West Bengal News Live Updates: শুভেন্দুর নেতৃত্বে বিজেপির বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দফতর অভিযান
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন এক ক্লিকে।
ওপারে গ্রেফতার সন্ন্যাসী, এপারে প্রতিবাদ বিজেপির। শুভেন্দুর নেতৃত্বে বিজেপির বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দফতর অভিযান। রবীন্দ্র সদন থেকে বেক বাগান পর্যন্ত বিজেপি বিধায়কদের মিছিল। হাতে পোস্টার, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে বিজেপির মিছিল।
ইঁদুরে কেটে দিয়েছে বিদ্যুতের তার। তাই সকাল থেকে কাশীপুর মহাশ্মশানে সৎকারের কাজ বন্ধ। কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে দুর্ঘটনা এড়াতে সিদ্ধান্ত। দুর্ঘটনার সম্ভাবনা এড়াতেই সন্ধে ৭টা পর্যন্ত কাশীপুর মহাশ্মশান বন্ধ রাখার সিদ্ধান্ত। প্রশ্নের মুখে শ্মশানের রক্ষণাবেক্ষণ ব্যবস্থা।
আবাস যোজনায় বঞ্চনার অভিযোগে কোচবিহারের তুফানগঞ্জে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিলেন গ্রামবাসীরা। প্রায় দেড়ঘণ্টা বন্ধ থাকল চিলাখানা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত অফিস। অভিযোগ, এই পঞ্চায়েতের ৮১ ও ৮২ নম্বর বুথের বাসিন্দারা আবাস যোজনায় ঘর পাননি। কেন বঞ্চিত করা হচ্ছে, এই প্রশ্ন তুলে আজ সকালে পঞ্চায়েত অফিসে তালা মেরে দেন গ্রামবাসীরা। প্রধানকে নিয়ে জয়েন্ট বিডিও হাজির হন পঞ্চায়েত অফিসে। প্রশাসনের আশ্বাসে পঞ্চায়েত অফিসের তালা খুলে দেন গ্রামবাসীরা।
পদ হারিয়ে এবার দলের উপর অভিমানী অরূপ চক্রবর্তী। খারাপ লাগা তো আছেই। কঠিন সময়ে দলকে ডিফেন্ড করেছি। কী কারণে মুখপাত্র পদ গেল, জানি না, জানলে ভাল হত। মমতার পর অভিষেক, এবার হুমায়ুনের সুর অরূপ চক্রবর্তীর।
দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে বিজেপির প্রধানকে ৭ ঘণ্টা তালাবন্দি করে রাখলেন তৃণমূল নেতা, কর্মীরা। পঞ্চায়েত অফিসের বাইরে চলল অবস্থান-বিক্ষোভ। বিভিন্ন ইস্যু নিয়ে রায়দিঘি গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন জমা দিতে যান তৃণমূল নেতা, কর্মীরা। বিজেপি প্রধানকে দোষারোপ করে পঞ্চায়েত অফিসের গেটে তালা লাগিয়ে দেন তাঁরা। দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত তালাবন্দি অবস্থায় ছিলেন প্রধান, কয়েকজন মহিলা পঞ্চায়েত সদস্যা ও পঞ্চায়েত অফিসের কর্মীরা। বিজেপি প্রধানের অভিযোগ, রায়দিঘি থানায় ফোন করেও পুলিশের সাহায্য মেলেনি। পরে জয়েন্ট বিডিও-র মধ্যস্থতায় প্রধান-সহ অন্যরা মুক্তি পান। প্রধান পঞ্চায়েতের কাজের হিসেব দিতে পারেননি বলেই আটকে রাখা হয়, সাফাই তৃণমূলের।
তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে শো কজ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। শৃঙ্খলারক্ষা নিয়ে কড়া বার্তার পরেও অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে আগের বক্তব্যে অনড় ছিলেন হুমায়ুন। ফিরহাদ কেন একাধিক পদে রয়েছে, গতকাল সে প্রশ্নও তুলেছিলেন হুমায়ুন। বিধানসভায় শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকে শো কজের সিদ্ধান্ত, নোটিস পাঠানো হবে আজই। তিনদিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ।
এবার আদালতে দাঁড়িয়ে সরাসরি অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক অস্বীকার। অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক অস্বীকার পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর। পার্থ চট্টোপাধ্যায়ের দাবি তাঁকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। নিয়োগ দুর্নীতির টাকা পাওয়া গেছে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে। উদ্ধার হওয়া টাকার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের কোনও সম্পর্ক নেই। অর্পিতা মুখোপাধ্যায় একজন অভিনেত্রী, তাঁর সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের কোনও সম্পর্ক নেই। অর্পিতা মুখোপাধ্যায়ের বয়ানের ওপর নির্ভর করেই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার দায়িত্ব ছিল পর্ষদ এবং মানিক ভট্টাচার্যের। পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রী ছিলেন, তাঁর সেখানে কোনও ভূমিকাই ছিল না। আদালতে সওয়াল পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর। প্রায় ৫০ হাজার চাকরিপ্রার্থী বঞ্চিত হয়েছেন, সেই দায় মন্ত্রীর। পার্থ চট্টোপাধ্যায়ের টাকাই মিলেছে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে, অভিযোগ ইডি-র। সোমবার জামিনে মুক্তি পেয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়।
সুপ্রিম কোর্টে ফের কড়া প্রশ্নের মুখে ইডি। আপনাদের সাজা ঘোষণার হার কত? প্রশ্ন বিচারপতি সূর্যকান্তর। সাজা ঘোষণার হার অত্যন্ত খারাপ, ৬০ থেকে ৭০ শতাংশ হলেও বোঝা যেত, মন্তব্য বিচারপতির।
বালিগঞ্জে নিজের আবাসনের সামনেই তরুণের রক্তাক্ত দেহ উদ্ধার হল। ছাদ থেকে মরণঝাঁপ বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। মৃতের নাম ভবিষ্য বালানি। আজ সকালে বালিগঞ্জ সার্কুলার রোডে আবাসনের সামনে তরুণের দেহ পড়ে থাকতে দেখা যায়।
খোদ জয়েন্ট বিডিও-র নাম করে আবাস যোজনায় কাটমানি চাওয়ার অভিযোগ পাঁশকুড়ায়। থানার দ্বারস্থ হয়েছেন পাঁশকুড়ার বিডিও। অভিযোগ, আবাস যোজনার টাকা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জয়েন্ট বিডিওর নামে ফোনে টাকা চাওয়া হচ্ছে। ১০-১২ জনকে ফোন করে কাটমানি চাওয়া হয়েছে বলে ব্লক প্রশাসনের অভিযোগ। পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। বিজেপির কটাক্ষ, প্রশাসনের নাম জড়িয়ে কাটমানি চাওয়ার নতুন কৌশল নিয়েছে তৃণমূল। ভিত্তিহীন অভিযোগ বলে পাল্টা দাবি করেছে শাসকদল।
মালদার রতুয়ায় দুই পরিবারের জমি বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষ। আহত উভয়পক্ষের অন্তত ১০ জন। লাঠি-সোটা নিয়ে এক পক্ষ অপর পক্ষের ওপর চড়াও হয়। পাল্টা হামলা চালায় অপর পক্ষ।, সংঘর্ষের ছবি ভাইরাল। বাড়ির বে়ড়ায় আগুন লাগিয়ে দেওয়া হয়। রতুয়া থানায় দু’পক্ষই অভিযোগ দায়ের করেছে। এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ।
দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে বিজেপি প্রধানকে ৭ ঘণ্টা তালাবন্দিপঞ্চায়ের করে রাখলেন তৃণমূল নেতা, কর্মীরা। পঞ্চায়েত অফিসের বাইরে চলল অবস্থান-বিক্ষোভ। বিভিন্ন ইস্যু নিয়ে রায়দিঘি গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন জমা দিতে যান তৃণমূল নেতা, কর্মীরা। বিজেপি প্রধানকে দোষারোপ করে পঞ্চায়েত অফিসের গেটে তালা লাগিয়ে দেন তাঁরা। দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত তালাবন্দি অবস্থায় ছিলেন প্রধান, কয়েকজন মহিলা পঞ্চায়েত সদস্যা ও পঞ্চায়েত অফিসের কর্মীরা। বিজেপি প্রধানের অভিযোগ, রায়দিঘি থানায় ফোন করেও পুলিশের সাহায্য মেলেনি। পরে জয়েন্ট বিডিও-র মধ্যস্থতায় প্রধান-সহ অন্যরা মুক্তি পান। প্রধান পঞ্চায়েতের কাজের হিসেব দিতে পারেননি বলেই আটকে রাখা হয়, সাফাই তৃণমূলের।
তবলা বাদক সৌমিত্র চট্টোপাধ্যায়ের খুনের ঘটনায় গুজরাত থেকে গ্রেফতার করা হল এক সিরিয়াল কিলারকে। পুলিশ সূত্রে দাবি, ধৃতের কাছ থেকে মিলেছে নিহতের মোবাইল ফোন। লুঠের উদ্দেশে খুন বলেই মনে করছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে এর আগেও ৫টি খুনের অভিযোগ রয়েছে। তারমধ্য়ে বেশিরভাগ খুনই ট্রেনে।
সরকারি হাসপাতালে দালাল চক্রের রমরমা! অভিযোগ, রোগী ভর্তি থেকে স্ট্রেচারে রোগীকে অন্য়ত্র নিয়ে যাওয়া, সবেতেই সক্রিয় দালাল-রাজ। বাঁকুড়া সম্মিলনী মেডিক্য়াল কলেজের ঘটনা। দালালরাজের কথা স্বীকার করেছেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ।
তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের মতো কেউ কেউ যখন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে প্রশাসনে অন্তর্ভুক্ত করার দাবি তুলেছিলেন, তখন জাতীয় কর্মসমিতির বৈঠকে, তাঁকে দিল্লি নিয়ে বলার দায়িত্ব দিয়েছেন তৃণমূলনেত্রী। তবে স্বয়ং মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সিদ্ধান্তের পরও নিজের অবস্থানে অনড় হুমায়ুন কবীর।
বেআইনিভাবে গাছ কাটার প্রতিবাদ করায়, পূর্ব বর্ধমানের গলসিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে পার্টি অফিস অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ। প্রাক্তন ব্লক সভাপতির অনুগামীরাই আগুন লাগিয়েছে, অভিযোগ গলসির পোতনা-পুরষা পঞ্চায়েতের তৃণমূল সদস্যর। তাঁর অনুগামীরাই প্রহৃত, আগুন লাগিয়ে নাটক করে ঘটনা ধামাচাপা দিতে চাইছে বিরুদ্ধ গোষ্ঠী, দাবি প্রাক্তন ব্লক সভাপতির।
চিটফান্ড মামলায় প্রভাবশালী-যোগ খুঁজতে এবার ইডি-র হাতে গ্রেফতার প্রয়াগ গোষ্ঠীর ডিরেক্টর বাবা-ছেলে। গতকাল দিনভর তল্লাশি চালিয়ে নিউ আলিপুরের ফ্ল্যাট থেকে বাবা বাসুদেব বাগচীকে গ্রেফতার করেছে ইডি। মুম্বই থেকে ছেলে অভীক বাগচীকেও গ্রেফতার করেছে কেন্দ্রীয় এজেন্সি। অভীককে আজই নিয়ে আসা হবে কলকাতায়। ১৯৯৭ সালে দিল্লি থেকে ব্যবসা শুরু করে প্রয়াগ গোষ্ঠী। ইডি-র দাবি, এই অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে বেআইনিভাবে বাজার থেকে ২ হাজার ৮০০ কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে। এর মধ্যে ১ হাজার ৯০০ কোটি টাকা প্রয়াগ গোষ্ঠা ফেরত দেয়নি বলে অভিযোগ।
মালদার গাজোলে পুকুরের দখলদারি নিয়ে তুলকালাম। অভিযোগ, ২টি পুকুর নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছে গ্রামের ২ পক্ষের মধ্য়ে। মঙ্গলবার তাই চরমে ওঠে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে গাজোল থানার পুলিশ এবং দমকলের ১টি ইঞ্জিন।
চিটফান্ড তদন্তে রাজ্যে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। প্রয়াগ গোষ্ঠীর ডিরেক্টরদের ফ্ল্যাট, জোকার হোটেল-কাম রেস্তোরাঁ-সহ ৩ জায়গায় তল্লাশি চালাল ইডি। আর্থিক তছরুপ, আমানতকারীদের টাকা নয়ছয়-সহ একাধিক অভিযোগ রয়েছে প্রয়াগ গোষ্ঠীর ডিরেক্টরদের বিরুদ্ধে।
শান্তনু সেনের নিরাপত্তা প্রত্যাহার করল রাজ্য সরকার। তুলে নেওয়া হল প্রাক্তন তৃণমূল সাংসদের দায়িত্বে থাকা দুই পুলিশ কর্মীকে। এর আগে রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে শান্তনু সেনকে সরাতে স্বাস্থ্যসচিবকে চিঠি দেন চিকিৎসক-বিধায়ক সুদীপ্ত রায়। আর জি কর-কাণ্ডে মুখ খোলার জের? প্রতিক্রিয়া দিতে নারাজ শান্তনু সেন।
আর জি কর কাণ্ডের ৩ মাস পার। এবার, বিচারের দাবিতে বিধানসভায় গেলেন নিহত তরুণী চিকিৎসকের মা-বাবা। দেখা করলেন শুভেন্দু অধিকারী, নৌশাদ সিদ্দিকির সঙ্গে। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বিচারের দাবিতে ১০ই ডিসেম্বর, রাজভবনে অবস্থান বিক্ষোভ করবে বিজেপি।
মহেশতলায় ব্য়াঙ্কে লুঠের ঘটনায় এবার সামনে এল চাঞ্চল্য়কর তথ্য়। পুলিশ সূত্রে খবর, কোনও তালা ভেঙে নয় বরঞ্চ চাবি দিয়ে তালা খুলেই লুঠ চালিয়েছিল চোরেরা। তবে এখনও এই ঘটনায় গ্রেফতার হননি কেউ। পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীদের সন্ধান পেতে ব্য়াঙ্কের আশেপাশের রাস্তার CCTV ফুটেজ খতিয়ে দেখছেন তাঁরা।
আবাস নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্য়াহত। বাঁকুড়ায় প্রকল্পের সমীক্ষা করতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়তে হল প্রশাসনিক আধিকারিকদের। অন্য়দিকে, কোচবিহারে এই আবাস প্রকল্প নিয়ে তৃণমূলের মধ্য়েই চরম কোন্দল। তৃণমূলের পঞ্চায়েতের ২ সদস্য়র অনুগামীদের মধ্য়ে সংঘর্ষ বাঁধে। আহত হয় ৩ তৃণমূল কর্মী।
প্রেক্ষাপট
শৃঙ্খলা নিয়ে নেতৃত্বের কড়া বার্তার পরেও বেলাগাম হুমায়ুন। এবার সরাসরি কল্যাণ-ববিকেই চ্যালেঞ্জ।
জাতীয় কর্মসমিতির বৈঠকের পরেই অভিষেকের হয়ে ফের ব্যাটিং ভরতপুরের তৃণমূল বিধায়কের।
অনেকের হাতে ৩-৪টি দফতর, অভিষেক এলে আপত্তি কেন? তৃণমূলের রদবদলের পরেই সুর চড়ালেন হুমায়ুন।
শৃঙ্খলারক্ষায় একাধিক কমিটি। তাও বেপরোয়া হুমায়ুন। ২ পাতার নোটিসে ৪ পাতার জবাবের হুঙ্কার। যা করছেন ঠিক নয়, নজর রাখছে দল, বার্তা কুণালের।
আর জি কর নিয়ে সরব, মুখপাত্রের পদ হারানোর পরে এবার সরকারি সুরক্ষাও হারালেন শান্তনু সেন। প্রাক্তন সাংসদের দায়িত্বে থাকা ২ পুলিশকর্মী প্রত্যাহার।
আর জি কর-কাণ্ডের ৩ মাস পার। হঠাৎ বিধানসভায় নিহত চিকিৎসকের মা-বাবা। দেখা করলেন শুভেন্দু-নৌশাদের সঙ্গে।
থ্রেট কালচারে অভিযুক্ত কল্যাণীর জেএনএমের ৪০ সাসপেন্ডেড পড়ুয়াকে ক্লাস করার অনুমতি হাইকোর্টের। হস্টেলে থাকায় নিষেধ। তদন্ত নিয়ে কাউন্সিলকে প্রশ্ন।
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জেলেই পার্থ, প্রায় আড়াই বছর পরে জামিনে মুক্ত বান্ধবী অর্পিতা। প্যারোলের মেয়াদ শেষের আগেই গেলেন আলিপুর জেলে।
আজ কলকাতায় বাংলাদেশ দূতাবাস অভিযানের ডাক বিজেপির।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -