্য প্যাকেট তৈরির নির্দেশ। প্যাকেটের দাম ২০ টাকা। মিষ্টি তৈরি হচ্ছে স্থানীয় দোকানে। ডিএম-দের একটি সার্কুলার পাঠানো হয়েছে। প্রসাদ ও স্যুভেনির বিতরন করার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় মিষ্টির দোকানে প্রসাদের মিষ্টি তৈরি হচ্ছে। দুয়ারে রেশন প্রক্রিয়ার মাধ্যমে ঘরে ঘরে এই প্রসাদ দেওয়া হবে। প্রসাদ নাম দিয়ে আস্থায় আঘাত করা হয়েছে। হিন্দু ভাবাবেগে আঘাত করা হয়েছে। রেশন বিলির মাধ্যমে মিষ্টি বিতরণের নির্দেশ। হিন্দুদের বিভ্রান্ত করার জন্য এই মিথ্যাচারের ছক। ওই মিষ্টি আপনারা নিতে পারেন, কিন্তু প্রসাদ হিসেবে গ্রহণ করবেন না'।
কৈলাস বিজয়বর্গীয়র মন্তব্য ঘিরে ফের বিতর্ক। 'মেয়েদের ছোট পোশাক পরা পছন্দ করি না', কৈলাসের মন্তব্য নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের। 'ছোট পোশাক পরে নিজস্বী তুলতে এলে ফিরিয়ে দিই', কৈলাসের বিতর্কিত মন্তব্যে সোশাল মিডিয়ায় পোস্ট করে সরব তৃণমূল। 'প্রধানমন্ত্রীর কাছ থেকে উত্তর চাই। আপনি কৈলাস বিজয়বর্গীয় মতামতকে সমর্থন করেন?' সোশাল মিডিয়ায় কৈলাস বিজয়বর্গীয়র মন্তব্য তুলে সরব তৃণমূল। 'নারীদের অবমাননা করা কি এখন আপনার দলের একটি আনুষ্ঠানিক নীতি? তাৎক্ষণিক পদক্ষেপ নিন ও তার পদত্যাগ দাবি করুন', ২০২২ সালেও মেয়েদের পোশাক নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন কৈলাস
গ্রুপ C নিয়োগ দুর্নীতি মামলায় এবার CBI-এর হাতিয়ার এক ভিডিও ফুটেজ। সূত্রের দাবি, সেই ভিডিওতে SSC’র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, প্রাক্তন প্রোগ্রাম অফিসার পর্ণা বসু, NYSA-র প্রাক্তন আধিকারিক নীলাদ্রি দাস, NYSA-র প্রাক্তন কর্মী পঙ্কজ বনসল এবং SSC’র তৎকালীন প্রোগ্রামিং অফিসার সমরজিৎ আচার্যকে দেখা যাচ্ছে। সেই ভিডিওতেই বারবার শোনা গেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের কথা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, নিয়োগ দুর্নীতি নিয়ে তাঁদের মধ্য়ে বৈঠক হয়। এই প্রেক্ষিতেই এবার সেই ভিডিও ফুটেজের সঙ্গে অভিযুক্ত এই ৫ জনের কণ্ঠস্বর মেলাতে, তাঁদের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে আদালতে আবেদন জানাল CBI।
বঙ্গেও কোভিডের চোখরাঙানি, এবার করোনা আক্রান্ত এক সদ্যোজাত। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত আরও ২। করোনা আক্রান্তদের মধ্যে রয়েছে একজন সদ্য়োজাত ও অন্য়জন কিশোর। করোনা আক্রান্ত গড়িয়ার ২ বছরের শিশুর অবস্থা সঙ্কটজনক, হাসপাতাল সূত্রে খবর। বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি শিশুটি। করোনা আক্রান্ত নিউ আলিপুরের ১০ বছরের এক কিশোরও
বেহাল রাস্তায় পদে পদে মরণফাঁদ। এবার কাদাভরা রাস্তায় খাটিয়া করে নিয়ে যেতে যেতেই মৃত্যু হল রোগীর। চার চাকা গাড়ি অবধি পৌঁছে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই সব শেষ। পশ্চিম মেদিনীপুরের ঘটনা। যদিও, স্থানীয় পঞ্চায়েত প্রধান অবশ্য় অন্য় দাবি করেছেন।
নদিয়ার কৃষ্ণনগরে চুরির অভিযোগে এক ব্যক্তিকে বেঁধে রেখে দেওয়া হল গণপিটুনি। অভিযোগ, এলাকার একটি বাড়িতে ঢুকে মোবাইল চুরি করে পালাচ্ছিল সে। সন্দেহভাজনকে বেধড়ক মারধরের পর তুলে দেওয়া হয় পুলিশের হাতে। অভিযুক্তকে আটক করার পাশাপাশি, মারধরের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানা।
অপারেশন সিঁদুর নিয়ে এবার বিতর্কিত মন্তব্য পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়কের। দুর্গাপুরে দলীয় কর্মসূচি থেকে গোটাটাই নাটক বলে আক্রমণ করলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি বলেন, সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার। গোটাটাই যুদ্ধ যুদ্ধ খেলা। গোটাটই নাটক। পাকিস্তানের সঙ্গে ফিটিং। তৃণমূল বিধায়কের এমন মন্তব্য প্রকাশ্যে আসতেই পাল্টা উত্তর দিয়েছে বিজেপি।
অনুব্রত মণ্ডলের কদর্য হুমকিকাণ্ডে এবার পদক্ষেপ নিল জাতীয় মহিলা কমিশন। রাজ্য় পুলিশের ডিজিপি-কে কড়া ভাষায় চিঠি পাঠিয়েছে তারা। চিঠি পাওয়ার ৭২ ঘণ্টার মধ্য়ে তদন্ত কোথায় দাঁড়িয়ে এবং অ্য়াকশন টেকেন রিপোর্টও তলব করা হয়েছে। চিঠিতে স্পষ্টই বলা হয়েছে, জনমানসে প্রবল ক্ষোভ তৈরি হওয়া সত্ত্বেও, পুলিশের নিষ্ক্রিয়তায় কমিশন অত্য়ন্ত উদ্বিগ্ন।
ক্য়ানিংয়ে তৃণমূলের পঞ্চায়েত সদস্য় এবং তৃণমূল কর্মীকে প্রকাশ্য়ে খুনের হুমকি। ধারালো অস্ত্র সমেত অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। স্থানীয় সূত্রে দাবি, ধৃত যুবক কৌশিক হালদারের নামে এর আগে চুরির অভিযোগ রয়েছে। কয়েকদিন আগে গ্রামবাসীদের নিয়ে সালিশি সভা বসানো হয় তৃণমূল পরিচালিত নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের তরফে। ক্য়ানিংয়ের নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য় এবং তৃণমূল কর্মীকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ। অভিযোগ পেয়ে এক স্থানীয় যুবককে গ্রেফতার করল পুলিশ। স্থানীয় সূত্রে দাবি, মাসখানেক আগে কৌশিক হালদার চুরির অভিযোগ রয়েছে। এলাকায় সালিশি সভা করা হয়। পঞ্চায়েতের তরফে। গতকাল ধারাল অস্ত্র নিয়ে এলাকায় ঘুরতে থাকে। এবং খুনের হুমকি দেয়।
রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হলেন শতাধিক মানুষ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১০৬ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫৩৮ জন। বুধবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৬০ জন। আজ ১০০ জনের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন।
দক্ষিণ ২৪ পরগনার রবীন্দ্রনগরে নাবলকের উপর অত্যাচারের ঘটনায় এবার পুলিশের জালে ধরা পড়ল মূল অভিযুক্ত। মুম্বই থেকে কারখানার মালিক-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। এনিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫।
পরপর দু'বার হাজিরা এড়ানোর পর অবশেষে আজ বোলপুরের SDPO অফিসে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল। কার্যত লুকিয়ে ঢুকলেন পিছনের গেট দিয়ে। দু'ঘণ্টা ধরে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করলেও, তাঁর মোবাইল ফোন জমা নিল না পুলিশ। বেরিয়েই, সোজা বোলপুরের তৃণমূল পার্টি অফিসে ঢুকে গেলেন অনুব্রত মণ্ডল।