WB News Live Updates: বীরভূমের মুরারইয়ে বোমাবাজি, গ্রেফতার ১

West Bengal News Live Updates: রামপুরহাট হত্যাকাণ্ডের পাশাপাশি এবার তৃণমূল উপ প্রধান ভাদু শেখের খুনেরও তদন্ত করবে সিবিআই। এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

abp ananda Last Updated: 09 Apr 2022 11:49 PM
West Bengal News Live Updates: ধুমধাম করে অন্নদাত্রীর পুজো হল লেক কালীবাড়ি ও বেহালার সাবর্ণ রায়চৌধুরী পরিবারে

ধুমধাম করে অন্নদাত্রীর পুজো হল লেক কালীবাড়ি ও বেহালার সাবর্ণ রায়চৌধুরী পরিবারে

WB News Live Updates: মগরাহাটে জোড়া খুনে মূল অভিযুক্ত জানে আলম মোল্লা ফেরার, কে এই জানে আলম মোল্লা? 

মগরাহাটে জোড়া খুনে মূল অভিযুক্ত জানে আলম মোল্লা ফেরার। কে এই জানে আলম মোল্লা? 

West Bengal News Live Updates: সোমবার থেকে ১৮ ঊর্ধ্বদের বুস্টার ডোজ দিতে চায় বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ

সোমবার থেকে ১৮ ঊর্ধ্বদের বুস্টার ডোজ দিতে চায় বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ

WB News Live Updates: রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে অমিত শাহের পর এবার আক্রমণ করলেন প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ

নামেই উপনির্বাচন! আসানসোল ও বালিগঞ্জের ভোটের আগে গোটা রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে অমিত শাহের পর এবার আক্রমণ করলেন প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। 

West Bengal News Live Updates: মালদার মানিকচক ব্লকের বিজেপির এক গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ

মালদার মানিকচক ব্লকের বিজেপির এক গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগে জেলাশাসকের দ্বারস্থ হল তৃণমূল। অভিযুক্ত পঞ্চায়েত প্রধান এ নিয়ে কিছু বলতে অস্বীকার করেছেন। জেলাশাসক জানিয়েছেন, বিডিওকে ঘটনাটি তদন্ত করে দেখতে বলা হয়েছে।

WB News Live Updates: বীরভূমের মুরারুইয়ে বোমাবাজি, গ্রেফতার ১

বীরভূমের মুরারুইয়ে বোমাবাজি, গ্রেফতার ১ । কাসিমনগরে মত্ত দুষ্কৃতীদের তাণ্ডব, বোমাবাজি। বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় একজন গ্রেফতার। 

West Bengal News Live Updates: রামপুরহাট থানার তদন্তকারী অফিসারকে নিয়ে ভাদু শেখের খুনের ঘটনাস্থলে সিবিআই

রামপুরহাট থানার তদন্তকারী অফিসারকে নিয়ে ভাদু শেখের খুনের ঘটনাস্থলে সিবিআই। তদন্তে সিবিআইয়ের এসপি, তদন্তকারী অফিসার। 

WB News Live Updates: নারকেলডাঙায় যুবককে পিটিয়ে খুনের আগে, তাঁর আর্তনাদ পরিজনদের শুনিয়েছিল আততায়ীরা

নারকেলডাঙায় যুবককে পিটিয়ে খুনের আগে, তাঁর আর্তনাদ পরিজনদের শুনিয়েছিল আততায়ীরা।চাঞ্চল্যকর দাবি মৃতের পরিবারের। অভিযোগ, মোবাইল ফোন চোর সন্দেহে পিটিয়ে খুন করে খালে ফেলে দেওয়া হয় যুবককে।

West Bengal News Live Updates:রামপুরহাটে তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ খুনের তদন্ত শুরু করল CBI

রামপুরহাটে তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ খুনের তদন্ত শুরু করল CBI। আজ ধৃতদের ৫ জনকে হেফাজতে নিলেন গোয়েন্দারা। থানা থেকে কেস ডায়েরিও সংগ্রহ করা হয়। আদালতে যাওয়ার পথে চাঞ্চল্যকর অভিযোগ করেন ভাদু শেখ খুনে ধৃত সঞ্জু শেখ।

WB News Live Updates: আলিপুরে বহুতলের নীচে রক্তাক্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার

আলিপুরে বহুতলের নীচে রক্তাক্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার। বহুতলের একই ফ্ল্যাটেই পরিচারকের কাজ করতেন বিট্টু। আত্মহত্যা না দুর্ঘটনা? তদন্তে আলিপুর থানার পুলিশ। 

West Bengal News Live Updates: ‘পুরনো দামেই কোভ্যাকসিন ও কোভিশিল্ডের বুস্টার ডোজ’, বেসরকারি হাসপাতালগুলির সংগঠনের বৈঠকে সিদ্ধান্ত

১৮ ঊধ্বর্দের বুস্টার ডোজ নিয়ে বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে ভার্চুয়াল বৈঠক স্বাস্থ্য দফতরের। ‘পুরনো দামেই কোভ্যাকসিন ও কোভিশিল্ডের বুস্টার ডোজ’। বেসরকারি হাসপাতালগুলির সংগঠনের বৈঠকে সিদ্ধান্ত। 

WB News Live Updates: বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে পুরীতে ‘খুন’ বিরাটির যুবক

বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে পুরীতে ‘খুন’ বিরাটির যুবক। হোটেলের নীচ থেকে যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। তিন বন্ধু ও গাড়িচালকের বিরুদ্ধে খুনের অভিযোগ। কলকাতার আরিফ রোডে গ্রেফতার অভিযুক্ত গাড়িচালক। ধৃতকে তুলে দেওয়া হল ওড়িশা পুলিশের হাতে। পলাতক বাকি তিন অভিযুক্তের খোঁজে পুলিশের তল্লাশি। 

West Bengal News Live Updates:ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনে ৫ পুলিশকর্মীকে জিজ্ঞাসাবাদ

ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনে ৫ পুলিশকর্মীকে জিজ্ঞাসাবাদ। ক্লোজ হওয়া ৫ পুলিশকর্মীর বয়ান রেকর্ড করল সিবিআই। প্রায় ৭ ঘণ্টা ধরে ক্লোজ হওয়া ৫ পুলিশকর্মীকে জিজ্ঞাসাবাদ। এসডিপিওকেও প্রায় দেড়ঘণ্টা ধরে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ। 

WB News Live Updates: ‘ফোন ট্যাপ করে, পা ভেঙে, ইডি-সিবিআই লাগিয়ে সবকিছু করেছে’ তোপ অভিষেকের

‘ফোন ট্যাপ করে, পা ভেঙে, ইডি-সিবিআই লাগিয়ে সবকিছু করেছে’ তোপ অভিষেকের

West Bengal News Live Updates: ‘সিপিএম-কংগ্রেস-বিজেপি সব এক’ তোপ অভিষেকের 

‘সিপিএম-কংগ্রেস-বিজেপি সব এক’ তোপ অভিষেকের 

WB News Live Updates:গল্প ফেঁদেও হল না শেষরক্ষা, জেরায় স্ত্রীকে খুনের কথা ‘কবুল’ বায়ুসেনা আধিকারিকের

গল্প ফেঁদেও হল না শেষরক্ষা, জেরায় স্ত্রীকে খুনের কথা ‘কবুল’। পলতায় স্ত্রীকে নৃশংসভাবে খুনে বায়ুসেনা আধিকারিক গ্রেফতার। 

West Bengal News Live Updates: পাওনা টাকার টোপ দিয়ে ডেকে সিভিক ভলান্টিয়ার-সহ ২জনকে নৃশংসভাবে খুনে রণক্ষেত্র মগরাহাট

পাওনা টাকার টোপ দিয়ে ডেকে সিভিক ভলান্টিয়ার-সহ ২জনকে নৃশংসভাবে খুনে রণক্ষেত্র মগরাহাট।

WB News Live Updates: এসএসসি নিয়োগে দুর্নীতি নিয়ে পার্থকে কটাক্ষ করে ফিরহাদের তোপের মুখে কুণাল

এসএসসি নিয়োগে দুর্নীতি নিয়ে পার্থকে কটাক্ষ করে ফিরহাদের তোপের মুখে কুণাল

West Bengal News Live Updates: ঝালদাকাণ্ডে তদন্তে নেমে তপন-মিঠুন কান্দুর ফোন বাজেয়াপ্ত সিবিআইয়ের

ঝালদাকাণ্ডে তদন্তে নেমে তপন-মিঠুন কান্দুর ফোন বাজেয়াপ্ত সিবিআইয়ের। হবে ফরেন্সিক পরীক্ষা। খতিয়ে দেখা হবে সমস্ত ফোন কল। 

WB News Live Updates: ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনে এসডিপিও সুব্রত দেবকে আজ ক্যাম্পে তলব সিবিআইয়ের

ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনে এসডিপিও সুব্রত দেবকে আজ ক্যাম্পে তলব সিবিআইয়ের

West Bengal News Live Updates:কংগ্রেস প্রার্থী কামরুজ্জমান চৌধুরীর সমর্থনে মিছিল করলেন অধীর চৌধুরী

১২ এপ্রিল বালিগঞ্জে উপনির্বাচন। কংগ্রেস প্রার্থী কামরুজ্জমান চৌধুরীর সমর্থনে মিছিল করলেন অধীর চৌধুরী। ৬১ নম্বর ওয়ার্ডে রোড শো করলেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। প্রচার করেন জোরকদমে প্রচারে বামেরাও

WB News Live Updates: টাকা ফেরতের টোপ দিয়ে ডেকে পাঠিয়ে খুনের অভিযোগ মগরাহাটে

সিভিক ভলান্টিয়ার-সহ জোড়া খুনে রণক্ষেত্র মগরাহাট। টাকা ফেরতের টোপ দিয়ে ডেকে পাঠিয়ে খুনের অভিযোগ। 

West Bengal News Live Updates: ১২ এপ্রিল উপনির্বাচন, তার আগে আসানসোলে জোরকদমে চলছে প্রচার

১২ এপ্রিল উপনির্বাচন, তার আগে আসানসোলে জোরকদমে চলছে প্রচার

WB News Live Updates: নারকেলডাঙায় পিটিয়ে খুনের ঘটনার পুনর্নির্মাণ

নারকেলডাঙায় পিটিয়ে খুনের ঘটনার পুনর্নির্মাণ। ধৃত অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। 

West Bengal News Live Updates: পার্থ চট্টোপাধ্যায়কে আক্রমণের পরেই সুর বদল কুণালের

পার্থ চট্টোপাধ্যায়কে আক্রমণের পরেই সুর বদল কুণালের

WB News Live Updates: ক্ষমা চান রবিশঙ্কর প্রসাদ, দাবি কুণাল ঘোষের

"বিরোধীদের প্ররোচনা সত্ত্বেও বাংলার পরিস্থিতি অনেক ভাল,'' ক্ষমা চান রবিশঙ্কর প্রসাদ, দাবি কুণাল ঘোষের। 

West Bengal News Live Updates: আসানসোলে শত্রুঘ্ন সিন্‍‍হার সমর্থনে প্রচারে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

১২ এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন। ভোটের প্রচারে আগে আশ্রমমোড় থেকে গির্জামোড় পর্যন্ত তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্‍‍হার সমর্থনে প্রচারে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

WB News Live Updates: অবশেষে সোমবার খুলতে চলেছে কলকাতার তিন নামী স্কুল

 অবশেষে সোমবার খুলতে চলেছে কলকাতার তিন নামী স্কুল। খুলতে চলেছে জিডি বিড়লা, অশোক হল, মহাদেবী বিড়লা শিশু বিহার। সোমবার খুলবে ৩ স্কুলের ছটি ক্যাম্পাস

West Bengal News Live Updates: বনগাঁর নরোত্তম পল্লিতে স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার স্বামী

বনগাঁর নরোত্তম পল্লিতে স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার স্বামী। মৃতার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই বধূর ওপর অত্যাচার চালাতেন স্বামী-সহ শ্বশুরবাড়ির সদস্যরা। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বনগাঁর থানার সামনে বিক্ষোভ দেখান বধূর পরিবারের সদস্যরা।

WB News Live Updates: কাল শীতলকুচিকাণ্ডের বর্ষপূর্তি

কাল কোচবিহারের শীতলকুচিকাণ্ডের বর্ষপূর্তি পালন করবে শহিদ স্মৃতিরক্ষা কমিটি। চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি। দিনটিকে আলাদাভাবে পালন করবে তৃণমূলও। এদিকে, এক বছর পরেও কেউ শাস্তি না পাওয়ায় ক্ষুব্ধ বিধানসভা ভোটের সময় গুলিবিদ্ধ হয়ে মৃত পাঁচজনের পরিবার।

West Bengal News Live Updates: আজ অন্নপূর্ণা পুজো

ঈশ্বরী পাটনীকে দেবী বলেছিলেন, আমি দেবী অন্নপূর্ণা প্রকাশ কাশীতে / চৈত্র মাসে মোর পূজা শুক্লা অষ্টমীতে। আজ সেই চৈত্রের শুক্লা অষ্টমীতে অন্নপূর্ণা পুজো। জগতের অন্নকষ্ট দূর করতে স্বয়ং শিব ভিখারির বেশে দ্বারস্থ হন দেবী অন্নপূর্ণার। বেহালার বড়িশায় সাবর্ণ রায়চৌধুরী পরিবারের অন্নপূর্ণা মন্দিরে এবার ১৫৩ বছরের পুজো। উত্তর কলকাতার বিদ্যাসাগর স্ট্রিটের পাল পরিবারেও ধুমধাম করে পালিত হচ্ছে অন্নপূর্ণা পুজো। 

WB News Live Updates: একই ঘর থেকে উদ্ধার দুই লিভ-ইন সঙ্গীর মৃতদেহ

একই ঘর থেকে উদ্ধার দুই লিভ-ইন সঙ্গীর মৃতদেহ। বরানগরের নিয়োগীপাড়ার ঘটনা। আজ সকালে ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বছর ষাটের অর্চনা সিংহ ও ৬৫ বছরের দেবকৃষ্ণ বসুর মৃতদেহ। স্থানীয় সূত্রে খবর, ২০০৩ থেকে দেবকৃষ্ণের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন অর্চনা। পুলিশ সূত্রে খবর, বাজারে প্রচুর টাকা দেনার কারণে সম্প্রতি দেবকৃষ্ণর ব্যবসায় মন্দা দেখা দেয়। সেই কারণেই যুগলে আত্মহত্যার সিদ্ধান্ত কিনা খতিয়ে দেখছে পুলিশ। 

West Bengal News Live Updates: শরদ পাওয়ারের বাড়িতে হামলার কড়া নিন্দা করলেন মুখ্যমন্ত্রী

মহারাষ্ট্রে এনসিপি নেতা শরদ পাওয়ারের বাড়িতে হামলার কড়া নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ট্যুইট করেন, আমি দেশের একজন প্রবীণ জনপ্রতিনিধি শরদ পাওয়ারের বাড়িতে হামলার নিন্দা করছি। এই নিয়ে মহারাষ্ট্রের প্রশাসনের বিবৃতিকে স্বাগত জানাচ্ছি। যেখানে হামলাকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র প্রশাসন।পুলিশ সূত্রে খবর, মহারাষ্ট্র স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের কর্মীদের একাংশ দক্ষিণ মুম্বইতে শরদ পাওয়ারের বাড়ি ঘেরাও করেন। এমনকি, ইট ছুড়ে বাড়ির কাচও ভাঙা হয় বলে অভিযোগ।

WB News Live Updates: কাঁকিনাড়া স্টেশনের কাছে রেললাইনের ধারে বিস্ফোরণ

শিয়ালদা-কৃষ্ণনগর মেন লাইনে কাঁকিনাড়া স্টেশনের কাছে রেললাইনের ধারে বিস্ফোরণ। বড়সড় বিপদের হাত থেকে রক্ষা। রেল সূত্রে খবর, আজ সকালে গ্যাংম্যানরা লাইনের কাজ করছিলেন।সেইসময় রেললাইনের ধারে বোমা বিস্ফোরণ হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি তাজা বোমা। নৈহাটি জিআরপি, আরপিএফ ও ভাটপাড়া থানার পুলিশ ওই এলাকা ঘিরে রেখেছে। কে বা কারা, কী উদ্দেশ্যে রেললাইনের ধারে বোমা রেখেছিল, খতিয়ে দেখা হচ্ছে।

West Bengal News Live Updates: সোমবার খুলতে চলেছে কলকাতার তিন নামী স্কুল

অবশেষে সোমবার খুলতে চলেছে কলকাতার তিন নামী স্কুল। খুলতে চলেছে জিডি বিড়লা, অশোক হল, মহাদেবী বিড়লা শিশু বিহার। সোমবার খুলবে তিন স্কুলের ৬টি ক্যাম্পাস। পুরো ফি দেওয়া আছে যেসব ছাত্রের, তারাই স্কুলে ঢুকতে পারবে। নোটিস দিয়ে জানাল স্কুল কর্তৃপক্ষ।

WB News Live Updates: পুলিশি হেনস্থার অভিযোগে পুলিশ সুপারের দ্বারস্থ পূর্ণিমা কান্দু

ঝালদা পুরসভায় বোর্ড গঠনের দিন অশান্তির ঘটনায় এবার পুলিশি হেনস্থার অভিযোগে পুলিশ সুপারের দ্বারস্থ হলেন কংগ্রেস কাউন্সিলর পূর্ণিমা কান্দু। ই-মেলের মাধ্যমে জানালেন অভিযোগ। মঙ্গলবার ঝালদায় পুরবোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার বাধে। কালা দিবস পালন করে কংগ্রেস। প্রতিবাদ চলাকালীন নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দুকে পুলিশি হেনস্থার অভিযোগ ওঠে। গন্ডগোলের ঘটনায় এর আগে ঝালদা থানার পুলিশ এক কংগ্রেস কাউন্সিলর-সহ ৪ নেতা, কর্মী ও আড়াইশো জন সমর্থকের বিরুদ্ধে মামলা রুজু করে।

West Bengal News Live Updates: ভাদু শেখের খুনের ঘটনায় এফআইআর দায়ের করল সিবিআই

রামপুরহাটের বগটুইয়ে তৃণমূল উপ প্রধান ভাদু শেখের খুনের ঘটনায় এফআইআর দায়ের করল সিবিআই। সূত্রের খবর, ভারতীয় দণ্ডবিধির ৩০২ খুন, ১২০ বি ষড়যন্ত্র, ৩৪ সংগঠিত অপরাধ এবং বিস্ফোরক আইনের ৩ ও ৪ নম্বর ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। অভিযুক্তদের তালিকায় নাম রয়েছে পলাশ শেখ, সোনা শেখ, সঞ্জু শেখ, ছোট লালন, মাসাদ শেখ-সহ ১০ জনের। খবর সিবিআই সূত্রে।

WB News Live Updates: মেদিনীপুর পুরসভায় বিক্ষোভ

২ মাস ধরে বেতন না পাওয়ার অভিযোগে সকাল থেকে মেদিনীপুর পুরসভায় বিক্ষোভ অস্থায়ী সাফাই কর্মীদের। কাজ বন্ধ করে চেয়ারম্যানকে ঘিরেও চলল বিক্ষোভ। মেদিনীপুর পুরসভায় ১৫৩ জন অস্থায়ী সাফাই কর্মী রয়েছেন। তাঁদের অভিযোগ, অধিকাংশই নিয়োগপত্র পাননি। এছাড়া, গত ২ মাস ধরে তাঁদের বেতনও মিলছে না বলে অভিযোগ। প্রতিবাদ জানাতে আজ সকাল থেকে কাজ বন্ধ রেখে পুরসভায় বিক্ষোভ দেখান অস্থায়ী সাফাই কর্মীরা। ব্যাঙ্ক সংক্রান্ত কাজের জন্য দেরি, সোমবারের মধ্যে মিলবে বেতন, আশ্বাস মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খানের।

West Bengal News Live Updates: পাঁচদিন পর খোঁজ মিলল পশ্চিম মেদিনীপুরের কেশপুরের তৃণমূল নেতার

পাঁচদিন পর খোঁজ মিলল পশ্চিম মেদিনীপুরের কেশপুরের তৃণমূল নেতার। পরিবার অভিযোগ করে, সোমবার বিকেলে অপহৃত হন কেশপুর ব্লকের আগর বুথের তৃণমূল সভাপতি আনন্দ রায়। তাঁর দুটি মোবাইল ফোনই বন্ধ ছিল বলে পরিবার দাবি করে। পরিবারের দাবি, গতকাল ফোনে তথ্য পেয়ে তা পুলিশকে জানান তৃণমূল নেতার ছেলে। পরিবার সূত্রে খবর, এরপর কলকাতা লাগোয়া এলাকা থেকে ওই শাসক নেতাকে উদ্ধার করা হয়। যদিও ওই তৃণমূল নেতা কোথায় ছিলেন, তা এখনও স্পষ্ট নয়।

WB News Live Updates: স্ত্রীকে খুনের অভিযোগে পলতায় গ্রেফতার বায়ুসেনা অফিসার

স্ত্রীকে খুনের অভিযোগে পলতায় গ্রেফতার বায়ুসেনা অফিসার। খুনের নেপথ্যে ত্রিকোণ প্রেম? উঠছে প্রশ্ন। পুলিশ সূত্রে খবর, তদন্তে এক যুবকের সঙ্গে বায়ুসেনা অফিসার অমর লালের স্ত্রী রঞ্জনা দেবীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানা যায়। এই নিয়ে কানপুরের বাড়িতে বেশ কয়েকবার অশান্তি চরমে ওঠে। এমনকি পুলিশি হস্তক্ষেপের প্রয়োজন হয়। পুলিশের দাবি, গতকাল দুপুর ৩টে নাগাদ অফিস থেকে ফেরেন বায়ুসেনা অফিসার। খুনের ঘটনায় দুই মেয়ের বয়ানে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। অফিস থেকে ফিরে বাবা তাদের মোবাইল ফোনে ব্যস্ত রেখেছিল বলে দাবি। এমনকি বিকেলে পার্কে যাওয়ার সময় পাশের ঘরে থাকা মায়ের সঙ্গে দেখা পর্যন্ত করতে দেওয়া হয়নি বলে দাবি বায়ুসেনা অফিসারের কন্যাদের। এরপর সন্ধেয় মেয়েদের নিয়ে পার্ক থেকে ফিরে স্ত্রীর মৃতদেহ দেখতে পান বলে দাবি করেন বায়ুসেনা অফিসার।

West Bengal News Live Updates: বাঁশদ্রোণীর ব্রহ্মপুর রোডে বাড়ির তিনতলা থেকে পড়ে মৃত্যু ৭১ বছরের ব্যক্তির

বাঁশদ্রোণীর ব্রহ্মপুর রোডে বাড়ির তিনতলা থেকে পড়ে মৃত্যু হল ৭১ বছরের এক ব্যক্তির। মৃতের নাম রবি বসু। স্থানীয় সূত্রে খবর, অসুস্থ স্ত্রীকে নিয়ে ওই আবাসনে থাকতেন বেসরকারি সংস্থার অবসরপ্রাপ্ত কর্মী। একমাত্র মেয়ে সৌদি আরবের দোহায় থাকেন। স্থানীয়দের দাবি, আজ সকাল সাড়ে ৬টা নাগাদ ওই ব্যক্তি তিনতলার ছাদের কার্নিস থেকে ঝাঁপ দেন। এম আর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। আত্মহত্যা নাকি অন্য কোনও কারণে মৃত্যু খতিয়ে দেখছে বাঁশদ্রোণী থানার পুলিশ। 

WB News Live Updates: মোবাইল ফোন চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ

মোবাইল ফোন চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ নিয়ে চাঞ্চল্যকর দাবি পরিবারের। মৃত শেখ শামিমের মায়ের দাবি, খুনের আগে তাঁকে ফোন করে ছেলের আর্ত চিৎকার শোনানো হয়। ‘আমায় বাঁচাও, মেরে ফেলছে’ বলে ছেলে চিৎকার করছিল বলে মৃতের মায়ের দাবি। চেলা কাঠ মেরে, মাথায় ও দুই পায়ে আঘাত করে খুন করা হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার ক্যানাল ইস্ট রোডে খুনের ঘটনা ঘটে। পরদিন যুবকের দেহ উদ্ধার হয়। এই ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।  

West Bengal News Live Updates: ঝালদার এসডিপিও সুব্রত দেবকে তলব সিবিআইয়ের

ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে এবার এসডিপিও সুব্রত দেবকে তলব সিবিআইয়ের। সূত্রের খবর, আজই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই ক্যাম্পে ডাকা হয়েছে। পাশাপাশি, ঝালদা থানার ক্লোজ হওয়া পাঁচ পুলিশকর্মী-সহ ওইদিন থানায় যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের সকলের বয়ান রেকর্ড করবে সিবিআই। এছাড়া, নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু ও তাঁর ভাইপো মিঠুন কান্দুর মোবাইল ফোন পুলিশের কাছ থেকে নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই। দুটি ফোনেরই ফরেন্সিক পরীক্ষা হবে, খবর সিবিআই সূত্রে।

WB News Live Updates: ওষুধের নামে কলকাতায় মাদক পাচারের কারবারের পর্দাফাঁস

ওষুধের নামে কলকাতায় মাদক পাচারের কারবারের পর্দাফাঁস করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। গ্রেফতার বড়বাজারের পাইকারি ওষুধ ব্যবসায়ী-সহ ৪ জন। সূত্রের খবর, তিনদিন ধরে অভিযান চালিয়ে ওষুধের নামে কলকাতাজুড়ে মাদক পাচারের হদিশ মেলে। এনসিবি সূত্রে খবর, যে সমস্ত ওষুধ বেশি খেলে নেশা হয়, সেইসমস্ত ওষুধ বড়বাজারের পাইকারি ওষুধ ব্যবসায়ী মহেশ পারিখের কাছ থেকে কিনে বাড়িতে মজুত করতেন মিনাগুর রহমান নামে এক ব্যক্তি। মিডলম্যান হিসেবে কাজ করত পিন্টু নামে এক ব্যক্তি। পাইকারি ওষুধের দোকানের কর্মী তাপস রায়ের মাধ্যমে ওষুধ পাচার হত। বিপুল পরিমাণ ওষুধও উদ্ধার করেছে এনসিবি।

West Bengal News Live Updates: কোচবিহারে আরও এক গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হল তৃণমূলের

কোচবিহারের দিনহাটায় বড় শৌলমারি গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হল তৃণমূলের। শাসকদল থেকে বহিষ্কৃতরাই প্রধান নির্বাচনের ভোটাভুটিতে জিতলেন। বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। যদিও এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

WB News Live Updates: অগ্নিমিত্রা পালের সমর্থনে প্রচারে আসা নাট্যকর্মীদের পুলিশি হেনস্থার অভিযোগ

আসানসোল লোকসভা কেন্দ্রের উপ নির্বাচনে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে প্রচারে আসা নাট্যকর্মীদের পুলিশি হেনস্থার অভিযোগ। গতকাল রাত ১২টা নাগাদ আসানসোল স্টেশন সংলগ্ন একটি অতিথিশালায় অভিযান চালায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ। নাট্য কর্মীরা ওই অতিথিশালায় ছিলেন। তাঁদের পুলিশকে জিজ্ঞাসাবাদ শুরু করায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে সেখানে যান বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল-সহ বিজেপি নেতৃত্ব।

West Bengal News Live Updates: বেপরোয়া বাইকের ধাক্কায় জখম পা ভাঙল ভ্যান চালকের

বিবাদী বাগ এলাকায় বেপরোয়া বাইকের ধাক্কায় জখম পা ভাঙল ভ্যান চালকের। গতকাল রাত ১০টা নাগাদ দুর্ঘটনা ঘটে।পণ্য নিয়ে যাচ্ছিলেন ভ্যান চালক। বাবুঘাটের দিক থেকে আসা বাইকের ধাক্কায় ভ্যানটি ক্ষতিগ্রস্ত হয়। ভ্যান চালকের ডান পা ভেঙে যায়। হাসপাতালে নিয়ে গেলে পায়ে লোহার পাত বসানো হয়। বাইক চালককে আটক করেছে বউবাজার থানার পুলিশ।

WB News Live Updates: ঝালদা পুরসভায় কংগ্রেস কাউন্সিলরের সঙ্গে বচসায় জড়ালেন পুরপ্রধান

এবার তৃণমূল পরিচালিত ঝালদা পুরসভায় কংগ্রেস কাউন্সিলরের সঙ্গে বচসায় জড়ালেন পুরপ্রধান। দু’পক্ষের বচসা হাতাহাতিতে গড়ায় বলে অভিযোগ। যদিও দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন। 

West Bengal News Live Updates: কার নির্দেশে আগুন লাগানো হয়েছিল বগটুইয়ে?

রামমপুরহাটে বাড়িতে আগুন লাগিয়ে হত্যার তদন্ত চালাচ্ছে সিবিআই। কিন্তু, এই আগুন লাগানো হয়েছিল কার নির্দেশে? তা নিয়ে বিস্ফোরক দাবি করেছেন অগ্নিকাণ্ডের প্রত্যক্ষদর্শী এবং স্বজনহারা মিহিলাল শেখ। তাঁর দাবি, এর পিছনে রয়েছেন ভাদু শেখের ছায়াসঙ্গী লালন শেখ। এফআইআর দায়েরের দিন গ্রামে থাকলেও, তারপর থেকে এলাকাছাড়া লালন।

WB News Live Updates: আনারুল হোসেনের বিস্ফোরক দাবি

রামপুরহাট হত্যাকাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতা আনারুল হোসেনের বিস্ফোরক দাবি! বললেন, তিনি নির্দোষ! ফাঁসানো হয়েছে তাঁকে। যদিও কার বিরুদ্ধে তাঁর এই অভিযোগ, সেটা স্পষ্ট করেননি আনারুল হোসেন। বিষয়টিকে ঘিরে চলছে রাজনৈতিক চাপানউতোর।

West Bengal News Live Updates: ফুলবাগান থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে দুই গোষ্ঠীর সংঘর্ষ

ভর সন্ধেয় ফুলবাগান থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে দুই গোষ্ঠীর সংঘর্ষ। ঘটনাস্থল সিআইটি রোড। সংঘর্ষের ঘটনায় ২ জন আহত।  প্রোমোটিং-বিবাদকে কেন্দ্র করে চলল ইটপাটকেল, বোতল ছোড়াছুড়ি। বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর, ভাঙা হল রাস্তায় দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িও। দুই পক্ষই তৃণমূল বিধায়ক পরেশ পালের অনুগামী বলে স্থানীয়দের দাবি।

WB News Live Updates: পলিগ্রাফ টেস্টের আবেদন

রামপুরহাটকাণ্ডে ধৃত আটজনের পলিগ্রাফ টেস্টের আবেদন জানিয়েছিল সিবিআই। তার মধ্যে ধৃত ৬ জন পলিগ্রাফ টেস্ট করাতে রাজি হননি। শুক্রবার আদালত এ বিষয়ে চূড়ান্ত নির্দেশ দেয়নি। অন্যদিকে, এই ঘটনায় মুম্বই থেকে ধৃত চারজনকে আদালতে তোলার পর বিচারকের ক্ষোভের মুখে পড়েন সিবিআইয়ের আইনজীবী।

West Bengal News Live Updates: ভর সন্ধেয় জনবহুল এলাকায় গৃহবধূ খুন

ভর সন্ধেয় জনবহুল এলাকায় গৃহবধূ খুন। পলতায় এয়ারফোর্স সার্জেন্টের স্ত্রীর গলাকাটা দেহ উদ্ধার। আটক স্বামী। কিছুদিন আগেই অসম থেকে বদলি হয়ে স্ত্রী রঞ্জনা দেবীকে নিয়ে পলতায় আসেন এয়ারফোর্স সার্জেন্ট অমর লাল। গতকাল বিকেলে অফিস থেকে ফিরে দুই মেয়েকে নিয়ে পার্কে বেড়াতে যান তিনি। তাঁর দাবি ফিরে এসে বিছানার ওপর স্ত্রীর রক্তাক্ত দেহ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। দুই মেয়েকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। স্বামীকেও আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

WB News Live Updates: এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান-সহ ৫ জনকে জিজ্ঞাসাবাদ

নিয়োগ দুর্নীতির মামলায় এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান-সহ ৫ জনকে সাড়ে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল সিবিআই। মামলা সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও তাঁদের কাছ থেকে সংগ্রহ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তদন্তের স্বার্থে ৫ জনকে ফের তলব করা হতে পারে বলে সিবিআই সূত্রের খবর।

West Bengal News Live Updates: ভাদু শেখের সঙ্গীরা ইচ্ছাকৃতভাবে সরে যাননি তো?

তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ সঙ্গী এবং নিরাপত্তারক্ষী ছাড়া কোথাও যেতেন না। কিন্তু সিসিটিভি ফুটেজে খুনের সময় তাঁর আশেপাশে কাউকে দেখা যায়নি। তাহলে কোথায় ছিলেন তাঁরা? এ বিষয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এবিপি আনন্দর অন্তর্তদন্তে। সঙ্গীরা ইচ্ছাকৃতভাবে সরে যাননি তো? সেই প্রশ্নও মাথাচাড়া দিচ্ছে বিভিন্ন মহলে।

প্রেক্ষাপট

সৌভিক মজুমদার, বিজেন্দ্র সিংহ ও আশাবুল হোসেন, কলকাতা ও নয়াদিল্লি: রামপুরহাট অগ্নিকাণ্ড (Rampurhat Fire), ঝালদায় (Jhalda) কংগ্রেস কাউন্সিলর খুন (Murder of Congress Councillor), আর এবার ভাদু শেখ হত্যা, একের পর এক মামলায় সিবিআই তদন্তের (CBI Probe) নির্দেশ। ভাদু শেখ হত্যা মামলাতেও ধাক্কা খেল রাজ্য সরকারের (West Bengal Government)। সিট (SIT) নয়, তৃণমূলের উপপ্রধান খুনের তদন্ত করবে সিবিআই। এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এই নিয়ে গত কয়েকমাসের মধ্যে মোট ১০টি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।


২১ মার্চ খুন ভাদু শেখ


গত ২১ মার্চ রামপুরহাটের বগটুই গ্রামে তৃণমূলের উপপ্রধান ভাদু শেখকে মাথায় বোমা মেরে খুন করে দুষ্কৃতীরা। এর কিছু সময় পরেই তাণ্ডব শুরু হয় বগটুইয়ের পশ্চিমপাড়ায়। পুড়ে মারা যান ৯ জন। দু’টি মামলার মধ্যে সম্পর্ক রয়েছে বলে দাবি করে, রামপুরহাট হত্যাকাণ্ডের মতোই ভাদু শেখ হত্যার তদন্তের দায়িত্বও সিবিআই-এর হাতে তুলে দেওয়ার জন্য হাইকোর্টে মামলা করে কংগ্রেস।


সিবিআই তদন্তের বিরোধিতা রাজ্য সরকারের


এই মামলার শুনানিতে রাজ্য সরকারের তরফে অ্যাডভোকেট জেনারেল বলেন, পুলিশ ভাদু শেখ খুনের মামলার তদন্ত করছে। তাই সিবিআই-কে তদন্তভার দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু, শেষপর্যন্ত সিবিআই-এর হাতেই তদন্তভার তুলে দিল হাইকোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বলেছে, ‘রামপুরহাটে ভাদু শেখের খুনের ঘটনা এবং তার পরবর্তী হত্যাকাণ্ড পরস্পরের সম্পর্কযুক্ত। তাই এই মামলার তদন্তভারও সিবিআই-কেই দেওয়া হল।’


আদালতের যুক্তি, মূল অপরাধীদের খুঁজে বের করতে দু’টি ঘটনার একই সঙ্গে তদন্ত প্রয়োজন। আলাদা সংস্থা তদন্ত করলে, তা হত অসম্পূর্ণ। ভাদু শেখ খুন ও রামপুরহাট হত্যাকাণ্ড, দু’টি মামলাতেই তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট ২ মে-র মধ্যে জমা দেওয়ার জন্য সিবিআই-কে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.