West Bengal News LIVE Updates: ফের নাবালককে নির্মম নির্যাতন, কোন্নগরে আম পাড়তে যাওয়া নাবালককে পেরেক লাগানো লাঠি দিয়ে নির্মম মার

WB News LIVE Updates: রাজ্যে থেকে জেলার সব খবরের আপডেটস...

ABP Ananda Last Updated: 07 Jun 2025 10:39 PM

প্রেক্ষাপট

ফের নাবালককে নির্মম নির্যাতন, কোন্নগরে আম পাড়তে যাওয়া নাবালককে পেরেক লাগানো লাঠি দিয়ে নির্মম মার। মাথা ও চোখে গুরুতর আঘাত। আনা হল কলকাতা মেডিক্যালে। মারতে মারতে অজ্ঞান করে দিয়েছে ছেলেকে।...More

West Bengal News LIVE: পথ-যন্ত্রণা

পথে বেরোলেই যেন প্রাণ সংশয়। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ... বিভিন্ন জায়গায় ছবিটা মোটের উপর একই। ভোটের আগে বেহাল রাস্তাকে হাতিয়ার করে শাসকদলকে বেকায়দায় ফেলতে চাইছে বিরোধীরা। পাল্টা সুর চড়াচ্ছে তৃণমূলও।