West Bengal News LIVE Updates: এবার বিধাননগর পুরসভা এলাকায় হেলে পড়ল বহুতল

West Bengal News LIVE Updates: রাজ্যের সব খবরের লাইভ আপডেট...

ABP Ananda Last Updated: 23 Jan 2025 03:02 PM

প্রেক্ষাপট

এবার বিধাননগর পুরসভা এলাকায় হেলে পড়ল বহুতল। বাঘা যতীন, বেলঘরিয়া, ট্যাংরার পর এবার বিধাননগর পুরসভার নারায়ণপুরে হেলে পড়ল বহুতল। নারায়ণপুরের বহুতলে বসবাসকারীদের সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আতঙ্কে এলাকাবাসী,...More

Barrackpore Shootout: ব্যারাকপুরের চিড়িয়ামোড়ে গুলিকাণ্ডে ৩ জনকে গ্রেফতার

ব্যারাকপুরের চিড়িয়ামোড়ে গুলিকাণ্ডে ৩ জনকে গ্রেফতার। ৩ জনকে গ্রেফতার করল ব্যারাকপুর থানার পুলিশ। গতকাল ভরদুপুরে মহম্মদ ইমদাদুল হক নামে বছর ২৭-এর যুবককে গুলি করে পালায় ৩ দুষ্কৃতী। ঘটনাস্থল থেকে ব্যারাকপুর কমিশনারেটের সদর দফতরের দূরত্ব মেরেকেটে ৫০০ মিটার। আশেপাশে রয়েছে কমিশনারেটের একাধিক আধিকারিকের অফিস। এমন গুরুত্বপূর্ণ জায়গায় দুষ্কৃতীরা এতটা বেপরোয়া হয়ে ওঠার সাহস পাচ্ছে কী করে?