West Bengal News Live Updates: এসএফআই- এর বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি কর্মী-সমর্থকদের

WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন একনজরে।

ABP Ananda Last Updated: 27 Jan 2025 03:10 PM

প্রেক্ষাপট

সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে আজ হাইকোর্টে রাজ্য ও সিবিআইয়ের আবেদনের একত্রে শুনানি। কেউ না জানালেও শুনানির সময় উপস্থিত থাকবেন মৃত চিকিৎসকের পরিবার। বিচার না পাওয়ার জন্য দায়ী মুখ্যমন্ত্রী। আর জি করকাণ্ডে...More

West Bengal News Live: লাইসেন্স একজনের নামে, আর গুলি চালিয়েছেন অন্যরা, ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনে শূন্যে গুলি চালনার ঘটনায় সামনে এল এমনই তথ্য

লাইসেন্স একজনের নামে, আর গুলি চালিয়েছেন অন্যরা। কোথাও বাবার নামে থাকা লাইসেন্সপ্রাপ্ত বন্দুক এনে গুলি চালিয়েছেন ছেলে। কোথাও কাকার বন্দুক এনে শূন্যে আস্ফালন দেখিয়েছেন ভাইপো। মানিকচকের নুরপুরে টিপটপ ক্লাব আয়োজিত ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনে শূন্যে গুলি চালনার ঘটনায় সামনে এল এমনই তথ্য। কিন্তু, ঘটনার পর ৪ দিনের মাথায় এখনও কাউকে ধরতে পারল না পুলিশ।