Wet Bengal News Live Updates: বীরভূমের লাভপুরে উদ্ধার বোমা নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড, লাভপুরের হাতিয়া গ্রামের মাঠেই নিষ্ক্রিয় করা হল ১৯টি বোমা

WB News Live Updates: সমস্ত জেলার সব গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজরে।

ABP Ananda Last Updated: 22 Jun 2025 02:58 PM

প্রেক্ষাপট

কেষ্টর কুকথা কাণ্ডের পাল্টা তৃণমূলের হাতিয়ার সুকান্তর মন্তব্য। পুলিশকে নিশানা করে সুকান্তর মন্তব্যে বিতর্ক। অবস্থানে অনড় বিজেপি রাজ্য সভাপতি। হে বিজেপি, পোড়া মুখ কত হবে কালো? অনুব্রতে অপরাধ, সুকান্তে ভাল? প্রশ্ন...More

WB News Live: কান্দিতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৫, আহত ১৬

কান্দিতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৫, আহত ১৬। ডাম্পার-ট্রেকারের মুখোমুখি সংঘর্ষে মৃত ৫। কান্দির গোকর্ণের পাওয়ার হাউস মোড়ে ভয়াবহ দুর্ঘটনা। বীরভূম থেকে ট্রেকারে ফিরছিলেন হরিহরপাড়ার বাসিন্দারা, স্থানীয় সূত্রে খবর। ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারে ধাক্কা মারে ট্রেকার। ঘটনাস্থলেই মৃত্যু ৫ জনের, আহত আরও ১৬। আহতরা কান্দি ও মুর্শিদাবাদ হাসপাতালে চিকিৎসাধীন।