West Bengal News LIVE Updates: অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে এসে নিজেদের মধ্যে মারপিটে জড়ালেন বিজেপি কর্মীরা
WB News LIVE Updates: রাজ্য থেকে জেলার সব খবরের আপডেটস...
প্রেক্ষাপট
বিজেপি দুই গোষ্ঠীর কোন্দলে তুলকালাম কাণ্ড সল্টলেকের করুণাময়ীতে দু'পক্ষের মধ্যে ব্যাপক মারপিট। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে এসে নিজেদের মধ্যে মারপিটে জড়ালেন বিজেপি কর্মীরা। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে বাধা...More
মেডিক্যাল সার্টিফিকেট দিয়ে হাজিরা এড়িয়েছেন অনুব্রত, কোথায় কেষ্টর চিকিৎসক? হাসপাতাল থেকে ফ্ল্যাট, কোথাও দেখা মিলল না চিকিৎসক হিটলার চৌধুরীর। রামপুরহাটের ফ্লাটেও ঝুলছে তালা, ফোন করলেও ধরছেন না। গতকাল সন্ধের পর থেকে দেখা যায়নি, দাবি প্রতিবেশীর। অনুব্রতকে ৫ দিনের বেড রেস্টের পরামর্শ দিয়েছেন চিকিৎসক হিটলার চৌধুরী। মেডিক্য়াল সার্টিফিকেট জমা দিয়েই পুলিশি তলব এড়িয়েছেন কেষ্ট। চিকিৎসক হিটলার চৌধুরী রামপুরহাট ১ নম্বর ব্লকের মেডিক্যাল অফিসার। চকমণ্ডলা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত। শান্তিনিকেতনের বেসরকারি মেডিক্যাল কলেজেরও RMO। বেসরকারি মেডিক্য়াল কলেজের চেয়ারম্য়ান অনুব্রত-ঘনিষ্ঠ বলে পরিচিত মলয় পিট
জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন কলকাতার আনন্দপুরের বাসিন্দা ধৃত শর্মিষ্ঠা পানোলি। আজ দুপুর ২টোয় মামলার শুনানি। সোশাল মিডিয়ায় বিদ্বেষমূলক পোস্ট করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগে গুরগাঁও থেকে তাঁকে গ্রেফতার করে গার্ডেনরিচ থানা। ১৪ মে সোশাল মিডিয়ায় বিদ্বেষমূলক পোস্ট করেন তিনি। ১৫ মে তাঁর বিরুদ্ধে গার্ডেনরিচ থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপরেই মহিলাকে তলব করে তাঁর কলকাতার বাড়িতে একাধিক নোটিস পাঠায় পুলিশ। হাজিরা এড়াতে বেপাত্তা হয়ে যান ধৃত মহিলা। অবশেষে দিল্লি থেকে গ্রেফতার করা হয় তাঁকে।
SSC-র নিয়োগ-বিধির পরে শিক্ষাকর্মীদের ভাতা-সিদ্ধান্তও চ্যালেঞ্জ। গ্রুপ C, গ্রুপ D-র আর্থিক সাহায্যের রাজ্যের সিদ্ধান্ত চ্যালেঞ্জ। 'শুধু চাকরিহারাদের জন্য কেন রাজ্য সরকারের ভাতা?' রাজ্য সরকারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে ৪টি মামলা দায়ের। 'কেন ২০১৬-র নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া সব চাকরিপ্রার্থীদের ভাতা নয়? যারা দুর্নীতি করে টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন, তাদের কেন বাড়তি সুবিধে?' প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা দায়ের, ৯ জুন শুনানির সম্ভাবনা
জয়নগরের বকুলতলায় প্রতিবাদী খুনে গ্রেফতার ২। ১৩ জনের বিরুদ্ধে FIR, গ্রেফতার মাত্র ২। ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। প্রতিবাদীকে পিটিয়ে খুন, ১৩ জনের বিরুদ্ধে FIR, ২ জন গ্রেফতার। ময়নাতন্তের জন্য পাঠানো হয়েছে দেহ, থমথমে এলাকায় চাপা উত্তেজনা। সন্ধ্যার পর মেয়েরা বেরোতে পারেন না, বক্তব্য এলাকাবাসীর। '৫০ জনের দলবল নিয়ে হামলা, প্রতিবাদ করাই অপরাধ!' জয়নগরে প্রতিবাদী খুনে চাঞ্চল্যকর অভিযোগ স্ত্রীর।
দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের মধুসূদনপুরে তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ বহিরাগতদের বিরুদ্ধে। পঞ্চায়েত অফিসে ত্রাণ বিলি নিয়ে বৈঠক চলাকালীন সেখানে চড়াও হয় বহিরাগত দুষ্কৃতীরা। তৃণমূল কর্মীদের একাংশকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আহত ৬জনের মধ্যে রয়েছেন পঞ্চায়েতের তৃণমূল সদস্যার ছেলেও। গুরুতর আহত ৩জন কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। ১৭ আসনের এই পঞ্চায়েত বিরোধী শূন্য। হামলার ঘটনায় তৃণমূলের দুই গোষ্ঠীর নাম জড়িয়েছে। জেলা পরিষদের সদস্যা রিনা দাসের সমর্থকদের উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। তৃণমূল কর্মীদের একাংশকে মারধরে অভিযুক্ত সুন্দরবন সাংগঠনিক জেলার তৃণমূল ছাত্র পরিষদেরই সভাপতি দেবাশিস দাসের অনুগামীরা। থানায় অভিযোগ দায়ের করেছেন পঞ্চায়েত প্রধান। পঞ্চায়েত অফিসের বাইরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। আক্রমণকারীরা দুষ্কৃতী বলে দাবি করেছেন রিনা দাস। দেবাশিস দাসের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেন নি। যদিও দলীয় কোন্দলের কথা স্বীকার করে নিয়েছেন তৃণমূল কর্মীদের একাংশ। জেলা পরিষদ সদস্যার সঙ্গে তৃণমূলের ছাত্র নেতার ভাগ বাটোয়ারার লড়াই বলে কটাক্ষ করেছে বিজেপি।
মুর্শিদাবাদের সামশেরগঞ্জে নিখোঁজ স্কুল ছাত্রীর গলাকাটা বিবস্ত্র দেহ উদ্ধার হল রঘুনাথগঞ্জের রানিনগরে। গতকাল স্কুলে যাচ্ছে বলে বাড়ি থেকে বেরিয়েছিল ছাত্রী। তারপর থেকে তাঁর খোঁজ মেলেনি।আজ জমির মধ্যে তাঁর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। দেহ উদ্ধারের পরে স্কুল ছাত্রীর পরিচয় জানতে পারে পুলিশ। পরিবারের সদস্যরা এসে তাঁর দেহ শনাক্ত করে।
স্থানীয় এক যুবকের বিরুদ্ধে অভিযোগ করেছে ছাত্রীর পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।
ছোট ছোট ব্যবসায়ীদের উপর করের বোঝা চাপানোর প্রতিবাদে পুরসভার সামনে বিক্ষোভ দেখালেন পশ্চিমবঙ্গ INTUC সেবাদলের সদস্যরা। ব্রিটিশ আমলে ভারতীদের উপর করের বোঝা চাপানোর প্রতীকি ছবি হাতে নিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। ছোট ছোট ব্যবসায়ীদের থেকে বর্তমানে তিনগুণ বেশি কর নেওয়া হচচ্ছে বলে অভিযোগ INTUC সেবাদলের সদস্যদের। মেয়র ফিরহাদ হাকিমের কাছে ডেপুটেশন জমা দেন তাঁরা।
২৬ হাজার চাকরি বাতিল, নতুন নিয়োগেও জল গড়াল আদালতে। SSC-র ২০২৫ সালের নতুন বিধিকে চ্যালেঞ্জ করে মামলা কলকাতা হাইকোর্টে। নতুন বিধি সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী, দাবি মামলাকারীর। ২০১৬-র ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের একাংশের মামলা দায়ের। মামলা দায়েরের অনুমতি বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের। আগামী ৫ জুন মামলার শুনানি। SSC-র ২০২৫-এর নতুন নিয়োগ পদ্ধতিতে একাধিক বদল। লিখিত পরীক্ষা নেওয়া হবে ৬০ নম্বরের। শিক্ষকতার অভিজ্ঞতার জন্য এই প্রথম ১০ নম্বর বরাদ্দ । নতুন নিয়োগ ব্যবস্থায় অ্যাকাডেমিক পারফরম্যান্সের গুরুত্ব কমেছে।
বিজেপি দুই গোষ্ঠীর কোন্দলে তুলকালাম কাণ্ড সল্টলেকের করুণাময়ীতে দু'পক্ষের মধ্যে ব্যাপক মারপিট। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে এসে নিজেদের মধ্যে মারপিটে জড়ালেন বিজেপি কর্মীরা। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে বাধা দেওয়ার অভিযোগ এক পক্ষের। পুলিশের সামনেই বেধে যায় ধুন্ধুমার কাণ্ড। গোলমালে সল্টলেকের মণ্ডল সভাপতি অতীশদীপঙ্কর দত্তর মাথায় গুরুতর আঘাত লেগেছে। মহিলা বিজেপি কর্মীদেরও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। বিজেপি নেতা পীযূষ কানোরিয়ার অনুগামীদের সঙ্গে অতীশদীপঙ্কর দত্তর অনুগামীদের সংঘর্ষ বেধে যায় বলে অভিযোগ। পীযূষ কানোরিয়ার অনুগামীরা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে বাধা দিচ্ছিলেন বলে দাবি অতীশদীপঙ্কর দত্তর অনুগামীদের।
স্কুল সার্ভিস কমিশনের ২০২৫ সালের নতুন বিধিকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের। মামলা দায়ের করা হল কলকাতা হাইকোর্টে। নতুন বিধি সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী বলে হাইকোর্টে দাবি মামলাকারীর আইনজীবীর। মামলা দায়েরের অনুমতি দিলেন বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়। আগামী ৫ জুন এই মামলার শুনানি। এর আগে SSC-র নতুন নিয়োগ পদ্ধতিতে একাধিক বদল আনা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার লিখিত পরীক্ষা নেওয়া হবে ৬০ নম্বরের। শিক্ষকতার অভিজ্ঞতার জন্য এই প্রথম ১০ নম্বর বরাদ্দ করা হয়েছে। নতুন নিয়োগ ব্যবস্থায় অ্যাকাডেমিক পারফরম্যান্সের গুরুত্ব কমেছে
৩দিন ধরে প্রবল জল সঙ্কটে ভুগছে শিলিগুড়ি পুরসভার বেশিরভাগ ওয়ার্ড। সিকিমে অতি বৃষ্টির কারণে তিস্তায় ঘোলা জল আসছে, সেই জল শোধনে সমস্যা হচ্ছে বলে দাবি পুরসভার। সেই কারণেই জল সঙ্কট দেখা দিয়েছে বলে জানিয়েছেন ডেপুটি মেয়র। পুরসভার ৪৭টি ওয়ার্ডের মধ্যে ৩০টি ওয়ার্ডেই জল আসছে না। পানীয় জলটুকুও জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষদের। মেয়র গৌতম দেবের পদত্যাগ দাবি করেছে বাম ও বিজেপি। দ্রুত সমস্যার সমাধান না হলে পুরসভা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে সিপিএম। অতীতে শিলিগুড়ির বহু মানুষ কুয়োর জলকে পানীয় জল হিসেবে ব্যবহার করতেন। এখনও যাঁদের বাড়িতে কুয়ো আছে সেই জল ব্যবহার করছেন তাঁরা। বাইরে থেকে দামি পানীয় জল কিনে খেতে বাধ্য হচ্ছেন বাকিরা। দৈনন্দিন অন্য কোনও কাজের জন্য একেবারেই জল মিলছে না।
এই বছর পশ্চিমবঙ্গে প্রথম করোনা আক্রান্তের মৃত্যু হল গতকাল। এক সপ্তাহ ধরে আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ৪৩ বছর বয়সি মহিলা। ৫ দিন ধরে ভেন্টিলেশনে ছিলেন তিনি। ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণে হিসেবে করোনা সংক্রমণের সঙ্গে কোমর্বিডিটিরও উল্লেখ করা হয়েছে। ডেথ সার্টিফিকেটে বলা হয়েছে হৃদযন্ত্র ও কিডনিতে সমস্যা ছিল মৃত মহিলার, সেপটিক শকে চলে গেছিলেন তিনি। অন্যদিকে ২৪ ঘণ্টায় সারা দেশে ৫ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৩৭। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪১ জন। বর্তমানে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৭২ জন। দেশে মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ২৬ জন।
উত্তর ২৪ পরগনার খড়দায় এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করল পুলিশ। বেশ কয়েকটি 9mm পিস্তল, একাধিক দেশি বন্দুক ও প্রচুর পরিমাণে কার্তুজ উদ্ধার করা হয়েছে। বাড়ির মালিক নাদিম শেখকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে খড়দা থানা।
ফের হোটেলে আগুন। চক্রবেড়িয়ার একটি হোটেলে মাঝ রাতে আগুন লেগে ছড়াল চাঞ্চল্য়। ঠিক সময়ে বেরিয়ে আসতে পারায় রক্ষা পেলেন ভিতরে থাকা মানুষজন। অন্য়দিকে, সোমবার সকালে তপসিয়া রোডের একটি বহুতলে থাকা ডেকোরেটার সংস্থার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। তবে ২ ঘটনাতেই হতাহত হননি কেউ।
দক্ষিণ ২৪ পরগনার বকুলতলায় এক প্রতিবাদী যুবককে পিটিয়ে খুনের অভিযোগ আটক ১জন। মত্ত দুষ্কৃতীদের অভব্য আচরণ এবং অশালীন ভাষা ব্যবহারের প্রতিবাদ করায় সায়েম খানকে বেধড়ক মারধর করা হয় বলে দাবি স্থানীয়দের। কলকাতার হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যু হয় তাঁর। প্রতিবাদীর মৃত্যুর পরে গতকাল দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে বকুলতলা। রাস্তায় দেহ রেখে বিক্ষোভ দেখান গ্রামবাসী। পরিস্থিতি সামাল দিতে এসে বিক্ষেভের মুখে পড়ে পুলিশ। ঝাঁটা, লাঠি নিয়ে পুলিশের দিকে তেড়ে যান মহিলারা। অবশেষে রাতে পুলিশের আশ্বাসে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। দেহ ময়নাতন্তের জন্য পাঠায় তদন্তকারীরা। থমথমে এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে।
পার্টি অফিসে যাচ্ছেন, হাজিরা দিতে বললেই 'অসুস্থ' কেষ্ট! ঘনিষ্ঠ মলয় পিটের মেডিক্যাল কলেজের চিকিৎসকের সার্টিফিকেট নিয়েও বিতর্ক।
পুলিশকে কদর্যভাষায় গালাগালি, কেষ্টর ভাইরাল অডিও-র সূত্র ধরে তৎপর সিবিআই। হুমকি ফোনের আশঙ্কায় গরুপাচার মামলায় সাক্ষীদের সঙ্গে যোগাযোগ।