West Bengal News Live Updates: মালদায় ফের খুন, এবার প্রাণ গেল পঞ্চায়েত সচিবের

WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন একনজরে।

ABP Ananda Last Updated: 15 Mar 2025 11:54 PM
West Bengal News Live: বেলঘরিয়ায় বিকাশ সিংহর মাথায় গুলি করার পরিকল্পনা ছিল, শেষ মুহূর্তে আগ্নেয়াস্ত্র লক হয়ে যাওয়ায় প্রাণে বেঁচে যান বিকাশ

বেলঘরিয়ায় বিকাশ সিংহর মাথায় গুলি করার পরিকল্পনা ছিল ইন্দলের। কিন্তু শেষ মুহূর্তে আগ্নেয়াস্ত্র লক হয়ে যাওয়ায় প্রাণে বেঁচে যান INTTUC নেতা । পুলিশ সূত্রে খবর, ধৃতকে জেরা করে মিলেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। 

WB News Live: খড়দায় প্রকাশ্যে রাস্তায় ফেলে টিএমসিপি কর্মীকে কুপিয়ে খুন, মূল অভিযুক্ত পবন রাজভড়ের পর তার বাবাকেও গ্রেফতার করল পুলিশ

খড়দায় প্রকাশ্যে রাস্তায় ফেলে টিএমসিপি কর্মীকে কুপিয়ে খুনের ঘটনায় মূল অভিযুক্ত পবন রাজভড়ের পর তার বাবাকেও গ্রেফতার করল পুলিশ। পুরনো বিবাদের জেরেই খুন বলে জানিয়েছেন, এলাকার তৃণমূল কাউন্সিলর। সবার চোখের সামনে তাড়া করে কীভাবে এমন ঘটনা ঘটল? কীভাবে এতটা বেপরোয়া হয়ে উঠছে দুষ্কৃতীরা? প্রশ্ন উঠছে। 

West Bengal News Live: ঝড়খালিতে সুন্দরবন ওয়াইল্ড অ্যানিম্যাল পার্কে বাঘের মৃত্যু

ঝড়খালিতে সুন্দরবন ওয়াইল্ড অ্যানিম্যাল পার্কে বাঘের মৃত্যু। ওয়াইল্ড অ্যানিম্যাল পার্কে ৩টি বাঘের মধ্যে একটি বাঘের মৃত্যু। বার্ধক্যজনিত কারণেই বাঘের মৃত্যু, খবর বন দফতর সূত্রে। 

WB News Live: পাসপোর্ট জালিয়াতি মামলায় চার্জশিট জমা, প্রথম গ্রেফতারের ৯০ দিনের মধ্যে ১৩০ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ

পাসপোর্ট জালিয়াতি মামলায় চার্জশিট জমা। প্রথম গ্রেফতারের ৯০ দিনের মধ্যে ১৩০ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ। আলিপুর আদালতে চার্জশিট জমা কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের। চার্জশিটে নাম থাকা ১৩০ জনের মধ্যে গ্রেফতার ১০ জন, এখনও পলাতক ১২০ জন। পলাতক ১২০ জন বাংলাদেশি নাগরিক উল্লেখ চার্জশিটে। 'ভারতীয় পাসপোর্ট নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে কর্মরত ওই ১২০ জন। ধৃত ১০ জনের সাহায্যে ভারতের আঞ্চলিক ঠিকানা দেখিয়ে পাসপোর্ট জোগাড় করে ১২০ জন'। ১৭ মার্চ মামলার পরবর্তী শুনানি। ২০২৪ সালের ১২ ডিসেম্বর এই মামলায় প্রথম এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। 

West Bengal News Live: অগ্রাধিকারের তালিকায় দু'নম্বরে দল, পয়লা নম্বরে জাতিসত্তাই ! শোকজের জবাব দিয়ে জানিয়ে দিলেন হুমায়ুন কবীর

অগ্রাধিকারের তালিকায় দু'নম্বরে দল। পয়লা নম্বরে জাতিসত্তাই! শোকজের জবাব দিয়ে জানিয়ে দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তাঁর দাবি তিনি কোনও অন্যায় করেননি। পাশাপাশি শুভেন্দু অধিকারীকে মুর্শিদাবাদে ঢুকতে দেওয়ার বিষয়ে এদিনও হুঙ্কার দিয়েছেন তৃণমূল বিধায়ক। রেজিনগর ভারতবর্ষের বাইরে নয়। পাল্টা মন্তব্য করেছে বিজেপি। 

WB News Live: খড়দায় টিএমসিপি নেতা খুনে গ্রেফতার ১, বাকিরা কোথায়?

ব্যারাকপুর কমিশনারেটে বেপরোয়া দুষ্কৃতীরাজ, ধাওয়া করে কুপিয়ে খুন ! খড়দায় নৃশংসভাবে টিএমসিপি নেতাকে খুন, প্রকাশ্যে হাড়হিম করা ফুটেজ। টিএমসিপি নেতাকে তাড়া করে, রাস্তা ফেলে এলোপাথাড়ি কোপ ! 'পুরনো মারপিট নিয়ে অভিযোগ দায়ের করায় আক্রোশ থেকে খুন। অভিযোগ না তোলায় হামলা', দাবি খড়দার স্থানীয় কাউন্সিলরের। খড়দায় টিএমসিপি নেতা খুনে গ্রেফতার ১, বাকিরা কোথায়? এখনও বাকি অভিযুক্তেদের খোঁজে তদন্তে পুলিশ। পুরনো বিবাদের জেরেই কি খুন হলেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা? নাকি অন্য় কোনও কারণ? খতিয়ে দেখছে পুলিশ। 

West Bengal News Live: চার বছরের মেয়েকে আছাড় মেরে খুন করে নদীতে ভাসিয়ে দিল বাবা

চার বছরের মেয়েকে আছাড় মেরে খুন করে নদীতে ভাসিয়ে দিল বাবা। ৫ দিনের পুলিশ হেফাজত অভিযুক্ত বাবার। চাঞ্চল্যকর এই অভিযোগে বাবাকে গ্রেফতার করে ধুবুলিয়া থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে এই সন্দেহে দাম্পত্য অশান্তি চলছিল। অভিযোগ, স্ত্রী বাবার বাড়ি চলে যাওয়ায় ক্ষিপ্ত স্বামী মেয়েকে তুলে আছাড় মারে। এরপর মৃত্যু নিশ্চিত করতে শিশুকন্যাকে কৃষ্ণনগরে জলঙ্গি নদীর সেতু থেকে ছুড়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। ধুবুলিয়া থানার পুলিশ সন্তান খুনে অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে। নদী থেকে উদ্ধার হয়েছে শিশুকন্যার দেহ। 

WB News Live: কে টাকা চুরি করেছে তা নিয়ে বচসা, পুলিশ সূত্রে দাবি এই নিয়ে তর্কাতর্কিতেই খুন হলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কেয়ারটেকার

কে টাকা চুরি করেছে তা নিয়ে বচসা। পুলিশ সূত্রে দাবি এই নিয়ে তর্কাতর্কিতেই খুন হলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কেয়ারটেকার। খুনের অভিযোগে গ্রেফতার হলেন বাড়িরই গাড়িচালক। জেরায় খুনের কথা স্বীকার করেছেন অভিযুক্ত।  কিন্তু আদতে খুনের পিছনে অন্য় কোনও কারণ রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে। 

West Bengal News Live: ভোটার তালিকায় স্ক্রুটিনির জন্য নতুন পদ তৈরি করলেন অভিষেক

ভোটার তালিকায় 'ভূত' খুঁজতে এবার 'টিম' অভিষেক। ৫দিনের মধ্যে জেলা কমিটি গঠনের সিদ্ধান্ত নিতে নির্দেশ, খবর সূত্রের। '১৬-২০ মার্চ জেলা কমিটি, ২১ মার্চ থেকে ২৭ মার্চ ব্লক কমিটি। ৪ এপ্রিল থেকে কাজ করবে বুথ কমিটি, ২৮ মার্চ-৩ এপ্রিল পঞ্চায়েত কমিটিভোটার তালিকায় স্ক্রুটিনি নিয়ে নেতাদের নির্দেশ অভিষেকের, খবর সূত্রের। ভোটার তালিকায় স্ক্রুটিনির জন্য নতুন পদ তৈরি করলেন অভিষেক। ব্লক ইলেকটোরাল রোল সুপারভাইজারের পদের ঘোষণা অভিষেকের। টাউন ইলেকটোরাল, পঞ্চায়েত ইলেকটোরাল রোল সুপারভাইজারের ঘোষণা। 

WB News Live: আইপ্যাকের নাম করে টাকা তোলার অভিযোগ, মুখ খুললেন অভিষেক

আইপ্যাকের নাম করে টাকা তোলার অভিযোগ, মুখ খুললেন অভিষেক। 'পদ পাইয়ে দেওয়ার কথা বলে আমার নাম করে টাকা তোলা হচ্ছে। আমার বা আইপ্যাকের নাম করে কোথাও টাকা তোলা যাবে না। কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, সন্দেহ হলেই ভেরিফাই করবেন', ফোন নম্বর দিয়ে ভার্চুয়াল বৈঠকে নেতাদের বার্তা অভিষেকের, খবর সূত্রের। 'কেউ আমার অফিস থেকে এসেছি বললে, জানানো হবে জেলা সভাপতিকে। আগে থেকে জানিয়ে তারা যাবে, না হলে কথা বলবেন না, টাকা তোলার অভিযোগে কড়া নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, খবর সূত্রের।  

West Bengal News Live: দিনহাটায় গুলি, প্রাণ গেল যুবকের

দিনহাটায় গুলি, প্রাণ গেল যুবকের। দোলের দিন মত্ত অবস্থায় নিজেদের মধ্যে বচসা। যুবককে গুলি করে খুন, নিহত যুবকের নাম তপন বর্মন। দিনহাটায় গুলি করে খুন, এখনও অধরা অভিযুক্ত। 

WB News Live: ট্রলিব্যাগে ভরে নাবালককে অপহরণের অভিযোগ গৃহশিক্ষকের বিরুদ্ধে

ট্রলিব্যাগে দেহ লোপাটের পর এবার ট্রলিব্যাগে ভরে অপহরণের অভিযোগ! নন্দীগ্রামে ট্রলিব্যাগে পুরে নাবালককে অপহরণের অভিযোগ, গ্রেফতার ৫। 'নাবালককে অপহরণ করে ১৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি শিক্ষকের', গৃহশিক্ষক-সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

West Bengal News Live: রঙের উৎসবে রক্তাক্ত মালদা, খুন পঞ্চায়েত সেক্রেটারি

মালদায় ফের খুন, এবার প্রাণ গেল পঞ্চায়েত সচিবের। জমি বিবাদে সংঘর্ষ, পঞ্চায়েত সচিবকে কুপিয়ে খুন। পঞ্চায়েত সচিব কমল মণ্ডলকে কুপিয়ে হত্যা। জমি বিবাদে দু'পক্ষে সংঘর্ষ, আহত ৬। 

WB News Live: আমার কাছে দল আগে নয়, শোকজের জবাবেও হুঙ্কার হুমায়ুন কবীরের

আমার কাছে দল আগে নয়, শোকজের জবাবেও হুঙ্কার হুমায়ুন কবীরের। ১ পাতার শোকজে ২ পাতার জবাব ভরতপুরের তৃণমূল বিধায়কের। 'তৃণমূলকে নিয়ে কোনও কথা বলিনি, শৃঙ্খলাভঙ্গের প্রশ্নই ওঠে না। শুভেন্দু-কৌস্তভের মতো বিজেপি নেতারা আক্রমণ করলে পাল্টা চ্যালেঞ্জ করবই। উগ্র হিন্দুত্ববাদ ও সংখ্যালঘুদের আক্রমণ করলে আমি জবাব দেবই', শোকজের জবাব নিয়ে হুঙ্কার হুমায়ুন কবীরের। 

West Bengal News Live: ছাব্বিশের ভোটের আগে বিজেপির নজরে হিন্দু ভোটব্যাঙ্ক

ছাব্বিশের ভোটের আগে বিজেপির নজরে হিন্দু ভোটব্যাঙ্ক। 'হিন্দুদের পশ্চিমবাংলায় যেভাবে টার্গেট করা হচ্ছে, তা চিন্তার। এখন এটাই বড় প্রশ্ন পশ্চিমবাংলা ভারতবর্ষে থাকবে না, বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করবে। মানুষের স্বার্থরক্ষার জন্য আমরা স্বয়ংসেবকরা আছি, মনে হয় সেটাই যথেষ্ট। ছাব্বিশের নির্বাচনের আগে সেটাই প্রমাণিত হবে', হাওড়া সদরের বিজেপি সভাপতির দায়িত্ব নিয়ে হুঙ্কার গৌরাঙ্গ ভট্টাচার্যর। 

WB News Live: থানার মধ্যেই মহিলা পুলিশকর্মীর শ্লীলতাহানির অভিযোগ !

এবার থানার মধ্যেই মহিলা পুলিশকর্মীর শ্লীলতাহানির অভিযোগ ! নিউটাউন থানার মধ্যে মহিলা এসআই-এর শ্লীলতাহানির অভিযোগ। থানার মধ্যে মহিলা এসআই-এর উর্দি ধরে টান মত্ত ২ যুবকের। গ্রেফতার বড়বাজারের ২ ব্যবসায়ী, ধৃত দু'জন বিহারের বাসিন্দা। দোলের দিন মত্ত অবস্থায় ডিভাইডারে ধাক্কা, ২ জনকে থানায় নিয়ে গেলে 'তাণ্ডব'। 

West Bengal News Live: সোমবার ফুরফুরা শরিফ যাচ্ছেন মুখ্যমন্ত্রী, পীরজাদাদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা

সোমবার ফুরফুরা শরিফ যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ফুরফুরা শরিফের পীরজাদাদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা। আগেই ফুরফুরা শরিফ নিয়ে উন্নয়ন পর্ষদ গঠন রাজ্য সরকারের। ফুরফুরা শরিফের উন্নয়ন নিয়ে আলোচনার সম্ভাবনা। 

WB News Live: কলেজস্ট্রিটে সরকারি বাসে আচমকাই দাউদাউ করে আগুন

হাওড়া-শিয়ালদাগামী সরকারি বাসে আচমকা আগুন। দাউ দাউ করে বাসে আগুন লাগে। কলুতলা ও কলেজস্ট্রিট সংলগ্ন এলাকার ঘটনা। ঘটনাস্থলে দমকলের ১ টি ইঞ্জিন। আপাতত হতাহতের কোনও খবর নেই। 

West Bengal News Live: ছাব্বিশের নির্বাচনে হিন্দু ভোট এককাট্টা করতে মরিয়া বিজেপি, বাঁকুড়া ১ নম্বর ব্লকে দেওয়ালে দেওয়ালে হিন্দুত্বের বার্তা

ছাব্বিশের ভোটে ধর্মই 'অস্ত্র', দেওয়াল লিখন বিজেপির। হিন্দুদের এককাট্টা হওয়ার ডাক দিয়ে বাঁকুড়ায় দেওয়াল লিখন। তৃণমূলের তোষণ-নীতির প্রতিবাদেই প্রচার, দাবি বিজেপির। গুরুত্বে নারাজ তৃণমূল, ধর্ম নিয়ে রাজনীতির পাল্টা অভিযোগ বামেদের। 

West Bengal News Live: মণ্ডল সভাপতির পরে এবার জেলা সভাপতি নিয়েও বিজেপিতে 'বিদ্রোহ'

মণ্ডল সভাপতির পরে এবার জেলা সভাপতি নিয়েও বিজেপিতে 'বিদ্রোহ'। নতুন জেলা সভাপতির নাম ঘোষণা হতেই জলপাইগুড়িতে 'বিদ্রোহ'। কর্মীদের অন্ধকারে রেখেই নতুন জেলা সভাপতি ঘোষণার অভিযোগ। জলপাইগুড়ির পর বসিরহাটেও জেলা সভাপতি নিয়ে বিজেপিতে দ্বন্দ্ব। চক্রান্তের অভিযোগে বসিরহাটে প্রাক্তন ভাইস চেয়ারম্যানের বিক্ষোভ। 

WB News Live: মার্চেই তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে, আজ রাজ্যের ৫ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি

মার্চেই তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে। আজ রাজ্যের ৫ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি। গরম চরমে উঠতে পারে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। কালও তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গে। কোথাও কোথাও পারদ ৪০ ডিগ্রি পেরোতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও কাল তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩-৪ ডিগ্রি বেশি থাকবে। বুধবার হাওয়া বদল বঙ্গে। বৃহস্পতি ও শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলায়। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুুয়ারে আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা। 

West Bengal News Live: ভূতুড়ে ভোটার নিয়ে আজ অভিষেকের ভার্চুয়াল বৈঠক 

'ভূতুড়ে' ভোটার নিয়ে কোর কমিটির সিদ্ধান্ত স্থগিত, আজ কী ঘোষণা অভিষেকের? ভুয়ো ভোটার নিয়ে সাড়ে ৪ হাজার নেতার সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অভিষেক। ভার্চুয়াল বৈঠকে সাংসদ, বিধায়ক, কাউন্সিলর থেকে জেলা সভাপতিরা। ভোটার তালিকায় স্ক্রুটিনি নিয়ে জেলাওয়াড়ি কমিটি নিয়ে আজ সিদ্ধান্ত? 

প্রেক্ষাপট

পাখির চোখ '২৬। আজ ভার্চুয়াল বৈঠকে অভিষেক। অনলাইনে বৈঠকে থাকবেন তৃণমূলের সাংসদ-বিধায়ক থেকে কাউন্সিলর, জেলা সভাপতিরা। থাকবেন সাড়ে ৪ হাজার জন প্রতিনিধি। 


অমিত শাহের বঙ্গ সফরের আগেই কি নতুন রাজ্য সভাপতি পাচ্ছে বঙ্গ বিজেপি? ২৫ জন নতুন জেলা সভাপতির নাম ঘোষণায় জল্পনা। রাজ্য সভাপতি নির্বাচিত হতে প্রয়োজন ২৩ জনের ভোট। 


তৃণমূলকে নিয়ে কিছু বলিনি, শৃঙ্খলাভঙ্গের প্রশ্নই নেই। বিজেপি আক্রমণ করলে চ্যালেঞ্জ করবই। দলের ১ পাতার শো কজে, ২ পাতার জবাব দিয়ে হুঙ্কার হুমায়ুনের। 


ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক পি কে বন্দ্যোপাধ্যায়ের সল্টলেকের বাড়িতে খুন! বচসা পরিচারক-গাড়িচালকের মধ্যে। গাড়িচালকের ছুরির আঘাতে নিহত পরিচারক। 


ব্যাগ থেকে ৫ হাজার টাকা খোয়া যাওয়ায় এর আগেই দুজনকে বকাবকি করেছিলেন পি কে-র মেয়ে। সেই নিয়ে বচসার জেরে পরপর ছুরির কোপ। অভিযুক্ত গাড়িচালক গ্রেফতার। 


খড়দায় টিএমসিপি কর্মী খুনের হাড়হিম করা ফুটেজ প্রকাশ্যে। তাড়া করে মাটিতে ফেলে এলোপাথাড়ি কোপ। পুলিশের কাছে দায়ের করা পুরনো অভিযোগ না তোলায় হামলা, দাবি কাউন্সিলরের। 


নদিয়ার ধুবুলিয়ায় মর্মান্তিক-নৃশংস ঘটনা। স্ত্রী-র বিবাহ বহির্ভূত সম্পর্কে সন্দেহের জেরে বচসা। চার বছরের শিশুকে আছাড় মেরে খুন করল বাবা। নদী থেকে দেহ উদ্ধার। গ্রেফতার অভিযুক্ত। 


কসবায় ভিনরাজ্যের যুবকের রহস্যমৃত্যু। শপিং মলের পিছনে জলাশয় থেকে দেহ উদ্ধার। বিহার থেকে বেড়াতে এসেছিলেন আত্মীয়ের বাড়িতে। মৃত্যুর তদন্তে পুলিশ। 


মার্চেই তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে। ৫ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি। কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৪ ডিগ্রি বেশি। বুধবার হাওয়া বদল, হতে পারে বৃষ্টি। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.