West Bengal News Live Updates: 'কলেজ ক্যাম্পাসে বহিরাগত তৃণমূলকর্মীর বিয়ে, মালাবদল', ভাইরাল ছবি ঘিরে বিতর্ক

Bengali News Live Updates: প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।

ABP Ananda Last Updated: 09 Jul 2025 11:35 PM

প্রেক্ষাপট

কলকাতা : SFI-এর অবরোধ ঘিরে রণক্ষেত্র কলেজ স্ট্রিট। কলেজ স্ট্রিট মোড়ে বিক্ষোভ SFI-DYFI-এর। রাজ্য জুড়ে গ্রেফতার হওয়া বাম কর্মী সমর্থকদের ছাড়তে হবে। এই দাবিতে কলেজ স্ট্রিটে পথ অবরোধ। রাস্তায় টায়ার...More

WB News Live Update: 'কলেজ ক্যাম্পাসে বহিরাগত তৃণমূলকর্মীর বিয়ে, মালাবদল', ভাইরাল ছবি ঘিরে বিতর্ক

কসবাকাণ্ডে তোলপাড়ের মধ্যে এবার ক্যাম্পাসে 'বিয়ে'! সুন্দরবন কলেজের ভাইরাল ছবি ঘিরে বিতর্ক। 'কলেজ ক্যাম্পাসে বহিরাগত তৃণমূলকর্মীর বিয়ে, মালাবদল'। পাত্র কাকদ্বীপের তৃণমূলের বিধায়ক ঘনিষ্ঠ অশোক গায়েন, দাবি ABVP-র । কলেজে বিয়ের অভিযোগ অস্বীকার যুবকের। বিয়ের পরে কলেজে গিয়ে ছবি তুলেছিলাম, অভিযোগ উড়িয়ে দাবি যুবকের। ওই কলেজের ছাত্র নই, বন্ধুরা ছবি তোলার জন্য ওই কলেজে ডেকেছিল, অভিযোগ উড়িয়ে দাবি যুবকের। ক্যাম্পাসে বিয়ের অভিযোগ অস্বীকার অধ্যক্ষের। TMCP সদস্যদের অস্থায়ী চাকরির পর এবার ক্যাম্পাসে 'বিয়ে', ফের বিতর্কে সুন্দরবন কলেজ।