West Bengal LIVE Updates: চাকরিহারা শিক্ষকদের নিয়ে আজ কোনও নতুন বড় ঘোষণা? সাংবাদিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী
WB News LIVE Updates: রাজ্য থেকে জেলার সব খবরের আপডেটস দেখুন...
প্রেক্ষাপট
চাকরিহারা ২৬ হাজার শিক্ষক, আজ নতুন কোনও বড় ঘোষণা? বিকেল ৫: সাংবাদিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরের বৈঠকের পরে আজ নতুন কোনও ঘোষণা?আজ কী ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী? তাকিয়ে চাকরিহারা শিক্ষকরা ...More
দেবাশিসের পর এবার বদলি করা হল আসফাকুল্লা ও অনিকেত মাহাতোকে। আর জি কর আন্দোলনের অন্যতম মুখ তিন জুনিয়র চিকিৎসক। দেবাশিস হালদারকে হাওড়া জেলা হাসপাতাল থেকে মালদার গাজোলে বদলি। অনিকেত মাহাতোকে রায়গঞ্জ ও আসফাকুল্লাকে পুরুলিয়ায় বদলি। 'কাউন্সেলিংয়ের মাধ্যমে সিনিয়র রেসিডেন্ট হিসেবে হাওড়ার হাসপাতালে পোস্টিং। জয়েনিং লেটারে হাওড়ার বদলে গাজোল হাসপাতালের পোস্টিংয়ের উল্লেখ', নেপথ্যে প্রতিহিংসা, অভিযোগ চিকিৎসক দেবাশিস হালদারের। ব্যাখ্যা চেয়ে স্বাস্থ্যভবনে জুনিয়র ডক্টর্স ফ্রন্ট।
'চাকরিহারা শিক্ষক ভাইবোনদের জন্য বিকেল ৫টায় সাংবাদিক সম্মেলন। সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে নবান্নে গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন হবে', সোশাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রীর
এবার শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন চাকরিহারারা। ব্রাত্য বসুকে চিঠি দিচ্ছেন চাকরিহারা শিক্ষকরা। গতকাল শিক্ষাসচিবের সঙ্গে বৈঠকেও অধরা রফাসূত্র। নতুন করে পরীক্ষায় বসতে নারাজ চাকরিহারারা
ফের বেহাল রাস্তার বলি! নারায়ণগড়ের পর এবার কুলটি। রাস্তার মেরামতির জন্য গর্তে পড়ে সাইকেল চালকের মৃত্যু। অভিযুক্ত ঠিকাদারের শাস্তির আশ্বাস দিয়েছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। 'কিছুদিন আগে কালভার্ট তৈরির জন্য কাটা হয় রাস্তা। নির্মীয়মাণ রাস্তায় বিপজ্জনকভাবে খোলা অবস্থায় ছিল গর্ত', রাস্তায় কোনও আলোর ব্যবস্থা নেই, অভিযোগ গ্রামবাসীদের।
আর জি কর আন্দোলনের অন্যতম মুখে দেবাশিস হালদারের বদলি ঘিরে বিতর্ক। দেবাশিস হালদারকে হাওড়া জেলা হাসপাতাল থেকে মালদার গাজোলে বদলি। 'কাউন্সেলিংয়ের মাধ্যমে সিনিয়র রেসিডেন্ট হিসেবে হাওড়ার হাসপাতালে পোস্টিং। জয়েনিং লেটারে হাওড়ার বদলে গাজোল হাসপাতালের পোস্টিংয়ের উল্লেখ'।নেপথ্যে প্রতিহিংসা, অভিযোগ চিকিৎসক দেবাশিস হালদারের। ব্যাখ্যা চেয়ে স্বাস্থ্যভবনে জুনিয়র ডক্টর্স ফ্রন্ট
ধর্মতলায় কার্তুজ উদ্ধারের ঘটনায় এবার নজরে আরও ৩ জন। কলকাতা পুলিশের STF সূত্রে দাবি, ধৃত রামকৃষ্ণ মাঝিকে জিজ্ঞাসাবাদ করে ৩ জনের বিষয়ে জানা গেছে।। তারা কারা সেই বিষয়ে খোঁজ চালানো হচ্ছে। পাশাপাশি তদন্তকারীদের অনুমান, বিহারে বানানো হয়েছিল কার্তুজগুলি। সেই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য় তদন্ত চালাচ্ছেন তাঁরা।
সোনারপুরের প্রতাপনগর বাজারে রাস্তা অবরোধ ৷ বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে অবরোধ এলাকার বাসিন্দাদের ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে সোনারপুর থানার পুলিশ ৷ পুলিশ এসে অবরোধ তুলতে চাইলে আন্দোলকারীদের সাথে বচসা বাধে ৷ পরিস্থিতি সুরাহার আশ্বাস না দেওয়া পর্যন্ত এই অবরোধ চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা ৷ ঘটনাস্থলে রয়েছে সোনারপুর থানার পুলিশ ৷
চম্পাহাটি ভোজেরহাট রোড দীর্ঘদিন ধরেই বেহাল দশা ৷ প্রায় ১৬ কিলোমিটার রাস্তা বিগত কয়েক বছর ধরেই যান চলাচলের অযোগ্য ৷ বহুবার একাধিক জায়গায় জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ ৷ কয়েকদিনের সামান্য বৄষ্টিতেই সমস্যায় পথচারী ও গাড়িচালকরা ৷ সামনেই বর্ষাকাল এরফলে আরও বেশী দুর্ভোগ হবে বলে মনে করছেন এলাকার বাসিন্দারা ৷ তাই রাস্তা সারানোর দাবিতে তারা আন্দোলনে নেমেছেন ৷
চাকরি ফেরানোর দাবিতে লাগাতার আন্দোলন চালাচ্ছেন চাকরিহারারা। গতকাল বিকাশভবনে চাকরিহারাদের সঙ্গে সকুল শিক্ষা পর্ষদের প্রধান সচিবের বৈঠকেও মেলেনি সমাধান সূত্র। তাই এবার শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক চেয়ে চিঠি দিতে চলেছেন চাকরিহারারা। আজ তাঁদের তরফে চিঠি দেওয়া হবে বিকাশভবনে।
প্রাক বর্ষার বৃষ্টি শুরু বঙ্গে। মূলত মেঘলা আকাশের সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে। বঙ্গোপসাগরে নিম্নচাপ।বুধবার থেকে ভারী বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে। বৃহস্পতিও শুক্রবার উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে প্রবল বৃষ্টি বা অতি ভারী বর্ষণের সর্তকতা।
অনুব্রত মণ্ডলের জেলায় তৃণমূলে ভাঙন। রামপুরহাটে মিছিলের পরেই তৃণমূল ও সিপিএম সমর্থক ৭০টি পরিবারের আড়াইশো জন যোগ দিলেন বিজেপিতে। ছাব্বিশের বিধানসভা ভোটের আগে বীরভূমে জনসংযোগ কর্মসূচি শুরু করেছেন অনুব্রত মণ্ডল। জেলা সভাপতির পদ থেকে সরালেও অনুব্রতর কর্মসূচিকে মান্যতা দিয়েছে দল। গতকাল রামপুরহাটে মিছিল করেন অনুব্রত মণ্ডল। এরপরই রামপুরহাট মহকুমার নলহাটি বিধানসভার বুজুং গ্রাম থেকে ৭০টি পরিবার তৃণমূল ও সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেয়। সপ্তাহ দুয়েক আগে রামপুরহাট মহকুমার হাসন বিধানসভা এলাকা থেকেও শতাধিক তৃণমূল কর্মী, সমর্থক বিজেপিতে যোগ দেন। আজ বোলপুর এবং আগামীকাল সিউড়িতে কর্মসূচি রয়েছে অনুব্রত মণ্ডলের।
রাজ্যে ফের ভয় ধরাচ্ছে করোনা সংক্রমণ। গোটা দেশের পাশাপাশি এরাজ্যেও বাড়ছে করোনার সংক্রমণ। এক সপ্তাহে নতুন করে রাজ্যে করোনায় আক্রান্ত ১৯ জনের হদিশ মিলেছে। যার মধ্য়ে কলকাতা মেডিক্য়াল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৯ মাসের এক শিশুও রয়েছে।
পাকিস্তানের হয় চরবৃত্তি, কেন্দ্রীয় বাহিনীতেও 'বিভীষণ'! পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে এবার জালে CRPF জওয়ান। দিল্লি থেকে NIA-র হাতে গ্রেফতার CRPF জওয়ান মোতিরাম জাট। জাতীয় নিরাপত্তা নিয়ে স্পর্শকাতর তথ্য পাকিস্তানের গোয়েন্দাদের সরবরাহ : NIA। পাক গোয়েন্দাদের থেকে দফায় দফায় মোটা টাকাও নিয়েছেন ধৃত CRPF জওয়ান: NIA। ২০২৩ সাল থেকে পাকিস্তানকে তথ্য দিচ্ছিল ধৃত জওয়ান। ৬ জুন পর্যন্ত হেফাজতে ধৃত সিআরপিএফ জওয়ান মোতিরাম জাট
১৫ হাজার টাকা প্যাকেজে মিলেছে ভারতীয় নাগরিকত্ব। কালীঘাটে গাড়ি দুর্ঘটনার মামলার তদন্তে নেমে, ধৃত আজাদ শেখ সম্পর্কে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, বাংলাদেশের নাগরিক আজাদ শেখ ভারতে অনুপ্রবেশের পর মিডলম্যানের মাধ্যমে জাল নথি বানিয়েছিল।
পাসপোর্ট জালিয়াতির তদন্তে নেমে ভুয়ো বার্থ সার্টিফিকেট চক্রের হদিশ। ৫-১০ হাজারে ভুয়ো সার্টিফিকেট। স্ক্যানারে গোসাবার পাঠানখালি পঞ্চায়েতের কর্মী।
ভোটার লিস্টে বাংলাদেশি। কারচুপির অভিযোগে সিবিআই চান শুভেন্দু। ১৫ হাজার ফেললেই মিলছে ভারতীয় নাগরিকত্ব। টালিগঞ্জে পথ দুর্ঘটনার সূত্র ধরে বাংলাদেশির হদিশ! ন্যাজাটের বাসিন্দার দাদা সেজে পরপর জাল নথি তৈরি!