West Bengal LIVE News Updates: এবার কলকাতা হাইকোর্টের কড়া নজরদারিতে চলবে আর জি করের আর্থিক দুর্নীতির বিচার প্রক্রিয়া
WB News LIVE Updates: রাজ্য থেকে জেলা সব খবরের লাইভ আপডেটস দেখুন...
প্রেক্ষাপট
এবার কলকাতা হাইকোর্টের কড়া নজরদারিতে চলবে আর জি করের আর্থিক দুর্নীতির বিচার প্রক্রিয়া। জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী। 'সঠিক পদ্ধতি মেনে বিচার প্রক্রিয়া সংগঠিত করার নামে যাতে বিচারপ্রক্রিয়া বিলম্বিত...More
ট্যাংরার হেলে পড়া বহুতলকাণ্ডে গ্রেফতার আরও ১। দুটি বহুতল পরস্পরের দিকে হেলে পড়ায় আতঙ্ক ছড়িয়েছিল এলাকায়। সাদা হেলে পড়া নির্মীয়মাণ বহুতলের প্রোমোটার সুরজিৎ মান্না পুলিশের জালে। বহুতল হেলে পড়ার পরেই চম্পট দেন সুরজিৎ। টাকা ফুরিয়ে যাওয়ায় ছেলের কাছে এসেছিলেন তিনি, তখনই তাঁকে গ্রেফতার করা হয়। ক্রিস্টোফার রোডে ছেলের বাড়ি থেকেই গ্রেফতার সুরজিৎ মান্না
এবার কলকাতা হাইকোর্টের কড়া নজরদারিতে চলবে আর জি করের আর্থিক দুর্নীতির বিচার প্রক্রিয়া। জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী। 'সঠিক পদ্ধতি মেনে বিচার প্রক্রিয়া সংগঠিত করার নামে যাতে বিচারপ্রক্রিয়া বিলম্বিত না হয় সেটা আমরা দেখব', সন্দীপ ঘোষ, সুমন হাজরা , আশিস পাণ্ডের দায়ের করা মামলার শুনানি আগামীকাল সকাল সাড়ে ১০টায়। সিবিআইয়ের আইনজীবীদের সঙ্গে আলোচনায় বসবেন অভিযুক্তদের আইনজীবীরা। '১ ফেব্রুয়ারি অভিযুক্তরা নথি হাতে পেয়েছেন, আর ৪ ফেব্রুয়ারি চার্জগঠন', এই সময়সীমা বৃদ্ধি করার প্রয়োজন রয়েছে, জানালেন বিচারপতি বাগচী
ট্যাটুর সূত্র ধরেই কাটা মুন্ডু রহস্যের কিনারা করল দত্তপুকুর থানার পুলিশ, গ্রেফতার নিহতের মাসতুতো ভাই ও তার স্ত্রী। নিহত যুবকের নাম হজরত লস্কর। পুলিশ সূত্রে খবর, চুরি-ডাকাতি, ছিনতাইয়ে ত্রাস ছিল দুই মাসতুতো ভাই হজরত লস্কর ও ওবায়দুল্লাহ্ মণ্ডল। কয়েক বছর আগে হজরত মূল স্রোতে ফিরে এসে উত্তরপাড়ার এক পুলিশ আধিকারিকের সোর্স হিসেবে কাজ করতে শুরু করে। তার সূত্রেই ধরা পড়ে জেল খাটে ওবায়দুল্লাহ্। সে জেলে থাকাকালীন ওবায়দুল্লাহ্-র স্ত্রী নিশার সঙ্গে সম্পর্কে জড়ায় হজরত। মাসদুয়েক আগে জেল থেকে ছাড়া পায় ওবায়দুল্লাহ্। ফোন করে ডেকে পাঠিয়ে হজরতকে নৃশংসভাবে খুন করে সে, দাবি পুলিশের। পুলিশ জানিয়েছে, ওবায়দুল্লাহ্-র দাবি, তার সঙ্গে আরও একজন ছিল। যার মোবাইল ফোনের টাওয়ার লোকেশন জম্মু কাশ্মীরে মিলেছে বলে পুলিশ জানিয়েছে। বদলার জন্য নাকি, স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকায় খুন, খতিয়ে দেখছে পুলিশ
টাটা সন্সের চেয়ারম্যানকে ফোন মুখ্যমন্ত্রীর। নটরাজন চন্দ্রশেখরণের সঙ্গে ফোনে কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। কলকাতা-ইউরোপ বিমান পরিষেবা চালুর আর্জি। BGBS-এ আমন্ত্রিত থাকলেও আসতে পারেননি টাটা সন্সের চেয়ারম্যান। 'আগামী দিনে রাজ্যে প্রতিনিধি দল পাঠাবে টাটা', বাংলায় বিনিয়োগের আশ্বাস টাটার, দাবি মুখ্যমন্ত্রীর
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আজ শেষদিন। সমাপ্তি ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন সংস্থার সঙ্গে আজ রাজ্য সরকারের মউ স্বাক্ষরিত হচ্ছে। বিশ্ববঙ্গ কনভেনশন সেন্টারের পাশাপাশি বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণেও চলছে মউ স্বাক্ষর। গতকালই মুকেশ আম্বানি-সজ্জন জিন্দল-সঞ্জীব গোয়েঙ্কা-হর্ষ নেওটিয়া-সঞ্জীব পুরীদের বিনিয়োগ প্রস্তাব এসেছে। মোট বিনিয়োগ প্রস্তাব এক লক্ষ কোটি টাকারও বেশি
দুই স্কুল পড়ুয়ার ঝামেলাকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে মারপিট। বরানগরের আলমবাজারের ঘটনা। আলমবাজারের বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষ জ্যোতিনগরের বাসিন্দাদের। উত্তেজনা ঠেকাতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন বরানগর থানার IC। স্কুল পড়ুয়াদের মধ্যে গন্ডগোলের জেরে এই ঘটনা। বিক্ষোভ হয়নি, দাবি পুলিশের
SLST চাকরিপ্রাপকদের বিক্ষোভ ঘিরে তুলকালাম। যোগ্য-অযোগ্যদের আলাদা করার দাবি তুলে রাস্তায় নেমেছেন তাঁরা। আন্দোলনকারীদের আটকে দেয় পুলিশ। মিছিল আটকাতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন
SLST চাকরিপ্রাপকরা।
২০১৬-র SLST শিক্ষক-শিক্ষিকাদের বিক্ষোভ ঘিরে তুলকালাম। যোগ্য-অযোগ্যদের আলাদা করার দাবি তুলে রাস্তায় নেমেছেন তাঁরা। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে কালীঘাটের দিকে মিছিল করে যাওয়ার আগেই ধরপাকড়। ময়দান মেট্রো স্টেশনে SLST চাকরিপ্রাপকদের আটকে দেয় পুলিশ। মিছিল আটকাতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন শিক্ষক শিক্ষিকারা
দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে রেল অবরোধ। অবরোধ করল দমদম ক্যান্টনমেন্ট নাগরিক মঞ্চ। অবরোধের জেরে বন্ধ রেল চলাচল। অফিস টাইমে চরম দুর্ভোগে যাত্রীরা। যাত্রী সুরক্ষা ও সাবওয়ে তৈরির দাবিতে অবরোধ
NRS হাসপাতালের জরুরি বিভাগে স্যালাইন, ওষুধ অমিল। পাওয়া যাচ্ছে না প্যারাসিটামল ও সাধারণ স্যালাইনও। গতকাল এই খবর সম্প্রচারের পর আজ কংগ্রেসের বিক্ষোভ। হাসপাতালের পেযার প্রাইস শপের সামনে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে বিক্ষোভ
ময়দানে SLST চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। মিছিল আটকালো পুলিশ। আটক করা হল বেশ কয়েকজনকে
বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ সন্দীপ ঘোষ, সুমন হাজরা। বিচারপতি জয়মাল্য বাগচীর দৃষ্টি আকর্ষ। মামলা দায়ের করার অনুমতি দিলেন বিচারপতি বাগচী। দুপুর ১২ টায় এই মামলার শুনানি। বিচার প্রক্রিয়া চলতে দিন, মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচীর। '৬ ফেব্রুয়ারির মধ্যে বিশেষ আদালতকে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু করার চেষ্টা করতে হবে', বিচারপতি তীর্থঙ্কর ঘোষের আর জি কর দুর্নীতি মামলায় নির্দেশের পুনর্বিবেচনা-প্রত্যাহারের আবেদন নিয়ে দাখিল হয় মামলা। গতকাল সেই আবেদন খারিজ করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন দুই অভিযুক্ত।
এবার কলকাতায় সরস্বতী পুজোর বিসর্জন ঘিরে উত্তেজনা ছড়াল।গার্ডেনরিচে মার খেল পুলিশ ও সিভিক ভলান্টিয়ার। গার্ডেনরিচের পাহাড়পুর রোডের বাঁধাবটতলা এলাকায় শোভাযাত্রা যাওয়ার সময় গন্ডগোল বাধে। পরিস্থিতি সামাল দিতে গেলে গার্ডেনরিচ থানার সাব ইনস্পেক্টর অরুণ মাইতি ও মহিলা সিভিক ভলান্টিয়ারকে মারধর করা হয় বলে অভিযোগ। আহত SI ও সিভিককে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় রবীন্দ্রনগর থানা এলাকার শিবনগর ইয়ং স্টার ক্লাবের ৩ সদস্যকে গ্রেফতার করেছে গার্ডেনরিচ থানার পুলিশ। পুলিশকে মারধর, সরকারি কর্মীদের কাজে বাধা-সহ একাধিক ধারায় ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।
পরিচালক-টেকনিসিয়ান সংঘাতে টালিগঞ্জের সটুডিওপাড়ায় এখনও অচলাবস্থা। পরিচালকদের বৈঠকেও কাটল না জট। পরিচালক সৃজিত রায়ের সেটে এখনও কাজ বন্ধ। অসমাপ্ত অবস্থাতেই পড়ে রয়েছে সিরিয়ালের সেট। মঙ্গলবার বিরোধ সরিয়ে রেখে টেকনিসিয়ানদের কাজে ফেরার জন্য আর্জি জানিয়েছিলেন পরিচালকদের একটা বড় অংশ। কিন্তু তারপরেও অনুরোধে সাড়া দিলেন না টেকনিসিয়ানরা।
আবহাওয়ার খামখেয়ালিপনা অব্যাহত। মাঘের শেষবেলায় পারদ ওঠানামা করছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৬। কাল থেকে ফের নামবে পারদ। সপ্তাহান্তে শীতের আমেজ। কলকাতায় রোদের দেখা মিললেও, সকাল থেকে বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণ ২৪ পরগনার নামখানায়। অকাল বর্ষণে জলও জমেছে এই এলাকায়। তবে জেলার বাকি অংশ রোদ ঝলমলে। শীতের আসা-যাওয়ার মধ্যেই দুই বঙ্গে কুয়াশার সতর্কতা। দক্ষিণবঙ্গের ৯ ও উত্তরবঙ্গের ৩ জেলায় কুয়াশার জেরে কমতে পারে দৃশ্যমানতা। শীতের বিদায় পর্ব শুরু হবে আগামী সপ্তাহে।
সরস্বতী পুজোর বিসর্জনকে কেন্দ্র করে সংঘর্ষে জড়াল কৃষ্ণনগরের ঘূর্ণির দুটি ক্লাব। মাথা ফাটল ২ জনের। সংঘর্ষে আহত হন ৫ জন। তাঁদের মধ্যে ৩ জন শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন। দেরিতে আসার অভিযোগে পুলিশের সঙ্গে বচসায় জড়ান দাসপাড়া বারোয়ারির সদস্যরা। ধাক্কাধাক্কিও হয়। গন্ডগোলের সূত্রপাত গতকাল রাত ১টা নাগাদ। অভিযোগ, বিসর্জনের প্রস্তুতি নেওয়ার সময় দাসপাড়া বারোয়ারি ক্লাবের সদস্যদের ওপর চড়াও হন তুফান সঙ্ঘের সদস্যরা। বেধড়ক মারধর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ আসার আগেই অভিযুক্তরা পালিয়ে যায়। থানায় এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি।
ট্যাটুর সূত্র ধরেই কাটা মুন্ডু রহস্যের কিনারা করল দত্তপুকুর থানার পুলিশ। গ্রেফতার নিহতের মাসতুতো ভাই ও তার স্ত্রী। নিহত যুবকের নাম হজরত লস্কর। পুলিশ সূত্রে খবর, চুরি-ডাকাতি, ছিনতাইয়ে হাওড়া, চন্দননগর, ব্যারাকপুর কমিশনারেট এলাকার ত্রাস ছিল দুই মাসতুতো ভাই হজরত লস্কর ও ওবায়দুল্লাহ্ মণ্ডল। কয়েক বছর আগে হজরত মূল স্রোতে ফিরে এসে উত্তরপাড়ার এক পুলিশ আধিকারিকের সোর্স হিসেবে কাজ করতে শুরু করে। তার সূত্রেই ধরা পড়ে জেল খাটে ওবায়দুল্লাহ্। সে জেলে থাকাকালীন ওবায়দুল্লাহ্-র স্ত্রী নিশার সঙ্গে সম্পর্কে জড়ায় হজরত। মাসদুয়েক আগে জেল থেকে ছাড়া পায় ওবায়দুল্লাহ্। ফোন করে ডেকে পাঠিয়ে হজরতকে নৃশংসভাবে খুন করে। পুলিশ জানিয়েছে, ওবায়দুল্লাহ্-র দাবি, তার সঙ্গে আরও একজন ছিল। যার মোবাইল ফোনের টাওয়ার লোকেশন জম্মু কাশ্মীরে মিলেছে বলে পুলিশ জানিয়েছে। বদলা নেওয়ার জন্য নাকি, স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকায় খুন, খতিয়ে দেখছে দত্তপুকুর থানার পুলিশ।
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের গত ৭টি পর্বে কত লগ্নি এসেছে? বিনিয়োগের প্রস্তাব কতটা বাস্তবায়িত হয়েছে? আদৌ কি কর্মসংস্থান হয়েছে? রাজ্য সরকারের মেগা ইভেন্ট শুরু হতেই একের পর এক প্রশ্ন তুলে নিশানা করেছেন বিরোধীরা। বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে পরিসংখ্যান তুলে ধরে পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী।
বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পের জন্য় বাংলাকে আদর্শ গন্তব্য় হিসাবে তুলে ধরতে বনধ-হীন বাংলার ছবি তুলে ধরলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বিনিয়োগের জন্য আহ্বান জানালেন শিল্পপতিদের। বিজিবিএসের মঞ্চে বাংলার প্রশংসা শোনা গেল মুকেশ আম্বানি, সজ্জন জিন্দলদের মুখে।