West Bengal News Live : 'হারের পর কেন বলছেন, আগেই বলতে পারতেন লড়বেন না', দিলীপকে নিশানা দিন্দার

West Bengal News:জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর এক নজরে ।আজ খেজুরি যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল।লোকসভা ভোটে জয়ের পর লক্ষ্য বিধানসভা। ৯টিতে ৯টিই জয়ে টার্গেট তৃণমূল সাংসদের

ABP Ananda Last Updated: 14 Jun 2024 10:22 PM

প্রেক্ষাপট

ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে চাপ বাড়ানোর চেষ্টায় রয়েছে বিজেপি। পাল্টা গেরুয়া শিবিরের বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের। আজ খেজুরি যাচ্ছেন কুণালরা। ঘরছাড়া বিজেপি কর্মীদের নিয়ে গিয়েও রাজভবনে ঢুকতেই পারলেন না শুভেন্দু।  ২০০জনকে...More

WB News Live : 'হারের পর কেন বলছেন, আগেই বলতে পারতেন লড়বেন না', দিলীপকে নিশানা দিন্দার

ভোটে হারতেই দিলীপ ঘোষকে নিশানা অশোক দিন্দার। ভোটে হারের পর 'কাঠি' মন্তব্যে দিলীপ ঘোষকে নিশানা বিজেপি বিধায়কের। 'কে কাঠিবাজি করেছে প্রমাণ দিন'। 'হারের পর কেন বলছেন, আগেই বলতে পারতেন লড়বেন না'। 'রাজ্য সভাপতি ছিলেন, বর্ধমানের সংগঠন তো হাতের তালুর মতো চেনা'। দিলীপ ঘোষকে নিশানা করে মন্তব্য ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দার।