West Bengal News Today : অপারেশন 'সিঁদুর' নিয়ে সর্বদলীয় প্রতিনিধিদলে অভিষেক বন্দ্যোপাধ্যায়, খবর সূত্রের

চাকরিহারাদের বিরুদ্ধেই দায়ের হয়েছে মামলা। এবার চাকরিহারাদের আন্দোলন নিয়ে বহিরাগত তত্ত্ব খাড়া করলেন মুখ্যমন্ত্রী। 

ABP Ananda Last Updated: 20 May 2025 02:50 PM

প্রেক্ষাপট

আজ যা যা খবর শিরোনামে লাঠি চালাল পুলিশ, গ্রেফতারির হুঁশিয়ারি দিয়ে আন্দোলনকারীদের থানায় হাজিরার নোটিসও পাঠাল পুলিশ। এই পরিস্থিতিতে সোমবার চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের লক্ষ্মণরেখা মনে করালেন মুখ্যমন্ত্রী। একই সুর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ...More

Train News : মালদাগামী ডেমু ট্রেনে আগুন, গাইসালে নর্থ কেবিনের কাছে দুর্ঘটনা

শিলিগুড়ি মালদাগামী ডেমু ট্রেনে আগুন। আগুন ধরে যায় ট্রেনের পিছনের ইঞ্জিনে। জরুরী তৎপরতায় চালককে ফোন গার্ডের।  থামিয়ে দেওয়া হয় ট্রেন। গাইসালে নর্থ কেবিনের কাছে দুর্ঘটনা। দমকলবাহিনী পৌঁছে আগুন নিয়ন্তন্ত্রনে আানার কাজ চালাচ্ছে। গুঞ্জরিয়ায় আটকে দেওয়া হয় রাজধানী এক্সপ্রেস