West Bengal News Live : গড়িয়ার পঞ্চসায়রে চিকিৎসক দম্পত্তি-পুত্রের রহস্যমৃত্যু

বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি, প্রভাব পড়ল আলু-পিঁয়াজ রফতানিতেও। ওপার বাংলায় রফতানিতে গিয়ে হামলার শিকার হতে হচ্ছে ট্রাক ড্রাইভারদের

ABP Ananda Last Updated: 06 Dec 2024 11:14 PM
West Bengal News Live Update: উপাচার্য নিয়োগে মুখ্যমন্ত্রীর তালিকাতেই রাজ্যপালের 'সিলমোহর', স্থায়ী উপাচার্য পেতে চলেছে ৬ বিশ্ববিদ্যালয়

উপাচার্য নিয়োগে মুখ্যমন্ত্রীর তালিকাতেই রাজ্যপালের 'সিলমোহর'। প্রেসিডেন্সি-সহ ৬ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের বিজ্ঞপ্তি । 'অবশেষে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি স্থায়ী উপাচার্য পেতে চলেছে'। সার্চ কমিটি, মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালকে ধন্যবাদ জানিয়ে পোস্ট ব্রাত্যর। প্রেসিডেন্সি, বাঁকুড়া, কল্যাণী, বর্ধমান-সহ ৬ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য।

WB News Live Update: গড়িয়ার পঞ্চসায়রে চিকিৎসক দম্পত্তি-পুত্রের রহস্যমৃত্যু

গড়িয়ার পঞ্চসায়রে চিকিৎসক দম্পত্তি-পুত্রের রহস্যমৃত্যু। পঞ্চসায়রের বহুতলের তলায় কিশোরের রক্তাক্ত দেহ উদ্ধার । বহুতলের নীচে দেহ, ছাদের রেলিংয়ের কাছে পড়ে চশমা। উপর থেকে পড়েই একাদশ শ্রেণির ছাত্রের মৃত্যু, অনুমান পুলিশের।

Bangladesh NEWS LIVE Updates: 'বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা বাড়ানো হোক', প্রধানমন্ত্রীকে চিঠি অবসরপ্রাপ্ত বিচারপতির

বাংলাদেশে লাগাতার হিন্দু নিপীড়ন, এবার প্রধানমন্ত্রীকে চিঠি অবসরপ্রাপ্ত বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায়ের। বাংলাদেশে হিন্দুদের ওপর সন্ত্রাস নিয়ে চরম উদ্বেগপ্রকাশ অবসরপ্রাপ্ত বিচারপতির। 'বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা বাড়ানো হোক'। নরেন্দ্র মোদির পদক্ষেপ চেয়ে চিঠি অবসরপ্রাপ্ত বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায়ের।

Bangladesh NEWS Updates : এবার বাংলাদেশ-পাকিস্তান সরাসরি বিমান পরিষেবা চালুর সিদ্ধান্ত

ভারত-বিদ্বেষের মধ্যেই আরও কাছাকাছি বাংলাদেশ-পাকিস্তান। পাক নাগরিকদের অবাধ ভিসা ঘোষণার পর এবার বাংলাদেশ-পাকিস্তান সরাসরি বিমান পরিষেবা চালুর সিদ্ধান্ত। 'বাংলাদেশ-পাকিস্তান সরাসরি উড়ান পরিষেবা চালু হলে দু'দেশের বাণিজ্যিক সম্পর্কের উন্নতি হবে'। দাবি পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের। আগেই বিএনপি নেত্রী খালেদা জিয়ার বাড়ি গিয়ে বৈঠক পাক হাই কমিশনারের।

Bangladesh NEWS LIVE Updates: ইউনূসের সামনে দাঁড়িয়েই সন্ন্যাসীর মুক্তির দাবিতে সরব বাংলাদেশের কবি

চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে বাংলাদেশেই প্রশ্নের মুখে মহম্মদ ইউনূস। ইউনূসের সামনে দাঁড়িয়েই সন্ন্যাসীর মুক্তির দাবিতে সরব বাংলাদেশের কবি। কেন গ্রেফতার করা হল সন্ন্যাসীকে? ইউনূসকে প্রশ্ন বাংলাদেশের বিশিষ্ট কবি ফরহাদ মজহারের। 'আমি চিন্ময়কৃষ্ণ দাসের সঙ্গে কথা বলেছি, তাঁকে রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়নি'। 'সন্ন্যাসীর কোনও মন্তব্যের ভিন্নমত থাকতেই পারে'। কেন গ্রেফতার করা হল? আইনি ভিত্তি কী? ইউনূসকে প্রশ্ন বাংলাদেশের বিশিষ্ট ফরহাদ মজহারের।

WB News Live Update: কুলতলিতে নাবালিকা ধর্ষণ-খুনে ফাঁসির সাজা দোষী মুস্তাকিন সর্দারকে

কুলতলিতে নাবালিকা ধর্ষণ-খুনে ফাঁসির সাজা ঘোষণা। সাজা ঘোষণা করল বারুইপুর পকসো আদালত। দোষী সাব্যস্ত মুস্তাকিন সর্দারকে ফাঁসির সাজা দিল আদালত।
নাবালিকা ধর্ষণ-খুনের ২ মাসের মাথায় সাজা ঘোষণা। ৪ অক্টোবর: নিখোঁজ নাবালিকা, ওই দিন রাতেই দেহ উদ্ধার। ৫ অক্টোবর: নাবালিকা ধর্ষণ-খুনে গ্রেফতার অভিযুক্ত।  
৭ অক্টোবর: নাবালিকা ধর্ষণ-খুনের তদন্তে সিট গঠন। ৩০ অক্টোবর: ২৫ দিনের মাথায় চার্জশিট পেশ।

West Bengal News Live Update: জলপাইগুড়ির ভারত-বাংলাদেশ সীমান্তে BSF-এর গুলিতে বাংলাদেশি পাচারকারীর মৃত্যু

জলপাইগুড়ির ভারত-বাংলাদেশ সীমান্তে BSF-এর সঙ্গে গরু পাচারকারীদের সংঘর্ষ। BSF-এর গুলিতে এক বাংলাদেশি পাচারকারীর মৃত্যু। অশান্তির বাংলাদেশেও গরু পাচারের চেষ্টা। বেরুবাড়ি এলাকায় গরু পাচারের চেষ্টা ৩০-৪০ জন দুষ্কৃতীর। বাধা দিলে হামলা চালায় পাচারকারীরা। আত্মরক্ষায় গুলি চালায় BSF, মৃত্যু হয় এক বাংলাদেশি পাচারকারীর। বাংলাদেশি পাচারকারীদের হামলায় আহত হন এক BSF জওয়ানও।

Bangladesh NEWS LIVE Updates: ইউনূসকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি, চিঠি বিজেপি সাংসদের

মহম্মদ ইউনূসকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি। সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়ে নোবেল কমিটিকে চিঠি পুরুলিয়ার বিজেপি সাংসদের। 'ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে হিন্দুদের ওপর অকথ্য অত্যাচার হচ্ছে। মানবতা বিপন্ন, গণহত্যা এবং বেছে বেছে হিন্দুদের নিশানা করা হচ্ছে। ইউনূসের নেতৃত্বাধীন সরকার সংখ্যালঘুদের সুরক্ষা দিতে ব্যর্থ। তাই ইউনূসকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক।' নোবেল কমিটির কাছে আবেদন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতোর।

প্রেক্ষাপট

কলকাতা : মহম্মদ ইউনূসকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি, সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়ে নোবেল কমিটিকে চিঠি পুরুলিয়ার বিজেপি সাংসদের। 'ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে হিন্দুদের ওপর অকথ্য অত্যাচার হচ্ছে' নোবেল কমিটির কাছে আবেদন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতোর।


বাংলাদেশে ইউনূস সরকারের বিদ্বেষের বিষ, ছাড় নেই হিন্দু মহিলাদেরও। এবার খাগড়াছড়িতে বাড়িতে ঢুকে হিন্দু জাগরণ মঞ্চের নেতার মা-কে খুন। ইসকনের উপর হামলার প্রতিবাদ করার পর থেকেই লাগাতার হুমকির অভিযোগ। গতকাল বাড়িতে হামলা, ভাঙচুর, লুঠ। বাধা দিলে চুমকি দাসকে পিটিয়ে মারার অভিযোগ মৌলবাদীদের বিরুদ্ধে। নিহত মহিলার ছেলে প্রান্ত দাস হিন্দু জাগরণ মঞ্চের আহ্বায়ক


নিয়োগ দুর্নীতিতে ED-র মামলায় হাইকোর্টে জামিন পেলেন কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র। জামিনের আবেদন মঞ্জুর করলেন বিচারপতি শুভ্রা ঘোষ। যদিও CBI-মামলায় হেফাজতে থাকায় এখনই জেলমুক্তি হচ্ছে না সুজয়কৃষ্ণর।


এবার আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের হদিস পেল পুলিশ। গ্রেফতার হলেন চক্রের ৩ পাণ্ডা। পুলিশ সূত্রে দাবি, দুবাইয়ে বসে ভারতে চালানো হত প্রতারণা চক্র। জুনে বিধাননগর সাইবার থানায় ১.১৩ কোটি টাকা প্রতারণার অভিযোগ দায়ের করেন এক চিকিৎসক। ঘটনায় এখনও পর্যন্ত গ‍্যাংয়ের ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্য়ে ২ জনকে গ্রেফতার করা হয়েছে বিহার থেকে। তদন্তেরকারীদের দাবি, প্রায় ২৪৫ কোটি টাকার প্রতারণা হয়েছে। এই চক্রের সঙ্গে বিভিন্ন ব্যাঙ্কের  কর্মীরাও জড়িত আছেন। চক্রের মাথা শিলিগুড়ির বাসিন্দা অভিষেক বনশল, পেশায় চার্টার্ড অ‍্যাকাউন্ট‍্যান্ট। 


এবার বাংলাদেশের পাঠ্যবই থেকেও বঙ্গবন্ধুকে মুছে ফেলার চেষ্টা ইউনূসের? 'প্রাথমিকের পাঠ্য বই থেকে বাদ মুজিবকে নিয়ে লেখা গদ্য-পদ্য', সিদ্ধান্ত বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের। খবর সূত্রের


বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি, প্রভাব পড়ল আলু-পিঁয়াজ রফতানিতেও। ওপার বাংলায় রফতানিতে গিয়ে হামলার শিকার হতে হচ্ছে ট্রাক ড্রাইভারদের। এমনই অভিযোগ তুললেন ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর্স অ্য়াসোসিয়েশনের সাধারণ সম্পাদক।


বিজেপির ভূমিকার প্রশ্ন আর জি কর মেডিক্যালে নিহত চিকিৎসকের মা-বাবার। 'বিজেপির ভূমিকা ভাল লাগছে না। কলকাতায় এলেও অমিত শাহ দেখা করেননি', কারও কিছু যায় আসে না, মন্তব্য আর জি কর মেডিক্যালে নিহত চিকিৎসকের মা-বাবার


শুধু নির্যাতন নয়, হামলার ঘটনা লাইভ স্ট্রিমিং করায় এবার গ্রেফতার হিন্দু যুবকও। সুনামগঞ্জ থেকে বিপ্র দাসকে গ্রেফতার করল ইউনূসের সেনা। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.