WB News Live Updates: পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে দেওয়া চলবে না: শমীক ভট্টাচার্য
West Bengal News Live Updates: প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।
প্রেক্ষাপট
ছাত্রনেতা খুনের প্রতিবাদের নামে বাংলাদেশে ফিরল নৈরাজ্য। ময়মনসিংহে হিন্দু যুবককে পিটিয়ে, পুড়িয়ে খুন। খুলনায় সাংবাদিকের মাথায় গুলি করে হত্যা। মৌলবাদীদের টার্গেটে এবার বাংলাদেশের একের পর এক সংবাদমাধ্যম। প্রথম আলো, ডেইলি স্টারের...More
'পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে দেওয়া চলবে না। বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ধ্বংস হচ্ছে। আর, মালদায় তৃণমূলের ছাত্রনেতা রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে আগুন লাগাচ্ছে। যে মানুষগুলো ওপার বাংলা থেকে এপারে চলে এসেছেন, আজ তাঁদের পাশে যদি কোনও রাজনৈতিক দল থেকে থাকে, সে হল বিজেপি', তাহেরপুরের সভা থেকে বললেন শমীক ভট্টাচার্য।
'বাংলাদেশের পরিস্থিতি উদ্বেগজনক। জামাতিদের হাত থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করতে হবে', তাহেরপুরের সভা থেকে বললেন শুভেন্দু অধিকারী।
'প্রথমে ১৫০ জনের গ্রাউন্ড অ্যাকসেস কার্ড করা দেওয়া হয়। পরে প্রভাবশালীদের চাপে এই সংখ্যাটাকে তিনগুণ বাড়াতে হয়েছিল', দাবি শতদ্রুর, খবর সূত্রের। 'ভারত সফরের জন্য লিও মেসিকে ৮৯ কোটি টাকা দেওয়া হয়। ভারত সরকারকে কর বাবদ দেওয়া হয়েছিল ১১ কোটি টাকা। ১০০ কোটি টাকার মধ্য়ে ৩০ শতাংশ টাকা সংগ্রহ হয় স্পনসরদের থেকে। বাকি ৩০ শতাংশ টাকা এসেছে টিকিট বিক্রি করে', জেরায় জানিয়েছেন শতদ্রু, খবর সূত্রের।
'ময়মনসিংহে দীপুচাঁদ দাস নামের হিন্দু যুবককে খুনের ঘটনায় গ্রেফতার ৭', পোস্ট বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের। এখনও জ্বলছে বাংলাদেশ। আগুন লাগানো হয়েছে ‘উদীচী শিল্পীগোষ্ঠী’র কেন্দ্রীয় কার্যালয়েও। বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলোর অফিসে তাণ্ডবের জের। ২৭ বছরের ইতিহাসে প্রথমবার বন্ধ রইল প্রথম আলোর সংস্করণ।
ঢাকায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির শেষকৃত্য। ময়মনসিংহে দীপুচাঁদ দাস নামের হিন্দু যুবককে পিটিয়ে খুন ও জ্বালিয়ে দেওয়ার ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে বাংলাদেশ র্যাব। এক্স পোস্টে এমনটাই জানিয়েছেন বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা। মহম্মদ ইউনূস। এদিকে এখনও অশান্তির আগুনে জ্বলছে বাংলাদেশ। ছায়ানটের পর আগুন লাগানো হয়েছে ঢাকার অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘উদীচী শিল্পীগোষ্ঠী’র কেন্দ্রীয় কার্যালয়েও।
হাসিনা বিরোধী ছাত্রনেতা ওসমান বিন হাদি খুনের পর থেকেই অগ্নিগর্ভ পদ্মাপাড়ের দেশ। এই আবহেই আজই ঢাকায় দুপুর ২টো নাগাদ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির শেষকৃত্য সম্পন্ন হবে। তার পর দেহ পাঠানো হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে কেন্দ্রীয় মসজিদের পাশে সমাধিস্থল প্রস্তুত করা হচ্ছে। বাংলাদেশের অন্তবর্তী সরকারের পক্ষ থেকে শান্তি বজায় রাখার আর্জি জানানো হয়েছে। বৃহস্পতিবারের তাণ্ডব চালানো হয় বাংলাদেশের প্রথম সারির সংবাদপত্র প্রথম আলোর অফিসে। অবাধে ভাঙচুর চালিয়ে ধরিয়ে দেওয়া হয় আগুন। অগ্নিসংযোগ ও ভাঙচুরের পর ২৭ বছরের ইতিহাসে প্রথমবার বন্ধ রইল প্রথম আলোর সংস্করণ।
SIR-খসড়ার শুনানির আগে এবার BLO অ্যাপে নতুন সংযোজন? '২০০২-এর তালিকায় ভোটারের নামে ভুল থাকলে, তা যাচাই করে আন্ডারটেকিং দিতে হবে BLO-কে। যাঁদের নামের বানান ভুল আছে, তাঁদের আর শুনানিতে ডাকা হবে না। বানান যাচাই করে অ্যাপের নতুন ফিচারে আন্ডারটেকিং দিতে হবে BLO-কে', জানানো হল ভোটকর্মী ও BLO ঐক্যমঞ্চর তরফে। SIR-খসড়ার শুনানির আগে এবার BLO অ্যাপে নতুন সংযোজনের খবরে অসন্তুষ্ট BLO-দের একাংশ। তাঁরা বলছেন, "এভাবে কাজ করা সম্ভব নয়। খামখেয়ালিপনা চাপিয়ে দেওয়া হচ্ছে। কাজ করব না।"
তাহেরপুর দুর্ঘটনা নিয়ে এবার এক্স পোস্ট তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর। 'মোদির অহংয়ের কাছে চাপা পড়ে গেল ভয়াবহ দুর্ঘটনার ট্র্যাজেডি। রানাঘাটে প্রধানমন্ত্রীর সভার জন্য সমর্থকদের নিয়ে আসা হচ্ছিল মুর্শিদাবাদ থেকে। তাঁদের মধ্যে চারজন উঠে এসেছিলেন রেললাইনে। রেললাইনে ট্রেনের ধাক্কায় মৃত্যু সমর্থকদের। পুরো ঘটনাটি এড়িয়ে গেল বিজেপি, ধামাচাপা দিল বিজেপি। মিছিল নিয়ে এগিয়ে গেল'।
মোদির আসার আগেই তাহেরপুর ডাউন কৃষ্ণনগর লোকালের ধাক্কায় মৃত্যু তিন জনের। প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে এঁরা মুর্শিদাবাদ থেকে নদিয়া আসছিলেন। রানাঘাটের তাহেরপুর ও বাদকুল্লা স্টেশনের মাঝামাঝি দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আরও ১। মৃতরা বড়ঞার বাসিন্দা।
প্রধানমন্ত্রীর বক্তব্য দিশাহীন, দায়িত্বজ্ঞানহীন। SIR-এর কারণে মতুয়া-সহ যাঁরা বিপদে পড়েছেন তাঁদের জন্য মোদির বার্তা হতাশাজনক। তিনি চাইলে ওই মানুষগুলির জন্য বার্তা দিতে পারতেন। কিন্তু, তিনি তা করেননি। প্রধানমন্ত্রী খালি হাতে এসেছেন: কুণাল ঘোষ।
মোদি পশ্চিমবঙ্গের জন্য অনেক কিছু করতে চায়। বিকাশের জন্য নিজেকে সমর্পিত করতে চায়: মোদি।
আজ এই বিশৃঙ্খলা...বিজেপি-র কোনও দায়িত্বশীল রাজ্যনেতাকে দেখা যায়নি ভিড় সামলাতে। সরু জায়গায় বেশি লোক ঢুকিয়েছিলেন। সভা এমন কিছু বড় হয়নি। অল্প জায়গায় বেশি মানুষ ঢুকিয়েছেন দায়িত্বজ্ঞানহীনের মতো। বড় দুর্ঘটনা ঘটতে পারত। বিজেপি-র একজন রাজ্যনেতাকে ভিড় সামলাতে দেখা যায়নি। চেয়ার ছোড়াছুড়ি, গেট ভাঙা, সব রকম বিশৃঙ্খলা হয়েছে। সংযমের সঙ্গে বিজেপি কর্মীদের বিশৃঙ্খলা, অন্যায় আচরণ সামলেছে পুলিশ। নেতারা সব মঞ্চে বসেছিলেন। নরেন্দ্র মোদি মনে রাখবেন, আজ নামতে পারেননি। ২০২৬-এর যাত্রা শুরু করতে এসেছিলেন নাকি? লোকসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'কুর্সি কি পেটি বাঁধ লিজিয়ে, মৌসম বিগড়নে ওয়ালা হ্যায়'। নরেন্দ্র মোদি, আপনি প্রথম সভায় হোঁচট খেলেন। আপনার কপ্টার যে নামতে পারল না, এটা হল অ্যাক্ট অফ গড: কুণাল ঘোষ।
আজ এই বিশৃঙ্খলা...বিজেপি-র কোনও দায়িত্বশীল রাজ্যনেতাকে দেখা যায়নি ভিড় সামলাতে। সরু জায়গায় বেশি লোক ঢুকিয়েছিলেন। সভা এমন কিছু বড় হয়নি। অল্প জায়গায় বেশি মানুষ ঢুকিয়েছেন দায়িত্বজ্ঞানহীনের মতো। বড় দুর্ঘটনা ঘটতে পারত। বিজেপি-র একজন রাজ্যনেতাকে ভিড় সামলাতে দেখা যায়নি। চেয়ার ছোড়াছুড়ি, গেট ভাঙা, সব রকম বিশৃঙ্খলা হয়েছে। সংযমের সঙ্গে বিজেপি কর্মীদের বিশৃঙ্খলা, অন্যায় আচরণ সামলেছে পুলিশ। নেতারা সব মঞ্চে বসেছিলেন। নরেন্দ্র মোদি মনে রাখবেন, আজ নামতে পারেননি। ২০২৬-এর যাত্রা শুরু করতে এসেছিলেন নাকি? লোকসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'কুর্সি কি পেটি বাঁধ লিজিয়ে, মৌসম বিগড়নে ওয়ালা হ্যায়'। নরেন্দ্র মোদি, আপনি প্রথম সভায় হোঁচট খেলেন। আপনার কপ্টার যে নামতে পারল না, এটা হল অ্যাক্ট অফ গড: কুণাল ঘোষ।
তাহেরপুরের সভায় নামেত পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কুয়াশার জেরে হেলিকপ্টার ফিরে এল কলকাতায়। অডিও মাধ্যমেই বক্তৃতা শেষে। তীব্র আক্রমণ করলেন তৃণমূলের কুণাল ঘোষ। বললেন, "আপনার কপ্টার যে নামতে পারল না, এটা হল অ্যাক্ট অফ গড। বাংলায় বিজেপি-র জন্য মৌসম বিগড় চুকা হ্যায়। বাংলার বকেয়া টাকা নিয়ে কোনও কথা নেই, বাংলাকে অপমান করেছেন, কোনও কথা নেই, বাংলার পরিযায়ী শ্রমিকদের অপমান করেছেন, বাংলাভাষী বলে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছেন, তা নিয়ে কোনও কথা বললেন না।"
এ-রাজ্যের জন্য ইচ্ছে বা টাকা কোনওটারই অভাবই নেই। কিন্তু, কাটমানি, কমিশনের গেরোয় সেই প্রকল্প আটকে যাচ্ছে। তৃণমূল মোদির বিরোধিতা করবে, ১০০ বার তা করুক। কিন্তু, পশ্চিমবঙ্গের উন্নয়নকে তারা কেন আটকে রাখছে? এ-রাজ্যের সাধারণ মানুষের স্বপ্নভঙ্গ করার কাজ যেন তারা না করে। একবার আপনারা বিজেপিকে সুযোগ দিন: মোদি।
পশ্চিমবঙ্গের প্রত্যন্ত জায়গাগুলিতে অত্যাধুনিক পরিষেবা দেওয়াই আমাদের উদ্দেশ্য। মতুয়ারা সমাজ কল্যাণের ভাবনাকে সবসময় এগিয়ে দিয়েছেন। পশ্চিমবঙ্গকে ২ টি বড় হাইওয়ে প্রজেক্ট দেওয়া হয়েছে, যার মাধ্যমে কলকাতা ও শিলিগুড়ির যোগাযোগ আরও সুদৃঢ় হবে। বিহারের জয় বাংলায় বিজেপির জয়ের রাস্তাও গড়ে দিয়েছে: মোদি।
এ-রাজ্যের জন্য ইচ্ছে বা টাকা কোনওটারই অভাবই নেই। কিন্তু, কাটমানি, কমিশনের গেরোয় সেই প্রকল্প আটকে যাচ্ছে। তৃণমূল মোদির বিরোধিতা করবে, ১০০ বার তা করুক। কিন্তু, পশ্চিমবঙ্গের উন্নয়নকে তারা কেন আটকে রাখছে? এ-রাজ্যের সাধারণ মানুষের স্বপ্নভঙ্গ করার কাজ যেন তারা না করে। একবার আপনারা বিজেপিকে সুযোগ দিন। অনুপ্রবেশকারী গো ব্যাক বলুন। অনুপ্রবেশকারীদের মদত দেওয়ার জন্যেই SIR-এর বিরোধিতা করছে তৃণমূল। বামেরা ৩০ বছর ধরে ত্রিপুরাকে বরবাদ করেছিল। ত্রিপুরার মানুষ আমাদের সুযোগ দিয়েছে। ত্রিপুরায় আমরা উন্নয়নের কাজ করছি। পশ্চিমবঙ্গে ৩৪ বছরের বাম শাসন শেষ হয়েছে। কিন্তু, তৃণমূল সরকার এসে এ-রাজ্যকে আরও পিছিয়ে দিয়েছে। তাই, ত্রিপুরা দ্রুতগতিতে এগিয়ে চলেছে, পিছিয়ে চলেছে বাংলা: মোদি
তাহেরপুরের সভাস্থলের উদ্দেশে অডিওবার্তায় বললেন প্রধানমন্ত্রী
পশ্চিমবঙ্গের প্রত্যন্ত জায়গাগুলিতে অত্যাধুনিক পরিষেবা দেওয়াই আমাদের উদ্দেশ্য। মতুয়ারা সমাজ কল্যাণের ভাবনাকে সবসময় এগিয়ে দিয়েছেন। পশ্চিমবঙ্গকে ২ টি বড় হাইওয়ে প্রজেক্ট দেওয়া হয়েছে। যার মাধ্যমে কলকাতা ও শিলিগুড়ির যোগাযোগ আরও সুদৃঢ় হবে। বিহারের জয় বাংলায় বিজেপির জয়ের রাস্তাও গড়ে দিয়েছে। পশ্চিমবঙ্গে যে মহাজঙ্গলরাজ চলছে, তা থেকে আমাদের মুক্তি পেতে হবে। এ-রাজ্যের মানুষ বলছেন, বাঁচতে চাই, বিজেপি তাই। পশ্চিমবঙ্গের প্রগতির জন্য বিজেপি পুরোদমে কাজ করব। এ-রাজ্যের জন্য ইচ্ছে বা টাকা কোনওটারই অভাবই নেই। কিন্তু, কাটমানি, কমিশনের গেরোয় সেই প্রকল্প আটকে যাচ্ছে: নরেন্দ্র মোদি।
তাহেরপুরে মোদির সভাস্থলে চূড়ান্ত বিশৃঙ্খলা। বিজেপি-র রাজ্য নেতৃত্বকে কাঠগড়ায় তুলছেন বিজেপি-র নেতা-কর্মীরা। রাজ্যের নেতারা কোথায়? উঠছে প্রশ্ন। প্রশাসনের কাছে আবেদন বিজেপি-র কর্মী সমর্থকদের।
তাহেরপুরে মোদির সভাস্থলে তুলকালাম পরিস্থিতি। ভিভিআইপি গেট ভেঙে ফেলার চেষ্টা। চূড়ান্ত বিশৃঙ্খলা সভাস্থলে। ভাঙা হল ব্যারিকেডও। পরিস্থিতি সামাল দিতে হিমশিম পুলিশ। IPS অফিসাররাও নাজেহাল।
ঘন কুয়াশা, কলকাতা থেকে তাহেরপুর রওনা দিয়েও ফিরতে হল প্রধানমন্ত্রীর কপ্টারকে। নিরাপত্তার কারণে সড়কপথে প্রধানমন্ত্রীর সভাস্থলে যাওয়ার পরিকল্পনা বাতিল SPG-র। কলকাতা বিমানবন্দরেই ভার্চুয়াল সভার পরিকল্পনা চূড়ান্ত।
ঘন কুয়াশা, কলকাতা থেকে রওনা দিয়ে ফিরতে হল প্রধানমন্ত্রীর কপ্টারকে। তাহেরপুরে সভার পথে রওনা দিয়ে ফিরতে হল মোদিকে। দৃশ্যমানতা কম থাকায় নিরাপত্তাজনিত কারণে প্রধানমন্ত্রীর কপ্টার ফেরানো হয় কলকাতা বিমানবন্দরে। কলকাতা বিমানবন্দরে অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী। সড়কপথে প্রধানমন্ত্রীকে তাহেরপুরে পৌঁছে দেওয়া যায় কি না, তা নিয়ে চলছে আলোচনা।
তাহেরপুরে প্রধানমন্ত্রীর সভাস্থলে বিশৃঙ্খলা। তুমুল ভিড়, বারবার ঘোষণা করে ভিড় সামাল দেওয়ার চেষ্টা। প্রধানমন্ত্রীকে এক ঝলক দেখতে দূর থেকে আসা মানুষের ঢল সভাস্থলে। অথচ কুয়াশায় নামতেই পারল না নরেন্দ্র মোদির হেলিকপ্টার।
কুয়াশার জন্য তাহেরপুরে নামতে পারল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হেলিকপ্টার। কলকাতা বিমানবন্দের ফিরে আসছে। সড়কপথে ফের রওনা দেবেন বলে খবর।
যুবভারতীকাণ্ডে এবার সামনে এল চাঞ্চল্যকর তথ্য। গতকাল শতদ্রু দত্তকে টানা জেরা করে নতুন তথ্য পেয়েছেন সিটের তদন্তকারীরা। 'পিঠে হাত দেওয়া, জড়িয়ে ধরা একেবারেই পছন্দ করেননি মেসি। বিদেশ থেকে আসা নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের বিষয়টি জানিয়েছিলেন তিনি। বারবার ঘোষণা করেও কোনও লাভ হয়নি', জেরায় শতদ্রু দত্ত এমনই জানিয়েছেন বলে খবর সূত্রের। 'প্রথমে ১৫০ জনের গ্রাউন্ড অ্যাকসেস কার্ড করে দেওয়া হয়। পরে প্রভাবশালীদের চাপে এই সংখ্যাটাকে তিনগুণ বাড়াতে হয়েছিল। ভারত সফরের জন্য লিও মেসিকে ৮৯ কোটি টাকা দেওয়া হয়। ভারত সরকারকে কর বাবদ দেওয়া হয়েছিল ১১ কোটি টাকা। ১০০ কোটি টাকার মধ্যে ৩০ শতাংশ টাকা সংগ্রহ হয় স্পনসরদের থেকে। বাকি ৩০ শতাংশ টাকা এসেছে টিকিট বিক্রি করে', জেরায় জানিয়েছেন শতদ্রু, খবর সূত্রের।
'মতুয়ারা যে মোদিজীর সঙ্গে আছে, তা দেড় বছর আগেই লোকসভা ভোটে প্রমাণ হয়েছে', মোদির সফরের আগে দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
আজ রানাঘাটের তাহেরপুরে প্রধানমন্ত্রীর জোড়া সভা। একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি রাজনৈতিক সভা করবেন নরেন্দ্র মোদি। কয়েক মাস পরেই এ রাজ্যে বিধানসভা ভোট। ভোট যুদ্ধের বিউগল পুরোপুরি বাজবে কি আজকের তাহেরপুরের সভায়? সভা শুরুর আগেই সভাস্থলে জমছে ভিড়। মতুয়া গড়ে মোদির সভা ঘিরে উৎসাহ-উদ্দীপনার ছবি। প্রধানমন্ত্রীকে এক ঝলক দেখতে ভিড় জমেছে হেলিপ্যাডেও।
'প্রধানমন্ত্রী আসছেন খালি হাতে। মতুয়া সম্প্রদায়কে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে বিজেপি। SIR-এর পর তাঁরা অথৈ জলে পড়েছেন। তাই ড্যামেজ কন্ট্রোল করতে আসছেন মোদি', কটাক্ষ কুণাল ঘোষের।
কলকাতা বিমানবন্দরে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
SIR-খসড়ার শুনানির আগে এবার BLO অ্যাপে নতুন সংযোজন? '২০০২-এর তালিকায় ভোটারের নামে ভুল থাকলে, তা যাচাই করে আন্ডারটেকিং দিতে হবে BLO-কে। যাঁদের নামের বানান ভুল আছে, তাঁদের আর শুনানিতে ডাকা হবে না। বানান যাচাই করে অ্যাপের নতুন ফিচারে আন্ডারটেকিং দিতে হবে BLO-কে', জানানো হল ভোটকর্মী ও BLO ঐক্যমঞ্চর তরফে।
নিরাপত্তা নিশ্চিত করতে মুখ্য় নির্বাচনী আধিকারিকের দফতরে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যেই আজ BLO-দের বৈঠকে ডেকেছে নির্বাচন কমিশন।
সকাল সাড়ে ১০টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে আকাশপথে পৌঁছবেন নদিয়ার তাহেরপুরে। হেলিপ্যাড থেকে গাড়ি করে ১ কিলোমিটার দূরে তাহেরপুর নেতাজি পার্কের সভাস্থলে পৌঁছবেন নরেন্দ্র মোদি। প্রথমে সরকারি মঞ্চ থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। তার মধ্যে রয়েছে, বড় জাগুলি থেকে কৃষ্ণনগর পর্যন্ত ১২ নম্বর জাতীয় সড়কের উদ্বোধন এবং বড় জাগুলি থেকে বারাসাত পর্যন্ত ৪ লেনের রাস্তার শিলান্যাস। এরপর রাজনৈতিক সভা করবেন নরেন্দ্র মোদি। আলিপুরদুয়ার, দুর্গাপুর ও কলকাতার পর এবার নদিয়ার তাহেরপুরে বিজেপির 'পরিবর্তন সংকল্প সভা'য় যোগ দেবেন তিনি।
সকাল সাড়ে ১০টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে আকাশপথে পৌঁছবেন নদিয়ার তাহেরপুরে। হেলিপ্যাড থেকে গাড়ি করে ১ কিলোমিটার দূরে তাহেরপুর নেতাজি পার্কের সভাস্থলে পৌঁছবেন নরেন্দ্র মোদি। প্রথমে সরকারি মঞ্চ থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। তার মধ্যে রয়েছে, বড় জাগুলি থেকে কৃষ্ণনগর পর্যন্ত ১২ নম্বর জাতীয় সড়কের উদ্বোধন এবং বড় জাগুলি থেকে বারাসাত পর্যন্ত ৪ লেনের রাস্তার শিলান্যাস। এরপর রাজনৈতিক সভা করবেন নরেন্দ্র মোদি। আলিপুরদুয়ার, দুর্গাপুর ও কলকাতার পর এবার নদিয়ার তাহেরপুরে বিজেপির 'পরিবর্তন সংকল্প সভা'য় যোগ দেবেন তিনি।
প্রধানমন্ত্রীর সফরের আগেই তাহেরপুরে ডাউন কৃষ্ণনগর লোকালের ধাক্কায় মৃত্যু ৩ জনের। প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে এঁরা মুর্শিদাবাদ থেকে নদিয়া আসছিলেন রানাঘাটের তাহেরপুর ও বাদকুল্লা স্টেশনের মাঝামাঝি দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ১। ভোরে কুয়াশার জেরে দৃশ্য়মানতা কম থাকায় এই দুর্ঘটনা বলে জানা গেছে। মৃতরা সবাই মুর্শিদাবাদের বড়ঞার বাসিন্দা।
বড়জাগুলি থেকে কৃষ্ণনগর পর্যন্ত চার লেনের এই রাস্তার দৈর্ঘ্য ৬৬.৭ কিলোমিটার। বারাসাত থেকে বড়জাগুলি পর্যন্ত প্রস্তাবিত চার লেনের রাস্তার দৈর্ঘ্য ১৭.৬ কিলোমিটার। প্রকল্প পুরো শেষ হলে কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত যাত্রার সময় কমবে অন্তত ২ ঘণ্টা। এই এলাকায় আর্থিক বৃদ্ধি ও পর্যটন শিল্প এর ফলে উৎসাহ পাবে বলে মনে করছে কেন্দ্র।
আজ রানাঘাটের তাহেরপুরে প্রধানমন্ত্রীর জোড়া জনসভা। একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি রাজনৈতিক সভা করবেন নরেন্দ্র মোদি কয়েক মাস পরেই এ রাজ্যে বিধানসভা ভোট। ভোট যুদ্ধের বিউগল পুরোপুরি বাজবে কি আজকের তাহেরপুরের সভায়?
ডিসেম্বর প্রায় শেষের পথে, কিন্তু দেখা নেই জাঁকিয়ে শীতের। কলকাতায় শীতের আমেজ অনেকটাই উধাও। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। আগামী কয়েকদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির আশেপাশেই থাকবে। পশ্চিমী ঝঞ্ঝার জেরেই শীতের আমেজ কমছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
SIR আবহে উদ্বেগ বাড়ছে মতুয়াদের একাংশের। ওপার বাংলা থেকে আসা মতুয়াদের অনেকেরই নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। এদিকে CAA-তে আবেদন করলেও, অধিকাংশেরই এখনও নিষ্পত্তি হয়নি। SIR-এর শুনানি পর্বে ডাক পড়লে কী নথি দেখাবেন? বাড়ছে উৎকণ্ঠা।
পুরীতে পথ দুর্ঘটনায় আহত ৮ জন বাঙালি পর্যটক। কেনাকাটায় ব্যস্ত থাকা বাঙালি পর্যটকদের নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা গাড়ির। আহত ৮ জন বাঙালি পর্যটক, গাড়ি ভাঙচুর উত্তেজিত জনতার, মারধর চালককে। কী কারণে দুর্ঘটনা, আটক গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ পুলিশের।
বিধায়ক-চেয়ারম্য়ান 'দ্বন্দ্ব', ভেঙে দেওয়া হল জঙ্গিপুর পুরবোর্ড। জঙ্গিপুরের পুরবোর্ড ভেঙে দিয়ে প্রশাসক বসাল রাজ্য সরকার। পুরসভার প্রশাসক পদে বসানো হল জঙ্গিপুরের মহকুমা শাসককে। বোর্ড ভাঙতেই চেয়ারম্য়ানের বিরোধী তৃণমূল কাউন্সিলরদের উল্লাস। আতসবাজি পুড়িয়ে, মিষ্টিমুখ করে উল্লাস বিধায়ক অনুগামীদের। বিধায়ক জাকির হোসেনের সঙ্গে পুর-চেয়ারম্যান মফিজুল ইসলামের কোন্দল। কোন্দলের জেরেই ভেঙে দেওয়া হল পুরবোর্ড, অভিযোগ বিজেপির। ২৬ নভেম্বর জঙ্গিপুর পুরসভার কাউন্সিলারদের শোকজের নোটিস। শোকজের নোটিস পাঠায় রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। নোটিসের পর এবার পুর বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক বসাল রাজ্য। ফোন ধরেননি, মেসেজের উত্তর দেননি পুর চেয়ারম্যান মফিজুল ইসলাম।
নৈরাজ্যের বাংলাদেশে ফের উঠল ডায়রেক্ট অ্যাকশনের স্লোগান। আর এই আবহে সেদেশে খুন হলেন আরও এক হিন্দু যুবক। যে ঘটনার সঙ্গে পশ্চিমবঙ্গের প্রসঙ্গ তুলে তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি। শমীক ভট্টাচার্য বলেছেন, আজকের পরিস্থিতি, ১৯৪৬ সালের পশ্চিমবঙ্গতে ফিরিয়ে নিয়ে গেছে। পাল্টা তৃণমূলের হুঁশিয়ারি, উস্কানিমূলক মন্তব্যের জেরে কোনও ঘটনা ঘটলে তার জন্য দায়ী থাকবে বিজেপি।
মোদির সফরের আগে নদিয়ার চাকদায় পড়ল 'গো ব্যাক মোদি' ফ্লেক্স। চাকদায় জাতীয় সড়কজুড়ে মোদি-বিরোধী পোস্টার, ফ্লেক্স। SIR-এ ৫ লক্ষ মতুয়াদের নাম কেন বাদ গেল, সেই প্রশ্ন তুলে পোস্টার। মোদির সভাকে 'নাগরিকত্ব হরণের সভা' বলেও বর্ণনা করা হয়েছে পোস্টারে।
'২৬ এর বিধানসভা ভোটের আগে আজ রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ সকাল সাড়ে ১০টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে আকাশপথে পৌঁছবেন নদিয়ার তাহেরপুরে। হেলিপ্যাড থেকে গাড়ি করে ১ কিলোমিটার দূরে তাহেরপুর নেতাজি পার্কের সভাস্থলে পৌঁছবেন তিনি। তাহেরপুরের সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী। যার মধ্য়ে রয়েছে ৩ হাজার ২০০ কোটি টাকার জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস। এর পাশাপাশি ১২ নম্বর জাতীয় সড়কের কৃষ্ণনগর থেকে বড়জাগুলি পর্যন্ত প্রায় ৬৮ কিলোমিটার অংশকে চার লেন করে তোলার কাজ শেষ হয়েছে। সেই অংশেরই আনুষ্ঠানিক উদ্বোধন প্রধানমন্ত্রীর হাতে হবে। পাশাপাশিই বারাসাত থেকে বড়জাগুলি পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার অংশকে চার লেন করে তোলার কাজের শিলান্যাস করবেন তিনি।
শুক্রবার রাতে কেওড়াতলা শ্মশানে দাহ করা নিয়ে দুই গোষ্ঠীর বিবাদে গভীর রাত পর্যন্ত উত্তেজনা। সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন দুপক্ষের ৩ জন। ঘণ্টাখানেক অবরুদ্ধ থাকে মেয়র ফিরহাদ হাকিমের বাড়ির সামনে চেতলা রোড। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। অভিযোগ, শুক্রবার রাতে কেওড়াতলা শ্মশানে দাহ করতে গিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে কথাকাটাকাটি হয় শ্মশানযাত্রীদের। অভিযোগ, স্থানীয়দের একাংশ শ্মশানযাত্রীদের উপর চড়াও হয়। এরপরই দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।
ছাত্র নেতা খুনের প্রতিবাদের নামে বাংলাদেশে ফিরল নৈরাজ্য। তৈরি হল অগ্নিগর্ভ পরিস্থিতি। খুন, ভাঙচুর, তাণ্ডব, অগ্নিসংযোগ বাদ গেল না কিছুই! চট্টগ্রামে ভারতের হাই কমিশনের অফিসের সামনে হল পাথরবৃষ্টি! বাংলাদেশের একাধিক সংবাদপত্রের অফিসে ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হল আগুন। তাণ্ডবের হাত থেকে রেহাই পায়নি বাংলাদেশের সংস্কৃতিকেন্দ্র 'ছায়ানট'-ও! ফের এক হামলার মুখে পড়েছে ৩২ ধানমণ্ডিতে মুজিবের ভাঙা বাড়ি।