West Bengal News Live: চন্দননগরে ডাকাতি করতে এসে ৬ বছরের শিশুকে শ্বাসরোধ করে খুন, লুঠ টাকা-গয়না
WB News Live Update: সন্ন্যাসী, আইনজীবী থেকে অধ্যাপক, বাংলাদেশে রেহাই পাচ্ছেন না কোনও হিন্দুই। লাগাতার হামলার প্রতিবাদ করায় এবার আক্রান্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।
ABP Ananda Last Updated: 05 Dec 2024 10:19 PM
প্রেক্ষাপট
বাংলাদেশে গণতন্ত্রের গণহত্যা! একের পর এক হিন্দু পরিবারের উপর হামলা। বাড়ি ভাঙচুর। ভাঙা হচ্ছে মন্দির। গল্প-উপন্যাস বলে নির্লজ্জ সাফাই ইউনূসের।সন্ন্যাসী, আইনজীবী থেকে অধ্যাপক, বাংলাদেশে রেহাই পাচ্ছেন না কোনও হিন্দুই। লাগাতার...More
বাংলাদেশে গণতন্ত্রের গণহত্যা! একের পর এক হিন্দু পরিবারের উপর হামলা। বাড়ি ভাঙচুর। ভাঙা হচ্ছে মন্দির। গল্প-উপন্যাস বলে নির্লজ্জ সাফাই ইউনূসের।সন্ন্যাসী, আইনজীবী থেকে অধ্যাপক, বাংলাদেশে রেহাই পাচ্ছেন না কোনও হিন্দুই। লাগাতার হামলার প্রতিবাদ করায় এবার আক্রান্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। বেধড়ক মার মৌলবাদীদের।এবার কি আফগানিস্তানের পথে বাংলাদেশ? গোপালগঞ্জে মহিলাদের বাজারে যাওয়ায় নিষেধাজ্ঞা। ফতোয়া জারি করেছে মৌলবাদীরা। ভিডিও পোস্ট করে দাবি অগ্নিমিত্রা পালের।এবার ভারত বিরোধিতায় চিন-পাকিস্তানের দোসর বাংলাদেশ? পাক নাগরিকদের অবাধে ভিসা ঢাকার। খালেদার সঙ্গে সাক্ষাৎ চিনা রাষ্ট্রদূতের। বাংলাদেশে বিপন্ন হিনদু। আজ ফের পথে সনাতনী সমাজ। হাইকোর্টের অনুমতি নিয়ে রানি রাসমণি অ্যাভিনিউয়ে ৫০টি সংগঠনের ডাকে সমাবেশ। সুপ্রিম কোর্টের পর এবার সিবিআইয়ের বিশেষ আদালতেও ভর্ৎসিত পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। কোন কোর্টে মামলার শুনানি হবে, আপনি ঠিক করবেন না। মন্তব্য ক্ষুব্ধ বিচারকের।নিজের গড়েই ফের বিপাকে আরাবুল। ভাঙড়েই তৃণমূল নেতার গাড়ি তল্লাশি পুলিশের। উদ্ধার লাঠি-বাঁশ। (অ্য়াম্বি..)আলোচনা ছাড়াই সাংগঠনিক রদবদল করছেন জেলা সভানেত্রী। সংগঠন চালানো সম্ভব হচ্ছে না। সাংসদ মহুয়ার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূল নেত্রীকে চিঠি ৬ বিধায়কের।আমডাঙায় জাতীয় সড়কের পাশে বেআইনি গ্যাস গোডাউনে বিধ্বংসী আগুন। একের পর এক সিলিন্ডারে বিস্ফোরণ। পুলিশি মদতেই চলত বেআইনি গ্যাসের কারবার, অভিযোগ স্থানীয়দের। বেআইনি গ্যাস গোডাউনে বিস্ফোরণকালনায় ডাকাতি করে পালানোর সময় মগরায় নাকা তল্লাশিতে আটক। বাধা পেয়ে পুলিশের গাড়িতে বোমা। ভাঙল কাচ। পাল্টা ধাওয়া করে ২ ডাকাতকে পাকড়াও পুলিশের।ডাকাতি করতে এসে শিশু খুন? ফাঁকা বাড়িতে লুঠে বাধা দেওয়ায় শ্বাসরোধ করে হত্যা। দাবি পরিবারের। চন্দননগরের কুন্ডুঘাটে চাঞ্চল্য।কলেজ-বিশ্ববিদ্যালয়ে এবার বছরে ২ বার ভর্তি! প্রবেশিকায় পাস করলেই আর্টসের পড়ুয়াও ভর্তি হতে পারবেন সায়েন্সে। উচ্চশিক্ষায় বড়সড় রদবদলের খসড়া ইউজিসির।মহারাষ্ট্রের কুর্সি নিয়ে মহা নাটকের যবনিকা। মুখ্যমন্ত্রী পদে আজ শপথ বিজেপির ফডণবীশের। উপমুখ্যমন্ত্রী হচ্ছেন শিন্ডে ও অজিত পাওয়ার।আজ মহা-কুর্সিতে ফডণবীশ
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
West Bengal Live Update: শোভাবাজারে ৭ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ
ফের যৌন নির্যাতন। এবার এক শিশুকন্যা। শোভাবাজারে ৭ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ। অভিযোগ দায়ের করেছেন শিশুকন্যার মায়ের। একরত্তি শিশুকন্যাকে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।