West Bengal LIVE Updates: চাকরিহারা শিক্ষকদের নিয়ে আজ কোনও নতুন বড় ঘোষণা? সাংবাদিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

WB News LIVE Updates: রাজ্য থেকে জেলার সব খবরের আপডেটস দেখুন...

ABP Ananda Last Updated: 27 May 2025 03:42 PM

প্রেক্ষাপট

চাকরিহারা ২৬ হাজার শিক্ষক, আজ নতুন কোনও বড় ঘোষণা? বিকেল ৫: সাংবাদিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরের বৈঠকের পরে আজ নতুন কোনও ঘোষণা?আজ কী ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী? তাকিয়ে চাকরিহারা শিক্ষকরা ...More

RG Kar Case: দেবাশিসের পর এবার বদলি করা হল আসফাকুল্লা ও অনিকেত মাহাতোকে

দেবাশিসের পর এবার বদলি করা হল আসফাকুল্লা ও অনিকেত মাহাতোকে। আর জি কর আন্দোলনের অন্যতম মুখ তিন জুনিয়র চিকিৎসক। দেবাশিস হালদারকে হাওড়া জেলা হাসপাতাল থেকে মালদার গাজোলে বদলি। অনিকেত মাহাতোকে রায়গঞ্জ ও আসফাকুল্লাকে পুরুলিয়ায় বদলি। 'কাউন্সেলিংয়ের মাধ্যমে সিনিয়র রেসিডেন্ট হিসেবে হাওড়ার হাসপাতালে পোস্টিং। জয়েনিং লেটারে হাওড়ার বদলে গাজোল হাসপাতালের পোস্টিংয়ের উল্লেখ', নেপথ্যে প্রতিহিংসা, অভিযোগ চিকিৎসক দেবাশিস হালদারের। ব্যাখ্যা চেয়ে স্বাস্থ্যভবনে জুনিয়র ডক্টর্স ফ্রন্ট।