West Bengal News Live : 'হারের পর কেন বলছেন, আগেই বলতে পারতেন লড়বেন না', দিলীপকে নিশানা দিন্দার
West Bengal News: জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর এক নজরে । আজ খেজুরি যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। লোকসভা ভোটে জয়ের পর লক্ষ্য বিধানসভা। ৯টিতে ৯টিই জয়ে টার্গেট তৃণমূল সাংসদের
ভোটে হারতেই দিলীপ ঘোষকে নিশানা অশোক দিন্দার। ভোটে হারের পর 'কাঠি' মন্তব্যে দিলীপ ঘোষকে নিশানা বিজেপি বিধায়কের। 'কে কাঠিবাজি করেছে প্রমাণ দিন'। 'হারের পর কেন বলছেন, আগেই বলতে পারতেন লড়বেন না'। 'রাজ্য সভাপতি ছিলেন, বর্ধমানের সংগঠন তো হাতের তালুর মতো চেনা'। দিলীপ ঘোষকে নিশানা করে মন্তব্য ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দার।
ভোটে জিতলেও দলের 'বিশ্বাসঘাতক'দের হুঁশিয়ারি বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর। 'শীর্ষ নেতৃত্বকে বলে বিশ্বাসঘাতকদের দল থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করেছি'। 'দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভাল'। হুঙ্কার বাঁকুড়ায় তৃণমূলের জয়ী প্রার্থী অরূপ চক্রবর্তীর। নিজেরই বিধানসভা তালডাংরার একাধিক পঞ্চায়েতে পিছিয়ে অরূপ।
৪ বিধানসভার উপ নির্বাচনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল। রায়গঞ্জে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী, রানাঘাট দক্ষিণে প্রার্থী মুকুটমণি অধিকারী।
মানিকতলায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুপ্তি পাণ্ডে। বাগদায় ঠাকুরনগরের মতুয়াবাড়িই ভরসা তৃণমূল কংগ্রেসের। বাগদায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতাবালা-কন্যা মধুপর্ণা ঠাকুর। যদিও লোকসভা নির্বাচনে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণে হেরে যাওয়া কৃষ্ণ কল্যাণী, মুকুটমণিতেই ভরসা শাসকের। ১০ জুলাই এই ৪ কেন্দ্রে হবে উপ নির্বাচন।
মাহেশ্বরী সদনে ঘরছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করে গেলেন রাজ্যপাল। গতকাল রাজ্যপালের সঙ্গে দেখা করতে না পেরে ফিরতে হয়েছিল ঘরছাড়া বিজেপি কর্মীদের। এই বিজেপি কর্মীদের রাজভবনে নিয়ে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ১৪৪ ধারার কারণ দেখিয়ে ৬টি ব্যারিকেড করে আটকে দেওয়া হয় রাজভবনে ঢোকার রাস্তা।
বিধানসভায় এলেন দিলীপ ঘোষ। ঢুকলেন না বিজেপির কোনও ঘরেই। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির অপেক্ষায় ছিলেন না দলের কোনও বিধায়কও। কিছু নথি নিয়ে খানিক্ষণের মধ্যেই বিধানসভা ছাড়েন সদ্য লোকসভা ভোটে পরাজিত দিলীপ ঘোষ।
দক্ষিণবঙ্গে আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যে ঢুকবে বর্ষা। কাল সন্ধেয় কলকাতা, হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। কাল পশ্চিমের ৫ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে চলবে তাপপ্রবাহ। কাল দুপুরের পর পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস। রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস, বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে আরও ৫ দিন ভারী বৃষ্টি চলবে।
আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস।
নদিয়ার তেহট্টে তৃণমূলের পঞ্চায়েতের সদস্যকে এলোপাথাড়ি কোপ। গুরুতর আহত লতিফ মণ্ডল কানাইনগর গ্রাম পঞ্চায়েতের সদস্য। হামলার অভিযোগ দলেরই একাংশের বিরুদ্ধে। জেলা পরিষদের তৃণমূল সদস্যা টিনা ভৌমিককে নিশানা তৃণমূল বিধায়কের। পাল্টা দলের বিধায়ক তাপস সাহাকে অভিযুক্ত করেছেন টিনা। দলীয় কোন্দলের কথা স্বীকার করেছেন তৃণমূলের ব্লক সভাপতি। পঞ্চায়েত ভোটে টিকিট না পেয়ে নির্দল হয়ে লড়ে জেতেন লতিফ। জয়ের পর ফিরে আসেন তৃণমূলে, তারপর থেকেই বিবাদ শুরু: সূত্র।
ফের শহরে অগ্নিকাণ্ড, কামালগাজিতে বহুতলের গ্রাউন্ড ফ্লোরে আগুন। গ্রাউন্ড ফ্লোরে মিটার রুমে আগুন। ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন।
মোবাইল ফোন নিয়ে পরীক্ষার হলে ঢোকা নিয়ে বচসা। খড়গপুর কলেজ ও বেলদা কলেজের পড়ুয়াদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ। বেলদা কলেজের ছাত্র সংসদের ঘরে ভাঙচুর। আহত দুই কলেজের অন্তত ১২ জন পড়ুয়া।
রাজ্যে পিএসসি পরীক্ষায় দুর্নীতি মামলায় সিআইডির হাতে গ্রেফতার ২। ফুড সাব ইন্সপেক্টর পদে নিয়োগের পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও দুর্নীতি মামলায় নদিয়া থেকে গ্রেফতার ২। কল্যাণীতে অভিযান সিআইডির, গ্রেফতার শঙ্কর বিশ্বাস নামে এক ব্যক্তি। ধুবুলিয়া থেকে পাপাই দাস নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। আজ আলিপুর আদালতে ধৃতদের পেশ করা হবে।
নদিয়ার তেহট্টে কানাইনগর পঞ্চায়েতের তৃণমূল সদস্য়কে কোপানোর অভিযোগ উঠল দলেরই একাংশের বিরুদ্ধে। ঘটনায় জেলা পরিষদের তৃণমূল সদস্যার দিকে আঙুল তুলেছেন তৃণমূল বিধায়ক। পাল্টা অভিয়োগ করেছেন জেলা পরিষদের তৃণমূল সদস্যা। কোন্দলের কথা স্বীকার করেছেন দলের ব্লক সভাপতি। তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।
মল ও অফিস কর্মীদের উদ্ধারে ঘটনাস্থলে আসে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দলও। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দমকলমন্ত্রী সুজিত বসু।
দক্ষিণবঙ্গে আজও চলবে তাপপ্রবাহ। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে তীব্র তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করা হয়েছে ঝাড়গ্রাম, বীরভূম ও পূর্ব বর্ধমানে। সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রোদে না বেরোতে পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।
কসবায় ২১ তলা অ্যাক্রোপলিস মলে আগুন।
অ্যাক্রোপলিস মলের চতুর্থ তলে আগুন।
ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন, আনা হয়েছে ২টি স্কাই ল্যাডার।
ধোঁয়ায় ঢাকল গোটা মল, অক্সিজেন মাস্ক পরে মল খালি করল দমকল।
কাচ ভেঙে ভিতরের ধোঁয়া বার করল দমকল।
কসবায় অ্যাক্রোপলিস মলে আগুন
অ্যাক্রোপলিস মলের তৃতীয় তলে আগুন
ঘটনাস্থলে দমকলের ৩ ইঞ্জিন
নিউটাউনের রেস্তোরাঁ মালিককে মার সোহমের। 'তদন্ত চালিয়ে যাবে বিধাননগরের গোয়েন্দা বিভাগ'। নির্দেশ বিচারপতি অমৃতা সিন্হার। ৪ জুলাই তদন্তের অগ্রগতির রিপোর্ট পেশের নির্দেশ। 'মামলাকারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে'। 'যথাযথ ভাবে মামলার তথ্যপ্রমাণ সংরক্ষণ করতে হবে'
নির্দেশ বিচারপতি অমৃতা সিন্হার ।
৪ বিধানসভার উপ নির্বাচনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল। রায়গঞ্জে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। রানাঘাট দক্ষিণে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। মানিকতলায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুপ্তি পাণ্ডে। বাগদায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী মধুপর্ণা ঠাকুর। ১০ জুলাই এই ৪ কেন্দ্রে হবে উপ নির্বাচন।
হুগলির ব্য়ান্ডেলের নলডাঙায় ভোর রাতে ডাকাতি। বৃদ্ধার হাত-পা বেঁধে সোনার গয়না ও নগদ ৩৫ হাজার টাকা লুঠ করে চম্পট দিল ৪ দুষ্কৃতী। বাড়িতে একাই থাকতেন বৃদ্ধা, ঘরে ঢূকে হাত-পা বেঁধে গয়না লুঠ করে দুষ্কৃতীরা। আলমারি খুলে বৃদ্ধার পেনশনের ৩৫ হাজার টাকাও লুঠ করে তারা
গত কয়েকদিন ধরে সিকিম পাহাড়ে প্রবল বৃষ্টি়। তার উপর তিস্তা ব্যারাজের জল ছাড়ায় ফুঁসছে উত্তরবঙ্গের একাধিক নদী। তিস্তা বাজার, নাগরাকাটা, জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। বিপর্যস্ত উত্তর সিকিমও।
ডোমজুড়ের সোনার দোকানের ডাকাতির ঘটনায় এখনও গ্রেফতার হয়নি কেউ। এবার তদন্তে গতি আনতে ঘটনার পুননির্মাণ করল পুলিশ। ডাকাতির কাজে ব্যবহৃত ২টি বাইক হুগলির চণ্ডীতলার জনাই থেকে উদ্ধার করেছে পুলিশ।য় এখনও গ্রেফতার হয়নি কেউ। এবার তদন্তে গতি আনতে ঘটনার পুননির্মাণ করল পুলিশ। ডাকাতির কাজে ব্যবহৃত ২টি বাইক হুগলির চণ্ডীতলার জনাই থেকে উদ্ধার করেছে পুলিশ।
কোলাঘাটে বিস্ফোরণের ঘটনায় এবার ঘটনাস্থলে গেল ফরেন্সিক দল। ঘটনাস্থল ঘুরে দেখার পর নমুনা সংগ্রহ করেন তাঁরা। অন্য়দিকে, ঘটনার চারদিন পরও আশে পাশের একাধিক বাড়িতে এখনও ঝুলছে তালা।
নিখোঁজ নাবালকের পচাগলা দেহ উদ্ধার ঘিরে রণক্ষেত্র বারাসাত।
অভিযুক্তদের বাড়ি ভাঙচুর, পুলিশের সঙ্গে সংঘর্ষ, ২জন আহত ।
নাবালককে নৃশংস খুনের অভিযোগ, উত্তপ্ত বারাসাতের কাজিপাড়া।
নাবালকের চোখ, কিডনি কেটে নেওয়ার অভিযোগ পরিবারের।
পুলিশ প্রথমে অভিযোগই নিতে চায়নি, অভিযোগ নিহতের পরিবারের ।
পুলিশকে লক্ষ্য করে ইট, কিছুক্ষণের জন্য যশোর রোড অবরোধ ।
খেজুরিতে ভোট পরবর্তী হিংসার অভিযোগ। তৃণমূল কর্মীদের মারধর, তৃণমূলের পার্টি অফিস গেরুয়া রং করে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। তৃণমূলনেত্রীর নির্দেশে শুক্রবার খেজুরি যাচ্ছে তৃণমূলের ৪ সদস্য়ের প্রতিনিধি দল।
ভোটে বিপুল জয়ের পরেই বিরোধীদের চিহ্নিত করার চেষ্টা? লক্ষ্মীর ভাণ্ডারের তালিকা ছাঁটাইয়ের ক্ষমতা চান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। 'যারা বাপের টাকা বলছেন, তাদের দেখে নিতে চাই' বললেন উদয়ন। 'লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও সমালোচনা করলে, দেখে নিতে চাই'
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এবার হুঁশিয়ারি উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর । 'তালিকা থেকে নাম বাদ দেওয়ার ক্ষমতা দেওয়া হোক জনপ্রতিনিধিদের'
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এবার হুঁশিয়ারি উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর ।
প্রেক্ষাপট
- ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে চাপ বাড়ানোর চেষ্টায় রয়েছে বিজেপি। পাল্টা গেরুয়া শিবিরের বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের। আজ খেজুরি যাচ্ছেন কুণালরা।
- ঘরছাড়া বিজেপি কর্মীদের নিয়ে গিয়েও রাজভবনে ঢুকতেই পারলেন না শুভেন্দু। ২০০জনকে প্রবেশে অনুমতি। ১৪৪ ধারার কারণ দেখিয়ে ফেরাল পুলিশ।
- রাজভবনের সামনে টানটান নাটক। প্রায় ১ ঘণ্টা অপেক্ষার পরে ফিরতে হল শুভেন্দুদের। প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ।
- অনুমতি সত্ত্বেও কীভাবে রাজভবনে শুভেন্দুদের ঢুকতে বাধা? ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্যের রিপোর্ট তলব রাজ্যপালের। কোর্টে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর।
- লোকসভা ভোটে জয়ের পর লক্ষ্য বিধানসভা। ৯টিতে ৯টিই জয়ে টার্গেট তৃণমূল সাংসদের। জেতার জন্য যা করার তা করতে হবে বলে বিরোধীদের হুঁশিয়ারি।
- বিনিয়োগ করুন নিশ্চিন্তে, কেউ বিরক্ত করলে রেয়াত নয়। নবান্নে বণিকসভার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রীর। শিল্পে কিছুই বাধা হবে না বলে আশ্বাস।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -