West Bengal News Live Updates: এসএফআই- এর বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি কর্মী-সমর্থকদের

WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন একনজরে।

ABP Ananda Last Updated: 27 Jan 2025 03:10 PM
West Bengal News Live: লাইসেন্স একজনের নামে, আর গুলি চালিয়েছেন অন্যরা, ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনে শূন্যে গুলি চালনার ঘটনায় সামনে এল এমনই তথ্য

লাইসেন্স একজনের নামে, আর গুলি চালিয়েছেন অন্যরা। কোথাও বাবার নামে থাকা লাইসেন্সপ্রাপ্ত বন্দুক এনে গুলি চালিয়েছেন ছেলে। কোথাও কাকার বন্দুক এনে শূন্যে আস্ফালন দেখিয়েছেন ভাইপো। মানিকচকের নুরপুরে টিপটপ ক্লাব আয়োজিত ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনে শূন্যে গুলি চালনার ঘটনায় সামনে এল এমনই তথ্য। কিন্তু, ঘটনার পর ৪ দিনের মাথায় এখনও কাউকে ধরতে পারল না পুলিশ। 

WB News Live: এসএফআই- এর বিকাশ ভবন অভিযানে ধুন্ধুমার

শিক্ষাক্ষেত্রে মানোন্নয়নের দাবিতে এসএফআই-এর বিকাশ ভবন অভিযান। গার্ড রেল দিয়ে পুলিশ মিছিল আটকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। এসএফআই সমর্থকদের হটাতে পুলিশের লাঠিচার্জ। পুলিশের গাড়ি আটাকাল এসএফআই সমর্থকরা। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়েছে। তাঁদের নিয়ে যেতে দেওয়া হবে না বলেই আটাকানো হয়েছে পুলিশের গাড়ি। অসুস্থ হয়ে পড়েছেন এক এসএফআই কর্মী। তুমুল ধস্তাধস্তি হচ্ছে পুলিশ এবং এসএফআই সমর্থকদের মধ্যে। বিকাশ ভবনের বাইরে ধুন্ধুমার পরিস্থিতি। 

West Bengal News Live: কুণাল-ফিরহাদের পর এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নিশানায় আর জি করকাণ্ডে মৃতার পরিবার

কুণাল-ফিরহাদের পর এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নিশানায় আর জি করকাণ্ডে মৃতার পরিবার। 'মৃতার পরিবার কি চাইছেন, মহিলাদের ধর্ষণ করলে ফাঁসির সাজা হবে না?'আর জি করকাণ্ডে মৃত মহিলা চিকিৎসকের পরিবার শুধুই রাজনীতি করছেন। বিকাশ ভট্টাচার্য ও মৃতার পরিবারের কথা এক', আক্রমণ শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। 

WB News Live: 'ডুবিয়েছে রাজ্য পুলিশ, এবার কাজ করছে না সিবিআই, আদালত বিচার করুক'

যাঁরা এই ঘটনার সঙ্গে জড়িত সবাই সামনে আসুক, সবাইকে বিচার ব্যবস্থার আওতায় এনে চরম শাস্তি দেওয়া হোক। দাবি আর জি করকাণ্ডে নিহত মহিলা চিকিৎসকের বাবার। ডুবিয়েছে রাজ্য পুলিশ, এবার কাজ করছে না সিবিআই, আদালত বিচার করুক। হাইকোর্টে ফাঁসি চেয়ে রাজ্য ও সিবিআইয়ের আবেদনের প্রেক্ষিতে প্রতিক্রিয়া মৃতার পরিবারের। 

West Bengal News Live: আজ SSC-র ২৬ হাজার চাকরি বাতিলের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

আজ SSC-র ২৬ হাজার চাকরি বাতিলের মামলা শুনবে সুপ্রিম কোর্ট। শুনানি হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে। যোগ্য ও অযোগ্য প্রার্থীদের আলাদা করতে পারবে এসএসসি? নাকি পুরো প্যানেলই বাতিল করতে হবে? ২০১৬ সালের SSC-র ২৫ হাজার ৭৫৩ জন চাকরি প্রাপকের ভবিষ্যত কী হবে?

WB News Live: স্যালাইন কাণ্ডে মেদিনীপুর মেডিক্যাল কলেজের আরএমও-কে জিজ্ঞাসাবাদ

স্যালাইন কাণ্ডে মেদিনীপুর মেডিক্যাল কলেজের আরএমও-কে জিজ্ঞাসাবাদ। চিকিৎসক সৌমেন দাসকে ভবানী ভবনে ডেকে জিজ্ঞাসাবাদ সিআইডি-র। 

West Bengal News Live: শহরে গুলেন বেরি সিনড্রোমের থাবা, আক্রান্ত ২ শিশু

শহরে গুলেন বেরি সিনড্রোমের থাবা। শহরে গুলেন বেরি সিনড্রোমে আক্রান্ত ২ শিশু। ইন্সটিটিউট অফ চাইল্ড হেলথের ভেন্টিলেশনে ভর্তি ২ শিশু। শহরের আরও কয়েকটি হাসপাতালে ভর্তি GB সিনড্রোমে আক্রান্তরা। মহারাষ্ট্রে গুলেন বেরি সিনড্রোমে আক্রান্তের সংখ্যা বাড়ছে। পুণেতে আক্রান্তের সংখ্যা একশো ছাড়িয়েছে। শোলাপুরে মৃত্যু একজনের। GB সিনড্রোম একটি অটো ইমিউন ডিসঅর্ডার। প্রথমে ব্যাক্টেরিয়া সংক্রমণ হয়। এরপরই শরীরে থাবা বসায় গুলেন বেরি সিনড্রোম। নিম্নাঙ্গ অবশ হয়ে রোগীর হাঁটাচলা বন্ধ হয়ে যায়। ফুসফুসের সঙ্গে যুক্ত নার্ভ শিথিল হয়ে সমস্যা বাড়ায়। 

WB News Live: কলকাতা হাইকোর্টে আর জি কর মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত

কলকাতা হাইকোর্টে আর জি কর মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত। মামলা গ্রহণ করা হবে কিনা সেই অংশ নিয়ে শুনানি শেষ। রাজ্য এবং সিবিআইএর দায়ের করার মামলার শুনানি শেষ। 

West Bengal News Live: নদিয়ার নাকাশিপাড়ায় বোমা বিস্ফোরণে গুরুতর আহত এক মহিলা, বাড়ির পাশে আবর্জনার মধ্যে পড়ে ছিল বোমা

নদিয়ার নাকাশিপাড়ায় বোমা বিস্ফোরণে গুরুতর আহত এক মহিলা। বাড়ির পাশে আবর্জনার মধ্যে পড়ে ছিল বোমা। আবর্জনা পরিষ্কার করার সময়ই বোমা ফেটে গুরুতর আহত হন মহিলা। বোমার শব্দে আশপাশের লোকজন ছুটে আসে। মহিলা গুরুতর আহত অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ। 

WB News Live: নদিয়ার কৃষ্ণগঞ্জে বাঙ্কার-রহস্যের মধ্যেই এবার টুঙ্গি সীমান্তের কাছে দুই রোহিঙ্গা গ্রেফতার

নদিয়ার কৃষ্ণগঞ্জে বাঙ্কার-রহস্যের মধ্যেই এবার টুঙ্গি সীমান্তের কাছে দুই রোহিঙ্গা গ্রেফতার। ধৃতরা মায়ানমার থেকে এসে প্রথমে বাংলাদেশের কক্সবাজার ক্যাম্পে থাকত। সেখান থেকে বছর খানেক আগে ভারতে অনুপ্রবেশ করে। তারপর কাজ করতে তারা চলে যায় হায়দরাবাদ। সেখান থেকে ফিরে গতকাল বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করার সময়, তারা ধরা পড়ে যায়। 

West Bengal News Live: মেয়ের জন্য বিচার ছিনিয়ে আনতে তাঁরা বদ্ধপরিকর, কান্নায় ভেঙে পড়ে জানালেন মৃত নিহত চিকিৎসকের বাবা-মা

সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে আজ হাইকোর্টে জোড়া আবেদনের শুনানি। রাজ্য সরকার ও সিবিআইয়ের আবেদনের একত্রে শুনানি শুরু হাইকোর্টে। কারও তরফ থেকে এই মামলা নিয়ে তাঁদেরকে কিছু না বলা হলেও, হাইকোর্টে শুনানিতে উপস্থিত থাকবেন তাঁরা। মেয়ের জন্য বিচার ছিনিয়ে আনতে তাঁরা বদ্ধপরিকর। কান্নায় ভেঙে পড়ে জানালেন নিহত চিকিৎসকের বাবা-মা। 

WB News Live: পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন ভারত সেবাশ্রমের সন্ন্যাসী কার্তিক মহারাজ, বিজেপির সুপারিশেই কার্তিক মহারাজ পদ্মশ্রী পেয়েছেন, আক্রমণ শানিয়েছেন কুণাল ঘোষ

পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন ভারত সেবাশ্রমের সন্ন্যাসী কার্তিক মহারাজ। আর এই পদ্ম-প্রাপ্তি ঘিরেই সরগরম রাজ্য-রাজনীতি। বিজেপির সুপারিশেই কার্তিক মহারাজ পদ্মশ্রী পেয়েছেন, আক্রমণ শানিয়েছেন কুণাল ঘোষ। উনি অনেক পেয়েছেন বলেই এভাবে ভাবতে পারেন, প্রতিক্রিয়া কার্তিক মহারাজের। তৃণমূলকে পাল্টা তোপ দেগেছে বিজেপি। 

West Bengal News Live: তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ও তৃণমূল কাউন্সিলর সোমনাথ দে-র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন আর জি করে নিহত চিকিৎসকের মা-বাবা

এবার তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ও তৃণমূল কাউন্সিলর সোমনাথ দে-র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন নিহত চিকিৎসকের মা-বাবা। দুপুরে হাসপাতালে গেলেও, বাড়িতে দেহ নিয়ে ঢোকা পর্যন্ত পরিবারের সঙ্গে একবারের জন্যও কাউন্সিলর ও বিধায়ক যোগাযোগ করেননি বলে অভিযোগ। অন্যদিকে, ওই দিনই দীর্ঘ সময় আর জি কর হাসরপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে তাঁরা বৈঠক করেছিলেন বলেও অভিযোগ তুলেছে অভয়ার পরিবার। 

WB News Live: কলকাতায় ফের হেলে পড়া বহুতলের হদিশ, এবার কসবার রাজডাঙায় অ্যাক্রোপলিস মলের পিছনে

কলকাতায় ফের হেলে পড়া বহুতলের হদিশ। এবার কসবার রাজডাঙায় হেলে পড়া বহুতলের হদিশ মিলল। অ্যাক্রোপলিস মলের পিছনে পাঁচতলা বাড়ি। বাসিন্দাদের অভিযোগ, ধীরে ধীরে হেলে পড়ছে বহুতল। বাড়ির ডানদিকে মাটি থেকে উচ্চতা যেখানে প্রায় ১১ ফুট, বাড়ির বাঁ দিকের অংশের উচ্চতা মেরেকেটে ৬ ফুট। ভয়ের চোটে নিজেদের ফ্ল্যাট ছেড়ে অন্যত্র থাকছেন বহুতলের কোনও কোনও বাসিন্দা। কেউ আবার প্রাণ হাতে করে হেলে পড়া বহুতলেই রয়েছেন। পুরসভা ও স্থানীয় কাউন্সিলরকে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। খোঁজ নিয়ে দেখার কথা জানিয়েছেন ১০৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্না। 

West Bengla News Live: আজ SSC-র ২৬ হাজার চাকরি বাতিলের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

আজ SSC-র ২৬ হাজার চাকরি বাতিলের মামলা শুনবে সুপ্রিম কোর্ট। শুনানি হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে। যোগ্য ও অযোগ্য প্রার্থীদের আলাদা করতে পারবে এসএসসি, নাকি পুরো প্যানেলই বাতিল করতে হবে? ২০১৬ সালের SSC-র ২৫ হাজার ৭৫৩ জন চাকরি প্রাপকের ভবিষ্যত কী হবে? 

WB News Live: ব্যবসায়ীকে অপহরণ করে ৫০ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়ার অভিযোগ, ধৃত পাস করা ইঞ্জিনিয়ার ও ECL-এর এক কর্মী

কাঁকসার ব্যবসায়ীকে অপহরণ করে ৫০ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়ার অভিযোগ। ধৃত পাস করা ইঞ্জিনিয়ার ও ECL-এর এক কর্মী। অপহরণকাণ্ডে মোট ৫ জনকে গ্রেফতার করেছে বুদবুদ থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন, ধারালো অস্ত্র। বাজেয়াপ্ত ১ লক্ষ ১২ হাজার টাকা, গাড়ি ও বাইক। অভিযোগ, ১০ জানুয়ারি জাতীয় সড়ক লাগোয়া পানাগড় বাইপাস থেকে ব্যবসায়ীকে অপহরণ করা হয়। অভিযোগ, এরপর ৫০ লক্ষ টাকা মুক্তিপণ চায় অপহরণকারীরা, শেষমেশ ৬ লক্ষ টাকায় রফা হয়। মারধর করে ব্যবসায়ীকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ। CC ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তদের হদিশ মেলে। নেশার টাকা জোগাড় করতেই দুষ্কৃতীদের দলে ভিড়েছিলেন বি টেক পাস যুবক ও ECL-এর কর্মী, অনুমান পুলিশের। 

West Bengal News Live: আর জি কর কাণ্ডে সঞ্জয় রায় কি একাই জড়িত? নাকি আরও কেউ এই অপরাধে যুক্ত?

আর জি কর কাণ্ডে সঞ্জয় রায় কি একাই জড়িত? নাকি আরও কেউ বা কারা এই অপরাধে যুক্ত? যতবার যে আদালতেই মামলা উঠছে, ততবার এই প্রশ্নেরই উত্তর পাওয়ার আশায় তাকিয়ে রয়েছে সব মহল। সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে আজ হাইকোর্টে জোড়া আবেদনের শুনানি। রাজ্য সরকার ও সিবিআইয়ের আবেদনের একত্রে শুনানি হবে আদালতে। কিন্তু আর জি কর মেডিক্যালে নিহত চিকিৎসকের পরিবারের দাবি, রাজ্য সরকার বা সিবিআই, কারও তরফ থেকে এই মামলা নিয়ে তাঁদেরকে কিছু জানানো হয়নি। যদিও, আজ হাইকোর্টে শুনানির সময় উপস্থিত থাকবেন তাঁরা। অভয়ার পরিবারকে না জানিয়ে রাজ্য সরকারের তাড়াহুড়ো করে হাইকোর্টে যাওয়ার বিষয়টিকে সন্দেহের চোখেই দেখছেন জুনিয়র চিকিৎসকরা। 

WB News Live: কাউন্সিলের স্বাভাবিক কাজকর্মে বাধা সৃষ্টির অভিযোগ, থানায় চার সরকারি চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ রাজ্য মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রারের

কাউন্সিলের স্বাভাবিক কাজকর্মে বাধার সৃষ্টি করছেন। এই দাবিতে থানায় চার সরকারি চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন রাজ্য মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রার। তাৎপর্যপূর্ণ বিষয় হল চারজন চিকিৎসকই আর জি কর-কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন। প্রতিহিংসার বশেই এমনটা করা হয়েছে বলে মতপ্রকাশ করেছেন তাঁরা। 

West Bengal News Live: আর জি কর-কাণ্ডে দু'দিনে তিনবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করলেন নিহত চিকিৎসকের মা-বাবা

আর জি কর-কাণ্ডে দু'দিনে তিনবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করলেন নিহত চিকিৎসকের মা-বাবা। শাসক শিবির থেকে নিহত চিকিৎসকের পরিবারকে আক্রমণের ঝাঁঝও বেড়েছে। 

WB News Live: সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে আজ হাইকোর্টে জোড়া আবেদনের শুনানি

সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে আজ হাইকোর্টে জোড়া আবেদনের শুনানি। রাজ্য সরকার ও সিবিআইয়ের আবেদনের একত্রে শুনানি হবে আদালতে। কারও তরফে জানানো না হলেও, শুনানির সময় উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন অভয়ার মা-বাবা। অভয়ার পরিবারকে না জানিয়ে রাজ্য সরকারের তাড়াহুড়ো করে হাইকোর্টে যাওয়ার বিষয়টিকে সন্দেহের চোখেই দেখছেন জুনিয়র চিকিৎসকরা। 

West Bengal News Live: ক্ষমা চেয়েও বক্তব্যে অনড় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোয়াপধ্যায়

দলেরই মন্ত্রীদের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। এবার ক্ষমা চাইলেন। তবে বক্তব্যে অনড়ই রইলেন তৃণমূলের প্রবীণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বললেন, কয়েকজন মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। দলের ভিতরে তা জানাবেন। তৃণমূলের অন্দরের এই চাপানউতোর নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা। 

WB News Live: বাড়ি তৈরির অনুমোদনে বাধ্যতামূলক মাটি পরীক্ষার রিপোর্ট ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের ছাড়পত্র

শহরে একের পর এক হেলে পড়া বাড়ি নিয়ে শোরগোলের মধ্যে নির্দেশিকা জারি করল পুর ও নগরোন্নয়ন দফতর। কলকাতা সহ রাজ্যের সব পুরসভার উদ্দেশে ওই নির্দেশিকায় বলা হয়েছে, বাড়ি তৈরির অনুমোদনে বাধ্যতামূলক মাটি পরীক্ষার রিপোর্ট ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের ছাড়পত্র।

West Bengal News Live: আত্মপ্রকাশ করছে তৃণমূল প্রভাবিত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের নতুন সংগঠন ‘প্রোগ্রেসিভ হেল্থ অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল’

আত্মপ্রকাশ করছে তৃণমূল প্রভাবিত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের নতুন সংগঠন ‘প্রোগ্রেসিভ হেল্থ অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল’। যার শীর্ষ পদে থাকছেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা। ইতিমধ্যেই এ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে শীর্ষ পদাধিকারীদের কথা হয়েছে বলে সূত্রের খবর। কিন্তু প্রশ্ন হচ্ছে, তৃণমূলের চিকিৎসক সংগঠন থাকা সত্ত্বেও নতুন করে সংগঠন তৈরির প্রয়োজন হল কেন? 

WB News Live: মুকুন্দপুরে হদিশ মিলল বিপজ্জনকভাবে পরস্পরের দিকে হেলে পড়া জোড়া বহুতলের

শহরে দিকে দিকে 'তাসের ঘর'। এবার মুকুন্দপুরে হদিশ মিলল বিপজ্জনকভাবে পরস্পরের দিকে হেলে পড়া জোড়া বহুতলের। প্রাণ হাতে নিয়ে রয়েছেন বাসিন্দারা। এলাকাবাসীর দাবি, চাষের জমি ভরিয়ে বহুতল তৈরি হওয়ায় দেখা দিয়েছে বিপত্তি। মেয়র জানিয়েছেন, এবিষয়ে এক্সপার্টদের মতামত নেওয়া হবে। 

West Bengal News Live: নদিয়ার কৃষ্ণগঞ্জে ক্রমশ ঘনীভূত হচ্ছে বাঙ্কার রহস্য

নদিয়ার কৃষ্ণগঞ্জে ক্রমশ ঘনীভূত হচ্ছে বাঙ্কার রহস্য। বাংলাদেশ সীমান্ত ঘেঁষে কীসের জন্য তৈরি করা হয়েছিল বাঙ্কারগুলি? শুধুই কি বেআইনি কাফ সিরাপ মজুত করার জন্য? খতিয়ে দেখতে রবিবার সকালে এলাকায় যান বিএসএফ ও এনসিবি আধিকারিকরা। কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার কে অমরনাথ জানিয়েছেন, কাশির এই সিরাপগুলো তৈরি হয় হিমাচল প্রদেশে। কী করে সেগুলি এখানে এল, তা তদন্ত করে দেখা হচ্ছে। 

প্রেক্ষাপট

সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে আজ হাইকোর্টে রাজ্য ও সিবিআইয়ের আবেদনের একত্রে শুনানি। কেউ না জানালেও শুনানির সময় উপস্থিত থাকবেন মৃত চিকিৎসকের পরিবার। 


বিচার না পাওয়ার জন্য দায়ী মুখ্যমন্ত্রী। আর জি করকাণ্ডে ফের পদত্যাগ দাবি মৃতার মা-বাবার। তৃণমূল বিরোধীদের মতো কথা, কিছু অতৃপ্ত আত্মা। আক্রমণে কুণাল। 


কাজকর্মে বাধার অভিযোগ। থানায় চার সরকারি চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ রাজ্য মেডিক্যাল কাউন্সিলের। প্রতিবাদ করায় প্রতিহিংসা, প্রতিক্রিয়া চিকিৎসকদের। 


PGT হিসেবে কত স্টাইপেন্ড নিয়েছিলেন কিঞ্জল? ৮০% উপস্থিতি আছে? অভিনয় করতে অনুমতি নিয়েছিলেন? নবান্ন ও RG Kar কর্তৃপক্ষের কাছে জানতে চাইল মেডিক্যাল কাউন্সিল। 


নদিয়ার কৃষ্ণগঞ্জে কেন তৈরি হয়েছিল বাঙ্কার ? শুধুই কাফ সিরাজ মজুত ? হিমাচলপ্রদেশে তৈরি হত উদ্ধার হওয়া কাফ সিরাপ, দাবি পুলিশের। বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এলাকায় কীভাবে ? উঠছে প্রশ্ন।  


কুখ্যাত চোরাচালানকারী সুশান্ত ঘোষ ও তার আত্মীয়দের জমিতেই গড়ে উঠেছে বাঙ্কার। আগেও নাম জড়ায় নিষিদ্ধ সিরাপ পাচারে। চক্রে আর কারা জড়িত? উত্তর খুঁজছেন তদন্তকারীরা। 


পদ্মশ্রী প্রাপক তালিকায় কার্তিক মহারাজ, সরগরম রাজনীতি। বিজেপির সুপারিশে পদ্মশ্রী, আক্রমণ কুণালের। উনি অনেক পেয়েছেন বলে এভাবে ভাবতে পারেন, পাল্টা কার্তিক মহারাজ। 


দিকে দিকে বহুতল-বিভীষিকা। মুকুন্দপুর থেকে ছিট কালিকাপুর, কামারহাটি, নয়াবাঁধ। হেলে পড়েছে একের পর এক বহুতল। প্রাণ হাতে নিয়েই বিপজ্জনক বাড়িতে বসবাস। 


শহরে বিপজ্জনকভাবে হেলে বহু বাড়ি। এবার থেকে বিল্ডিং প্ল্যানের আবেদনের সঙ্গে জমা দিতে হবে সয়েল টেস্টের রিপোর্ট। নির্দেশিকা পুর ও নগরোন্নয়ন দফতরের। 


বাংলায় গোবলয়ের আস্ফালন, অধরা বন্দুকবাজরা। বাবা-কাকার নামে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স থাকায় মামলা রুজু পুলিশের। যারা গুলি চালাল তাদের কেন ছাড় ? উঠছে প্রশ্ন। 


ডায়মন্ডহারবার কেন্দ্রের নোদাখালিতে গুলিবিদ্ধ যুব তৃণমূল নেতা। শ্যুটআউটের ঘটনায় গ্রেফতার ১। সিন্ডিকেট বিবাদে হামলা। দাবি পুলিশ সূত্রে। 


ফের প্রাণ কাড়ল বেপরোয়া গতি। কাশীপুরে চিকিৎসকের গাড়ির ধাক্কায় মৃত্যু ভ্যান চালকের। পালাতে গিয়ে আরেকটি গাড়িকে ধাক্কা। গাড়ি ফেলেই চম্পট। গ্রেফতারের পর জামিন চিকিৎসকের। 
 
হাওড়ায় লাইনচ্যুত তিরুপতি সুপারফাস্ট এক্সপ্রেস। পাশের লাইন দিয়ে যাওয়া পার্সেল ভ্যানের সঙ্গে ধাক্কা। ট্রেন ফাঁকা থাকায় অল্পের জন্য রক্ষা। দক্ষিণ-পূর্ব শাখায় বিঘ্নিত পরিষেবা। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.