West Bengal News LIVE Updates: এবার বিধাননগর পুরসভা এলাকায় হেলে পড়ল বহুতল
West Bengal News LIVE Updates: রাজ্যের সব খবরের লাইভ আপডেট...
প্রেক্ষাপট
এবার বিধাননগর পুরসভা এলাকায় হেলে পড়ল বহুতল। বাঘা যতীন, বেলঘরিয়া, ট্যাংরার পর এবার বিধাননগর পুরসভার নারায়ণপুরে হেলে পড়ল বহুতল। নারায়ণপুরের বহুতলে বসবাসকারীদের সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আতঙ্কে এলাকাবাসী,...More
ব্যারাকপুরের চিড়িয়ামোড়ে গুলিকাণ্ডে ৩ জনকে গ্রেফতার। ৩ জনকে গ্রেফতার করল ব্যারাকপুর থানার পুলিশ। গতকাল ভরদুপুরে মহম্মদ ইমদাদুল হক নামে বছর ২৭-এর যুবককে গুলি করে পালায় ৩ দুষ্কৃতী। ঘটনাস্থল থেকে ব্যারাকপুর কমিশনারেটের সদর দফতরের দূরত্ব মেরেকেটে ৫০০ মিটার। আশেপাশে রয়েছে কমিশনারেটের একাধিক আধিকারিকের অফিস। এমন গুরুত্বপূর্ণ জায়গায় দুষ্কৃতীরা এতটা বেপরোয়া হয়ে ওঠার সাহস পাচ্ছে কী করে?
এবার বাগুইআটির জগৎপুরে পরপর দুটি বাড়ি হেলে পড়ল। বাগুইআটির জগৎপুর নেতাজি পল্লীতে আতঙ্ক। ঘটনার কথা জানাজানি হতেই ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ঝুঙ্কু মণ্ডলের লিখিত অভিযোগ। বিধাননগর পুরনিগমে লিখিত অভিযোগ শাসক কাউন্সিলরের। পুকুর বুজিয়ে কয়েক ছটাক জমির ওপরে গড়ে উঠেছে বাড়িগুলো, অভিযোগ স্থানীয়দের। বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে, আশঙ্কা স্থানীয় কাউন্সিলরের।
এবার বিধাননগর পুরসভা এলাকায় হেলে পড়ল বহুতল। বাঘাযতীন, ট্যাংরার পর এবার বিধাননগর পুরসভার নারায়ণপুরে হেলে পড়ল বহুতল। নারায়ণপুরের বহুতলে বসবাসকারীদের সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আতঙ্কে এলাকাবাসী, গোটা বহুতলটিই অবৈধভাবে নির্মাণের অভিযোগ।
হালিশহরের ১ নম্বর ওয়ার্ডে বাগমোড় এলাকায় হোটেল ভাঙা নিয়ে উত্তেজনা ছড়াল। হোটেল ভেঙে ফেলার কাজ শুরু করেছে হালিশহর পুরসভা। বেআইনিভাবে ভাঙা হচ্ছে বলে দাবি করেছেন হোটেল মালিক। হালিশহর পুরসভার দাবি, আদালতের নির্দেশে হোটেল ভাঙা হচ্ছে। অশান্তি এড়াতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে এক যুবকের দেহ উদ্ধার। আজ সকালে স্থানীয়রা দেহটি দেখতে পান। কম্বল চাপা দেওয়া অবস্থায় পড়েছিল অজ্ঞাতপরিচয় যুবকের দেহ। স্থানীয়রা জানিয়েছেন, এই যুবককে রবীন্দ্র সরোবর চত্বরে মাঝেমধ্যেই থাকতে দেখা যেত। কীভাবে ওই যুবকের মৃত্যু হল, খতিয়ে দেখছে রবীন্দ্র সরোবর থানার পুলিশ
২৬ জানুয়ারির আগে দক্ষিণ-পূর্ব রেলের শালিমার স্টেশনে তল্লাশি চালাল GRP ও RPF. স্নিফার ডগ ও মেটাল ডিটেক্টর নিয়ে তল্লাশি চালানো হয় প্ল্যাটফর্মে। পরীক্ষা করা হয় যাত্রীদের ব্যাগ। ট্রেনের ভিতরেও তল্লাশি চলে। এ ছাড়া রেলের ট্র্যাক ও স্টেশনের পার্কিং জোনে তল্লাশি চালায় GRP ও RPF.
মুর্শিদাবাদের জলঙ্গিতে ভারত-বাংলাদেশ সীমান্তে মাদক-সহ গ্রেফতার হল বাংলাদেশ থেকে আসা ৩ অনুুপ্রবেশকারী। ধৃতদের বাড়ি কুষ্টিয়া জেলার চারপাড়ায়। উদ্ধার হয়েছে ৮ কেজির বেশি গাঁজা ও ২৯৭ বোতল ফেন্সিডিল। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে জলঙ্গির সরকার পাড়া এলাকায় বিদুপুর সীমান্তে অভিযান চালায় জলঙ্গি থানার পুলিশ। গ্রেফতার করে বাংলাদেশের ৩ নাগরিককে।
আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রীর সরকারি অনুষ্ঠানে হাজির প্রাক্তন বিজেপি সাংসদ জন বার্লা। আজই কি ‘ফুল’ বদল করতে চলেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী? হাসিমারা বিমানবন্দরের কাছে সুভাষিণী চা বাগানের মাঠে আজ মুখ্যমন্ত্রীর সরকারি অনুষ্ঠান। এর আগে মাদারিহাট উপনির্বাচনের আগে বার্লার বাড়িতে গিয়ে বৈঠক করেন তৃণমূল নেতারা বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী
আইনমন্ত্রী মলয় ঘটকের বাড়ি-অফিসে দুষ্কৃতী হামলা। অভিযুক্তকে গ্রেফতার করল আসানসোল দক্ষিণ থানার পুলিশ। ধৃত ভিকি কেওড়ার পরিবারের দাবি, তিনি মানসিকভাবে অসুস্থ। নিজের বাড়িতেও ভাঙচুর চালাচ্ছেন। অভিযোগ, আসানসোলের আইনমন্ত্রী মলয় ঘটকের বাড়ির অফিসে ঢুকে তিনি পাথর দিয়ে ভেঙে দেন টেবিলের কাচ।
কুয়াশামোড়া সকাল। ট্রেন ও বিমানের পাশাপাশি, প্রভাব পড়েছে ফেরি চলাচলে। হুগলির বিভিন্ন জায়গায় ফেরি পারাপার ব্যাহত হয়। ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত উত্তরপাড়া থেকে বলাগড় পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। বেলার দিকে ফেরি সার্ভিস চালু হলেও, পরিষেবা স্বাভাবিক হতে সময় লাগবে। ঘন কুয়াশার জেরে ব্যাহত ডায়মন্ড হারবার-কুঁকড়াহাটি ফেরি পরিষেবাও। যাত্রী-সহ লঞ্চ হুগলি নদীতে দিগ্ভ্রষ্ট হয়ে পড়ে। লঞ্চে প্রায় দেড়শো যাত্রী রয়েছে। খবর পেয়ে উদ্ধারে নামে দমকল বাহিনী।
ট্যাংরায় দুটি বহুতলের মধ্যে ব্যবধান বিপজ্জনকভাবে কমছে। কলকাতা পুরসভার ৫৮ নম্বর ওয়ার্ডে ১১/২, ক্রিস্টোফার রোডের পাঁচতলা বহুতল ও পাশের ৬ তলা নির্মীয়মাণ বহুতলের মধ্যে কোথাও মাত্র সাড়ে ৭, কোথাও আবার ১৩ ইঞ্চির ব্যবধান। ইতিমধ্যেই হেলে পড়া ৫ তলা বহুতলকে বিপজ্জনক বলে জানিয়ে নোটিস দিয়েছে কলকাতা পুরসভা। ৩ দিনের মধ্যে বাড়ি খালি করতে বলা হয়েছে। কারও আপত্তি থাকলে, জানাতে হবে ২৪ ঘণ্টার মধ্যে। গতকাল রাত থেকে বহুতলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ফলে বাসিন্দারা জল পাচ্ছেন না, বহুতলের লিফটও কাজ করছে না। বহুতলে এখনও রয়েছে ১১টি পরিবার। ফ্ল্যাট ছাড়তে পারি, কিন্তু জিনিসপত্র নিয়ে উঠব কোথায়? প্রশ্ন তুলেছেন হেলে পড়া বহুতলের আবাসিকরা। ৫ তলা বহুতলের অভিযুক্ত প্রোমোটার ড্যানিয়েল লি ও পাশের নির্মীয়মাণ বহুতলের প্রোমোটার সুরজিৎ মান্নার এখনও খোঁজ মেলেনি।
ফের রাতের শহরে বেপরোয়া গতির বলি হলেন এক স্কুটার চালক। গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ নিউটাউনের আকাঙ্খা মোড়ে। দুর্ঘটনা ঘটে। বেপরোয়া ট্রাক স্কুটারে ধাক্কা মারে। ট্রাকের চাকায়। পিষ্ট হয়ে মৃত্যু হয় স্কুটার চালকের। মৃত পার্থ দে ট্যাংরার বাসিন্দা। রাস্তায় স্পিডোমিটার বসিয়েও বেপরোয়া গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন? একের পর এক দুর্ঘটনায় উঠছে প্রশ্ন। ঘাতক ট্রাকের চালককে গ্রেফতার করেছে ইকো পার্ক থানার পুলিশ।
আন্তর্জাতিক কল সেন্টার প্রতারণা চক্রের হদিশ পেতে কলকাতা, হাওড়া-সহ রাজ্যের ১০টি জায়গায় হানা দিয়েছে ED. কেন্দ্রীয় এজেন্সির স্ক্যানারে কলকাতার এক ব্যবসায়ী। ED-র দাবি, কলকাতায় বসে আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা-সহ বিভিন্ন দেশের নাগরিকদের সফটওয়্যার পরিষেবা দেওয়ার নাম করে কোটি কোটি টাকা হাতিয়ে ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে পাচার করা হয়েছে। এখনও পর্যন্ত কল সেন্টার প্রতারণায় আর্থিক কেলেঙ্কারির পরিমাণ ২৫-৩০ কোটি টাকা। VRM বিজনেস প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার নামে কল সেন্টার খুলে, বিদেশিদের প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ। কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে সকাল থেকে সল্টলেক সেক্টর ফাইভ, নিউটাউন, রাজারহাট, বাগুইআটি, বাঙুর অ্যাভিনিউ, বালিগঞ্জ, পিকনিক গার্ডেন, তপসিয়া, হাওড়ার ডোমজুড়-সহ ১০টি জায়গায় তল্লাশি চালাচ্ছে ED.
ঘন কুয়াশার কারণে কলকাতায় ব্যাহত বিমান চলাচল। আজ সকাল থেকে কলকাতা বিমানবন্দরে ওঠানামা করতে পারেনি কোনও বিমান।
মাঘের শুরুতে শীত উধাও। সকাল থেকে ঘন কুয়াশা। কোথাও কোথাও দৃশ্যমানতা নেমেছে ৫০ মিটারেরও নীচে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১২টি জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া--সকাল থেকে সূর্যের দেখা মেলেনি। কুয়াশার দাপট উত্তরবঙ্গের ছয় জেলাতেও। শীতের পথে কাঁটা একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা।
ফলে পারদ ঊর্ধ্বগামী। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। ঝঞ্ঝার বাধা কাটিয়ে রবিবার থেকে ফিরতে পারে শীত। ২-৩ দিনে চার ডিগ্রি নামতে পারে পারদ।
আসানসোলে আইনমন্ত্রী মলয় ঘটকের বাড়ি-অফিসে দুষ্কৃতী হামলা!একতলার অফিসে ভাঙচুর চলে। আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত পুলিশ ফাঁড়ি থেকে মাত্র ২০০ মিটার দূরে, আপকার গার্ডেনের মতো অভিজাত এলাকায় মলয় ঘটকের বাড়ি। ২৪ ঘণ্টা যাঁর বাড়ির বাইরে মোতায়েন থাকে নিরাপত্তারক্ষী। সেখানে এই ঘটনা ঘটল কী করে? উঠছে প্রশ্ন। কেন এই যুবক হামলা চালালেন আইনমন্ত্রীর বাড়িতে? তাঁকে আটক করে উত্তর খুঁজছে পুলিশ।
একপাতার অভিযোগ পেয়েই FIR করে তদন্ত শুরু করে দিলেন! তথ্য প্রমাণ কোথায়? জুনিয়র চিকিৎসক আসফাকুল্লা নাইয়ার মামলায় এভাবেই পুলিশকে কড়া প্রশ্নের মুখে পড়তে হল হাইকোর্টে। বিচারপতি সাফ জানিয়ে দেন, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করা হয়েছে এমন কোনও তথ্য প্রমাণ নেই। ৬ সপ্তাহের জন্য তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে মামলা করায়, হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ল রাজ্য় সরকার। রাজ্য়ের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ জানতে চাইল, ''মামলার কথা কি পরিবার জানে? পরিবার ছাড়া কি বিচার চালানো সম্ভব?'' এদিকে, সঞ্জয়ের ফাঁসি চেয়ে, নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে CBI-ও।