West Bengal News LIVE: ফের স্বস্তির বৃষ্টি রাজ্যের একাধিক জেলায়
West Bengal News LIVE : রাজ্যের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...
তসলিমাকে কলকাতায় ফেরানোর প্রস্তাব শমীকের, ধন্যবাদ লেখিকার । বিজেপির রাজ্যসভার সাংসদকে ধন্যবাদ জানিয়ে পোস্ট তসলিমা নাসরিনের
আগেই জানান দিয়েছিল আবহাওয়া দফতর। ফের পূর্বাভাসা মিলিয়েই সপ্তাহের শুরুতেই ফের স্বস্তির বৃষ্টি রাজ্যের একাধিক জেলায়। সন্ধ্যার পরেই শুরু হল বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি। কোথাও আবার শিলাবৃষ্টি। গতকালের ধারাই বজায় থাকলও আজও। বলা ভাল গতকালের থেকেও আজ বড় আকারের শিল পড়েছে বাংলার মাটিতে ! তবে সেভাবে শিলাবৃষ্টি বা ঝড় না হলেও, দু এক পশলা বৃষ্টি হয়েছে কলকাতাতেও।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাইরে বিক্ষোভ পড়ুয়াদের। চার নম্বর গেটের বাইরে পথ অবরোধ ও বিক্ষোভ। বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন, স্থায়ী পদে অধ্যাপকদের নিয়োগ, সহপাঠীদের নিঃশর্ত মুক্তির দাবিতে পথ অবরোধ ।
তৃণমূলের পার্টি অফিসে না গেলে মিলবে না জল? সুশান্ত-লিপিকা সংঘাত, 'নির্জলা' রাজডাঙার ৬০টি পরিবার! রাজডাঙার পূর্বপাড়ায় তৃণমূল কাউন্সিলরের 'হুইপ' ঘিরে তোলপাড়! ১৫দিন ধরে জল নেই রাজডাঙার পূর্ব পাড়ায় ৬০টি পরিবারের। কাউন্সিলরের বিরুদ্ধে জলের লাইন কেটে দেওয়ার অভিযোগ।
বেহালায় স্কুলে ফের চুরি। জগৎপুর রুক্মিনী বিদ্যামন্দির স্কুলে চুরি। প্রধানশিক্ষকের ঘর থেকে সামগ্রী চুরির অভিযোগ। খোয়া গেছে সিসিটিভি, হার্ডডিস্ক, অভিযোগ প্রধানশিক্ষকের।
পরিবারের দাবিকে মান্যতা, হাইকোর্টে ফিরল আর জি কর-মামলা। সুপ্রিম কোর্ট থেকে আর জি কর মামলা ফিরল এবার হাইকোর্টেই। আর জি কর-কাণ্ডে নতুন করে CBI তদন্তের আর্জি শুনবে হাইকোর্টই।
'যখন কাশী-বিশ্বনাথ, পুস্করে যাই তো, তখন তো কেউ প্রশ্ন তোলেন না? যখন দুর্গা-কালীপুজোয় যাই, তখন তো কেউ প্রশ্ন করে না'। বাংলার মাটি সম্প্রীতির মাটি, ফুরফরা শরিফ থেকে বিরোধীদের জবাব মুখ্যমন্ত্রীর
হুমায়ুন কবীরকে শোকজ, শোকজের জবাব নিয়ে বৈঠক বিধানসভার পরিষদীয় দলের শৃঙ্খলারক্ষা কমিটির । ভরতপুরের তৃণমূল বিধায়কের জবাবে সন্তুষ্ট নয় শৃঙ্খলারক্ষা কমিটি, সূত্রের খবর
নিয়োগ 'বন্ধ', প্রতিবাদে ২দিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক। ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন্সের ধর্মঘটের ডাক। আগামী সোম-মঙ্গলবার, ২ দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক । প্রভাব পড়তে পারে রাষ্ট্রায়ত্ত থেকে বেসরকারি ব্যাঙ্কে । ব্যাঙ্ক কর্মীদের ধর্মঘটের ডাক, প্রভাব পড়তে পারে ATM-এও
হিন্দু-অস্ত্রে বিজেপির শান, চুঁচুড়ায় ফ্লেক্সের পাল্টা মিছিল। 'হিন্দু হিন্দু ভাই ভাই, ছাব্বিশে বিজেপি চাই', স্লোগান দিয়ে পোস্টার। বিজেপির পোস্টার, পাল্টা তৃণমূল বিধায়কের নেতৃত্বে চুঁচুড়ায় মিছিল ।
বছর ঘুরলেই ফের আরেকটা বিধানসভা ভোট। তার আগে, আজ ফুরফুরা শরিফে মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ইফতার পার্টিতে যোগ দেবেন তিনি। কথা বলবেন পীরজাদাদের সঙ্গে। সম্প্রতি ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকির নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা তৈরি হয়েছিল।
অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ভার্চুয়াল বৈঠকে সাসপেন্ডেড শান্তনু সেন! শনিবারের বৈঠকে প্রাক্তন তৃণমূল সাংসদের উপস্থিতি ঘিরে বিতর্ক । সাসপেন্ডেড, তাও কীভাবে অভিষেকের মেগা বৈঠকে? প্রশ্ন তৃণমূলের অন্দরেই। বৈঠকের লিঙ্ক পেয়ে যোগদান, উপস্থিতির কথা স্বীকার করে দাবি শান্তনুর । দলের কাছ থেকেই অভিষেকের বৈঠকে যোগদানের লিঙ্ক, দাবি শান্তনু সেনের: সূত্র। আর জি করের আন্দোলনের সময় শান্তনু সেনের ভূমিকায় অসন্তুষ্ট ছিল দল । গত ১০ জানুয়ারি দল থেকে সাসপেন্ড হন প্রাক্তন তৃণমূল সাংসদ।
প্রেক্ষাপট
কলকাতা: আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে। নিহত চিকিৎসকের মা-বাবার আবেদনে সাড়া দিয়ে জানাল সুপ্রিম কোর্ট। হুমায়ুন কবীরকে শোকজ, জবাবে অসন্তুষ্ট শৃঙ্খলারক্ষা কমিটি। খাস কলকাতায় ফের অস্ত্র উদ্ধার।আজ ফুরফুরা শরিফে মুখ্যমন্ত্রী, বৈঠক করবেন পীরজাদাদের সঙ্গে। ফের অভিষেকের হাতেই দলের রাশ? সুদীপের অসুস্থতা নিয়ে কুণালের পোস্টে তৃণমূলেই অসন্তোষ, ‘ভালো আছেন’, দাবি নয়না। বাজেয়াপ্ত হওয়া রোজভ্যালির ৪৫০ কোটি টাকা ফেরানো হবে আমানতকারীদের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -