West Bengal News Live Updates: কৃষি সমবায় ব্যাঙ্কের নির্বাচন ঘিরে মুর্শিদাবাদের দৌলতাবাদে তুলকালাম, বাম-কংগ্রেস জোটের সঙ্গে তৃণমূলের সংঘর্ষ

WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন একনজরে।

ABP Ananda Last Updated: 25 May 2025 02:59 PM

প্রেক্ষাপট

ফের করোনা আতঙ্ক। থানে, বেঙ্গালুরুতে ২জনের মৃত্যু। দিল্লিতে সতর্কতা। উদ্বেগ বাংলাতেও। কাঁকুড়গাছি, মগরাহাটের ৩জন-সহ গত ২৪ ঘণ্টায় ৪জন আক্রান্ত। ক্যানসারের ওষুধও জাল? দিল্লি পুলিশের হাতে বর্ধমান থেকে গ্রেফতার চক্রের অন্যতম চাঁই।...More

West Bengal News Live: কৃষি সমবায় ব্যাঙ্কের নির্বাচন ঘিরে মুর্শিদাবাদের দৌলতাবাদে ধুন্ধুমার

কৃষি সমবায় ব্যাঙ্কের নির্বাচন ঘিরে মুর্শিদাবাদের দৌলতাবাদে ধুন্ধুমার। বাম-কংগ্রেস জোটের সঙ্গে তৃণমূলের সংঘর্ষ, ব্যাপক মারামারি। লাঠিচার্জ করে পুলিশ। দীর্ঘদিন ধরে মহারাজপুর কৃষি উন্নয়ন ব্যাঙ্কে ভোট হয়নি। মামলা গড়ায় আদালতে। এবার বাম-কংগ্রেস জোট গড়ে নির্বাচনে লড়ছে। তাদের অভিযোগ, সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরেও জোর জবরদস্তি বাধা দিচ্ছে তৃণমূল। মনোনয়ন জমা দেওয়া থেকে শুরু করে ভোটদানেও বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এই নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরে পুলিশ গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাম-কংগ্রেসের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।