West Bengal LIVE Updates : বুধে বাড়বে চিন্তা, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা

WB News LIVE Updates: রাজ্য থেকে জেলার সব খবরের আপডেটস দেখুন...

ABP Ananda Last Updated: 27 May 2025 11:17 PM

প্রেক্ষাপট

 তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হরিহরপাড়ার নাজিরপুর। চলল বোমা-গুলি। জখম এক। গ্রেফতার ৪। জমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের গন্ডগোল। খবর পুলিশ সূত্রে।গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হরিহরপাড়াইডির নজরে এবার দিল্লির ৩ ব্য়বসায়ী।...More

News LIVE Updates : ২৬-এর আগে বীরভূমে ফের শাসকের কোন্দল কাঁটা

২৬-এর আগে বীরভূমে ফের শাসকের কোন্দল কাঁটা। 'রক্তগঙ্গা' বইয়ে দেওয়ার হুমকি কাজল-ঘনিষ্ঠ তৃণমূল নেতার। জেলা সভাপতির পদ হারিয়ে কেষ্টর শক্তি প্রদর্শনের মধ্যেই হুঙ্কার কাজল ঘনিষ্ঠের। কাজল ঘনিষ্ঠ ব্লক সভাপতির নিশানায় অনুব্রত মণ্ডল?