West Bengal News Live:'দিন-রাত এক করে কাজ করুন, বাংলার ঘরে ঘরে যান,' ২৬-এর নির্বাচনের আগে কর্মীদের বার্তা অমিত শাহর
West Bengal All News Updates Live: এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে, দেখে নিন এক নজরে
ABP Ananda Last Updated: 01 Jun 2025 02:58 PM
প্রেক্ষাপট
পদ্মের মিশন ২৬। মোদির সফরের ২দিনের মধ্যেই কলকাতায় অমিত শাহ (Amit Shah)। বিমানবন্দরে স্বাগত জানালেন সুকান্ত, শুভেন্দুরা। বঙ্গ বিজেপির জন্য ছাব্বিশের কী রোডম্যাপ ঘোষণা করবেন অমিত শাহ? নেতাজি ইন্ডোরের সভায় কী...More
পদ্মের মিশন ২৬। মোদির সফরের ২দিনের মধ্যেই কলকাতায় অমিত শাহ (Amit Shah)। বিমানবন্দরে স্বাগত জানালেন সুকান্ত, শুভেন্দুরা। বঙ্গ বিজেপির জন্য ছাব্বিশের কী রোডম্যাপ ঘোষণা করবেন অমিত শাহ? নেতাজি ইন্ডোরের সভায় কী বার্তা?মোদির বাংলায় সম্বোধনের পর শাহের বাংলায় পোস্ট। সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবের নতুন ভবনের উদ্বোধন ও নেতাদের সঙ্গে আলোচনার জন্য অপেক্ষায় আছি। বার্তা শাহের। মোদির পরে বঙ্গে অমিত শাহ। হাজির থাকবেন দিলীপ ঘোষ? IC-কে কুকথা, ক্ষমা চেয়েও হাজিরা এড়ালেন কেষ্ট। অসুস্থতার কারণ দেখিয়ে গেলেন না SDPO অফিসে। আজ ফের তলব। প্রথমে ওষুধ খাওয়ার যুক্তি দিয়ে পুলিশকে কদর্যভাষায় হুমকির সাফাই। অসুস্থতার কথা বলে পুলিশের সমনে সাড়া না দিয়ে পার্টি অফিসে ম্যারাথন বৈঠক।তলব সত্ত্বেও এসডিপিও অফিসে সশরীরে গেলেন না অনুব্রত। দেখা করে গেল কেষ্টর আইনজীবীদের টিম।IC-কে কদর্য আক্রমণ। কেষ্টর গ্রেফতারির দাবিতে সরব বিজেপি। রামপুরহাট, সাইথিয়া, শান্তিনিকেতন থেকে কাঁকরতলা, সদাইপুর। থানায় থানায় বিক্ষোভ।পুলিশকে হুমকি, বারবার বিতর্কে কেষ্ট। কেষ্ট-বিতর্কে তুঙ্গে চাপানউতোর। ক্ষমা চেয়েই মাফ? পাওনা ২০ লক্ষ না দেওয়ায় অনুব্রতকে ফোনে হুমকি। ২০১৯-এ এক ঘণ্টার মধ্যে গ্রেফতার গুসকরার তৎকালীন তৃণমূল নেতা। পরে বিজেপিতে যোগ। এখন কেন কেষ্টর গ্রেফতারি নয়? প্রশ্ন বিজেপি নেতার। ফের তৃণমূল নেতার নিশানায় পুলিশ। এবার উদয়ন গুহ। পুলিশের মার থেকে গ্রেফতারি, তারপরেও ফের পথে নামছেন চাকরিহারারা। মঙ্গলবার থেকে লাগাতার অবস্থান। বৃহস্পতিবার রাজ্য জুড়ে ধিক্কার দিবসের ডাক।শিক্ষকদের আন্দোলন রুখতে শিয়ালদা স্টেশনে পুলিশ। ধরপাকড়ের নামে নিরীহ যাত্রীদের হেনস্থার অভিযোগ বিরোধী দলনেতার। রেলমন্ত্রীকে চিঠি। রাস্তায় চাকরিহারারা। সেচ দফতরে মালদার তৃণমূল সভাপতির মেয়ের চাকরি নিয়ে সরব বিজেপি। স্বজনপোষণই কালচার। পোস্ট সুকান্তর। মেয়ের চাকরি নিয়ে কিছুই জানি না, দাবি আবদুর রহিম বক্সীর। পাকিস্তানকে ফের কড়া ভাষায় আক্রমণ প্রধানমন্ত্রীর। অপারেশনের শুরুতে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। সিডিএসের বক্তব্যকে হাতিয়ার করে আক্রমণে কংগ্রেস। দেশকে বিভ্রান্ত করার চেষ্টার দাবি খাড়গের। পাকিস্তানকে কোণঠাসা করতে বিদেশে ভারতীয় প্রতিনিধিরা। জাকার্তায় অভিষেক। পাকিস্তান যে ভাষা বোঝে, সেই ভাষাতেই জবাব। ডেনমার্কে গিয়ে সন্ত্রাস নিয়ে হুঁশিয়ারি শমীকের। ফের ভারত-পাক সংঘর্ষবিরতির কৃতিত্ব দাবি ট্রাম্পের।পাক গুপ্তচর জাল কি এ রাজ্যেও? কলকাতা-সহ দেশ জুড়ে তল্লাশি NIA-র। তপসিয়ার হোটেল, মোমিনপুরে মানি ট্রান্সফারের দোকানে হানা কেন্দ্রীয় তদন্তকারীদের। আরও একাধিক রাজ্যে তল্লাশি। হাইকোর্টের নির্দেশের ১৩ দিন পার। এখনও অটুট জয়ন্তর বেআইনি অট্টালিকা। ১৩ জুন থেকে শুরু হবে ভাঙা। আসবাব সরাতে নোটিস কামারহাটি পুরসভার। ডাকা হল টেন্ডার। নারায়ণগড়ের পর দাসপুর। জমিজটে আটকে আছে পাকা রাস্তার কাজ। ঢুকতে পারল না অ্যামবুল্যান্স, বাঁশের ডুলিতে চেপে হাসপাতালে রোগী। দিনহাটাতেও বেহাল রাস্তার প্রতিবাদে বিক্ষোভ।বেহাল রাস্তায় রোগী দুর্ভোগ। বিজেপি শাসিত ত্রিপুরার খোয়াইতে বেহাল পথের জেরে রোগী যাচ্ছে বাঁশের ডুলিতে। পূর্ত দফতরের দিকেই আঙুল শাসক জোটের বিধায়কের। ১৯ জুন নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন। তৃণমূল, কংগ্রেসের পর এবার প্রার্থী ঘোষণা করল বিজেপি। পদ্মের প্রতীকে লড়াইয়ে নামছেন আশিস ঘোষ। রাজ্যে বাড়ছে কোভিড। রাজ্যে শেষ ৫ দিনে আক্রান্ত ১২ থেকে বেড়ে ২০৫। নতুন করে আক্রান্ত ৮৯ জন। সারা দেশে মৃতের সংখ্যা বেড়ে ২৬। নিম্নমানের ওষুধে ছেয়ে গেছে বাজার। কালো তালিকাভুক্ত আরও ৩ সংস্থা। সেন্ট্রাল মেডিক্যাল স্টোরকে নির্দেশ স্বাস্থ্য দফতরের। আগামী ৩ বছর দেওয়া যাবে না টেন্ডার।এবার আয়ুর্বেদের ওষুধেও জাল রোগ। বারাসতে জাল আয়ুর্বেদিক ওষুধের কারবারের পর্দাফাঁস। পুলিশ, ড্রাগ কন্ট্রোলের অভিযানে উদ্ধার প্রচুর জাল ওষুধ। গ্রেফতার এক।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
West Bengal News Live: 'দিন-রাত এক করে কাজ করুন, বাংলার ঘরে ঘরে যান,' ২৬-এর নির্বাচনের আগে বার্তা অমিত শাহর
'দিন-রাত এক করে কাজ করুন, বাংলার ঘরে ঘরে যান,' ২৬-এর নির্বাচনের আগে বার্তা অমিত শাহর