West Bengal News Live : নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় জামিন 'কালীঘাটের কাকু'র
হিন্দু নিপীড়নের একের পর এক ছবি প্রকাশ্যে। সুনামগঞ্জে পরপর মন্দির-বাড়ি-দোকানে হামলা । এ রাজ্যে জেলায় জেলায় প্রতিবাদ।
মহম্মদ ইউনূসকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি, সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়ে নোবেল কমিটিকে চিঠি পুরুলিয়ার বিজেপি সাংসদের। 'ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে হিন্দুদের ওপর অকথ্য অত্যাচার হচ্ছে' নোবেল কমিটির কাছে আবেদন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতোর
ছাত্রীকে কুপ্রস্তাবের অভিযোগে উত্তাল স্কটিশচার্চ কলেজ। 'সাসপেন্ড নয়, চাকরি থেকে বহিষ্কার করতে হবে অভিযুক্ত অধ্যাপককে',প্রশ্ন তুলে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ পড়ুয়াদের
এবার বাংলাদেশের পাঠ্যবই থেকেও বঙ্গবন্ধুকে মুছে ফেলার চেষ্টা ইউনূসের? 'প্রাথমিকের পাঠ্য বই থেকে বাদ মুজিবকে নিয়ে লেখা গদ্য-পদ্য', সিদ্ধান্ত বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের। খবর সূত্রের
বাংলাদেশে ইউনূস সরকারের বিদ্বেষের বিষ, ছাড় নেই হিন্দু মহিলাদেরও। এবার খাগড়াছড়িতে বাড়িতে ঢুকে হিন্দু জাগরণ মঞ্চের নেতার মা-কে খুন। ইসকনের উপর হামলার প্রতিবাদ করার পর থেকেই লাগাতার হুমকির অভিযোগ। গতকাল বাড়িতে হামলা, ভাঙচুর, লুঠ। বাধা দিলে চুমকি দাসকে পিটিয়ে মারার অভিযোগ মৌলবাদীদের বিরুদ্ধে। নিহত মহিলার ছেলে প্রান্ত দাস হিন্দু জাগরণ মঞ্চের আহ্বায়ক
সাতসকালে সিঁথি থানার কাছেই বিস্ফোরণ। বাতিল গাড়ির গ্যাস ট্যাঙ্কার কাটার সময় বিস্ফোরণ। সিঁথি থানার কাছেই বিস্ফোরণে মৃত্যু এক শ্রমিকের। গুরুতর জখম অবস্থায় আর জি কর হাসপাতালে ভর্তি আরও ১
নিয়োগ দুর্নীতিতে ED-র মামলায় হাইকোর্টে জামিন পেলেন কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র। জামিনের আবেদন মঞ্জুর করলেন বিচারপতি শুভ্রা ঘোষ। যদিও CBI-মামলায়
হেফাজতে থাকায় এখনই জেলমুক্তি হচ্ছে না সুজয়কৃষ্ণর।
এবার আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের হদিস পেল পুলিশ। গ্রেফতার হলেন চক্রের ৩ পাণ্ডা। পুলিশ সূত্রে দাবি, দুবাইয়ে বসে ভারতে চালানো হত প্রতারণা চক্র। জুনে বিধাননগর সাইবার থানায় ১.১৩ কোটি টাকা প্রতারণার অভিযোগ দায়ের করেন এক চিকিৎসক। ঘটনায় এখনও পর্যন্ত গ্যাংয়ের ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্য়ে ২ জনকে গ্রেফতার করা হয়েছে বিহার থেকে। তদন্তেরকারীদের দাবি, প্রায় ২৪৫ কোটি টাকার প্রতারণা হয়েছে। এই চক্রের সঙ্গে বিভিন্ন ব্যাঙ্কের কর্মীরাও জড়িত আছেন। চক্রের মাথা শিলিগুড়ির বাসিন্দা অভিষেক বনশল, পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট।
নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় জামিন 'কালীঘাটের কাকু'র
শুধু নির্যাতন নয়, হামলার ঘটনা লাইভ স্ট্রিমিং করায় এবার গ্রেফতার হিন্দু যুবকও। সুনামগঞ্জ থেকে বিপ্র দাসকে গ্রেফতার করল ইউনূসের সেনা।
শুধু নির্যাতন নয়, হামলার ঘটনা লাইভ স্ট্রিমিং করায় এবার গ্রেফতার হিন্দু যুবকও। সুনামগঞ্জ থেকে বিপ্র দাসকে গ্রেফতার করল ইউনূসের সেনা।
শুধু হিন্দু নির্যাতন নয়, হামলার ঘটনা লাইভ স্ট্রিমিং করার অপরাধেও এবার গ্রেফতার । বিপ্র দাস নামে এক যুবককে গ্রেফতার করল ইউনুসের সেনা। সুনামগঞ্জে হিন্দুদের উপর মৌলবাদীদের উপর একের পর হামলা। হামলার সেই ছবি লাইভ স্ট্রিমিং করায় ইউনুসের সেনার রোষে বিপ্র দাসয
তারাপীঠে পুজো দিলেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব। শুক্রবার সকাল সকাল তারাপীঠ মন্দিরে পুজো দিতে আসেন দেব। তার খাদান সিনেমার প্রচার রয়েছে বর্ধমানে।
বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি, প্রভাব পড়ল আলু-পিঁয়াজ রফতানিতেও। ওপার বাংলায় রফতানিতে গিয়ে হামলার শিকার হতে হচ্ছে ট্রাক ড্রাইভারদের। এমনই অভিযোগ তুললেন ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর্স অ্য়াসোসিয়েশনের সাধারণ সম্পাদক।
বিজেপির ভূমিকার প্রশ্ন আর জি কর মেডিক্যালে নিহত চিকিৎসকের মা-বাবার। 'বিজেপির ভূমিকা ভাল লাগছে না। কলকাতায় এলেও অমিত শাহ দেখা করেননি', কারও কিছু যায় আসে না, মন্তব্য আর জি কর মেডিক্যালে নিহত চিকিৎসকের মা-বাবার
বার বার তিন বার। ফের আদালতে হাজিরা এড়ালেন 'কালীঘাটের কাকু'। অসুস্থতার কারণে হাজির করানো যায়নি বলে আদালতে সওয়াল সুজয়কৃষ্ণ ভদ্রর আইনজীবীর। জানালেন, সিবিআই জেরা করতে চাইলে জেলে গিয়ে করতে পারে। শান্তনু, সন্তুর পর এবার 'কাকু'র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের করতে চায় সিবিআই।
এবিপি আনন্দকে হুঁশিয়ারির পর, এবার স্ত্রীর ভারতীয় শাড়ি পুড়িয়ে হুঙ্কার BNP নেতার।
প্রেক্ষাপট
ত্রাসের দেশ বাংলাদেশ। হিন্দু নিপীড়নের একের পর এক ছবি প্রকাশ্যে। সুনামগঞ্জে পরপর মন্দির-বাড়ি-দোকানে হামলা। অবাধে লুঠপাট। দোয়ারাবাজারে হিন্দুদের গ্রামে হামলা।
সত্য়জিৎ রায় থেকে ঋত্বিক ঘটক। সুনীল গঙ্গোপাধ্য়ায় থেকে শীর্ষেন্দু মুখোপাধ্য়ায়। জীবনানন্দ দাশ থেকে জ্য়োতি বসু কিংবা সুচিত্রা সেন। কেউ নিজে জন্মেছেন বাংলাদেশে। কারও বা পূর্বপুরুষের ভিটে রয়েছে সেখানে। কিন্তু, মৌলবাদীরা মাথাচাড়া দেওয়ার পর, আঘাত নেমে আসতে শুরু করেছে সেই সব জায়গাতেও। ভেঙে দেওয়া হয়েছে ঋত্বিক ঘটকের বাড়ি। কিংবদন্তীদের স্মৃতিবিজড়িত বাকি ঘরবাড়িগুলো অক্ষত থাকবে তো? আশঙ্কা দানা বাঁধছে এপাড়ে।
বাংলাদেশে ভাঙছে মন্দির, জ্বলছে বাড়ি, ঝরছে রক্ত। পদ্মার ওপারের হিন্দুদের হাহাকার। প্রতিবাদে উত্তাল এপার। রানি রাসমণিতে সনাতনীদের সমাবেশ। জেলায় জেলায় প্রতিবাদ চলছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -