West Bengal News Live Updates: 'কলেজ ক্যাম্পাসে বহিরাগত তৃণমূলকর্মীর বিয়ে, মালাবদল', ভাইরাল ছবি ঘিরে বিতর্ক
Bengali News Live Updates: প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।
ABP Ananda Last Updated: 09 Jul 2025 11:35 PM
প্রেক্ষাপট
কলকাতা : SFI-এর অবরোধ ঘিরে রণক্ষেত্র কলেজ স্ট্রিট। কলেজ স্ট্রিট মোড়ে বিক্ষোভ SFI-DYFI-এর। রাজ্য জুড়ে গ্রেফতার হওয়া বাম কর্মী সমর্থকদের ছাড়তে হবে। এই দাবিতে কলেজ স্ট্রিটে পথ অবরোধ। রাস্তায় টায়ার...More
কলকাতা : SFI-এর অবরোধ ঘিরে রণক্ষেত্র কলেজ স্ট্রিট। কলেজ স্ট্রিট মোড়ে বিক্ষোভ SFI-DYFI-এর। রাজ্য জুড়ে গ্রেফতার হওয়া বাম কর্মী সমর্থকদের ছাড়তে হবে। এই দাবিতে কলেজ স্ট্রিটে পথ অবরোধ। রাস্তায় টায়ার জ্বালাতে গিয়ে বাধা পুলিশের। পুলিশের সঙ্গে হাতাহাতি SFI-DYFI-এর। কয়েকজন SFI ও DYFI কর্মীকে আটক করে পুলিশ।ফের বেহাল রাস্তা, বাঁশে বেঁধে ঝুলিয়ে নিয়ে যাওয়া হল রোগিণীকে। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে বাঁশে বেঁধে ঝুলিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হল রোগিণীকে। অ্যাম্বুল্যান্স ঢুকতে না পারায় বাঁশে বেঁধে ঝুলিয়ে নিয়ে যাওয়া হল রোগিণীকে। ২২ মে-র পর ৯ জুলাই, ফের বেহাল রাস্তায় রোগী হয়রানি। ২২ মে নারায়ণগড়ে কাদায় আটকে যায় রোগিণীর গাড়ি। রাস্তাতেই সন্তানের জন্ম দেন অন্তঃসত্ত্বা।শিলিগুড়ির হিলকার্ট রোডে ধর্মঘট চলাকালীন উত্তেজনা। রাস্তায় মোতায়েন পুলিশকর্মীর সঙ্গে বচসা ধর্মঘটীদের। বচসা চলাকালীন পুলিশকর্মীর টুপি খুলে নিলেন ধর্মঘটীরা। পুলিশকর্মীর টুপি খুলে নেওয়ার পর সাময়িকভাবে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।১০টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের ডাকা সাধারণ ধর্মঘটের প্রভাব রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কে। কেন্দ্রীয় শ্রম নীতির প্রতিবাদে ধর্মঘটে সামিল ব্যাঙ্কের কর্মচারী এবং অফিসার্স সংগঠন। ফলে বেশিরভাগ ব্যাঙ্কেরই তালা খোলেনি। রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কের গেটের সামনে পোস্টার নিয়ে স্লোগান ধর্মঘটিদের। বীরভূমের কীর্ণাহারের চৌরাস্তা মোড়ে ধর্মঘটের সমর্থনে বামেদের প্রচারে বাধা তৃণমূলের। সিপিএম কর্মী, সমর্থকদের বেধড়ক মারধর করা হয়। লাঠিপেটার পাশাপাশি চলে কিল-ঘুসি। বেশ কয়েকজন সিপিএম সমর্থক আহত হন। সেই ছবি তুলতে গেলে সাংবাদিকরাও আক্রান্ত হন। পুলিশের সামনেই গোটা ঘটনা ঘটে।হাওড়ার নরসিংহ দত্ত কলেজে র্যাগিং, প্রতিবাদে বিক্ষোভ বিজেপির। ইউনিয়ন রুমে নবাগত ছাত্রদের ওপর র্যাগিং এর প্রতিবাদে বিক্ষোভ। মূল অভিযুক্ত সৌভিক রায়ের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ। দেড় বছর আগে র্যাগিংয়ের ঘটনায় শোকজ তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি। হাওড়ার নরসিংহ দত্ত কলেজের ইউনিয়ন রুমে নবাগত পড়ুয়াদের র্যাগিংয়ের অভিযোগ। কসবাকাণ্ডের আবহে র্যাগিংয়ের ছবি ফের ভাইরাল হওয়ায় তোলপাড়।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
WB News Live Update: 'কলেজ ক্যাম্পাসে বহিরাগত তৃণমূলকর্মীর বিয়ে, মালাবদল', ভাইরাল ছবি ঘিরে বিতর্ক
কসবাকাণ্ডে তোলপাড়ের মধ্যে এবার ক্যাম্পাসে 'বিয়ে'! সুন্দরবন কলেজের ভাইরাল ছবি ঘিরে বিতর্ক। 'কলেজ ক্যাম্পাসে বহিরাগত তৃণমূলকর্মীর বিয়ে, মালাবদল'। পাত্র কাকদ্বীপের তৃণমূলের বিধায়ক ঘনিষ্ঠ অশোক গায়েন, দাবি ABVP-র । কলেজে বিয়ের অভিযোগ অস্বীকার যুবকের। বিয়ের পরে কলেজে গিয়ে ছবি তুলেছিলাম, অভিযোগ উড়িয়ে দাবি যুবকের। ওই কলেজের ছাত্র নই, বন্ধুরা ছবি তোলার জন্য ওই কলেজে ডেকেছিল, অভিযোগ উড়িয়ে দাবি যুবকের। ক্যাম্পাসে বিয়ের অভিযোগ অস্বীকার অধ্যক্ষের। TMCP সদস্যদের অস্থায়ী চাকরির পর এবার ক্যাম্পাসে 'বিয়ে', ফের বিতর্কে সুন্দরবন কলেজ।