West Bengal News Live: চন্দননগরে ডাকাতি করতে এসে ৬ বছরের শিশুকে শ্বাসরোধ করে খুন, লুঠ টাকা-গয়না

WB News Live Update: সন্ন্যাসী, আইনজীবী থেকে অধ্যাপক, বাংলাদেশে রেহাই পাচ্ছেন না কোনও হিন্দুই। লাগাতার হামলার প্রতিবাদ করায় এবার আক্রান্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।

ABP Ananda Last Updated: 05 Dec 2024 10:19 PM
West Bengal Live Update: শোভাবাজারে ৭ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ

ফের যৌন নির্যাতন। এবার এক শিশুকন্যা। শোভাবাজারে ৭ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ। অভিযোগ দায়ের করেছেন শিশুকন্যার মায়ের। একরত্তি শিশুকন্যাকে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

WB News Live: চন্দননগরের কুণ্ডুঘাটে ফাঁকা বাড়িতে ৬ বছরের শিশুর রহস্যমৃত্যু

চন্দননগরের কুণ্ডুঘাটে ফাঁকা বাড়িতে ৬ বছরের শিশুর রহস্যমৃত্যু। ছেলেকে শ্বাসরোধ করে খুন করেছে ডাকাতরা, দাবি মৃত শিশুর পরিবারের। আলমারি খোলা, টাকা-গয়না লুঠ হয়েছে বলে দাবি। মৃত শিশুর নাম নিখিল বিশ্বাস। বুধবার শিশুর বাবা কাজে গেছিলেন। শিশুর দিদিকে স্কুল থেকে আনতে যান মা। পরিবারের দাবি, সেই সময় টেলিভিশনে কার্টুন দেখছিল শিশু। মা ফিরে এসে শিশুকে মৃত অবস্থায় দেখতে পান। পরিবারের দাবি, আলমারি ভাঙা ছিল। টাকা-গয়না লুঠ হয়েছে। ডাকাতি করতে এসে শিশুকে খুন করা হয়েছে বলে অভিযোগ। কীভাবে মৃত্যু, জানতে আজ চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে শিশুর দেহের ময়নাতদন্ত হবে। 

West Bengal Live Update: ইউনূস সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিল বাংলাদেশে হিন্দু আইনজীবীদের সংগঠন

বাংলাদেশে হিন্দুদের ওপর লাগাতার হামলা-হেনস্থা। মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে তাঁদের। এটা মানবাধিকার লঙ্ঘন। ইউনূস সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিল বাংলাদেশে হিন্দু আইনজীবীদের সংগঠন।

WB News Live: কালনায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, বাড়ির লোকজনকে গান পয়েন্টে রেখে অবাধে লুঠপাট

কালনায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, বাড়ির লোকজনকে গান পয়েন্টে রেখে অবাধে লুঠপাট, খবর পেয়ে ওই বাড়িতে গেলে সিভিক ভলান্টিয়ারকেও আটকে রাখার অভিযোগ। পালানোর সময় হুগলির ত্রিবেণীতে ডাকাতদের বাইক আটকায় পুলিশ। 

West Bengal Live Update: কড়া পদক্ষেপ পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের

প্রশ্নপত্র ফাঁস রুখতে এবারে একাধিক উদ্যোগ গ্রহণ করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আগে  যেখানে পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্র পরীক্ষা কেন্দ্রের ভেনু সুপার ভাইজারের ঘরে খোলা হত কিন্তু এবার থেকে সেই প্রশ্নপত্র একেবারে পরীক্ষা শুরুর মুহূর্তে পরীক্ষা হলে  ছাত্র-ছাত্রীদের সামনে খোলা হবে। 

WB News Live: প্রয়াত পঙ্কজ দত্তকে পুলিশি হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদ বিজেপি

প্রয়াত পঙ্কজ দত্তকে (Pankaj Dutta) পুলিশি হেনস্থার অভিযোগে বড়তলা থানায় অবস্থান। পুলিশি হেনস্থার অভিযোগে বিজেপি বিধায়করা অবস্থানে সামিল হয়েছেন। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়কদের অবস্থান। ৩০ নভেম্বর বারাণসীর হাসপাতালে রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্তর মৃত্যু হয়েছিল। বারাণসীর অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে সেরিব্রাল অ্যাটাক হয় পঙ্কজ দত্তর। 

West Bengal Live Update: হুঙ্কার কার্তিক মহারাজের, সরকারের কাছে কঠোর আবেদন

বাংলাদেশে বিপন্ন হিন্দুরা, প্রতিবাদে কলকাতায় পথে সনাতনী সমাজ। 'চিন্ময়কৃষ্ণ দাসকে মুক্তি না দিলে আন্দোলন আরও জোরদার হবে। বাংলাদেশে আলু-পেঁয়াজ রফতানি বন্ধ করুক ভারত', কেন নীরব ভারত সরকার? প্রশ্ন কার্তিক মহারাজের। 

WB News Live: এবার কি আফগানিস্তানের পথে বাংলাদেশ? প্রশ্ন তুললেন অগ্নিমিত্রা পাল

এবার কি আফগানিস্তানের পথে বাংলাদেশ? গোপালগঞ্জে মহিলাদের বাজারে যাওয়ায় নিষেধাজ্ঞা। ফতোয়া জারি করেছে মৌলবাদীরা। ভিডিও পোস্ট করে দাবি অগ্নিমিত্রা পালের। আফগানিস্তানের পথে বাংলাদেশ?

West Bengal Live Update: হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার লড়াই শুভেন্দু অধিকারীর

সনাতনী সমাজের প্রতিবাদ সভা থেকে শুভেন্দু অধিকারী বলছেন, ''এখনও বাঙালি হিন্দুরা সবাই ঐক্যবদ্ধ হতে পারেনি। একুশে মমতা আমাকে হারাতে এসেছিলেন, আমি হিন্দুদের ঐক্যবদ্ধ হতে বলেছিলাম। নন্দীগ্রামে ৬৫% হিন্দুকে ঐক্যবদ্ধ করে মমতাকে হারিয়েছিলাম। রাজ্যে ওয়াকফ বোর্ড থাকলে সনাতনী বোর্ড হবে না কেন? কেন লাভ জেহাদ, ধর্মান্তরণের বিরুদ্ধে আইন হবে না? হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে, এই লড়াই চলবে।''


 

WB News Live: হিন্দুদের পাশে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

বাংলাদেশে অত্যাচারিত সংখ্যালঘুরা, 'হিন্দু তুমি জাগো' কলকাতার সমাবেশ থেকে ডাক দিলেন শুভেন্দু।

প্রেক্ষাপট

বাংলাদেশে গণতন্ত্রের গণহত্যা! একের পর এক হিন্দু পরিবারের উপর হামলা। বাড়ি ভাঙচুর। ভাঙা হচ্ছে মন্দির। গল্প-উপন্যাস বলে নির্লজ্জ সাফাই ইউনূসের।

সন্ন্যাসী, আইনজীবী থেকে অধ্যাপক, বাংলাদেশে রেহাই পাচ্ছেন না কোনও হিন্দুই। লাগাতার হামলার প্রতিবাদ করায় এবার আক্রান্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। বেধড়ক মার মৌলবাদীদের।


এবার কি আফগানিস্তানের পথে বাংলাদেশ? গোপালগঞ্জে মহিলাদের বাজারে যাওয়ায় নিষেধাজ্ঞা। ফতোয়া জারি করেছে মৌলবাদীরা। ভিডিও পোস্ট করে দাবি অগ্নিমিত্রা পালের।


এবার ভারত বিরোধিতায় চিন-পাকিস্তানের দোসর বাংলাদেশ? পাক নাগরিকদের অবাধে ভিসা ঢাকার। খালেদার সঙ্গে সাক্ষাৎ চিনা রাষ্ট্রদূতের।

বাংলাদেশে বিপন্ন হিনদু। আজ ফের পথে সনাতনী সমাজ। হাইকোর্টের অনুমতি নিয়ে রানি রাসমণি অ্যাভিনিউয়ে ৫০টি সংগঠনের ডাকে সমাবেশ।

সুপ্রিম কোর্টের পর এবার সিবিআইয়ের বিশেষ আদালতেও ভর্ৎসিত পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। কোন কোর্টে মামলার শুনানি হবে, আপনি ঠিক করবেন না। মন্তব্য ক্ষুব্ধ বিচারকের।


নিজের গড়েই ফের বিপাকে আরাবুল। ভাঙড়েই তৃণমূল নেতার গাড়ি তল্লাশি পুলিশের। উদ্ধার লাঠি-বাঁশ। (অ্য়াম্বি..)

আলোচনা ছাড়াই সাংগঠনিক রদবদল করছেন জেলা সভানেত্রী। সংগঠন চালানো সম্ভব হচ্ছে না। সাংসদ মহুয়ার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূল নেত্রীকে চিঠি ৬ বিধায়কের।


আমডাঙায় জাতীয় সড়কের পাশে বেআইনি গ্যাস গোডাউনে বিধ্বংসী আগুন। একের পর এক সিলিন্ডারে বিস্ফোরণ। পুলিশি মদতেই চলত বেআইনি গ্যাসের কারবার, অভিযোগ স্থানীয়দের।
বেআইনি গ্যাস গোডাউনে বিস্ফোরণ

কালনায় ডাকাতি করে পালানোর সময় মগরায় নাকা তল্লাশিতে আটক। বাধা পেয়ে পুলিশের গাড়িতে বোমা। ভাঙল কাচ। পাল্টা ধাওয়া করে ২ ডাকাতকে পাকড়াও পুলিশের।

ডাকাতি করতে এসে শিশু খুন? ফাঁকা বাড়িতে লুঠে বাধা দেওয়ায় শ্বাসরোধ করে হত্যা। দাবি পরিবারের। চন্দননগরের কুন্ডুঘাটে চাঞ্চল্য।

কলেজ-বিশ্ববিদ্যালয়ে এবার বছরে ২ বার ভর্তি! প্রবেশিকায় পাস করলেই আর্টসের পড়ুয়াও ভর্তি হতে পারবেন সায়েন্সে। উচ্চশিক্ষায় বড়সড় রদবদলের খসড়া ইউজিসির।


মহারাষ্ট্রের কুর্সি নিয়ে মহা নাটকের যবনিকা। মুখ্যমন্ত্রী পদে আজ শপথ বিজেপির ফডণবীশের। উপমুখ্যমন্ত্রী হচ্ছেন শিন্ডে ও অজিত পাওয়ার।
আজ মহা-কুর্সিতে ফডণবীশ

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.