West Bengal News Live:নিউ আলিপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, শিয়ালদা-বজবজ শাখায় ট্রেন চলাচল ব্যাহত
West Bengal News LIVE Updates : রাজ্যের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...
তপসিয়ার পরে এবার নিউ আলিপুর, ফের ঝুপড়িতে আগুন। ঘটনাস্থলে ফিরহাদ হাকিম। তিনি বলেন, 'দেখুন এটা কিছু একটা আছে। হয় এই ঠান্ডার জন্য...বিশেষ করে ঝুপড়িতে, যেখানে প্লাস্টিকের ব্যবহার খুব বেশি, একটা কিছু হচ্ছে। শীতে গরম করার জন্য হয়তো .. না হলে পরপর ঝুপড়িতে এইভাবে আগুন লাগার কথা নয়। এটা দেখতে হবে। আমরা নিশ্চিত নই কীভাবে আগুন লাগল এখানে।.. এইগুলি আনঅথরাইড্ ঝুপড়ি । এটা বিজ্রের পাশে রেলের জায়গা। কারা থাকতো না থাকতো কারও কিছু জানা নেই। কতজন থাকবে এটা বলা মুশকিল। কিন্তু কেউ ভিতরে ছিল না।'
তপসিয়ার পরে এবার নিউ আলিপুর, ফের ঝুপড়িতে আগুন। নিউ আলিপুরে বিপি পোদ্দার হাসপাতালের কাছে বিধ্বংসী আগুন ছড়িয়েছে বলে খবর। নিউ আলিপুরে দুর্গাপুর ব্রিজের কাছে ঝুপড়িতে বিধ্বংসী আগুন। দুর্গাপুর ব্রিজে যান চলাচল বন্ধ । অগ্নিকাণ্ডের জেরে শিয়ালদা-বজবজ শাখায় ট্রেন চলাচল ব্যাহত
আল কায়দার শাখা সংগঠন, আনসারুল্লা বাংলার ধৃত ১ জঙ্গির ট্রেনিং হয়েছিল বাংলাদেশে? মুর্শিদাবাদ থেকে ধৃত এক জঙ্গির প্রশিক্ষণ সীমান্তের ওপারে, খবর পুলিশ সূত্রে। পশ্চিমবঙ্গ, অসম ও কেরল থেকে, আনসারুল্লা বাংলার ৮ জঙ্গিকে গ্রেফতার করেছে অসম পুলিশ।
দাঁড়িয়ে থাকা বাইকের পিছনে ইটবোঝাই ট্রাক্টরের ধাক্কা। বাইক আরোহী গৃহবধূর মৃত্যু, গুরুতর জখম স্বামী ও শিশুসন্তান
মুর্শিদাবাদের সামশেরগঞ্জে বাড়ির পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে সকালবেলা বোমাবাজি। খবর পেয়ে এলাকায় গিয়ে লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ। সামশেরগঞ্জের বোগদাদনগর গ্রাম পঞ্চায়েতের গামবাড় গ্রামের ঘটনা। এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করেনি সামশেরগঞ্জ থানার পুলিশ।
আল কায়দার শাখা সংগঠন, আনসারুল্লা বাংলার ধৃত ১ জঙ্গির ট্রেনিং হয়েছিল বাংলাদেশে? মুর্শিদাবাদ থেকে ধৃত এক জঙ্গির প্রশিক্ষণ সীমান্তের ওপারে, খবর পুলিশ সূত্রে। পশ্চিমবঙ্গ, অসম ও কেরল থেকে, আনসারুল্লা বাংলার ৮ জঙ্গিকে গ্রেফতার করেছে অসম পুলিশ । ধৃত ৮ জনকেই পুলিশি হেফাজতে পাঠিয়েছে গুয়াহাটি আদালত। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মোবাইল ফোনে ছিল বিশেষ অ্য়াপ। এই অ্যাপের সাহায্যে পাকিস্তান ও বাংলাদেশের প্রায় ১৫ জন হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ রাখত জঙ্গিরা, খবর সূত্রের।
ভরা পৌষে বর্ষার আমেজ। গতকাল রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি।সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকেছে কলকাতা থেকে শুরু করে জেলা। আজ কলকাতা, হাওড়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বৃষ্টি হবে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়।
ত্রাসের দেশ বাংলাদেশে এবার মন্দিরেই পুরোহিত খুন! বেছে বেছে হিন্দু-খুন, মন্দিরের উপর হামলার পর পুরোহিত খুন! নাটোরের কাশিমপুর শ্মশানকালী মন্দিরের সেবায়েত খুন। হাত-পা বাঁধা অবস্থায় কাশিমপুরে পুরোহিতের দেহ উদ্ধার।
'কালীঘাটের কাকু'কে হেফাজতে নিয়েও আর হেফাজতে চাইল না সিবিআই! জেল থেকে প্রোডাকশন ওয়ারেন্টে গ্রেফতার, ফের জেলেই সুজয়কৃষ্ণ ভদ্র!
প্রেক্ষাপট
কলকাতা: ত্রাসের দেশ বাংলাদেশে এবার মন্দিরেই পুরোহিত খুন! আধিপত্যবাদের প্রতীক ভারত, ফের বিষোদগার বাংলাদেশের।৮ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে হিন্দুদের ২ হাজারেরও বেশি আক্রমণের ঘটনা। লোকসভায় জানাল মোদি সরকার। আলোচনায় হবে না, আরও কড়া পদক্ষেপ চাই, দাবি সন্তদের।আনসারুল্লা বাংলার ধৃত ৮ জঙ্গির মধ্যে ১ জঙ্গির ট্রেনিং বাংলাদেশে? প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকুকে হেফাজতেই চাইল না সিবিআই।বঙ্গোপসগারে গভীর নিম্নচাপ, দোসর উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা। প্যারিসে সন্ত্রাসবাদী হামলার ধাঁচে এবার জার্মানিতে ভিড়ের মধ্যে ঢুকল গাড়ি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -