West Bengal News Live Updates: এনুমারেশন ফর্ম বিলি ঘিরে উঠছে নানা অনিয়মের অভিযোগ, পাল্লা দিয়ে বাড়ছে অসন্তোষ

WB News Live Updates: সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজরে।

Advertisement

ABP Ananda Last Updated: 09 Nov 2025 03:50 PM

প্রেক্ষাপট

বিশ্বজয়ের পর কলকাতায় রিচা। সম্বর্ধনা দিল CAB। তুলে দেওয়া হল সোনার ব্যাট-বল। রিচা ঘোষকে ৩৪ লক্ষ টাকা পুরস্কার CAB। সম্বর্ধনা জানালেন মুখ্যমন্ত্রী, সৌরভ, ঝুলনরা। বিশ্বজয়ী রিচাকে ঘিরে উচ্ছ্বাস। বিমানে অভিবাদন সহযাত্রীদের।...More

WB News Live: এবার SIR-এর পদ্ধতি নিয়ে প্রশ্ন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

এবার SIR-এর পদ্ধতি নিয়ে প্রশ্ন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। '২০২৪-২৫ এর ভোটার লিস্টে নাম থাকলেও কেন এনুমারেশন ফর্ম ফিলআপ?' 'কেন এনুমারেশন ফর্ম ফিলআপ না করলে ভোটার লিস্টে নাম থাকবে না?' SIR-এর পদ্ধতি নিয়ে ফের প্রশ্ন তৃণমূল সাংসদের। 

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.